24/08/2024
স্বাধীনতা দিবসের প্রাক্কালে অনেকের মনে এটাই প্রশ্ন ওঠে, আমরা কি সত্যিই স্বাধীনতা পেয়েছি? বর্তমান পরিস্থিতিতে এই প্রশ্ন মনে আসা স্বাভাবিক। অন্য স্বাধীনতা ০২ -তে তেমন এক গল্প বলা হয়েছে, যেখানে মিম বানানোর জন্য পুলিশের রোষানলে পড়তে হয়েছে এক যুবককে। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা সবার রয়েছে। যখন সবাই নিজের চিন্তা ভাবনা প্রকাশ করতে পারবে কোনও ভয় ছাড়া, তবেই সত্যি স্বাধীন হবে প্রতিটি মানুষ।