29/12/2025
কলকাতার ট্রাম সার্ভিসের ১৫০ বছরের ইতিহাস ধীরে ধীরে নতুন এক মোড়ে পৌঁছেছে। এই শহরের প্রতিটি রাস্তায় ট্রামের আওয়াজ শুনে বড় হওয়া মানুষদের জন্য এটি শুধুমাত্র একটি পরিবহন মাধ্যম নয়, বরং একটি স্মৃতি, ইতিহাস এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। শহরের প্রতিদিনের জীবনের অংশ হয়ে ওঠা এই ট্রামগুলোই কলকাতার ব্যস্ততম রাস্তাগুলোর মধ্যে আরামদায়ক যাত্রার এক অভ্যন্তরীণ ছন্দ তৈরি করত।
Details : https://www.bonginsider.com/state-news/kolkatas-iconic-trams-at-the-final-turn-of-a-150-year-history/