RJK Home Production

RJK Home Production Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RJK Home Production, KOLKATA.
(1)

Kunal chanda rjk
মিউজিক ভিডিও•অডিও-ভিডিও স্টোরি•ফটো-অ্যাড শুট•স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র•টেলিফিল্ম•18+ প্রকল্প•অঙ্কন• নৃত্য•পডকাস্ট• লাইভ স্টেজ প্রোগ্রাম•সকল প্রচার
সহযোগিতা:-☎️+91 8670965724
🎥
https://youtube.com/?si=9ODW6D67pmpPWKJw

29/09/2025

♦️Part :- 1745.
পরের জন্মে তুমি আমার হইও...🌺( পঞ্চম পর্ব )
🍁কুনাল:- কিছু মানুষের মেন্টালিটি একটু অন্যরকম। তারা কারো ভালোবাসা চাইবে, কারো সাথে সম্পর্কে জড়াতে চাইবে, কারো সাথে কথা বলতে চাইবে, তবে নিজেকে ধরে বেঁধে রেখে।
বিষয়টা আরেকটু সহজ করে বলি। আজকাল কিছু মানুষ আছে, যারা কারো সাথে সম্পর্কে জড়াতে চায় তবে তারা কেবল মনের সম্পর্ক চায়, দেহের না।
আচ্ছা,
একটাবার ভেবে বলুন তো, যাকে আপনি মন থেকেই ভালোবাসবেন, তার প্রতি মানসিক টানের পাশাপাশি আপনি কি শারীরিক টান অনুভব করবেন না? তাকে ছুঁতে চাইবেন না?
প্রেম-ভালোবাসার কথা না হয় বাদই দিলাম। একটি মেয়ে এবং একটি ছেলে যখন পাশাপাশি থাকে, তখন তাদের মধ্যে যেকোনো একপক্ষের কিংবা উভয়পক্ষের কোনো না কোনো ভাবে শারীরিক উত্তেজনা কাজ করবেই। সেখানে প্রেম-ভালোবাসায় মানুষের শারীরিক আকর্ষণ থাকবে না, তা কি করে হয়?

যারা বলে, " ভালোবাসায় কখনো শরীর আসে না, মনটাই আসল। " তাদের এই কথার সাথে আমি মোটেও একমত নই। প্রকৃত ভালোবাসায় শরীর এবং মন দু'টোই আসবে। তবে কোনোটা একতরফা নয়।
খেয়াল করে দেখবেন,
যারা শুধুমাত্র বন্ধুত্ব কিংবা সময় কাটানোর জন্য সম্পর্কে জড়ায়, তারা নিজেকে এমন ধরে বেঁধেই জড়ায়। " ভালোবাসায় শরীর নয়,মনটা আসল" বলে যারা ছবক শেখায়, তারাও গোপনে গোপনে কারো শরীরের প্রতি আসক্ত। তার ফিজিকাল চাহিদা কোনো না কোনো ভাবে পূরণ হচ্ছে বলেই, সে এটা বলে। পেট ভরা থাকলে যেমন খিদে পায় না। তেমনি চাহিদা পূরণ হলে মানুষের সেদিকে কোনো নজর কিংবা টান থাকে না।

আর যারা কাউকে মন থেকে ভালোবাসে, ভালোবাসার মানুষের শরীর এবং মন দুটোই চায়। মানুষ ভালোবাসার মানুষের শরীর চায় বলেই, ভালোবাসার পূর্ণতা চায়। পূর্ণতা পেলে কি তারা কেউ কাউকে না ছুঁয়ে থাকবে? নিশ্চয়ই না।
যে মন বুঝতে পারে, শরীর পাওয়ার অধিকার তো কেবল তারই। শুধু মন নিয়ে পৃথিবীর কোনো মানুষই সন্তুষ্ট থাকতে পারে না–কস্মিনকালেও না। )
------

🌺খেয়ালী:- শোনো, অনেক দিন ধরেই তোমায় বলবো ভাবছিলাম একটা কথা - তুমি রাগ করবে না বলো ?
🍁কুনাল :- না করবো না বলো , কি ?

🌺 খেয়ালী :- তুমি আমাকে ভুলে যাও,আমার পরিবার কখনোই মানবে না এই সম্পর্ক।
🍁কুনাল :- কি সব বলছো তুমি বাবু,আচ্ছা ভালবাসায় কি অজুহাত চলে ?

🌺 খেয়ালী :- ভালবাসায় অজুহাত চলে না কিন্তু আমি অজুহাতের শিকলে বাঁধা।
🍁 কুনাল:- তবে বলবো তুমি কখনো ভালোই বাসোনি।

🌺খেয়ালী :- আমাকে ভুলে থাকো সেই উত্তম।
🍁কুনাল :- তোমাকে ভুলে যেতে চাই, কিন্তু অসম্ভব।

🌺 খেয়ালী :- কথা না বলতে বলতে একদিন ভুলে যাবে আমাকে।
🍁কুনাল :- তোমাকে ভুলে যেতে চাই, শুধু তোমাকে মনে রাখার জন্য।

🌺 খেয়ালী :- তুমি ভুলে গেলে আমি তো হারিয়ে যাবো,
কিন্তু আমি যদি ভুলে যাই—আমার ভেতরের সব ঋতু শুকিয়ে যাবে।
🍁কুনাল :- আমার ভুলে যাওয়া মানেই একটা শূন্য ঘর,
যেখানে প্রতিদিন তোমার নামের প্রতিধ্বনি বাজতে থাকবে।

🌺খেয়ালী :- তাহলে ভালোই তো, আমার স্মৃতি তোমার কাছে থাকবে।
🍁 কুনাল :- স্মৃতির কাছে থাকা মানে প্রতিদিন একটু একটু করে মরে যাওয়া।

🌺খেয়ালী :- তুমি কি এতটা কষ্ট পেতে প্রস্তুত?
🍁 কুনাল :- কষ্ট পেতে রাজি আছি, শুধু তোমার নামটা বুকের ভেতর ধরে রাখার জন্য।

🌺 খেয়ালী :- আমার নাম ধরে ডাকলেই তো সব কিছু ভেঙে পড়বে।
🍁কুনাল :- হোক না ভাঙা, তবুও ভাঙনের ভেতর তোমাকে খুঁজে নেবো।

🌺খেয়ালী :- তাহলে তো ভালোবাসা আমাদের হাতছাড়া হয়ে গেলো।
🍁 কুনাল :- ভালোবাসা হাতছাড়া হয় না, শুধু মানুষ একে অন্যের থেকে দূরে সরে যায়।

🌺 খেয়ালী :- আর দূরত্বই একদিন আমাদের ভুলিয়ে দেবে।
🍁কুনাল :- না, দূরত্ব শুধু শরীরের হয়, মন তো একই ঠিকানায় থেকে যায়।

💙🌺❤️

Kunal chanda rjk 🎙️ Dipa Biswas
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻

Send a message to learn more

28/09/2025

♦️Part :- 1746.
তোমার দিকে...🌺
তোমার দিকে ভালোভাবে তাকাতে হলে অবশ্যই হাতে একটা সিগারেট থাকা লাগবে।
তুমি যা যা জানো না,সেইসব চাপা মেরে যদি তোমাকে অবাক করে দিতে না পারি,তোমাকে চুমু খেয়ে লাভ নাই,ফিল নাই।
তোমার হাত ধরতে হবে মাঝরাস্তায় হাঁটার সময়,
তোমাকে বই কিনে দিতে হবে কাফকার;
তোমার পায়ে নুপুর পরাতে হবে কবীর সুমনের গান শুনতে শুনতে-

তোমাকে রাগ দেখাইতে হবে বিভিন্ন শারিরীক কায়দায়;
তোমাকে সান্ত্বনা দিতে হবে নক্ষত্র আঁকা বেডসিটে -
তোমাকে ঘুরতে নিয়ে যাইতে হবে আবিস্কার করা হয়নাই এমন কোনো সমুদ্রসৈকতে।

তোমাকে ভালোবাসতে হবে তোমার জ্বরের সময় ;

তোমাকে হারিয়ে ফেলতে হবে যখন হারানোর মতো আর কিছুই বাকী থাকবে না,তখন!

❤️🌺💙

Rater Jonaki Kunal RJK 🎙️
Kunal chanda rjk 🎙️

25/09/2025

♦️Part :- 1762.
সব টুকু তুমিই...🌺

Kunal chanda rjk 🎙️
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
RJK Home Production 📻

25/09/2025

♦️Part :- 1761.
আয়নায় মৃত মানুষ...🌺

Kunal chanda rjk 🎙️
Gobhir Rate Jonakir Sathe RJK
Rater Jonaki Kunal RJK

25/09/2025

♦️Part :- 1760.
ছড়িয়ে পড়া আবেগ...🌺

Kunal chanda rjk 🎙️
Gobhir Rate Jonakir Sathe RJK
Rater Jonaki Kunal RJK 📻

25/09/2025

♦️Part :- 1759.
আমাদের গল্প...🌺

Kunal chanda rjk 🎙️
Gobhir Rate Jonakir Sathe RJK
Rater Jonaki Kunal RJK

25/09/2025

♦️Part :- 1758.
ভোর রাতের শব্দ...🌺

Kunal chanda rjk 🎙️
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
RJK Home Production 📻

25/09/2025

♦️Part :- 1757.
তোমার মতোন আর কেউ না...🌺

Kunal chanda rjk 🎙️
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
RJK Home Production 📻

25/09/2025

♦️Part :- 1756.
কিছুদিন ধরে মনে হয়, আমি আর জীবনকে অনুভব করি না! না ভালোবাসা, না রাগ, না আনন্দ - শুধু একটা থমথমে শূন্যতা!

নিজেকে বোঝাতে বলি " সব ঠিক আছে " কিন্তু মনের ভিতর একটা ছায়া হাঁটে সারাদিন!

মানুষেরা স্বপ্ন দেখে, আমি শুধু চোখ বন্ধ করি! মানুষেরা সম্পর্ক গড়ে, আমি শুধু নীরব থাকি!

জীবন আমাকে ডাকে না আর, আমিও আর উত্তর দিই না...!

💙🌺❤️

Mahe Sultana Ruma 🎙️
RJK Home Production 📻

25/09/2025

♦️Part :- 1755.
তুমি এক অভ্যাস...🌺

Kunal chanda rjk 🎙️
Rjk Story 📻

25/09/2025

♦️Part :- 1754.
অজুহাতের শহর...🌺
ঠিক তোমার মতোন, এই শহরে এখন হাজার অজুহাত ! 🍁

Kunal chanda rjk 🎙️
RJK Home Production 📻

25/09/2025

তারপর ?
Kunal chanda rjk X Jonaki The Band RJK

Address

Kolkata
700008

Alerts

Be the first to know and let us send you an email when RJK Home Production posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RJK Home Production:

Share