RJK Home Production

RJK Home Production Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RJK Home Production, West Bengal, KOLKATA.
(1)

Kunal chanda rjk
মিউজিক ভিডিও•অডিও-ভিডিও স্টোরি•ফটো-অ্যাড শুট•স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র•টেলিফিল্ম•18+ প্রকল্প•অঙ্কন• নৃত্য•পডকাস্ট• লাইভ স্টেজ প্রোগ্রাম•সকল প্রচার
সহযোগিতা:-☎️+91 8670965724
🎥
https://youtube.com/?si=9ODW6D67pmpPWKJw

04/09/2025

♦️Part :- 1649.
জড়িয়ে ধরা...🌺
জড়িয়ে ধরা পৃথিবীর সবচাইতে সুন্দর আশ্বাস। এতে আন্তরিকতা আর ইমোশনের সবটাই থাকে। একটা মানুষ অন্য মানুষ হয়ে যেতে পারে এতোটাই শক্তিশালী। মৃত্যুর সিদ্ধান্ত পিছিয়ে আরো অনেকদিন বেঁচে থাকার ডে ড্রিম থাকে এতে।

অন্য কোনো উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে, ভুলভাল কোনো কথা দিয়ে, চলে যাওয়ার আগে সান্ত্বনা দেয়ার ইচ্ছেতে জড়িয়ে ধরা পৃথিবীর সবচাইতে ভয়ানক অপরাধ।

💙🌺❤️

Rjk Brand 🎶
Kunal chanda rjk 🎙️
Rjk Story 📻

04/09/2025

♦️Part :- 1645.
ছেড়ে গেলে আমাকে যখন...🌺
তুমি যখন ছেড়ে চলে যাচ্ছিলে,আমার বারবার মনে হচ্ছিলো তোমাকে ভুলে যাওয়ার চাইতে সহজ কিছু আর এই পৃথিবীতে নেই,
অথচ ঘরে ফেরার পর দেখলাম আমার পুরো পৃথিবীটাকেই তুমি সাথে করে নিয়ে গেছো;

তুমি ছেড়ে চলে যাওয়ার পর আমার ছাদের ছোট্টো বাগানটায় কখনো নয়নতারা ফোটেনি,
দক্ষিনের জানালা দিয়ে রোদ ঢোকেনি নিয়মিত অভ্যাসে;

তুমি ছেড়ে যাওয়ার পর অভ্যস্ত আদরের অভাবে আমার কখনো জ্বর ওঠেনি,
তারাহুরো করে চায়ের কাপে চুমুক দিতে গিয়ে ঠোঁট পুড়ে যায়নি,
অথচ আমি কী ভীষণভাবে চাইতাম আমার কোনো তীব্র অসুখ হোক;

তুমি ছেড়ে চলে যাওয়ার পর পাঁচ বছরের ছোট্ট মেয়েটা আমার কাছে কখনো বেলী ফুলের মালা বিক্রি করতে আসেনি,
রোদে দাঁড়িয়ে থাকতাম অথচ আমার আর কখনো মাথাব্যথা হয়নি,
পার্কে কিছুক্ষন বসার জন্য আড়াল খুঁজতে হয়নি।

তুমি ছেড়ে চলে গিয়েছিলে ঠিকই,অথচ তোমার অভাব আমাকে কখনো একা থাকতে দেয়নি।

প্রস্থানের পরবর্তীতে

❤️🌺💙

Kunal chanda rjk 🎙️
Rjk Brand 🎶
Rjk House

04/09/2025

♦️Part :- 1646.
তোমার কাছে ...🌺
আমার কোনোকিছু ভালোলাগে না-
আবার এই কথা তোমাকে বলতে ভালোলাগে!

আমার ঘরে থাকতে ইচ্ছে করে না
কিন্তু তোমার পাশে থাকলে মনে হয় আমাদের একটা ঘর থাকা দরকার!

মাঝেমধ্যেই আমার ইচ্ছে করে কোথাও একটা চলে যাই-
কিন্তু তোমার কাছে গেলে সব ইচ্ছে নাই হয়ে যায়।

আমার চোখে ঘুম নেই, আমার মনে শান্তি নেই, গুছিয়ে বলতে পারব এমন কোনো দুঃখকষ্ট নেই;
তবুও তোমাকে সবকিছু বিস্তারিত জানিয়ে,একটু আধটু সান্ত্বনা পাওয়ার লোভ লাগে।

দুইদিনের এই দুনিয়ায় তোমার সাথে অনন্তকাল থাকা যায় না কেন?

💙🌺❤️

Kunal chanda rjk 🎙️
Rjk Brand
Rater Jonaki Kunal RJK 📻
Gobhir Rate Jonakir Sathe RJK 📻

04/09/2025

♦️Part :- 1647.
তোমায় নিয়েই অর্ধেক জীবনে...🌺
তোমার চুল বাঁধা দেখতে দেখতে জীবনের অর্ধেক চলে গেলে তারপর -
তোমার কোলে শুয়ে বাদবাকী আয়ু শেষ হয়ে যেতে পারে।

আমি সন্দেহ করবো তোমার নরোম চোখের ভেতরে যতোটুক নরোম অভিমান লেগে থাকে,
আমি ঝগড়া করবো তোমার শাড়ির রঙ কেন হালকা হবে সে বিষয়ে
আমি তর্ক করবো আমার নিজের ফিলোসফির সাথে, জিতিয়ে দেব তোমার সমস্ত ভুলভাল যুক্তি-

তুমি আমাকে শাসন করবে শোবার ঘর থেকে বের করে দিয়ে দরজা বেঁধে পুরোনো বাংলা সিনেমার গান খালি গলায় শুনিয়ে।
তারপর, জীবনের অর্ধেক চলে গেলে
বাদবাকী যে সময় - আমরা কাটিয়ে দেব পাহাড়ে পাহাড়ে!

জীবনের অর্ধেক রাস্তায় যদি আমাকে ছেড়ে চলে যাও-
বাদবাকী যতোটা সময় হাতে থাকবে, পৃথিবীকে নিজের জন্য নরক বানাতে থাকবো।

❤️🌺💙

Kunal chanda rjk 🎙️
Rjk Shorts 🌺
Rjk House
Kunal Chanda

04/09/2025

♦️Part :- 1655.
তুমি ছিলে আমার শেষ
আঘাত!
এরপর আর কিছুই আমাকে
স্পর্শ করতে পারেনি। প্রিয় জিনিস গুলো জীবন থেকে সরিয়ে রাখতে শিখেছি আমি।
মাঝরাতের দুঃস্বপ্নের মতো
এসেছিলে, কিন্তু দিনের আলোয় তোমাকে বহন করা ছিল বড় কঠিন। শেষবার সৃষ্টিকর্তার কাছে তোমাকে নয়,
আমি শুধু ধৈর্য্য চেয়েছি।

Kunal Chanda 🎙️
Rjk Shorts 🌺 Rjk Story RJK Home Production 📻

04/09/2025

♦️Part :- 1651.
চিরদিনই তুমি যে আমার ...🌺 .
🌺নীরা :- –“প্রিয় অপরাজিতা ফুল” তুমি কতই না সুন্দর, কত সাজানো-গোছানো!তোমার লাল রঙের আড়ালে লুকিয়ে আছে— অজস্র ব্যথা, যা কেবল তুমি জানো।”

🍁নীল :- ঠিক তোমার মতোই আমার ভেতরেও লুকিয়ে আছে শত ক্ষত, শত কষ্ট,যা আমিই শুধু অনুভব করি— কেউ জানে না।”.....
তবুও আমি তোমার মতোই ব্যস্ত এই আজব, পৃথিবীতে সৌন্দর্য্য সৃষ্টি করার খেলায়।”

🌺নীরা :- শব্দের আড়ালে লুকিয়ে থাকে অনেক না বলা ব্যথা,আকাশে কোটি কোটি তারা ঝলমল করে”
তবু চাঁদ ছাড়া আকাশ সৌন্দর্য হারায়। ”

🍁নীল :- তুমি আকাশের পানে তাকাও একবার,চাঁদই
তো আকাশকে করে মনোমুগ্ধকার।”আমাবস্যার”
রাতে চাঁদ যখন আড়ালে যায়,অন্ধকারে আকাশ,কেমন নিঃসঙ্গ হয়ে দাঁড়ায়।”

🌺নীরা :- আমার জীবনও তেমনই, তুমি ছাড়া হয়”
–সবকিছু থাকলেও মনে হয় শূন্য রয়।” তোমার বুকের ভিতরে একটু জায়গা হবে নীল ?

🍁নীল :- পুরো বুক জুড়ে তো তোমারই বসবাস আমার !
🌺 নীরা :- নীল, চিরদিনই তুমি যে আমার !

💙🌺❤️

Jhuma Roy 🎙️ Kunal chanda rjk
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Jonaki The Band RJK 📻
Jonaki Der Thikana 📻
Rater Jonaki Kunal RJK 📻
RJK Home Production 📻
Jonakir Sobde Rjk 📻
Rjk Brand 🎶
Rjk House 🎶
জো না কি 🎶
Rjk Story 📻
Rjk Story 📻
Kunal Chanda 🎙️
Rjk Shorts 🌺
RJK Home Production Subscribers 📻
Kunal Chanda 🎙️ Kunal Chanda 🎙️ Kunal Chanda 🎙️ Jonaki Der Thikana 📻 জোনাকি দের ঠিকানা / Jonaki Der Thikana 📻


02/09/2025

♦️Part :- 1636.
অনেক কিছুই..🌺
আমার কোনোকিছু ভালোলাগে না-
আবার এই কথা তোমাকে বলতে ভালোলাগে!

আমার ঘরে থাকতে ইচ্ছে করে না
কিন্তু তোমার পাশে থাকলে মনে হয় আমাদের একটা ঘর থাকা দরকার!

মাঝেমধ্যেই আমার ইচ্ছে করে কোথাও একটা চলে যাই-
কিন্তু তোমার কাছে গেলে সব ইচ্ছে নাই হয়ে যায়।

আমার চোখে ঘুম নেই, আমার মনে শান্তি নেই, গুছিয়ে বলতে পারব এমন কোনো দুঃখকষ্ট নেই;
তবুও তোমাকে সবকিছু বিস্তারিত জানিয়ে,একটু আধটু সান্ত্বনা পাওয়ার লোভ লাগে।

দুইদিনের এই দুনিয়ায় তোমার সাথে অনন্তকাল থাকা যায় না কেন?

💙🌺❤️

Kunal chanda rjk 🎙️
Jonakir Sobde Rjk 📻
জো না কি

02/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

02/09/2025

♦️Part :-1603. ( Multiverse Saga - Timetravel )
অদ্ভুদ জগৎ 🌺( Part - 02. )
🌺 গল্প পাঠে /কৃষ্ণ/খেয়াল - Kunal chanda rjk
💙( নীলা - Tamali Chatterjee) ( Lifeline )
❤️( সতী - Chanda Roy ) ( Devi )
💛( মায়া - Tumpa Ghatak ) ( 1st Lover )
❤️মীরা :- Ananya Pahari ( Present Wife )

---------------------------------------------
( কিছু কিছু গল্প আমরা গুলিয়ে ফেলি, একটু সময় লাগে বুঝতে - কিছু গল্প সময়ের সাথে চরিত্রের পরিবর্তন হয়, আবার কিছু গল্পে চরিত্রের সাথে সময়ের পরিবর্তন হয়, মানুষ বড্ড চিন্তাবাদী, পরস্পরের সাথে পরস্পরের কাছে একটুখানি মূল্য পাবার জন্যই, নিজেকে একটু শক্তিশালী বানানোর জন্যই তার প্রিয় মানুষটার সবথেকে বড় ক্ষতি করে দেয়, তাহলে শুরু করা যাক,গল্পের পরবর্তী অংশ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরেকটু বাকি আছে, আপনারা প্রেম বোঝেন। ? জানি আপনারা সবাই বোঝেন তবে কেমন সেটা ? চলুন একটা এটমসপিয়ার তৈরি করা যাক, প্রেমের ! - নীলা এবং কুনালের প্রেমের কাহিনী )

_____

🌺নীলা :- যে মেয়েটি সমস্ত আঁধার বুকে ঠেলে এসে তোমার হৃদয়ের ফিনফিনে দেরাজে কড়া নাড়ে,
সেই মেয়েটি কী চায়, কুনাল ?

🍁কুনাল :- জানি না।

🌺 নীলা :- তুমি রাস্তায় নামলেই যে মেয়েটি বুকের বোতাম খুলে সন্ত্রাস রোদ আর বেপরোয়া বাতাস আটকায়,সেই মেয়েটি কী চায়, কুনাল ?

🍁কুনাল — জানি না।

🌺নীলা :- যে মেয়েটি মাস্তানী চলাফেরা অথচ তোমার সামনে এলে তার হাঁটু কাঁপে, জ্বর হয়,
সেই মেয়েটি কী চায়, কুনাল ?

🍁কুনাল - জানি না।

🌺নীলা :- যে মেয়েটির সবগুলো স্বপ্নের ভেতর তোমার পাঞ্জাবীর হলুদ ঘুড়ি উড়ে, তোমার কণ্ঠের সারেগামা চলে, সেই ছেলেটি কী চায়, কুনাল ?

🍁কুনাল — জানি না।

🌺 নীলা :- যে মেয়েটি তোমার ফেরার রাস্তায় সুরু লম্বা গাছ হয়ে দাঁড়িয়ে থাকে; ছোট ভাই কে ভুলে তোমার নাম ধরে ডাকে,
সেই মেয়েটি কী চায়, কুনাল ?

🍁কুনাল— জানি না।

🌺নীলা:- যে মেয়েটি তোমাকে এক মুহূর্ত পাওয়ার জন্য, তার সমস্ত লাজ লজ্জা, ত্যাগ করে তোমার কাছে আত্মসমর্পণ করে - একটুখানি শরীরের খিদে মিটানোর জন্য তোমাকে ভোগ করতে চায় , সেই মেয়েটি কি চায় কুনাল ?

🍁কুনাল :- জানি না !

🌺নীলা :- আমি জানি কুনাল, সেই মেয়েটি তোমার হৃদয়ে খানিকটা ভাগ চায়। ভালোবাসার মতো একচিমটে করুণা চায়।
সম্ভব হলে মেয়েটিকে সম্প্রদান করিও তোমার বুকের কাছাকাছি থাকার নূন্যতম অধিকার, কুনাল ।
মেয়েটি তোমায় ভালোবাসে।

🍁কুনাল :- আর তুমি বুঝি আমায় ভালোবাসো না ?

🌺নীলা :- আমার ভালোবাসা কি তোমার বুকে দাগ কাটে নাকি ? এখনো ঠিক মতন তুমি আমায় একবারও দেখইনি , হ্যাঁ ভালোবাসাটুকু পাই আমি তোমার কাছ থেকে তবে তোমার মনে যে মায়ার বসবাস -

🍁কুনাল :- কি সব বলছো তুমি, তুমি কি জানো না ?
কি হয়েছিল তারপর ?

🌺নীলা :- কই, জানলাম - তুমিতো রোজ গল্প বলতে বলতে আমায় আদর করা শুরু করো এবং ঘুমিয়ে পড়ো - আজ বলো তবে শুনি , তারপর কি হলো ?!

( তারপর কি হলো জানতে হলে, পুরো গল্পটা শুনতে হবে - হ্যাঁ বুঝতে পারছি আপনাদের গুলিয়ে যাচ্ছে, তবে মন দিয়ে শুনুন - গল্পে আপনি নিজেকে পাবেন )
_________

❤️মীরা :- মায়া কে কৃষ্ণ ?
( কি বলে উঠবে কৃষ্ণ বুঝে উঠতে পারছিল না, সারা গা দিয়ে ঘাম ঝরতে থাকে,কৃষ্ণের বিড়ম্বনা দেখে, তান্ত্রিক বলে উঠলো। )

🌼 তান্ত্রিক :- পুজোর আয়োজন করতে হবে মীরা মা, আজ এসব প্রশ্ন থাক - কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো যে - মানুষটাকে ভালবাসতে হলে মানুষটাকে বিশ্বাস করতে হয় , তবে দক্ষিণা হিসেবে আমরা তো কিছু চাই !

( তান্ত্রিকের কথায়,আচমকা ইতস্তত হয়ে, মীরা বলল )

❤️মীরা :- কি চাই আপনার বাবা ঠাকুর বলুন, আপনার জন্য আমি কি করতে পারি ? আপনি যা বলবেন আমি তাতেই রাজি , সন্তান পাওয়ার জন্য সন্তানের বদলে আমি সবকিছু দিতে রাজি !

( আর চোখে তান্ত্রিক একবার দেখলে মীরার দিকে, আর তারপর এক ভয়ংকর,অট্টহাসি হেসে তান্ত্রিক আবারও বলল ! )

🌺তান্ত্রিক :- ঠিক মতন ভেবে নিও, তোমার কাজ করে দিলেই আমি চাইবো তোমার থেকে, তবে তখন কোন প্রশ্ন করো না !

( এই বলে তান্ত্রিক এবং তার সেবিকা মিরা দেবী প্রস্তান করলেন , মীরা মোটেও কৃষ্ণের উপর খুশি হয়নি, মায়ার,এই একটা প্রশ্ন মিরার মাথায় ঘোরাফেরা করছিল , নিজেকে শান্ত করে, একটা দীর্ঘ নিশ্বাস নিয়ে,মীরা শান্ত শীতল গলায় কৃষ্ণ কে বলল )

❤️মীরা :- আচ্ছা ঠিক আছে তুমি এবার অফিস যাও আমি বাড়ি যাই !

( কৃষ্ণ কোন উত্তর না দিয়ে উল্টো দিকের পথ ধরে চলে গেল, মীরা বাড়ি এসে কৃষ্ণের ডায়েরিটা খুললো , এবং জানতে পারল এক অজানা গল্পের কথা , প্রেম মোহ মায়া ভালবাসা উন্মাদনা - এসবের পূজারী হচ্ছে কুনাল নামের একজন মানুষ, যার প্রতিচ্ছবি কৃষ্ণ ডাইরিতে অঙ্কন করেছে , মনের মধ্যে মীরার প্রশ্ন জাগতে থাকল কে এই কুনাল, কে এই মায়া ? কৃষ্ণের সাথে মীরার কি সম্পর্ক ! ডাইরির পাতা উল্টাতে উল্টাতে পড়তে লাগলো মীরা , বহুকাল আগে এক জঙ্গলের সতীনী দেবীর পূজা হতো, যা পরবর্তী ক্ষেত্রে সতী দেবীর পূজা, নামে প্রকাশ পায় - সতীনি দেবীর পূজার আয়োজন ছিল সদ্য জন্মানো বাচ্চা শিশুর নরবলি, এবং এই কুনাল ছিল দেবীর প্রধান দাস এবং পূজারী, একদিন হঠাৎ সতীনি দেবীর আরাধনায় কুনাল বসে, তারপর শুরু হয়, দেবী পর্বের - কথোপকথন )

______

🌼সতী :- এই দুই একটা নরবলিতে আমি সন্তুষ্ট নই, আমি যে সতীনি দেবী ,
আমারআর যে রক্ত চাই রক্ত, তুই নিজেকে প্রমাণ কর, আমার প্রিয় শিষ্য হিসেবে - তোকে যদি আমার শক্তি পেতে হয় এই অন্ধকার জগতের সবথেকে বড় তান্ত্রিক হতে হয় তাহলে ভালোবাসা মোহ মায়া খিদে হিংসে এসবের হিসেব জানতে হবে। ভুলে যেতে হবে, তোর প্রিয় মানুষটাকে - আর ঠকাতে হবে হাজার মানুষকে তোর প্রেমের ফাঁদে !
তোর মতন অপদার্থ মানুষের দল রোজ কয়েকশো নরবলি দিয়ে রক্তের পুজোয় আমার তৃষ্ণা মেটায়, কি করে ভাবলি এত সহজে সন্তুষ্ট করে দিবি, এই সামান্য রক্ত আর নরবলি দিয়ে !
আমার যে সত্য জাত শিশুর বলি চাই। তুই কি পারবি ? বল তুই কি পারবি ?

( ধ্যানমগ্ন অবস্থায়, কুনালের আত্মচিন্তায় সতিনী দেবী, জাগ্রত করে গেলেন কুনালকে, যেন মনে হল কিছুক্ষণ আগে সতীনি দেবী সামনেই ছিলেন, )

🍁কুনাল :- ওম, বিনাশনি, বিধ্বংসী - রুপজ্ঞানী সতীনী দেবীর নমো - ওম অল্পায়নও সদ্দা জাত প্রানো সুহায়া !

( খুশি হয়ে, কেমন এক অজানা মন্ত্র উচ্চারণ করতে করতে কুনাল ধ্যানে মগ্ন হয়ে পড়ছিল , হঠাৎ নারীর স্পর্শে ধ্যান ভঙ্গ হয়ে যায় , এবং ওই নারীকে অভিশাপ দেয় কুনাল, ভালোবাসার অভাবে সে এক পুরুষ থেকে অন্য পুরুষে আসক্ত হবে , তবে কোন পুরুষ একান্ত তার হবে না, অভিশাপ শুনে আতকে ওঠে, আগন্তুক নারী , আর তারপর বলে ,)

🍁 মায়া :- অপমান নেবেন না, আমায় ক্ষমা করে দিন - এত বড় অভিশাপ আমাকে দেবেন না - আমি অজান্তেই ভুল করে ফেলেছি, এর থেকে মুক্তির পথ আমাকে বলে দিন !

( রাগে ক্রোধে কুনাল ওই নারীর দিকে তাকায়, কেমন যেনো অদ্ভুদ সুন্দর চোঁখ দুটো, করুণার সাগরে ভরে গেছে, এলোমেলো চুলে, শান্ত শীতল বাতাসে এক অদ্ভুদ, সৌন্দর্যের সৃষ্টি করেছে মুহুর্ত টা, পরনের লাল পাঠ সাদা শাড়ি তে যেনো, স্বর্গ লোকের কোনো অপ্সরা রমণী !
আগুন্তক নারীর রূপ দেখেই কুনাল , শীতল হয়ে যায় - এবং মুক্তির উপায় বলে দেয় তাকে )

--------

🌺নীলা :- তারপর ? তারপর কি হলো কুনাল ?
🍁কুনাল :- আজ এইটুকু অব্দি থাক না -
🌺নীলা :- একটু একটু করে , গল্প শোনাও - আবার গল্পগুলো শেষ করো না, মাঝপথেই আমাকে প্রশ্নসূচকভাবে ছেড়ে দাও। ? তুমি জানো তোমার এই গল্প সারাক্ষণ আমার মাথার মধ্যে চলমান হয়ে থাকে। !
🍁 কুনাল :- কিছু গল্প অসমাপ্তই ভালো লাগে, সব গল্পের সমাপ্তি থাকে না - আর কিছু গল্পের উপসংহার এতটা কষ্টদায়ক হয়েছে লেখক উপসংহারটা লিখতেই চায় না , এ ধরো তুমি, তোমার চোখের দিকে তাকিয়ে তোমার চুলের বর্ণনা দিয়ে , তোমার বাঁকা ঠোঁটের হাসি দেখে আমি একটা উপন্যাস লিখতে পারি, আমি জানি সব কবি কিংবা লেখক তার ভালোবাসার মানুষটা এমন উদাহরণস্বরূপ পরিভাষা দিয়ে থাকে - তবে আমি এইটুকু বলতে পারি ভালোবাসার গভীরে, আমি ডুবে যেতে চাই এতটা অতলে, যতটা ডুবে গেলে তোমার থেকে আমায় কেউ আর আলাদা করতে পারবে না !

( নীলা, বুঝতে পারে এবার, কুনাল কি চাইছে )

🌺 নীলা :- আচ্ছা বুঝেছি, আমার প্রেমিক মানুষটার বুঝি, মনের ভেতর প্রেম জেগেছে - আচ্ছা কতটা কাছে গেলে তোমার মন ভরে ?
🍁কুনাল :- যতটা কাছে এলে তুমি,
আমি তোমার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে পারি !
তোমার এই শীতল শরীর ই কেবল শান্ত করতে, পারে আমার এই উষ্ণ শরীরকে ,
তুমি খুব দামি আমার কাছে , নীলা - শুধু তুমিই আছো আমার শেষ সম্বল !

🌺নীলা :- কেন ?
( আলতো করে কুনাল নীলার পেটের উপর, হাত রেখে বললো )

🍁 কুনাল :- সামনের কৃষ্ণপক্ষে, এক মহাজগতের সূচনা হবে, দেবীর পূজা যে আর কিছুদিনের মধ্যেই, মা আসছেন। ! আর তুমিই হলে সেই পুজোর আসল সামগ্রিক নীলা !

( আচমকা ভয় পেয়ে যায়, নীলা - আমতা আমতা করে নীলা বললো )

❤️🌺💙

( নীলা কি বললো, জানতে এবং গল্পের পরবর্তী অংশ শোনার জন্য, তোমারদের ওই আগের মতোন উৎসাহ দেখাতে হবে ! তাহলে দেখা হচ্ছে গল্পের পরবর্তী অংশে , - অদ্ভুদ জগৎ তে )

( নমস্কার সবাই কে, আপনারা এতো ক্ষণ শুনছিলেন, Kunal Chanda Rjk's লেখা "অদ্ভুদ জগৎ" - এর দ্বিতীয় পর্ব -
গল্প পাঠে গল্পের সূত্রধর আমি - Alisha Dam
নীলা এর চরিত্রে - Tamali Chatterjee
সতীনি দেবীর চরিত্রে - Chanda Roy
মায়ার চরিত্রে - Tumpa Ghatak
মীরার চরিত্রে :- Ananya Pahari
এবং কৃষ্ণভিও খেয়াল চরিত্রে :- Kunal Chanda Rjk.)

আজকের মতোন এই টুকুই ----

💙🌺❤️

Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻
RJK Home Production 📻
Jonaki Der Thikana 📻
Kunal Chanda
জো না কি Rjk Shorts Rjk Story Rjk Story Rjk Brand Jonaki Der Thikana Rjk House Jonakir Sobde Rjk Jonaki The Band RJK Kunal Chanda Sujata Chanda Kunal Chanda

01/09/2025

♦️ Part :- 1638.
সে এক অদ্ভুদ প্রেম...🌺 ( পঞ্চম পর্ব ).
( বহুদিন হয়ে গেছে আমরা আর বসে অনেক ক্ষণ কথা বলি না, দেখি না একে ওপর কে আমরা কেমন আছি, জানতেই চাই না, দুজন ভালো আছি কিনা, আজকাল আর কেউ কাউকে স্পর্শ ও করি না, জড়িয়ে ধরি না, চুমু আদান প্রদান হয় না )

🌺খুশী :- তাহলে শুরু করা যাক ?
🍁কুনাল :- অপেক্ষায় দীর্ঘক্ষণ , বলুন ।
🌺খুশী: ভালোবাসা কি ?
🍁কুনাল :- অভিমান করার অধিকার ।

🌺 খুশী :- তবে যে অভিমান সব শেষ করে দেয় ?
🍁কুনাল :- অভিমান ভালোবাসা শেষ করে না , শুধু মানুষটার মুখোশ খুলে দেয় ।

🌺 খুশী :- তবে কি অভিমান না করাই উত্তম?
🍁কুনাল :- সম্পর্কে শুধু ভালোবাসা থাকলে একঘেয়ে লাগে । একটি ঝগড়া , অভিমান আর অনেকটা খুনশুটি মিলেই ভালোবাসা ।

🌺 খুশী :- খুব প্রয়োজনীয়?
🍁 কুনাল :- যতটুক প্রয়োজন ভালোবাসা , সামান্য কিছু কম অভিমান ।
🌺খুশী :- ঝগড়া কিংবা অভিমান এতটা গুরুত্বপূর্ণ কেন ?
🍁কুনাল :- ভালোবাসায় কাছে টানার অজুহাতের উপায় ।

🌺 খুশী :- তবে কি ভালবাসলে অভিমান করা উচিত?
🍁কুনাল :- বিষয়টা সময়সাপেক্ষ ।
আসলে প্রেম কেবল ভালোবাসায় পরিপূর্ণ হয় না , একটু রাগ , অভিমান আর অনেকটা ভালোবাসা মিলেই প্রেম ।
অভিমানের অনুরণন !
এই অসীম সৃষ্টি তোমার বিকল্পই দিতে পারল না , পারলো না বিনিময়ের সান্ত্বনা দিতে ।
এই সৃষ্টির সব নিময় আমার বিপক্ষে , শুধু নিয়েছে । প্রতিপক্ষের উপর দয়া করে আমার কি লাভ ?

🌺খুশী :- আমার একটা ,আবদার আছে কুনাল, তবে সত্যি বলতে হবে তোমায়, এই যে নীলা কে সে ?
🍁কুনাল :- তুমিই তো আমার এক মাত্র নীলা !

🌺 খুশী :-পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো?
🍁কুনাল :- কোনটা ?
🌺 খুশী :- জীবন থেকে মৃত্যু পর্যন্ত ?
🍁কুনাল :- নাহ,সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি ।

🌺 খুশী :- অভিযোগ, হা আছে আমার তোমার উপর, কারন - পৃথিবীর একপ্রান্তে একদল তোমার ভালো চাওয়ার মানুষদের বাস।
আর তুমি,এত কিছু উপেক্ষা করেও আমার হাত ধরে ফুটপাতে দাঁড়িয়ে বলো," ভালোবাসি তোমায়। আর তুমি...."
আমার এত কাব্য, এত উপন্যাস ঘেঁটে একটাও শব্দ খুঁজে পাই না, যে এই প্রশ্নের উত্তর দিতে পারে । আমি হেরে যাই কুনাল । বারবার হেরে যাই।।

🍁কুনাল :- হ্যাঁ , আমি বুঝি যে, দিনশেষে, ক্লান্তির পর মাথা গোঁজার মতো একটা মানুষ লাগে।
কারো কাছে একটা মানুষ মানে একটা বাড়ির মতো।
দরজার বাইরে দাঁড়িয়ে পরম শান্তি মেলে যেমন, মানুষটার সামনে দাঁড়িয়েও ঠিক এমনি ভালো লাগে।
চেয়ে দেখলেই চোখের ভাষা বুঝে নেয়।
" এই তুমি তো একদম ভিজে গেছো। ঠান্ডা লাগলে আমাকেই খেটে মরতে হবে।" বলেই এক দৌড়ে গামছা আনতে গিয়েও আনে না। আঁচল দিয়ে মাথা মুছিয়ে দেয়।
আবার ছুটির দিনে হঠাৎ বৃষ্টি এলে, তাকে ঘুম থেকে তুলে ছাদে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজে। তখন আর ঠান্ডা লাগার ভয় নেই। কেনো জানো ?

🌺খুশী :- কেনো ?
🍁কুনাল :- কারণ, সে সাথে আছে। ও থাকলে নাকি অসুখ হবে না।
আচ্ছা, তুমি ই বলো, এ কেমন যুক্তি?
বড়ো বড়ো উপন্যাস লিখি। এই নিয়ে পাতার পর পাতা ভর্তি করি। তবুও না পারি নিজে বুঝতে, না পারি অন্যকে বোঝাতে।
কিন্তু জানো,এই না পারা, হেরে যাওয়ার পর বেশ ভালো লাগে। হয়ত চাই না এই রহস্য ভেদ করতে।
পৃথিবীতে এই সম্পর্ক আর ভালোবাসা এই দুটোই রহস্য।
এদের খুঁজতে নেই বেশী। খুব বুদ্ধিমান মানুষ ও খোঁজে না।
তুমি ও খুঁজতে যেও না, কেমন ?বেশী লিখতে ইচ্ছে করছে না এখন। এতটুকুই থাক।

🌺নীলা :- পাগল নাকি?
🍁কুনাল :হ্যাঁ আমি পাগল,প্রেমিক হতে হলে পাগল হওয়া লাগে, নীলা ।

🌺 নীলা :- তবে মানষিক হসপিটালে ভর্তি হয়ে যান।
🍁 কুনাল:- তাই ?
আচ্ছা তোমার বুকে একটা সিট কেটে দাও,ভর্তি হয়ে যাই আজীবন মেয়াদি ।

🌺 নীলা :- তাহলে কি আমার বুকই হবে তোমার হাসপাতাল, আর আমি তোমার সেবিকা ?
🍁কুনাল : হ্যাঁ, তোমার নিঃশ্বাস হবে ওষুধ,
চোখের জল হবে স্যালাইন, আর তোমার চুমু হবে আমার , নিঃশ্বাস ।

🌺নীলা :- আর আমি?
🍁কুনাল–তুমি হবে আমার ডাক্তারের ছদ্মবেশ,
যে প্রতিদিন ভালোবাসা লিখে দেয় প্রেসক্রিপশনে।

🌺নীলা :- কিন্তু প্রেসক্রিপশন তো ফুরাবে একদিন।
🍁কুনাল :- না, তোমার চোখের কাজল কখনো শুকায় না যেন,প্রতিদিন নতুন প্রেম লিখে যাবে।

🌺 নীলা :- তুমি কি জানো, পাগল হয়ে গেলে বাঁচা মুশকিল?
🍁কুনাল :- বাঁচার দরকার কই,তোমার বুকের ভেতর মরে থাকলেই,আমার জন্ম পূর্ণ হবে।

🌺নীলা :- তাই বুঝি, আমার প্রেমিক লেখক, তবে শোনো,রাত আসে, একটু একটু করে গভীর হয়।
তারাগুলো নেভে সময় হাতে নিয়ে।
সংখ্যার সাথে সম্পর্কের বাদানুবাদ, সভ্যতার সাথে পৃথিবীর সম্পর্ক, জঙ্গলের সাথে বিজ্ঞানের লড়াই, সমস্ত ই বড়ো বেশি যান্ত্রিক মনে হয়। তখন ভালোবাসতে ইচ্ছে করে।
একটা মানুষ, তার একটা মন,কপাল ছোঁয়া ভবিষ্যত আর শব্দ জড়ো করা ঠোঁট,ব্যাস, এইটুকুই পর্যাপ্ত।
অনেক অনেক বেশী ।
ছোট্ট একটা আয়নায় একসাথে মুখ দেখার আনন্দ কী জানো ?
ওতে খুব সহজে একসাথে মুখ দেখা যায় না।
মেয়েটার মুখের ডানদিক স্পষ্ট হলে, ছেলেটার মুখের ডানদিক অস্পষ্ট হয়ে পড়ে। একজনের ডান ঠোঁটের ঠিক উপরকার ছোট্ট আবছা তিলটা চোখে পড়লেও অপরজনের এলোমেলো দাড়ির বেশ কিছুটা অংশ আয়নার বাইরে এসে পড়ে। নাকের আগা, ভ্রূ, চোখের পাতাকে একে অপরের সাথে আপোষ করেই দিন কাটাতে হয়়।

🍁কুনাল :- বুঝলাম সবটা,তবে একটা অজুহাত এলেই সমস্ত আপোষের আক্ষেপ এক মুহুর্তে হারিয়ে যায়। তখন একসাথে খুব কাছাকাছি চলে আসে ওরা। গালে গাল ঘষে, চোখের পাতা ঠোঁট ছুঁইয়ে যায়, ঠোঁটের কোনের ভেজা ভাবটা অন্য মানুষটার কপালে অস্থায়ী দাগ কাটে। মেয়েটার সিঁথির গাঢ় সিঁদুর ছেলেটার গালে, ঠোঁটে আর কপালে কারুকার্য করে। দুজোড়া চোখ একসাথে গল্প বলে একে অপরকে। এইভাবেই দিন কাটে, ওরা ভালোবাসে।
পরে ওদের অনেক অনেক সম্পত্তি হলেও, শোবার ঘরের এক কোনের দেওয়ালে পেরেক ঠুকে ওই পুরোনো রঙচটা আয়না টা ঠিক টাঙিয়ে রাখে। চাই কী আবার আরেকটা বর্ষার রাতে আবার হলুদ কেরোসিনের আলোয় একজোড়া ঠোঁট অপর জোড়ার গন্ধ চিনে নেবে আগের মতো করেই। আর একটু এগিয়ে এসে কানের লতিতে আলো ঝিলিক দিয়ে উঠবে হঠাৎ। সেইদিন ওরা আবার আগের মত ই ভালোবাসবে। হলুদ আলো ছুঁইয়ে ভালোবাসা ঘুরে বেড়াবে পুরোটা ঘরে ।

💙🌺❤️

Matri Chakraborty 🎙️ Kunal chanda rjk
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
RJK Home Production 📻
Rater Jonaki Kunal RJK 📻

01/09/2025

♦️ Part :- 1637.
পরের জন্মে তুমি আমার হইও...🌺
( মস্তিষ্ককে তোমার বিচরন সারাক্ষন রয়, কতো সহজে তুমি বলে দিলে আমাকে ভুলে যাও, আচ্ছা এতোই কি সহজ তোমায় ভুলে যাওয়া টা ? )

🍁 খেয়ালী :-প্রাক্তনকে আজ ও ভালোবাসো, বুঝি ?
🌺 কুনাল :- প্রাক্তন কাকে বলে গো?
🍁 খেয়ালী :- ওই যে, তোমায় ভালোবেসে, স্বপ্ন দেখিয়ে হঠাৎ করেই এক পথের বাঁকে হারিয়ে গিয়েছে যে।
🌺 কুনাল :- ভালোবাসা টাই বুঝে নিতে পারলাম না, তাও আবার প্রাক্তন ।
🍁 খেয়ালী :- তুমি যে বললে ভালোবাসতে! তাহলে ভালোবাসা বোঝোনি বলছো এখন ?
🌺 কুনাল :- একটা সম্পর্ক, একটা সমর্পণ চেয়েছিলাম। ভালোবাসা তো অনেক দূরের পথ। ও কি আর সহজে হয় বলো।
🍁 খেয়ালী :- তাহলে কয়েকদিন সাথে থেকে, কয়েকদিন হাতে হাত রেখে সবাই যে ভালোবাসি বলে ?
🌺 কুনাল :- ওরা ভুল করে। ভুল করে আবেগ গুলোকে জড়ো করে। তাই শেষ অবধি নিজেদের অবধি অনুভব করতে পারে না।
🍁 খেয়ালী :- তাহলে ভালোবাসা বলে কিছুই নেই বলছো?
🌺 কুনাল :- কেন থাকবে না। শুধু এটুকু জেনো, সম্পর্ক আর সমর্পণ চাইতেও অনেক বড় জিনিস ভালোবাসা। এত সহজে ও ধরা দেয় না। জন্ম জন্মান্তর অবধি খুঁজে ফিরতে হয়।
🍁 খেয়ালী :- তা বেশ বললে। একজনমে আর কী পুরোপুরি ভালোবাসা যায় ?
🌺 কুনাল :- ধরতে গেলেই যে হারিয়ে যায়, তাকেই খুঁজতে থাকি আমরা। ওরা অবাক হয়ে চেয়ে দেখে, আমরা পথে পথে ঘুরে বেড়াই, খুঁজে বেড়াই।
🍁 খেয়ালী :- 'ওরা' বলতে কাদের কথা বলছো?
🌺কুনাল :- সংসার করে যারা। শরীর ছুঁয়ে যারা ভাবে খুব করে ভালোবেসেছে। সোনার শেকল দিয়ে পা বেঁধে রাখে। রাতে শেকল খুলে কাছে টেনে আনে। রাতে তো বাইরে যেতে পারে না, তাই আটকে থাকে। সকাল হবার অপেক্ষা করে। ভোরে একটু ঘুমিয়ে পড়লে, আবার শেকলে বাঁধা পড়ে।
🍁 খেয়ালী :- তবে কী মুক্তির অপর নাম ভালোবাসা?
🌺 কুনাল :- একদমই না। বন্ধন যদি কোমল হয়, পায়ে যদি দাগ না পড়ে, মনে যদি আঘাত না আসে, সেটাও ভালোবাসা। ওতে জোর খাটে না।
🍁 খেয়ালী :- এইভাবেও ভালোবাসা যায় বলছো?
🌺কুনাল :- যায়।
🍁খেয়ালী :- আমায় শিখিয়ে দেবে গো?
🌺 কুনাল :- আমিই তো শিখতে পারলাম না আজ অবধি। তোমায় কীভাবে শেখাবো?
🍁 খেয়ালী :- আমি যদি তোমার সাথে ঘুরে বেড়াই?
🌺 কুনাল :- খালি পায়ে হাঁটতে পারো? খালি পেটে গাছতলায় ঘুমাতে পারবে?
🍁 খেয়ালী :- তা বোধহয় পারবো না।
🌺 কুনাল :- তবে যে কষ্ট হবে তোমার।
🍁 খেয়ালী :- আচ্ছা, তুমি কখনো শরীর ছোঁওনি?
🌺কুনাল :- বুকে জড়িয়ে ধরেছি অনেকবার। তবে শরীরে নেশা পাইনি।
🍁খেয়ালী - তবে তো তোমার সাথে ঘুরে বেড়াতে ভয় নেই, সম্মান তোমার কাছে রাখা যায় যত্ন করে।
🌺কুনাল :- তা বুঝি না। এইটুকু বুঝি, ভালোবাসা খুঁজতে গেলে শরীর নিয়ে মাতামাতি করার বিশেষ প্রয়োজন নেই। শরীর তো সংসারী দের ভোগের বস্তু।
🍁খেয়ালী - আমায় তোমার সাথে নিয়ে যাবে? আমি তোমার সাথে সাথে ঘুরে বেড়াবো। ভালোবাসা চাই নে, শুধু সাথে নিয়ে যেও সবখানে।
🌺কুনাল :- বৈরাগী হবে বলছো?
🍁খেয়ালী :- এতশত বুঝি নে। নিয়ে যাবে কিনা বলো।
🌺কুনাল :- তোমার বাড়িতে কেউ বকবে না?
🍁খেয়ালী :- বাড়ি নেই আমার। আমিও ঘুরে বেড়াই এইদিক ওইদিক। তবে বড়ো দেশ দেখিনি।
🌺কুনাল :- আচ্ছা, এসো তবে।

( ফকির হাত বাড়িয়ে বৈরাগী কে নিয়ে চললে। কে জানে, আগের জন্মে ওরা হয়তো বরবউ ছিলো। আজ আবার পথে পথে ভালোবাসা খুঁজতে বেরিয়ে পড়লে। কোনো পিছুটান নেই, আক্ষেপ নেই। শুধু ভালোবাসা খুঁজে নেওয়ার নেশা পড়ে রইলো। অন্তর্যামী হাসলে। ভাবলে, ভালোবাসার মানুষের হাত ধরে, ভালোবাসা খুঁজতে বের হলো ফকির আর বৈরাগী।
দূরের লাল সূর্য রঙের দানি সাজিয়ে অপেক্ষা করতে থাকে ওদের পথ চলার। আলো যে ওকেই দিতে হবে।।
পথে যেতে যেতে খেয়ালী বললো -

🍁খেয়ালী :- আমারে ভাঙলে কোন পাপ নাই।
ভাঙো, কাচের মতন ভেঙে টুকরো টুকরো করে ফেলো।
এই বুকের ভেতর কতদিন জমে আছে অব্যক্ত ব্যথা,
তারাও তো চায় রোদে ঝলসে মাটি ছুঁয়ে মিশে যেতে ধুলোয়। সবশেষে যদি চলেই যাই,
আমার কবরে একটা শিউলি গাছ লাগিয়ে দিও।
বেঁচে থাকতে তো কোনো ফুল ফুটলো না এই বুকে,
দিলো না গন্ধ, দিলো না কোনো স্নিগ্ধতা।
তোমার হাতের কাছে ছিলাম, অথচ হাত রাখোনি,
ফুল ফুটানোর মতো মায়া রাখোনি।
আমি মইরা গ্যালে,যেন বুকের ভেতর শিকড় গেঁড়ে,
মাটি চুষে উঠে আসে তরতাজা একটা শিউলি ফুল।
তুমি ভোরে এসে সেই ফুল হাতে নাও,
মুঠোয় তার সাদা পাপড়ি আর কমলা ডাঁটা,
আর তখন বুঝে ফেলো,যা বেঁচে থাকতে ফুটতে চায়নি,
তা মরার পরেও ঘ্রাণ ছড়াতে পারে।

❤️🌺💙

Sunanda Das Chakraborty 🎙️ Kunal chanda rjk
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Jonaki The Band RJK 📻
RJK Home Production 📻

31/08/2025

♦️Part :- 1629.
অনেক নারীর মনের কথা...🌺
যার বুকের মানুষ হারাইলো,
সেই কেবল বুকের ভেতর টের পায়, যন্ত্রণা কারে কয়, ব্যথার ঔষধ কতটা ভারী,কেমন কইরা খামচি মারে স্মৃতি ঘুণপোকায়।
এই যে আমি তোমারে হারাইলাম, আমার বুকই কেবল বুঝে সাই-সাই কইরা সকাল সন্ধ্যা ছুইট্টা চলে যন্ত্রণা এক্সপ্রেস।
একখান স্টেশন, যেখানে সব ট্রেন থামে,
তয়,যাত্রী নাইমতে ভুইলা যায় ।

তোমারে হারানো মানে,আঙুরগাছ থেইকা সবুজ পাতা ছিঁড়ে নেওয়া,গাছটা তখনও দাঁড়ায় থাহে, তয় ফলের আশায় নাই।

তুমি ছাড়া জীবনটা হইলো,
একটা জ্বলন্ত প্রদীপের ভেতর থেইকা সলতে টেনে নেওয়া,আলো নিভে যায়, তয় ধোঁয়া পাক খাইতে খাইতে বুক ভরায়।

তোমারে হারানো মানে,মাটির নিচে বীজ পইড়া রইলো,
তয় আর কোনকালেই অঙ্কুর গজায় নাই,
শুকনা মাটি শুধু ভেতর ভেতর কাঁইন্দা ম|রে।

তুমি নাই মানে,শুকনো কুয়োয় বালতি নামাইলে খালি প্রতিধ্বনি ফিরে আহে, পানি আহে না।

তোমারে হারানো মানে,
বুকের ভেতর গান আছে, কিন্তু কোন সুর নাই,
শব্দ আছে, তয় উচ্চারণের শক্তি নাই।

অথচ তুমি ছাড়া আমার বুকটা হইলো
একটা কবরে শুইয়া থাকা জীবিত মানুষ,
যার নিশ্বাসও শবযাত্রার মতো ভারী,
যার রক্তও কেবল অনুপস্থিতির স্রোতে বইয়া যায়।

ইশ তোমারে ছাইড়া থাকনের মতোন,যদি দুঃখ গুলা ছাইড়া দিতে পারতাম!
অথচ,আমার কোন দুঃখই নাই তুমি ছাড়া।

❤️🌺💙

Sudipta Chowdhury 🎙️
Jonaki The Band RJK 🎶
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻

Address

West Bengal
Kolkata
700008

Alerts

Be the first to know and let us send you an email when RJK Home Production posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RJK Home Production:

Share