RJK Home Production

RJK Home Production Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RJK Home Production, KOLKATA.
(1)

Kunal chanda rjk
মিউজিক ভিডিও•অডিও-ভিডিও স্টোরি•ফটো-অ্যাড শুট•স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র•টেলিফিল্ম•18+ প্রকল্প•অঙ্কন• নৃত্য•পডকাস্ট• লাইভ স্টেজ প্রোগ্রাম•সকল প্রচার
সহযোগিতা:-☎️+91 8670965724
🎥
https://youtube.com/?si=9ODW6D67pmpPWKJw

26/06/2025

♦️Part :- 1321.
দুঃখিত মা,
আমি কবি হয়ে গেছি।
শিখে ফেলেছি দুঃখ চিনতে—
যেমন চিনে নিই বাবার কবরের পথ,
আর তোমার প্রতি শীতে গহনা বিক্রির কারণ

আমি হয়ে উঠেছি এক শহর
যেখানে কঠোরতা ছাড়া কিছুই নেই—
আমি হয়ে উঠেছি একটা ঘর
যে ঘরের কোনো দরজা নেই।

যে গনক তোমার ভবিষৎ গননা করেছিল
তার গননা সত্যি হয়েছে বলা যায় মা—
তিনি বলেছিলেন:
“তুমি জন্ম দেবে তিনটি চাঁদকে।
সবচেয়ে বড়টি হবে এক কবি,
মধ্যমটি— গর্বিত সন্তান অথচ জটিল মানুষ,
আর ছোটটি থাকবে তোমার হাঁটুর কাছে—
যেন এক ক্লান্ত পথপ্রদর্শক, যার ঝুলিতে দুঃখ ছাড়া কিছু নেই।”

💙🌺❤️

Anushri Das 🎙️
Kunal chanda rjk 🎧
Gobhir Rate Jonakir Sathe RJK 📻

26/06/2025

♦️Part :- 1309.
সাবধান...🌺
দরজা খোলা ছিল। বিকেলের আলো ঘরের ভেতর পড়ে এক অদ্ভুত আবছা পরিবেশ তৈরি করেছে। রুমে কেবল একটা ফ্যান ঘুরছে আর একটাই শব্দ শোনা যাচ্ছে, দিশার নিঃ 'শ্বা 'স।

রাহাত পাশে বসে, একটা আঙুল দিয়ে ওর চুলে বিলি দিচ্ছে। জানো, আমার মা বলেছে, এইবার তুই যা বলবি, তাই করবো। আমি তো বলেই দিয়েছি, আমি দিশাকেই বিয়ে করবো।

দিশার মুখে লাজুক হাসি, গাল লাল হয়ে গেছে। গলার চেইনটা রাহাতের বুকের সাথে ঘষা খেতে খেতে কাঁপছে।

তুমি যদি আমাকে বিয়ে না করো…? দিশা চাপা স্বরে জিজ্ঞেস করে।

রাহাত হেসে ওঠে আর বলে, তাহলে আমাকে ক /ব /র দিয়ে দিও। তোমায় ছাড়া আমি বাঁ 'চ 'বো না, বে /বি…

এভাবে কয়েক মাস কেটে যায়। দিশা ধীরে ধীরে নিজের শ 'রী 'রে 'র দরজা খুলে দেয়। 'ওই তো আমার স্বামী হতে যাচ্ছে', এই আশ্বাসে সে একদিন, একাধিকবার, সম্পর্কের সব সী 'মা ভে /ঙে ফেলে।

এখন সব রাহাতের নিয়ন্ত্রণে। সে বলে, মেয়ে মানুষ যখন কারো শ 'রী 'র ছুঁ /তে দেয়, তার মানেই সে পুরোটা বি 'শ্বা 'স করে।

আসলেও তাই। দিশা তাকে পুরোটা বি 'শ্বা 'স করত। তাই হয়ত....।

অন্যদিকে দিশার থেকে যা পাবার, তা রাহাত নিয়মিত পেতে থাকল। এভাবে চলল অনেকদিন।

হঠাৎ করেই একদিন ফোনের ওপাশ থেকে রাহাতের গলা বদলে গেল। সে বলল, দিশা, মা তোমাকে পছন্দ করছে না। তোমার আগের একটা রিলেশন ছিল না? ফেসবুকে কিছু ছবি দেখেছে। এখন আমার স 'ম্মা 'ন থাকবে কই?

দিশা কিছু বুঝে ওঠার আগেই বলল- রাহাত, তুমি তো জানো ওসব সত্য না। তুমিও তো আছো সেই ছবিগুলোতে!

রাহাত- তবুও… মা রাজি না। তুমি বুঝতে পারসো না… প্লিজ, আর আমাকে একটু সময় দাও।

দিশাও সময় দিল।

কিন্তু সময় নিতে নিতে হঠাৎ একদিন জানতে পারলো, রাহাতের অন্য এক মেয়ের সঙ্গে এনগেজমেন্ট হয়ে গেছে।

মেয়েটা শহরের একটা নামী পরিবারের। পিওর, রুচিশীল, হিজাব করে, সমাজে মানায় এমন একটি মেয়ে।

আর দিশা? সে ছিল শুধু সেই মেয়ে, যে ভবিষ্যৎ বউ হবার স্বপ্নে সবকিছু বিলিয়ে দিল। কিন্তু লাভ হল না। এখন সে না পেল রাহাতকে, না পাবে অন্যকাউকে।

যদি সে এই ঘটনা গো 'প 'ন রেখে অন্য কাউকে বিয়ে করেও, তবে সেটা হবে ওই পুরুষের সাথে তার প্র /তা /র /ণা করা।

দিশা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ঠোঁ 'ট শুকিয়ে গেছে। বি 'ছা 'না 'র ওপর ছড়ানো কিছু পুরোনো ছবি পরে আছে। রাহাতের সাথে তার হাসিমুখ, হাতে হাত, চোখে প্রেম।

দিশা দীর্ঘ নিঃ 'শ্বা 'স নেয়। নিজে নিজেই বলে, তুমি আমাকে ভালোবাসোনি। কিন্তু আমার শ 'রী 'র, আমার বি 'শ্বা 'স, আমার স্বপ্ন, সবকিছুকে কে /ড়ে নিয়েছো।

তাইতো বলি বোন, যে শরীরটা তুমি কাউকে 'স্বামী' ভেবে দিয়ে দিচ্ছো, ঐটার হক হয়ত অন্য কারও। যে তোমার প্রকৃত জীবনসঙ্গী। অথচ তুমি সীমিত সুখের জন্য বিলিয়ে দিলে অন্য পুরুষকে।

❤️🌺💙

🎙️ Kunal chanda rjk
📻 Jonaki Der Thikana
Gobhir Rate Jonakir Sathe RJK 📻

22/06/2025

♦️Part :- 1311.
নিজের একটু খেয়াল নিও ...🌺
আমি হারাইয়া গেলে অন্তত নিজের একটু যত্ন নিও,
ভুল কইরাও আকাশের নক্ষত্ররে ছুঁইতে যাইও না।
তাইলে আমারি মতো অন্ধকার আঁধারে হারাইয়া যাইবা,
নিজেরে আর কহনো খুঁইজা পাইবা না।

অন্তত আমি হারাইয়া গেলে নিজের একটু যত্ন নিও,
আঁধার রাএি আমারে ভাইবা চাঁদ,দেহা লাগবো না।
উতলা বাতাসে আবার ঠান্ডা জ্বর হইবো,
অন্তত আমি হারাইয়া গেলে নিজের একটু যত্ন নিও।

হঠাৎ বেবাক ভাইবা আমারে আবার খুঁজতে আইসো না,
শুধু নিজেরে একটু গুছাই নিও।
আমি আর কোনো দিন তোমারে ভালোবাসারে শুনতে আইমো না
অন্তত আমার ভালোবাসারে একটু যত্ন কইরা রাইখা দিও।

তুমিই-তো কইছিলা আমারে,
মানুষ হারাইয়া গেলে নাকি দূর আকাশের নক্ষত্র হইয়া যায়।
পথিকের ভাঙা বুকে ফিরা আহে না।

তাই আমি হারাইয়া গেলে নিজের একটু যত্ন নিও,
বেবাক ভাইবা আমারে খুঁইজো না।
হঠাৎ তো যদি মনে পইড়া যায় জমিনের দিকে তাকাইও,
ওই আসমান নক্ষত্রের মাঝে আমারে খুঁইজো না।
সেখানে আমার বেবাক স্মৃতি বান্ধা আছে
ভুল কইরাও আমারে তুমি মনে কইরো না।

তাইলে তুমি আমারি মতো
অহেতুক তীব্র মৃত্যুর যন্ত্রণায় ছুটবা।
ভুল কইরাও আমারে মনে কইরো না।
তার বদলে একটু নিজের যত্ন নিও!

❤️🌺💙

Kunal chanda rjk 🎙️
RJK Home Production 📻
Rater Jonaki Kunal RJK 📻

22/06/2025

♦️Part :- 1310.
তোমার সাথেই মৃত্যু হোক ...🌺
আমি এক অপ্রয়োজনীয়, বির'ক্তিকর ছায়া।
পৃথিবীর প্রতিটি ছায়া যেন স্বস্তির আ'শ্রয় হয়ে আসে, অথচ আমার অস্তি'ত্ব শুধু বির'ক্তি হয়ে ঝরে পড়ে কারও না কারও জীবনে। আমি যেন আলোর মধ্যেই জেগে ওঠা এক অনাহূত অ'ন্ধকার—যার উপস্থিতি কারো চোখে পড়ে, কিন্তু কেউই চায় না সে অ'ন্ধকারকে নিজের পাশে রাখতে।

আমার আগমন কখনো কাউকে আনন্দ দেয়নি।
আমার উপস্থিতিতে কখনো কারো মুখে হাসি ফোটেনি।
কেউ কখনো আমার জন্য অপেক্ষা করেনি—আমি তো তেমন কেউই নই।

আমার অনুপস্থিতি কাউকে কাঁদায় না, আমার না থাকাতে কারো মন খারাপ হয় না। কেউ আমাকে মনে রাখে না, রাখার প্রয়োজনও পড়ে না। আমি এমনই—অগুরুত্বপূর্ণ, অপ্রাসঙ্গিক, এক নিঃস'ঙ্গ অস্তি'ত্ব মাত্র।

আমি কারো ছিলাম না, আজও নই। জন্ম থেকেই আমার পরিচয়—একাকিত্ব।
আমি কেবল সেই ভার—যা দিনমজুরের কাঁধে চেপে বসে, তাকে কাবু করে ফেলে, কিন্তু সে চাইলেও সে বোঝা নামাতে পারে না, ফেলার জন্য সময় খোঁজে, সুযোগ খোঁজে।

আমি হয়ে উঠি বির'ক্তির এক বহনযোগ্য আকৃতি—যাকে মানুষ তাড়াতে চায়, ছুঁড়ে ফেলতে চায়, কিন্তু সহ্য করতে হয় বাধ্য হয়ে।

আমার জীবন সঙ্গীহীন অবহেলার ছায়ায় বেড়ে ওঠা এক দীর্ঘ ক্লা'ন্তি।
কোথাও কখনো জোটেনি প্রশান্তির আশ্রয়, মেলেনি অন্তরাল শীতলতা।
আমি শুধু থেকেছি, নিঃশব্দে, অব্য'ক্তে, নিরুপযোগীভাবে।

💙🌺❤️

Kunal chanda rjk 🎙️
Rater Jonaki Kunal RJK 📻
Jonaki The Band RJK 📻

21/06/2025

মোহনা ❣️

20/06/2025

♦️Part :- 1305.
আমি চাই ...🌺
আমি চাই আমার একটা মানুষ হোক,
যার কাছে আমি নিজেকে ভে'ঙে চুরে জমা রাখতে পারি—খুচরো পয়সার মতো, নিঃশব্দ বিশ্বাসের কৌটায়।

আমি চাই, কেউ একজন আমাকে ভালোবাসুক—এই এলোমেলো জীবনকে আদরে গুছিয়ে দিক।
আমি চাই, এই বিশাল পৃথিবীতে আমারও একজন মানুষ থাকুক,
যার চোখের গভীরতায় ডুবে গিয়ে আমি আমার সমস্ত ক্লা'ন্তি, সমস্ত ভার মুক্ত করে ফেলতে পারি।

আমি চাই এমন একজন মানুষ হোক,
যার মায়াবী চোখের দিকে চেয়ে আমি অনায়াসেই লিখে ফেলতে পারি হাজারো প্রেমের কাব্য।
একজন মানুষ হোক, যার মুখের কোমলতায় জরাজী'র্ণ বি'ষাদের ধূসর দিনগুলো মিলিয়ে যাবে প্রথম চাহনিতেই।

তাকে ঘিরে থাকবে আমার একটুকরো চিলেকোঠা, সেই ঘরে জ্বলবে ভোরের প্রথম স্বপ্ন, বিকেলের গোধূলি রঙ, বিষ'ণ্ণ দুপুরের রোদ, আর নিঃস'ঙ্গ রাতের চাঁদ—সব কিছুরই সে হবে সাথি।

ভালোবাসার কথোপকথনে সে আমাকে জোছনার আলোতে স্নান করাবে, তাকে ঘিরেই গড়ে উঠবে আমার ছোট্ট পৃথিবী।
তার মাঝেই হারিয়ে থাকবে আমার সমস্ত চাওয়া-পাওয়া, তাকে নিয়েই বোনা হবে প্রতিটি স্বপ্নের সূতোর মালা।

আমি চাই, আমার একজন মানুষ হোক—বিশ্বস্ত এক জোড়া হাতের মতো, দিশাহারা করানোর মতো দুটি চোখের মতো।
নিখুঁত সৌন্দর্যের খোঁজ নেই আমার,
আমি সৌন্দর্যের পূজারী নই আমি চাই, মানুষটা হোক শুধু বিশ্বস্ত।

দিন শেষে,
আমারও একজন মানুষ থাকুক
যার কাছে আমি নিজেকে নিঃশেষে, ভে'ঙেচুরে
খুচরো পয়সার মতো জমা রাখতে পারি—ভালোবাসা, বিশ্বাস আর আশ্রয়ের বিনিময়ে।

❤️🌺💙

Kunal chanda rjk 🎙️
Jonaki The Band RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻

20/06/2025

♦️Part :- 1304.
তোমার চাউনি...🌺
তুমি কেমন করে যেন তাকাও ,
চোখে চোখ পড়তেই কেমন জানি উথলে উঠা ভাতের ফেনের মতো, বগলে উঠে বুকের রসকষ।
তোমার কাজল চোখ দুটো কুল ছাড়া নীল দরিয়া,
কেমন ভাসিয়ে নিয়ে যায় দূরে –বহুদূরে।
তোমার চোখের পাপড়ি পিপড়া হয়ে কামড়ে ধরে
বুকের সবটুকু অনুভূতি জমিন।

লাবণ্য –
তোমার হাতের কাঁচের চুড়ির শব্দে যদি আমার রোজ সকালে ঘুম ভাঙতো,
এইটুকু স্বপ্ন আস্তে আস্তে বড় হচ্ছে সযত্নে চারা গাছের মতো মস্তিষ্কের চাষাবাদে।
পাহাড়ের গায়ে নেমে আসা ঝুম বৃষ্টি আর তুমি,
সন্ধ্যায় টঙ দোকানে টকটকে লাল রঙের চা বুকে গুজে থাকবে ভেজা চুলের গন্ধ।
আঙুলের ফাঁকেই ফুরিয়ে যাচ্ছে সিগারেট।
তোমার সাথে এমন একটা ঝুম বৃষ্টির দিন কাটাবো বলে আবাদ হচ্ছে বুকে মস্ত বড়ো আকাশ।

লাবণ্য–
কতটা ভালোবাসা আর যত্নের খদ্দের হলে তুমি আমার বুকের উঠোনে আসর জমাবে।
কবে আসবে তুমি,বলবে ভালবাসি।

💙🌺❤️

Kunal chanda rjk 🎙️
Jonaki The Band RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻

20/06/2025

♦️Part :- 1306.
সুপ্ত 'লাবণ্য'...🌺
মেয়েটির সাথে প্রথম দেখা প্রিন্সেপ ঘাটের এক আলো আঁধারিতে
সুদর্শন, সুনারী তীব্র আকুতিতে জড়ানো
চোখে চোখ পড়তেই কেমন একটা ভালো লাগার টান অনুভব হলো
কাছাকাছি এক মোবাইলের রিংটোনে বেজে উঠলো
'প্রেমের‌ও জোয়ারে ভাসাবে ....'
সন্ধ্যার মোহনীয় আলোর মায়ায় নদীও প্রেমে পড়ে
আমি তো মানবী মাত্র!
মেয়েটি টি এগিয়ে এসে হাতে একটা চিরকুট গুঁজে দিলো
একটু রাত হতেই শুরু হলো মিষ্টি ফোনালাপ
এতদিন কোথায় ছিলো এত কথা?
কোথায় ছিল এমন সম্মোহনী ক্ষমতা??
আমরা কথার সমুদ্রে ভেসে যাচ্ছি
মেয়ে টি আবার দেখা করার বায়না ধরলো
আমার বুকে তখন ক্যালিফোর্নিও স্রোত
ভালোলাগার উথাল পাথাল সুনামী,
গভীর রাতে না ঘুমিয়ে আয়না নিয়ে নিজেকে দেখতে থাকলাম
বহুদিন ভালো করে সাজগোজ করা হয়নি
চোখের নিচে হালকা ডার্ক সার্কেল
মুখের চামড়া কোঁচকানো
সারারাত ধরে লাবণ্য খুঁজে পেলাম না এক বিন্দু
ছিঃ ছিঃ লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে
এমন লাবণ্যহীন মুখে দেখা করতে যাওয়া কি মানায়?
পরদিন এই ভাবনা আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করলো
সন্ধ্যা হতেই ভাবনা আর ভালোলাগার টানাপোড়েনে পৌঁছে গেলাম সেই ঘাটের কাছে
সেখানে তখন জোড়ায় জোড়ায় কপোত-কপোতী
সবাই গভীরভাবে নিমগ্ন প্রেমের স্বর্গে,
আমরাও দুজনে হাতে হাত রেখে গল্প করতে লাগলাম
এভাবে কতটা সময় কেটেছে খেয়াল নেই
হঠাৎ কানের কাছে একজোড়া ঠোঁটের আনাগোনা
ফিসফিস করে বললো 'দিনটিকে স্মরণীয় রাখতে একটা চুমু তো হতেই পারে'
আমি ছিটকে গেলাম হাতখানেক দূরে
সম্পর্ক শুরুতেই শরীর!
না, না এ হতে পারেনা
সামনে এক গঙ্গা ভর্তি জল
তীরে দাঁড়ানো বুকে 'আর্কিমিডিস'
আমি চিৎকার করে বললাম 'ইউরেকা ইউরেকা'
গতকাল সারারাত ধরে লাবণ্য খুঁজেছিলাম মুখের রেখায়
আজ অন্তরে 'লাবণ্য' কে পেয়ে গেলাম
একটুও দ্বিধা না করে উল্টোদিকের রাস্তা ধরলাম
ছেলেটি তখনও একই জায়গায় দাঁড়িয়ে
একটা সহজলভ্য চাহিদার মাঝখানে জ্বলজ্বল করে উঠলো ব্যক্তিত্ব
আমরা বিভক্ত হলাম
আমরা বিভক্ত হলাম সীমারেখা টেনে।

💙🌺❤️

Kunal chanda rjk 🎙️
Rater Jonaki Kunal RJK 📻
RJK Home Production 📻

20/06/2025

অরণ্য তোমাকে কখনো বলা হয়নি,
বলা হয়নি তোমােক ভালোবাসি।
তোমাকে কখনো দেখা হয়নি অরণ্য
যে ভাবে তাকিয়ে থাকে প্রেমিক।
একটি লগ্ন প্রেমিকার চোখে!

তোমাকে কখনো বলা হয়নি অরণ্য,
অবহেলায় যেন ছুঁয়ে যাচ্ছি শরীর
বাঁধ ব্যাথা ক্রমশ কুড়ে খাচ্ছে।
তোমাকে বলেছিলাম একদিন সমুদ্র হবে?
আমি স্রোত হবো সে সমুদ্র জ্বলে।
তোমাকে বলেছিলাম একদিন বৃষ্টি হবে?
গা ভিজাবো তোমার আলতো স্পর্শে।

অরণ্য আমরা প্রেমিক হবো কবে?
কবে আমরা সমুদ্র হবো,
প্রেমিক হয়ে মেতে বেড়াবো উত্তাল জলে।

কবে হবো সে কৃষ্ণচূড়া
বসন্তের উন্মত্ত চড়ুই,
তাল পাতার ডগাতে বাসা বেঁধে। No

সময় তো চলে যাচ্ছে অরণ্য
বাঁধ ব্যাথা ক্রমশ কুড়ে খাচ্ছে ভিতর জুড়ে।
কবে হবো সেই প্রেমিক
তোমার সমুদ্রের উত্তাল জলে।

অরণ্য তোমাকে বলা হয়নি,
আজকাল প্রেমিক হতে চাই।
তোমার আলিঙ্গন জুড়ে।


20/06/2025

তোমাকে দেখতে না পাওয়ার মতো একটা গান
শুনতে শুনতে মন খারাপ
সেই খারাপের আবার অনেক রকম ভালো আছে
কোলে মাথা রেখে শোয়া যায়, মনে হয় তোমার ই তো কোল-
তোমাকে কখনো দেখতে পাবো না, এমন ই একটা গান -
লিরিক তোমাকে ভুলে যেতে বলে আর সুর কাছাকাছি নিয়ে যায়
অন্তরায় হাহাকার থাকে, মুখরায় স্মৃতিচারণ
তোমার মতোই একটা নরম গান
তোমার মতোই রিপিটে রেখে শুনি।

❤️🌺💙

19/06/2025

♦️Part :- 1307.
সব ভুলে গেছি ...🌺
অভিমান নিয়ে দূরে সরে থাকি বলেই ভেবো না, ভুলে গেছি। অভিমানে দূরে থাকা যায়, তবে ভুলে থাকা যায় না। প্রচন্ড অভিমানে আদর জমে জমে একাকার হয়। আর যদি অভিমান কেউ না ভাঙ্গায়, তবে বুকের ভেতর শুধু হাহাকার লাগে, প্রবল অস্থিরতায় দম বন্ধ হয়ে আসে, পৃথিবীর জাগতিক সবকিছু শুধু বিশ্রী লাগে!

অভিমান নিয়ে এভাবে নীরব থাকি বলে, ভেবো না আমার বলার কিছু নেই। কথা জমে জমে বুকটা ভীষণ ভারী হয়ে থাকে, শুধু বলা হয় না তোমায়।

কথারা যেখানে তাদের মূল্য না পায়, সেখানে নীরবতা ছাড়া আর সমাধানের রাস্তা কই? কত কথা বলি নিজের সাথে, শুধু তোমার সাথেই বলা হয় না!

মনে অভিমান পুষে রাখা যে নিদারুণ যন্ত্রণার!
না ভালো থাকা যায়, আর না নিজেকে সান্ত্বনা দেয়া যায়। কোনো কিছুতেই যেন শান্তি খুঁজে পাইনা।

তোমার অবয়ব ভয়ঙ্করদর্শনে আমি হতভম্ব হয়ে তাকিয়ে থাকি স্মৃতির দিকে। স্মৃতিরা কাছে ডাকে, শুধু তুমি ডাকো না। নাম ধরে কাছে ডেকে, জড়িয়ে ধরো না। অথচ অভিমান আমার বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকে নিবিড় ভাবে।

এভাবে দূরে থাকি বলে ভেবো না, সব ভুলে গেছি।
আমি যে কিচ্ছু ভুলিনি। ভুলতে আর পারছি কই? যতবার ভেবেছি ভুলে যাবো, ততবার তোমার মায়ায়– তোমার ছায়ায় নিজেকে জড়িয়ে আমি শুধু তোমার নামটাই জপতে থাকি– তোমাকেই কাছে ডাকতে থাকি আনমনে!

❤️🌺💙

Kunal chanda rjk 🎙️
RJK Home Production 📻
Rater Jonaki Kunal RJK

19/06/2025

রক্ত হয়ে বয়ে যাবো, তোমার শিরায় !

Kunal chanda rjk 🎙️🎼 Jonaki The Band RJK
🎸 Anirban Ranjit

Address

Kolkata
700008

Alerts

Be the first to know and let us send you an email when RJK Home Production posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RJK Home Production:

Share