02/09/2025
♦️Part :-1603. ( Multiverse Saga - Timetravel )
অদ্ভুদ জগৎ 🌺( Part - 02. )
🌺 গল্প পাঠে /কৃষ্ণ/খেয়াল - Kunal chanda rjk
💙( নীলা - Tamali Chatterjee) ( Lifeline )
❤️( সতী - Chanda Roy ) ( Devi )
💛( মায়া - Tumpa Ghatak ) ( 1st Lover )
❤️মীরা :- Ananya Pahari ( Present Wife )
---------------------------------------------
( কিছু কিছু গল্প আমরা গুলিয়ে ফেলি, একটু সময় লাগে বুঝতে - কিছু গল্প সময়ের সাথে চরিত্রের পরিবর্তন হয়, আবার কিছু গল্পে চরিত্রের সাথে সময়ের পরিবর্তন হয়, মানুষ বড্ড চিন্তাবাদী, পরস্পরের সাথে পরস্পরের কাছে একটুখানি মূল্য পাবার জন্যই, নিজেকে একটু শক্তিশালী বানানোর জন্যই তার প্রিয় মানুষটার সবথেকে বড় ক্ষতি করে দেয়, তাহলে শুরু করা যাক,গল্পের পরবর্তী অংশ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরেকটু বাকি আছে, আপনারা প্রেম বোঝেন। ? জানি আপনারা সবাই বোঝেন তবে কেমন সেটা ? চলুন একটা এটমসপিয়ার তৈরি করা যাক, প্রেমের ! - নীলা এবং কুনালের প্রেমের কাহিনী )
_____
🌺নীলা :- যে মেয়েটি সমস্ত আঁধার বুকে ঠেলে এসে তোমার হৃদয়ের ফিনফিনে দেরাজে কড়া নাড়ে,
সেই মেয়েটি কী চায়, কুনাল ?
🍁কুনাল :- জানি না।
🌺 নীলা :- তুমি রাস্তায় নামলেই যে মেয়েটি বুকের বোতাম খুলে সন্ত্রাস রোদ আর বেপরোয়া বাতাস আটকায়,সেই মেয়েটি কী চায়, কুনাল ?
🍁কুনাল — জানি না।
🌺নীলা :- যে মেয়েটি মাস্তানী চলাফেরা অথচ তোমার সামনে এলে তার হাঁটু কাঁপে, জ্বর হয়,
সেই মেয়েটি কী চায়, কুনাল ?
🍁কুনাল - জানি না।
🌺নীলা :- যে মেয়েটির সবগুলো স্বপ্নের ভেতর তোমার পাঞ্জাবীর হলুদ ঘুড়ি উড়ে, তোমার কণ্ঠের সারেগামা চলে, সেই ছেলেটি কী চায়, কুনাল ?
🍁কুনাল — জানি না।
🌺 নীলা :- যে মেয়েটি তোমার ফেরার রাস্তায় সুরু লম্বা গাছ হয়ে দাঁড়িয়ে থাকে; ছোট ভাই কে ভুলে তোমার নাম ধরে ডাকে,
সেই মেয়েটি কী চায়, কুনাল ?
🍁কুনাল— জানি না।
🌺নীলা:- যে মেয়েটি তোমাকে এক মুহূর্ত পাওয়ার জন্য, তার সমস্ত লাজ লজ্জা, ত্যাগ করে তোমার কাছে আত্মসমর্পণ করে - একটুখানি শরীরের খিদে মিটানোর জন্য তোমাকে ভোগ করতে চায় , সেই মেয়েটি কি চায় কুনাল ?
🍁কুনাল :- জানি না !
🌺নীলা :- আমি জানি কুনাল, সেই মেয়েটি তোমার হৃদয়ে খানিকটা ভাগ চায়। ভালোবাসার মতো একচিমটে করুণা চায়।
সম্ভব হলে মেয়েটিকে সম্প্রদান করিও তোমার বুকের কাছাকাছি থাকার নূন্যতম অধিকার, কুনাল ।
মেয়েটি তোমায় ভালোবাসে।
🍁কুনাল :- আর তুমি বুঝি আমায় ভালোবাসো না ?
🌺নীলা :- আমার ভালোবাসা কি তোমার বুকে দাগ কাটে নাকি ? এখনো ঠিক মতন তুমি আমায় একবারও দেখইনি , হ্যাঁ ভালোবাসাটুকু পাই আমি তোমার কাছ থেকে তবে তোমার মনে যে মায়ার বসবাস -
🍁কুনাল :- কি সব বলছো তুমি, তুমি কি জানো না ?
কি হয়েছিল তারপর ?
🌺নীলা :- কই, জানলাম - তুমিতো রোজ গল্প বলতে বলতে আমায় আদর করা শুরু করো এবং ঘুমিয়ে পড়ো - আজ বলো তবে শুনি , তারপর কি হলো ?!
( তারপর কি হলো জানতে হলে, পুরো গল্পটা শুনতে হবে - হ্যাঁ বুঝতে পারছি আপনাদের গুলিয়ে যাচ্ছে, তবে মন দিয়ে শুনুন - গল্পে আপনি নিজেকে পাবেন )
_________
❤️মীরা :- মায়া কে কৃষ্ণ ?
( কি বলে উঠবে কৃষ্ণ বুঝে উঠতে পারছিল না, সারা গা দিয়ে ঘাম ঝরতে থাকে,কৃষ্ণের বিড়ম্বনা দেখে, তান্ত্রিক বলে উঠলো। )
🌼 তান্ত্রিক :- পুজোর আয়োজন করতে হবে মীরা মা, আজ এসব প্রশ্ন থাক - কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো যে - মানুষটাকে ভালবাসতে হলে মানুষটাকে বিশ্বাস করতে হয় , তবে দক্ষিণা হিসেবে আমরা তো কিছু চাই !
( তান্ত্রিকের কথায়,আচমকা ইতস্তত হয়ে, মীরা বলল )
❤️মীরা :- কি চাই আপনার বাবা ঠাকুর বলুন, আপনার জন্য আমি কি করতে পারি ? আপনি যা বলবেন আমি তাতেই রাজি , সন্তান পাওয়ার জন্য সন্তানের বদলে আমি সবকিছু দিতে রাজি !
( আর চোখে তান্ত্রিক একবার দেখলে মীরার দিকে, আর তারপর এক ভয়ংকর,অট্টহাসি হেসে তান্ত্রিক আবারও বলল ! )
🌺তান্ত্রিক :- ঠিক মতন ভেবে নিও, তোমার কাজ করে দিলেই আমি চাইবো তোমার থেকে, তবে তখন কোন প্রশ্ন করো না !
( এই বলে তান্ত্রিক এবং তার সেবিকা মিরা দেবী প্রস্তান করলেন , মীরা মোটেও কৃষ্ণের উপর খুশি হয়নি, মায়ার,এই একটা প্রশ্ন মিরার মাথায় ঘোরাফেরা করছিল , নিজেকে শান্ত করে, একটা দীর্ঘ নিশ্বাস নিয়ে,মীরা শান্ত শীতল গলায় কৃষ্ণ কে বলল )
❤️মীরা :- আচ্ছা ঠিক আছে তুমি এবার অফিস যাও আমি বাড়ি যাই !
( কৃষ্ণ কোন উত্তর না দিয়ে উল্টো দিকের পথ ধরে চলে গেল, মীরা বাড়ি এসে কৃষ্ণের ডায়েরিটা খুললো , এবং জানতে পারল এক অজানা গল্পের কথা , প্রেম মোহ মায়া ভালবাসা উন্মাদনা - এসবের পূজারী হচ্ছে কুনাল নামের একজন মানুষ, যার প্রতিচ্ছবি কৃষ্ণ ডাইরিতে অঙ্কন করেছে , মনের মধ্যে মীরার প্রশ্ন জাগতে থাকল কে এই কুনাল, কে এই মায়া ? কৃষ্ণের সাথে মীরার কি সম্পর্ক ! ডাইরির পাতা উল্টাতে উল্টাতে পড়তে লাগলো মীরা , বহুকাল আগে এক জঙ্গলের সতীনী দেবীর পূজা হতো, যা পরবর্তী ক্ষেত্রে সতী দেবীর পূজা, নামে প্রকাশ পায় - সতীনি দেবীর পূজার আয়োজন ছিল সদ্য জন্মানো বাচ্চা শিশুর নরবলি, এবং এই কুনাল ছিল দেবীর প্রধান দাস এবং পূজারী, একদিন হঠাৎ সতীনি দেবীর আরাধনায় কুনাল বসে, তারপর শুরু হয়, দেবী পর্বের - কথোপকথন )
______
🌼সতী :- এই দুই একটা নরবলিতে আমি সন্তুষ্ট নই, আমি যে সতীনি দেবী ,
আমারআর যে রক্ত চাই রক্ত, তুই নিজেকে প্রমাণ কর, আমার প্রিয় শিষ্য হিসেবে - তোকে যদি আমার শক্তি পেতে হয় এই অন্ধকার জগতের সবথেকে বড় তান্ত্রিক হতে হয় তাহলে ভালোবাসা মোহ মায়া খিদে হিংসে এসবের হিসেব জানতে হবে। ভুলে যেতে হবে, তোর প্রিয় মানুষটাকে - আর ঠকাতে হবে হাজার মানুষকে তোর প্রেমের ফাঁদে !
তোর মতন অপদার্থ মানুষের দল রোজ কয়েকশো নরবলি দিয়ে রক্তের পুজোয় আমার তৃষ্ণা মেটায়, কি করে ভাবলি এত সহজে সন্তুষ্ট করে দিবি, এই সামান্য রক্ত আর নরবলি দিয়ে !
আমার যে সত্য জাত শিশুর বলি চাই। তুই কি পারবি ? বল তুই কি পারবি ?
( ধ্যানমগ্ন অবস্থায়, কুনালের আত্মচিন্তায় সতিনী দেবী, জাগ্রত করে গেলেন কুনালকে, যেন মনে হল কিছুক্ষণ আগে সতীনি দেবী সামনেই ছিলেন, )
🍁কুনাল :- ওম, বিনাশনি, বিধ্বংসী - রুপজ্ঞানী সতীনী দেবীর নমো - ওম অল্পায়নও সদ্দা জাত প্রানো সুহায়া !
( খুশি হয়ে, কেমন এক অজানা মন্ত্র উচ্চারণ করতে করতে কুনাল ধ্যানে মগ্ন হয়ে পড়ছিল , হঠাৎ নারীর স্পর্শে ধ্যান ভঙ্গ হয়ে যায় , এবং ওই নারীকে অভিশাপ দেয় কুনাল, ভালোবাসার অভাবে সে এক পুরুষ থেকে অন্য পুরুষে আসক্ত হবে , তবে কোন পুরুষ একান্ত তার হবে না, অভিশাপ শুনে আতকে ওঠে, আগন্তুক নারী , আর তারপর বলে ,)
🍁 মায়া :- অপমান নেবেন না, আমায় ক্ষমা করে দিন - এত বড় অভিশাপ আমাকে দেবেন না - আমি অজান্তেই ভুল করে ফেলেছি, এর থেকে মুক্তির পথ আমাকে বলে দিন !
( রাগে ক্রোধে কুনাল ওই নারীর দিকে তাকায়, কেমন যেনো অদ্ভুদ সুন্দর চোঁখ দুটো, করুণার সাগরে ভরে গেছে, এলোমেলো চুলে, শান্ত শীতল বাতাসে এক অদ্ভুদ, সৌন্দর্যের সৃষ্টি করেছে মুহুর্ত টা, পরনের লাল পাঠ সাদা শাড়ি তে যেনো, স্বর্গ লোকের কোনো অপ্সরা রমণী !
আগুন্তক নারীর রূপ দেখেই কুনাল , শীতল হয়ে যায় - এবং মুক্তির উপায় বলে দেয় তাকে )
--------
🌺নীলা :- তারপর ? তারপর কি হলো কুনাল ?
🍁কুনাল :- আজ এইটুকু অব্দি থাক না -
🌺নীলা :- একটু একটু করে , গল্প শোনাও - আবার গল্পগুলো শেষ করো না, মাঝপথেই আমাকে প্রশ্নসূচকভাবে ছেড়ে দাও। ? তুমি জানো তোমার এই গল্প সারাক্ষণ আমার মাথার মধ্যে চলমান হয়ে থাকে। !
🍁 কুনাল :- কিছু গল্প অসমাপ্তই ভালো লাগে, সব গল্পের সমাপ্তি থাকে না - আর কিছু গল্পের উপসংহার এতটা কষ্টদায়ক হয়েছে লেখক উপসংহারটা লিখতেই চায় না , এ ধরো তুমি, তোমার চোখের দিকে তাকিয়ে তোমার চুলের বর্ণনা দিয়ে , তোমার বাঁকা ঠোঁটের হাসি দেখে আমি একটা উপন্যাস লিখতে পারি, আমি জানি সব কবি কিংবা লেখক তার ভালোবাসার মানুষটা এমন উদাহরণস্বরূপ পরিভাষা দিয়ে থাকে - তবে আমি এইটুকু বলতে পারি ভালোবাসার গভীরে, আমি ডুবে যেতে চাই এতটা অতলে, যতটা ডুবে গেলে তোমার থেকে আমায় কেউ আর আলাদা করতে পারবে না !
( নীলা, বুঝতে পারে এবার, কুনাল কি চাইছে )
🌺 নীলা :- আচ্ছা বুঝেছি, আমার প্রেমিক মানুষটার বুঝি, মনের ভেতর প্রেম জেগেছে - আচ্ছা কতটা কাছে গেলে তোমার মন ভরে ?
🍁কুনাল :- যতটা কাছে এলে তুমি,
আমি তোমার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে পারি !
তোমার এই শীতল শরীর ই কেবল শান্ত করতে, পারে আমার এই উষ্ণ শরীরকে ,
তুমি খুব দামি আমার কাছে , নীলা - শুধু তুমিই আছো আমার শেষ সম্বল !
🌺নীলা :- কেন ?
( আলতো করে কুনাল নীলার পেটের উপর, হাত রেখে বললো )
🍁 কুনাল :- সামনের কৃষ্ণপক্ষে, এক মহাজগতের সূচনা হবে, দেবীর পূজা যে আর কিছুদিনের মধ্যেই, মা আসছেন। ! আর তুমিই হলে সেই পুজোর আসল সামগ্রিক নীলা !
( আচমকা ভয় পেয়ে যায়, নীলা - আমতা আমতা করে নীলা বললো )
❤️🌺💙
( নীলা কি বললো, জানতে এবং গল্পের পরবর্তী অংশ শোনার জন্য, তোমারদের ওই আগের মতোন উৎসাহ দেখাতে হবে ! তাহলে দেখা হচ্ছে গল্পের পরবর্তী অংশে , - অদ্ভুদ জগৎ তে )
( নমস্কার সবাই কে, আপনারা এতো ক্ষণ শুনছিলেন, Kunal Chanda Rjk's লেখা "অদ্ভুদ জগৎ" - এর দ্বিতীয় পর্ব -
গল্প পাঠে গল্পের সূত্রধর আমি - Alisha Dam
নীলা এর চরিত্রে - Tamali Chatterjee
সতীনি দেবীর চরিত্রে - Chanda Roy
মায়ার চরিত্রে - Tumpa Ghatak
মীরার চরিত্রে :- Ananya Pahari
এবং কৃষ্ণভিও খেয়াল চরিত্রে :- Kunal Chanda Rjk.)
আজকের মতোন এই টুকুই ----
💙🌺❤️
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻
RJK Home Production 📻
Jonaki Der Thikana 📻
Kunal Chanda
জো না কি Rjk Shorts Rjk Story Rjk Story Rjk Brand Jonaki Der Thikana Rjk House Jonakir Sobde Rjk Jonaki The Band RJK Kunal Chanda Sujata Chanda Kunal Chanda