02/11/2025
সুধী,
আগামী ১৬ই নভেম্বর, রবিবার, ২০২৫...অভিজ্ঞান স্টুডিও নিবেদন করছে রবীন্দ্র শ্রদ্ধার্ঘ "হৃদয়পদ্মদলে"...(বৈষ্ণব পদাবলীর রাধা ভাবনা ও রবীন্দ্রনাথ)...উপস্থাপনায় সংবর্তিকা। অনুষ্ঠান টি অনুষ্ঠিত হবে ঐতিহ্যমন্ডিত "মোহর বীথিকা অঙ্গণ" (বোলপুর, শান্তিনিকেতন) । অনুষ্ঠানে অংশ গ্রহণে উপস্থিত থাকবেন বিশিষ্ট বাচিক শিল্পী এবং নাট্যকার ডঃ দেবেশ ঠাকুর ("হৃদয়পদ্মদলে" সংকলন ও গ্রন্থনায়)এবং সংবর্তিকার ছাত্র ছাত্রী। যন্ত্র সঙ্গীতে থাকছেন, সুব্রত (বাবু) মুখোপাধ্যায় ,পার্থ মুখোপাধ্যায় ও সৌগত দাস। সমগ্র অনুষ্ঠানের ভাবনা,পরিকল্পনা ও বিন্যাসে তাপসী মুখোপাধ্যায়।বন্ধুদের কাছে একান্ত অনুরোধ , বিশেষ করে যে সমস্ত বন্ধুরা বোলপুর, শান্তিনিকেতনে আছেন, তাঁরা যেনো অবশ্যই এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান টিকে সাফল্য মন্ডিত করে তোলেন। সকলের জন্য রইল আমাদের আন্তরিক ধন্যবাদ। 🙏