
28/01/2024
রামায়ণ থেকে মহাভারত, ব্যাটম্যান থেকে বাঘ হয়ে বিটিএস, গবেষণামূলক প্রবন্ধ থেকে রম্যরচনা, সেইসঙ্গে উপন্যাস, গল্প থেকে থ্রিলার হয়ে কবিতা- এই বিশাল বৈচিত্রের বই নিয়ে আমরা আছি কলকাতা বইমেলায়।
কলকাতা বইমেলায় খসড়া প্রকাশনীর স্টল নম্বর ১৩১। ১ নম্বর গেট দিয়ে ঢুকে সোজা এসে ডানদিকে।
সকলকে আমন্ত্রণ জানাই।
পোস্টারে আমাদের প্রকাশিত কিছু বই এর প্রচ্ছদ ও মুদ্রিত মূল্য রইল।