29/09/2025
♦️Part :- 1745.
পরের জন্মে তুমি আমার হইও...🌺( পঞ্চম পর্ব )
🍁কুনাল:- কিছু মানুষের মেন্টালিটি একটু অন্যরকম। তারা কারো ভালোবাসা চাইবে, কারো সাথে সম্পর্কে জড়াতে চাইবে, কারো সাথে কথা বলতে চাইবে, তবে নিজেকে ধরে বেঁধে রেখে।
বিষয়টা আরেকটু সহজ করে বলি। আজকাল কিছু মানুষ আছে, যারা কারো সাথে সম্পর্কে জড়াতে চায় তবে তারা কেবল মনের সম্পর্ক চায়, দেহের না।
আচ্ছা,
একটাবার ভেবে বলুন তো, যাকে আপনি মন থেকেই ভালোবাসবেন, তার প্রতি মানসিক টানের পাশাপাশি আপনি কি শারীরিক টান অনুভব করবেন না? তাকে ছুঁতে চাইবেন না?
প্রেম-ভালোবাসার কথা না হয় বাদই দিলাম। একটি মেয়ে এবং একটি ছেলে যখন পাশাপাশি থাকে, তখন তাদের মধ্যে যেকোনো একপক্ষের কিংবা উভয়পক্ষের কোনো না কোনো ভাবে শারীরিক উত্তেজনা কাজ করবেই। সেখানে প্রেম-ভালোবাসায় মানুষের শারীরিক আকর্ষণ থাকবে না, তা কি করে হয়?
যারা বলে, " ভালোবাসায় কখনো শরীর আসে না, মনটাই আসল। " তাদের এই কথার সাথে আমি মোটেও একমত নই। প্রকৃত ভালোবাসায় শরীর এবং মন দু'টোই আসবে। তবে কোনোটা একতরফা নয়।
খেয়াল করে দেখবেন,
যারা শুধুমাত্র বন্ধুত্ব কিংবা সময় কাটানোর জন্য সম্পর্কে জড়ায়, তারা নিজেকে এমন ধরে বেঁধেই জড়ায়। " ভালোবাসায় শরীর নয়,মনটা আসল" বলে যারা ছবক শেখায়, তারাও গোপনে গোপনে কারো শরীরের প্রতি আসক্ত। তার ফিজিকাল চাহিদা কোনো না কোনো ভাবে পূরণ হচ্ছে বলেই, সে এটা বলে। পেট ভরা থাকলে যেমন খিদে পায় না। তেমনি চাহিদা পূরণ হলে মানুষের সেদিকে কোনো নজর কিংবা টান থাকে না।
আর যারা কাউকে মন থেকে ভালোবাসে, ভালোবাসার মানুষের শরীর এবং মন দুটোই চায়। মানুষ ভালোবাসার মানুষের শরীর চায় বলেই, ভালোবাসার পূর্ণতা চায়। পূর্ণতা পেলে কি তারা কেউ কাউকে না ছুঁয়ে থাকবে? নিশ্চয়ই না।
যে মন বুঝতে পারে, শরীর পাওয়ার অধিকার তো কেবল তারই। শুধু মন নিয়ে পৃথিবীর কোনো মানুষই সন্তুষ্ট থাকতে পারে না–কস্মিনকালেও না। )
------
🌺খেয়ালী:- শোনো, অনেক দিন ধরেই তোমায় বলবো ভাবছিলাম একটা কথা - তুমি রাগ করবে না বলো ?
🍁কুনাল :- না করবো না বলো , কি ?
🌺 খেয়ালী :- তুমি আমাকে ভুলে যাও,আমার পরিবার কখনোই মানবে না এই সম্পর্ক।
🍁কুনাল :- কি সব বলছো তুমি বাবু,আচ্ছা ভালবাসায় কি অজুহাত চলে ?
🌺 খেয়ালী :- ভালবাসায় অজুহাত চলে না কিন্তু আমি অজুহাতের শিকলে বাঁধা।
🍁 কুনাল:- তবে বলবো তুমি কখনো ভালোই বাসোনি।
🌺খেয়ালী :- আমাকে ভুলে থাকো সেই উত্তম।
🍁কুনাল :- তোমাকে ভুলে যেতে চাই, কিন্তু অসম্ভব।
🌺 খেয়ালী :- কথা না বলতে বলতে একদিন ভুলে যাবে আমাকে।
🍁কুনাল :- তোমাকে ভুলে যেতে চাই, শুধু তোমাকে মনে রাখার জন্য।
🌺 খেয়ালী :- তুমি ভুলে গেলে আমি তো হারিয়ে যাবো,
কিন্তু আমি যদি ভুলে যাই—আমার ভেতরের সব ঋতু শুকিয়ে যাবে।
🍁কুনাল :- আমার ভুলে যাওয়া মানেই একটা শূন্য ঘর,
যেখানে প্রতিদিন তোমার নামের প্রতিধ্বনি বাজতে থাকবে।
🌺খেয়ালী :- তাহলে ভালোই তো, আমার স্মৃতি তোমার কাছে থাকবে।
🍁 কুনাল :- স্মৃতির কাছে থাকা মানে প্রতিদিন একটু একটু করে মরে যাওয়া।
🌺খেয়ালী :- তুমি কি এতটা কষ্ট পেতে প্রস্তুত?
🍁 কুনাল :- কষ্ট পেতে রাজি আছি, শুধু তোমার নামটা বুকের ভেতর ধরে রাখার জন্য।
🌺 খেয়ালী :- আমার নাম ধরে ডাকলেই তো সব কিছু ভেঙে পড়বে।
🍁কুনাল :- হোক না ভাঙা, তবুও ভাঙনের ভেতর তোমাকে খুঁজে নেবো।
🌺খেয়ালী :- তাহলে তো ভালোবাসা আমাদের হাতছাড়া হয়ে গেলো।
🍁 কুনাল :- ভালোবাসা হাতছাড়া হয় না, শুধু মানুষ একে অন্যের থেকে দূরে সরে যায়।
🌺 খেয়ালী :- আর দূরত্বই একদিন আমাদের ভুলিয়ে দেবে।
🍁কুনাল :- না, দূরত্ব শুধু শরীরের হয়, মন তো একই ঠিকানায় থেকে যায়।
💙🌺❤️
Kunal chanda rjk 🎙️ Dipa Biswas
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻
Send a message to learn more