05/04/2025
আজ থেকে আগামী ৫ দিন, অর্থাৎ, ৯ই এপ্রিল পর্যন্ত হপ্তাক কাচরার ঠিকানা, রবীন্দ্রসদনে ঘটমান লিটল ম্যাগাজিনের শ্রাদ্ধানুষ্ঠানে ৪১৬ নং টেবিল। প্রথমত এপ্রিলের এই দুর্দান্ত গরমে এই মেলা, কতজন যে অসুস্থ হয়ে পড়বে তা ধারণার বাইরে। দ্বিতীয়ত, অ্যাতোটাই সুপ্রসস্থ একেকটি টেবিল, যাতে দুটি ফুলস্কেপ কাজ পাশাপাশি রাখলে আর কিছু রাখার জায়গা থাকবে না। প্রবল অনিচ্ছা নিয়েই এবারে মেলায় থাকছি আমরা, থাকছি একমাত্র এই কারণে যে একবার নাম প্রত্যাহার করে নিলে আগামীদিনের ম্যালাগুলোতে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে উঠবে। মেলায় পাঠক এলে ভালোই লাগে। তবে যদি ভাবেন আসবেন, বইপত্র কিছু কিনবেন, জানিয়ে রাখি, বইমেলার পর আর আমাদের নতুন কিছু প্রকাশ পায় নি, এবং এরপরও এলে বিকেল সাড়ে পাঁচটার আগে আসবেন না, এই গরমে অসুস্থ হতে না চাইলে। আসুন, এলে দেখা হবে, না এলে এর পর অন্য কখনো অন্য কোথাও...