হপ্তাক কাচরা

হপ্তাক কাচরা সদর দূর্গে কাচরা দাগো

05/04/2025

আজ থেকে আগামী ৫ দিন, অর্থাৎ, ৯ই এপ্রিল পর্যন্ত হপ্তাক কাচরার ঠিকানা, রবীন্দ্রসদনে ঘটমান লিটল ম্যাগাজিনের শ্রাদ্ধানুষ্ঠানে ৪১৬ নং টেবিল। প্রথমত এপ্রিলের এই দুর্দান্ত গরমে এই মেলা, কতজন যে অসুস্থ হয়ে পড়বে তা ধারণার বাইরে। দ্বিতীয়ত, অ্যাতোটাই সুপ্রসস্থ একেকটি টেবিল, যাতে দুটি ফুলস্কেপ কাজ পাশাপাশি রাখলে আর কিছু রাখার জায়গা থাকবে না। প্রবল অনিচ্ছা নিয়েই এবারে মেলায় থাকছি আমরা, থাকছি একমাত্র এই কারণে যে একবার নাম প্রত্যাহার করে নিলে আগামীদিনের ম্যালাগুলোতে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে উঠবে। মেলায় পাঠক এলে ভালোই লাগে। তবে যদি ভাবেন আসবেন, বইপত্র কিছু কিনবেন, জানিয়ে রাখি, বইমেলার পর আর আমাদের নতুন কিছু প্রকাশ পায় নি, এবং এরপরও এলে বিকেল সাড়ে পাঁচটার আগে আসবেন না, এই গরমে অসুস্থ হতে না চাইলে। আসুন, এলে দেখা হবে, না এলে এর পর অন্য কখনো অন্য কোথাও...

26/03/2025
কলকাতা বইম্যালা ২০২৫
10/02/2025

কলকাতা বইম্যালা ২০২৫

বিট গল্পকার হারবার্ট হাঙ্কির গোটা জীবনটা য্যামন রহস্যময়, তার লেখাগুলিও সেরকমই। তার ওপর এই লেখকের বইপত্রগুলো খুবই দুর্লভ।...
06/02/2025

বিট গল্পকার হারবার্ট হাঙ্কির গোটা জীবনটা য্যামন রহস্যময়, তার লেখাগুলিও সেরকমই। তার ওপর এই লেখকের বইপত্রগুলো খুবই দুর্লভ। এই প্রথম বাংলায় অনুদিত হলো হারবার্ট হাঙ্কির একগুচ্ছ গল্প, 'হারবার্ট হাঙ্কি-র গল্প'। অনুবাদ করেছেন, সুপ্রিয় সাহা।

বিঃ দ্রঃ. অনুবাদের পাশাপাশি সুপ্রিয় সাহা টানটান প্ল্যানচেটে নামিয়েও এনেছেন হারবার্ট হাঙ্কি'কে। শোনা যাচ্ছে, বইম্যালার লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের ২২৭ নং টেবিলে তিনি এসে বসছেন মাঝেমধ্যে।

উপরোক্ত টেবিলে এসে সংগ্রহ করতে পারেন এই গল্প সংকলন। কে বলতে পারে, ভাগ্য ভালো থাকলে দ্যাখাও হয়ে যেতে পারে স্বয়ং হাঙ্কির সাথে।

একটা জীবনের অনেকরকম সত্য থাকে - কোনোটা সত্যের কাছাকাছি সত্য, কোনোটা পর্দার আড়াল থেকে উঁকি মারা সত্য, কোনোটা সিউডোসত্য আর...
05/02/2025

একটা জীবনের অনেকরকম সত্য থাকে - কোনোটা সত্যের কাছাকাছি সত্য, কোনোটা পর্দার আড়াল থেকে উঁকি মারা সত্য, কোনোটা সিউডোসত্য আর কোনোটা সরাসরি। কিন্তু প্রকৃত সত্য নিরেট, কঠিন, সেই কঠিন সত্য লুকিয়ে থাকে মৃত্যুর রহস্যঘন ঘটনাপরম্পরার ভেতর। ফলত জাপানী ডেথ-পোয়েট্রিগুলি কেবল তিন/চার লাইনের কয়েকটি হাইকুসদৃশ নাতিদীর্ঘ কবিতা নয়, বরং তার উর্ধ্বে, মৃত্যুকালীন একেকটি অমেহ স্বীকারোক্তি, যেখানে একটা গোটা জীবনের মহাকাব্যিক প্রতিচ্ছবি ফুটে ওঠে নিজের ওপারে বসানো একটা স্ফটিকস্বচ্ছ্ব আয়নার মতোই।

অয়ন ঘোষের অনুবাদে জাপানী মৃত্যু-কবিতার সংকলন, 'ডেথ ক্যাফে'তে আপনাকে স্বাগত। কে কখন টেঁসে যায়, এই জটিল সময়ে বলে ফ্যালা খুবই কঠিন - তার আগেই ঘুরে যেতে পারেন এই কবিতার চরাচরে।

পাওয়া যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলার লিঃ ম্যাগঃ প্যাভিলিয়নের টেবিল ২২৭-এ।

আসুন, একসাথে একটু আড্ডা দেওয়া যাক এই মৃত্যু ক্যাফেতে। কফির খরচা আমাদের। সিগারেটটা না হয় আপনিই খাওয়ালেন।
উল্লাস!

এই বছর এমন এক বইমেলা যেখানে শুভঙ্কর দাশ নেই। যে না থাকাগুলো বাকিসব থাকাগুলো মিলিয়েও ভরাট করা যায় না, এই শূন্যতা সেরকমই। ...
04/02/2025

এই বছর এমন এক বইমেলা যেখানে শুভঙ্কর দাশ নেই। যে না থাকাগুলো বাকিসব থাকাগুলো মিলিয়েও ভরাট করা যায় না, এই শূন্যতা সেরকমই। তবে শুভ দা সত্যিই নেই! আছেও তো। যেমন গ্রাফিত্তির টেবিলে একটা চেয়ারে রয়েছে শুভ দার বহুবইমেলার শরিক জিন্সের নীল জ্যাকেটটা। আর আমাদের টেবিলে রয়েছে শুভ দার শেষ অসমাপ্ত পান্ডুলিপি "ইয়োরোপের দিনগুলো"।
আসুন। বইপত্র নেড়েচেড়ে দেখুন। পছন্দ না হলে না হয় মুখ বেঁকিয়ে চলে যাবেন ফিশফ্রাই আর চিকেন তন্দুরের দিকে। আর ভালো লাগলে সংগ্রহ করবেন আপনার কপিটি ফুরিয়ে যাওয়ার আগে।
লি. ম্যাগ. প্যাভিলিয়ন
টেবিল ২২৭

কলকাতা বইম্যালা ২০২৫টেবিল নম্বর ২২৭প্রকৃতই আরো সাত দিন..
03/02/2025

কলকাতা বইম্যালা ২০২৫
টেবিল নম্বর ২২৭

প্রকৃতই আরো সাত দিন..

হপ্তাক কাচরার স্পেস, সে মাটিই হোক বা টেবিল বা স্টল, যাকিছু, তা কখনোই একা হপ্তাকের নয়। আমরা সমবেত অচৈতন্যে বিশ্বাসী। বরাব...
02/02/2025

হপ্তাক কাচরার স্পেস, সে মাটিই হোক বা টেবিল বা স্টল, যাকিছু, তা কখনোই একা হপ্তাকের নয়। আমরা সমবেত অচৈতন্যে বিশ্বাসী। বরাবর। ব্ল্যাঙ্ক স্পেস, পটেটো ইটার্স, কবন্ধ, হারাকিরি, প্রহেলিকা, শীলা লাইব্রেরী, ব্রেনফিভার, সকলের কালেক্টিভ ভাগাড় এখন কলকাতা আন্তর্জাতিক বইম্যালার লি: ম্যাগ: প্যাভিলিয়নের টেবিল ২২৭।
আসুন, দ্যাখা হোক, কথা হোক, একসাথে ভাগ করে নিই একটা সিগারেট অথবা এই মরা শীতের হতাশা।
উল্লাস!

কবিতা যদি বন্দুক হয়, মায়াকভস্কি তার বুলেট। শব্দের গুলিতে শাসকের কপাল ফাটিয়ে দিয়ে বলেছিলেন— “তুমি কর আদায় করবে? আমি প্রশ্...
02/02/2025

কবিতা যদি বন্দুক হয়, মায়াকভস্কি তার বুলেট। শব্দের গুলিতে শাসকের কপাল ফাটিয়ে দিয়ে বলেছিলেন— “তুমি কর আদায় করবে? আমি প্রশ্ন তুলব।”
এই বই শুধু কিছু ছাপা পাতা নয়; এ এক আশ্চর্য মন্ত্রপাঠ — পাঠকের হৃদয়ে আগুন জ্বালানোর সংকল্প। কর আদায়কারীর সঙ্গে কবিতার নামে এই কথোপকথন আসলে একটা বিস্ফোরণ— যেখানে শব্দেরা শৃঙ্খলার কারাগার ভেঙে মুক্ত হয়ে বেরিয়ে আসে এবং বিস্ফোরিত হয় সশব্দে। পাঠক, এখানে নিয়ম ভাঙা শিখে যাবে শব্দেরা। রক্ত-মাংসের পৃথিবীতে ঠাসা পঙক্তিগুলো শুধুই কবিতা নয়— এগুলো এক-একটা বিদ্রোহী চুম্বক, যা আপনাকে টেনে নেবে ভাবনার অচেনা ভূখণ্ডে।

লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নটেবিল ২২৭আমরা আছি।আপনি আসছেন তো?
01/02/2025

লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন
টেবিল ২২৭
আমরা আছি।
আপনি আসছেন তো?

এই বই ভ্রমণের বাহানায় স্রেফ একটা ‘গাইডবুক’ নয়। এই বই ভদ্রলোকদের জন্য নয়। শুভঙ্কর দাশের কলমে ইউরোপ মানে ফাইভ-স্টার হোট...
31/01/2025

এই বই ভ্রমণের বাহানায় স্রেফ একটা ‘গাইডবুক’ নয়।
এই বই ভদ্রলোকদের জন্য নয়। শুভঙ্কর দাশের কলমে ইউরোপ মানে ফাইভ-স্টার হোটেলের ব্রেকফাস্ট টেবিল নয়—এটা ট্রেন স্টেশনে বসে গলা শুকিয়ে আসা ধোঁয়াটে কফির একটা বিমূর্ত গল্প, ফাঁকা রাস্তার নিস্তব্ধতা, ফেটে যাওয়া বুটজুতোয় জমে থাকা ক্লান্তি। এই বই ভ্রমণ নয়, পালানোর গল্প। যেখানে মানচিত্র বালিশের নিচে নয়, বুকের মধ্যে ধরফর করে। এখানে জার্মানির বৃষ্টিভেজা পথে ঘুরে বেড়ায় পরবাসী মন। ইতালির অলিগলি-ঘুপচিতে হারিয়ে যায় পরিচিতি। ফ্রান্সের রাস্তায় ভাঙা সিগারেট টানতে টানতে বাঁচার নতুন মানে খোঁজা যায়। প্রথাগত ভ্রমণ সাহিত্যের মেকি জার্নালের বিপরীতে দাঁড়িয়ে থাকা এই বইটা বাঁচার রসদ জোগায়। শুভঙ্করের শব্দে ইউরোপ আর এক ভূখণ্ড নয়, এটা হয়ে ওঠে একটা বিপ্লব—কোনো জাতীয় পতাকার নয়, বরং নিজের আত্মার।

যদি আপনার মন ফাঁকা ছকে বাঁধা গল্প চায়, ভুল জায়গায় এসেছেন। কিন্তু যদি ভাঙতে চান, হারিয়ে যেতে চান, আবার নিজেকে খুঁজে পেতে চান—তাহলে “ইউরোপের দিনগুলো” আপনার জন্য।

বইমেলায় যারা আমাদের দেখেছেন, পাশে এসে বসেছেন, তারা জানেন, আমাদের জায়গা মাটির ঘাস-চাদরে, লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের আশেপ...
30/01/2025

বইমেলায় যারা আমাদের দেখেছেন, পাশে এসে বসেছেন, তারা জানেন, আমাদের জায়গা মাটির ঘাস-চাদরে, লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের আশেপাশে কোনো এক কোনায়। অনেক ধস্তাধস্তি, বাওয়াল, টানাহ্যাঁচড়ার পর আমরা গত বছর বুঝতে পারি, মাটিতে বই নিয়ে বসা আর হবে না। এসব গাজোয়ারি এই আলোঝলমলে কর্পোরেট বইমেলায় বরদাস্ত করা হবে না। কীই বা করার ছিলো আর! কোথাও তো বসতে হবে, বইগুলো সাজিয়ে রাখতে হবে তাসের মতো...
সত্যিই বলছি, বিগত কটা দিন, 'দেখুন না দাদা, করে দিন না দিদি'গুলোর ফাঁকে ফাঁকে নকল হাসি হাসতে হাসতে ক্লান্ত লাগছিলো। অনেক ধরাকরার পর, শেষত, লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে আমাদের আগামী দেড়-হপ্তার ঠিকানা, টেবিল ২২৭।

Address

105/3/B, Nainal Para Lane
Kolkata
700036

Alerts

Be the first to know and let us send you an email when হপ্তাক কাচরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হপ্তাক কাচরা:

Share

Category