19/10/2025
কাউকে মন থেকে ভালোবাসা মানে শুধু তাকে পাওয়া নয়, বরং তাকে অনুভব করা—তার সুখে হাসা, তার কষ্টে নিঃশব্দে চোখের পানি ফেলা। সত্যিকারের ভালোবাসা কখনও দাবিদার হয় না, কখনও শর্ত দেয় না, আর কখনও ঘৃণায় ভরে ওঠে না। কারণ ভালোবাসা মানেই পবিত্রতা, মানেই নিঃস্বার্থ অনুভূতি।
যাকে সত্যিই ভালোবাসা হয়, তার প্রতি রাগ, অভিমান, কষ্ট—সবই সাময়িক। কিন্তু ঘৃণা? না, তা কখনও স্থায়ী হতে পারে না। কারণ হৃদয়ের গভীরে এখনও সেই মানুষটার জন্য একটা নিরব ভালোবাসা লুকিয়ে থাকে। হয়তো সে এখন দূরে, হয়তো আর কখনও পাশে ফিরবে না, কিন্তু মন তো তাকে একদিন নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল—তাহলে ঘৃণা করব কীভাবে?
ভালোবাসা মানে শুধু দু’জন মানুষ একসঙ্গে থাকা নয়। ভালোবাসা মানে—কারও জন্য চুপিচুপি প্রার্থনা করা, তার সুখে নিজের জায়গা না পেলেও খুশি থাকা। সত্যিকারের ভালোবাসা কখনও প্রতিদানের প্রত্যাশা করে না। তাই যদি তুমি কাউকে মন থেকে ভালোবাসো, আর সে তোমার না-ও হয়, তবুও সেই ভালোবাসাকে অভিশাপ দিও না। এটাকে দূর্ভাগ্য মনে কোরো না, কারণ সবাই এমন ভালোবাসার সৌভাগ্য পায় না যা আত্মাকে স্পর্শ করে যায়।
যে মানুষ সত্যিই ভালোবাসতে জানে, সে জানে হারিয়ে যাওয়া মানেই শেষ নয়। কখনও কখনও কিছু সম্পর্ক অসম্পূর্ণ থাকাই তার সৌন্দর্য। হয়তো সেই অসম্পূর্ণতাই আমাদের শেখায় কীভাবে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়, কীভাবে ভালোবাসার নামেই ক্ষমা করতে হয়।
তাই যদি কখনও তোমার ভালোবাসা অপূর্ণ থেকে যায়, মন খারাপ কোরো না। বরং ভাবো, তুমি এমন কিছু অনুভব করেছ যা সবাই পারে না। ঘৃণা নয়, সেই মানুষটার প্রতি কৃতজ্ঞতা রাখো—কারণ সে তোমাকে ভালোবাসার মানে শিখিয়েছে।
মনে রেখো, ভালোবাসা হারিয়ে যায় না, শুধু রূপ বদলায়। আজ হয়তো সে নেই, কিন্তু তোমার ভালোবাসার সেই আলো এখনো তোমার ভিতর জ্বলে আছে। সেই আলো নিভতে দিও না, কারণ সেটাই তোমার সত্যিকারের সম্পদ। ভালোবাসার প্রতি বিশ্বাস হারিও না—কারণ যে হৃদয় ভালোবাসতে জানে, সে কখনও একা হয় না। ❤️