খসড়া

খসড়া পত্রিকা।প্রকাশক

রামায়ণ থেকে মহাভারত, ব্যাটম্যান থেকে বাঘ হয়ে বিটিএস, গবেষণামূলক প্রবন্ধ থেকে রম্যরচনা, সেইসঙ্গে উপন্যাস, গল্প থেকে থ্র...
28/01/2024

রামায়ণ থেকে মহাভারত, ব্যাটম্যান থেকে বাঘ হয়ে বিটিএস, গবেষণামূলক প্রবন্ধ থেকে রম্যরচনা, সেইসঙ্গে উপন্যাস, গল্প থেকে থ্রিলার হয়ে কবিতা- এই বিশাল বৈচিত্রের বই নিয়ে আমরা আছি কলকাতা বইমেলায়।

কলকাতা বইমেলায় খসড়া প্রকাশনীর স্টল নম্বর ১৩১। ১ নম্বর গেট দিয়ে ঢুকে সোজা এসে ডানদিকে।

সকলকে আমন্ত্রণ জানাই।

পোস্টারে আমাদের প্রকাশিত কিছু বই এর প্রচ্ছদ ও মুদ্রিত মূল্য রইল।

খসড়া পত্রিকার থ্রিলার সংখ্যার প্রচ্ছদ প্রকাশিত হল।আগামী ২৭ শে জানুয়ারি বিকেল ৫ টা থেকে পত্রিকা পাওয়া যাবে খসড়া প্রকা...
25/01/2024

খসড়া পত্রিকার থ্রিলার সংখ্যার প্রচ্ছদ প্রকাশিত হল।

আগামী ২৭ শে জানুয়ারি বিকেল ৫ টা থেকে পত্রিকা পাওয়া যাবে খসড়া প্রকাশনীর ১৩১ নম্বর স্টলে, ১ নম্বর গেট দিয়ে ঢুকে সোজা এসে ডানদিকে। সেই সঙ্গে পাওয়া যাবে খসড়া প্রকাশিত সব বই।

সকলকে আমন্ত্রণ জানাই।

প্রচ্ছদ - তর্পণ সরকার।

মুদ্রিত মূল্য - ১৫০ টাকা।

২০২৪ এর কলকাতা বইমেলায় খসড়া থেকে প্রকাশিত হতে চলেছে-'শিক্ষিতা পতিতার আত্মচরিত'।লেখিকা - মানদা দেবী।প্রচ্ছদ - রোচিষ্ণু ...
16/01/2024

২০২৪ এর কলকাতা বইমেলায় খসড়া থেকে প্রকাশিত হতে চলেছে-

'শিক্ষিতা পতিতার আত্মচরিত'।

লেখিকা - মানদা দেবী।

প্রচ্ছদ - রোচিষ্ণু সান্যাল

প্রকাশক- খসড়া প্রকাশনী।

মুদ্রিত মূল্য- ২০০ টাকা।

এই বই কেবল একটি আত্মজীবনী নয়, সেই সঙ্গে একটি বিপ্লব। মানদা দেবীর ব্যক্তিগত জীবনের পাশাপাশি এখানে উঠে এসেছে বিংশ শতাব্দীর প্রথমার্ধের সমাজ-অর্থনীতি-রাজনীতি। স্বাধীনতা সংগ্রামে মানদা দেবী তথা বারাঙ্গনাদের অংশগ্রহণের প্রসঙ্গ এই বইকে করে তুলেছে একটি ঐতিহাসিক দলিল।

কলকাতা বইমেলায় বইটি পাবেন খসড়া প্রকাশনীর ১৩১ নম্বর স্টলে, ১ নম্বর গেট দিয়ে ঢুকে সোজা এসে ডানদিকে।

বইমেলার বই বিষয়ক আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে।

#বইমেলারবই
#২০২৪
#কলকাতাবইমেলা

খসড়া পত্রিকার থ্রিলার সংখ্যার (বইমেলা, ২০২৪) লেখকসূচি প্রকাশিত হল।
15/01/2024

খসড়া পত্রিকার থ্রিলার সংখ্যার (বইমেলা, ২০২৪) লেখকসূচি প্রকাশিত হল।

২০২৪ এর কলকাতা বইমেলায় খসড়া থেকে প্রকাশিত হতে চলেছে- 'বাঙালির বিটিএস চর্চা'।সম্পাদনা- অন্বয় গুপ্ত, আত্রেয় দাস।প্রচ্ছ...
14/01/2024

২০২৪ এর কলকাতা বইমেলায় খসড়া থেকে প্রকাশিত হতে চলেছে-

'বাঙালির বিটিএস চর্চা'।

সম্পাদনা- অন্বয় গুপ্ত, আত্রেয় দাস।

প্রচ্ছদ- সম্যন্তক চট্টোপাধ্যায়।

প্রকাশক- খসড়া প্রকাশনী।

মুদ্রিত মূল্য- ৩০০ টাকা।

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বাংতান সোনিয়োন্দান। সংক্ষেপে বিটিএস। এই ব্যান্ডের নাচ-গান-মিউজিক ভিডিও এবং ৭ সদস্যের জ্বরে এই মুহূর্তে গোটা পৃথিবী কাঁপছে। শুধু বিটিএসই নয়, দক্ষিণ কোরীয় শিল্প- সংস্কৃতি বিশ্বের তো বটেই, আম বাঙালির কাছেও এখন প্রবল আগ্রহের বিষয়। শূন্য থেকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছনো ৭ সদস্যের লড়াইয়ের কাহিনি বা তাদের গানের উপস্থাপনাই মানুষকে শুধু টানছে না। ফ্যাশন থেকে শুরু করে এই মুহূর্তের বিশ্ব রাজনীতি, পপুলার কালচারেও তাদের বিরাট প্রভাব রয়েছে।

বিটিএসকে নিয়ে এমন বিশ্লেষণাত্মক সংকলন পশ্চিমবঙ্গ থেকে সম্ভবত এটাই প্রথম।

বইমেলায় বইটি পাবেন খসড়া প্রকাশনীর ১৩১নম্বর স্টলে।(১ নম্বর গেট দিয়ে ঢুকে সোজা এসে ডানদিকে)

বইমেলার বই বিষয়ক আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে।

#বইমেলারবই
#২০২৪
#কলকাতাবইমেলা

দেখা হচ্ছে...
14/01/2024

দেখা হচ্ছে...

২০২৪ এর কলকাতা বইমেলায় খসড়া থেকে প্রকাশিত হতে চলেছে শ্রীপর্ণা দাস ব্যানার্জীর থ্রিলার গল্প সংকলন -'হিপনোটিক ক্রাইম'।লে...
12/01/2024

২০২৪ এর কলকাতা বইমেলায় খসড়া থেকে প্রকাশিত হতে চলেছে শ্রীপর্ণা দাস ব্যানার্জীর থ্রিলার গল্প সংকলন -

'হিপনোটিক ক্রাইম'।

লেখিকা- শ্রীপর্ণা দাস ব্যানার্জী।

প্রচ্ছদ- কৃষ্ণেন্দু মন্ডল।

প্রকাশক- খসড়া প্রকাশনী।

মুদ্রিত মূল্য- ১৭৫ টাকা।

বইমেলায় বইটি পাবেন খসড়া প্রকাশনীর ১৩১নম্বর স্টলে।(১ নম্বর গেট দিয়ে ঢুকে সোজা এসে ডানদিকে)

বইমেলার বই বিষয়ক আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে।

#বইমেলারবই
#২০২৪
#কলকাতাবইমেলা

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত লিটল ম্যাগাজিন মেলা শুরু হয়ে গেছে, আজ ছিল মেলার দ্বিতীয় দিন।মেলায় খসড়ার টেবিল নম্বর...
11/01/2024

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত লিটল ম্যাগাজিন মেলা শুরু হয়ে গেছে, আজ ছিল মেলার দ্বিতীয় দিন।

মেলায় খসড়ার টেবিল নম্বর ৪৩১।

মেলা চলবে আগামী ১৪ই জানুয়ারি পর্যন্ত।

সময় - দুপুর ২টো থেকে রাত্রি ৮ টা।

স্থান: নন্দন।

সকলকে আমন্ত্রণ জানাই।

২০২৪ এর কলকাতা বইমেলায় খসড়া থেকে প্রকাশিত হতে চলেছে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের নতুন গল্প সংকলন -'গজাননবাবু ও কৃতজ্ঞ চোর...
11/01/2024

২০২৪ এর কলকাতা বইমেলায় খসড়া থেকে প্রকাশিত হতে চলেছে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের নতুন গল্প সংকলন -

'গজাননবাবু ও কৃতজ্ঞ চোর'।

লেখক- উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়।

প্রচ্ছদ- শুভম ভট্টাচার্য।

প্রকাশক- খসড়া প্রকাশনী।

মুদ্রিত মূল্য- ২০০ টাকা।

বইমেলায় বইটি পাবেন খসড়া প্রকাশনীর ১৩১নম্বর স্টলে।(১ নম্বর গেট দিয়ে ঢুকে সোজা এসে ডানদিকে)

বইমেলার বই বিষয়ক আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে।

#বইমেলারবই
#২০২৪
#কলকাতাবইমেলা

২০২৪ এর কলকাতা বইমেলায় খসড়া থেকে প্রকাশিত হতে চলেছে-'বাংলা কাব্যে কর্ণ চর্চা'।লেখক- স্বপ্ননীল সরকার।প্রচ্ছদ- দিবাকর চন...
10/01/2024

২০২৪ এর কলকাতা বইমেলায় খসড়া থেকে প্রকাশিত হতে চলেছে-

'বাংলা কাব্যে কর্ণ চর্চা'।

লেখক- স্বপ্ননীল সরকার।

প্রচ্ছদ- দিবাকর চন্দ।

মুদ্রিত মূল্য- ১৭৫ টাকা।

প্রকাশক- খসড়া প্রকাশনী।

কলকাতা বইমেলায় পাওয়া যাবে খসড়া প্রকাশনীর ১৩১ নম্বর স্টলে।(১ নম্বর গেট দিয়ে ঢুকে ডানদিকে)

বাংলা সাহিত্যে কর্ণকে নিয়ে কবিতা লেখার ধারা দীর্ঘদিন ধরে চলছে। মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে রবীন্দ্রনাথ হয়ে আজকের পিনাকী ঠাকুর, অংশুমান কর- এই ধারা দিন দিন সমৃদ্ধ হয়ে চলেছে। বইটিতে সেই বিষয়টিকেই সামগ্রিকভাবে তুলে ধরা হয়েছে নির্মাণ এবং বিনির্মাণ তত্ত্বের আলোকে।

বইমেলার বই বিষয়ক আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে।

#বইমেলারবই
#২০২৪
#কলকাতাবইমেলা

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৪ এ খসড়া প্রকাশনীর স্টল নম্বর ১৩১।১নম্বর গেট দিয়ে ঢুকে সোজা এগিয়ে এসে ডানদিকে, ছবিতে নীল...
09/01/2024

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৪ এ খসড়া প্রকাশনীর স্টল নম্বর ১৩১।

১নম্বর গেট দিয়ে ঢুকে সোজা এগিয়ে এসে ডানদিকে, ছবিতে নীল দাগ দেওয়া অংশ।

মেলা শুরু হবে ১৮ই জানুয়ারি, চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত।

সময়: বেলা ১২টা থেকে রাত্রি ৮টা।

স্থান: সেন্ট্রাল পার্ক।

সকলকে আমন্ত্রণ জানাই।

২০২৪ এর কলকাতা বইমেলায় খসড়া থেকে প্রকাশিত হতে চলেছে-শব্দের খেলা পান এবং প্যালিনড্রোম নিয়ে নতুন ধরনের কাজ। 'পানে প্যালি...
05/01/2024

২০২৪ এর কলকাতা বইমেলায় খসড়া থেকে প্রকাশিত হতে চলেছে-

শব্দের খেলা পান এবং প্যালিনড্রোম নিয়ে নতুন ধরনের কাজ।

'পানে প্যালিনড্রোমে'।

সম্পাদনা - অন্বয় গুপ্ত।

প্রচ্ছদ- রচিষ্ণু সান্যাল।

প্রকাশক- খসড়া প্রকাশনী।

বইমেলার বই বিষয়ক আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে।

#বইমেলারবই
#২০২৪
#কলকাতাবইমেলা

Address

Kolkata
700065

Telephone

8017164919

Website

Alerts

Be the first to know and let us send you an email when খসড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খসড়া:

Share