Ulto Puran - উল্টো পুরাণ

Ulto Puran - উল্টো পুরাণ Ulto Puran: Crafting impactful stories & web series on societal issues & youth's mental health. Igniting conversations through captivating narratives.

24/08/2024

স্বাধীনতা দিবসের প্রাক্কালে অনেকের মনে এটাই প্রশ্ন ওঠে, আমরা কি সত্যিই স্বাধীনতা পেয়েছি? বর্তমান পরিস্থিতিতে এই প্রশ্ন মনে আসা স্বাভাবিক। অন্য স্বাধীনতা ০২ -তে তেমন এক গল্প বলা হয়েছে, যেখানে মিম বানানোর জন্য পুলিশের রোষানলে পড়তে হয়েছে এক যুবককে। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা সবার রয়েছে। যখন সবাই নিজের চিন্তা ভাবনা প্রকাশ করতে পারবে কোনও ভয় ছাড়া, তবেই সত্যি স্বাধীন হবে প্রতিটি মানুষ।

04/08/2024

বর্তমানে বেশির ভাগ বাড়িতেই এক সন্তান। আর সেই সন্তান যদি মেয়ে হয়, তাহলে তার বিয়ের পর মা বাবা একা হয়ে যান। কিন্তু ছেলের মা বাবার মত মেয়ের বাড়ির লোকেদেরও দেখভালের প্রয়োজন হয়। মেয়ে জামাইয়ের সঙ্গে তাঁদের সময় কাটাতে ইচ্ছা করে। তাহলে কী উপায়? সেই উপায় খুঁজেছে শর্ট ফিল্ম চলো পাল্টাই ৬।

28/07/2024

অম্বুবাচী কী ভাবে পালন হবে, তা নিয়ে এক এক জনের ভিন্ন ভিন্ন মত। কারও বাড়িতে ঠাকুর ঢেকে রাখা হয়। অনেক মন্দিরের দরজাও বন্ধ রাখা থাকে এই সময়ে। কিন্তু অম্বুবাচীর সময় বাড়ির পূজিত ঠাকুরকে এই ভাবে দূরে রেখে দেওয়া কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলেছে এই শর্টফিল্ম। যুগযুগ ধরে চলে আসা নিয়ম নিয়ে প্রশ্ন তোলে অম্বুবাচী।

21/07/2024

নিষিদ্ধ হাতছানি - Adolescence Episode 4 | Rai I Chandrima I Parenting Teens I Literary Education

14/07/2024

পোশাক-আশাক শর্ট ফিল্মটি মা ও মেয়ের গল্প। কিভাবে স্কুল পড়ুয়া মেয়ের পার্টি ওয়্যারকে অন্য ড্রেসে পরিবর্তন করেন মা, তার গল্প এই শর্ট ফিল্মে দেখানো হয়েছে। তবে কথায় কাজ না হওয়ায়, মা অল্প বুদ্ধি লাগিয়েছেন। তাতেই কেল্লাফতে করেছেন তিনি।


30/06/2024

বয়সসন্ধিতে ছেলে মেয়েদের মধ্যে আসে অনেক পরিবর্তন। শারীরিক ভাবে তো অবশ্যই, পরিবর্তন আসে মানসিক ভাবেও। তাই মায়ের তাঁর নিজের বন্ধুর সাথে ফোনে কথাবার্তাও অস্বাভাবিক ঠেকে মেয়ের চোখে। যেহেতু বন্ধুটি একজন পুরুষ মানুষ। তাই নিজের মনেই বাবার প্রতিপক্ষ বানিয়ে নেয় বছর পনেরোর কিশোরীটি। আর সেই কথার প্রেক্ষিতে মা মেয়েকে বোঝায় অন্যকে সম্মান দিতে শিখতে হয়। আর অযাচিত ভাবে ভুল বুঝে অন্যের দিকে আঙ্গুল তুলতে নেই। বয়সসন্ধির সময়ে যে শিক্ষা প্রয়োজন সেই বার্তা দেওয়া হয়েছে এই শর্ট ফিল্মে।

22/06/2024

একমাথা সিঁদুর না পরলে নতুন বিবাহিত মহিলাদের শুনতে হয় অনেক কটুক্তি। অনেক মনে করেন শাঁখা পলা, সিঁথি ভর্তি সিঁদুর এই সমস্ত জিনিস জড়িয়ে রয়েছে স্বামীর ভালো থাকার সঙ্গে। তাই বিয়ের কিছু দিনের মধ্যেই যখন নতুন বৌ তৈরি হন অফিসের জন্য, তখন শাশুড়ি চান সিঁথিতে সিঁদুরের পরিমাণ যেন না কমে। কিন্তু কর্পোরেট অফিসের চাকরি করা বৌ শাশুড়ির মন মত সেজে উঠতে পারে না। তবে বৌয়ের পাশে দাঁড়ায় ননদ। নিজের মাকে বুঝিয়ে নতুন বৌদিকে পরিবারে আপন করে নেয় সে।

Address

141/2B, Lenin Sarani, Vinayak Apartment
Kolkata
700013

Alerts

Be the first to know and let us send you an email when Ulto Puran - উল্টো পুরাণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ulto Puran - উল্টো পুরাণ:

Share