Chos - চোষ

Chos - চোষ Like us for Bengali Nonveg memes, jokes & misc. 💙💖
কখনও সখনও দেশ-বিদেশ ও অন্যান্য Your Favourite

IMF Growth Projections.IMF যারা নাম শোনোনি; এটা হল সেই সংস্থা যারা প্রতিবেশীরা যখনই ডুবতে বসে, বেল-আউট প্যাকেজ দেয়। আর ভ...
16/10/2025

IMF Growth Projections.
IMF যারা নাম শোনোনি; এটা হল সেই সংস্থা যারা প্রতিবেশীরা যখনই ডুবতে বসে, বেল-আউট প্যাকেজ দেয়। আর ভোরবেলা উঠে IMF এর বারান্দায় রিলিফের জন্য লাইন দেয় তাঁরা।

❤️
16/10/2025

❤️

ভয়ে কাঁপছে ভারত। 😭 স্বাধীনতার ৭৮ বছর পর ব্রিটিশ ফার্মাকোপিয়া উঁচিয়ে ইন্ডিয়ান ফার্মাকোপিয়াকে ভয় দেখালো তারা। বললো ব্রিটিশ...
16/10/2025

ভয়ে কাঁপছে ভারত। 😭 স্বাধীনতার ৭৮ বছর পর ব্রিটিশ ফার্মাকোপিয়া উঁচিয়ে ইন্ডিয়ান ফার্মাকোপিয়াকে ভয় দেখালো তারা। বললো ব্রিটিশটাই ভালো, নিজেদের লেখার প্রয়োজন নেই।
উল্টে Pharmacopoeia বানান জিজ্ঞাসা করে ভড়কে দিলো।
জানানো ওষুধের স্ট্রিপে কেন দাম ও এক্সপায়ারি লেখা থাকে না ও সরকারী ওষুধ সামনের দোকানে বিক্রি হয়-;তার সপক্ষে যুক্তি। বললো আমৃকান FDA কে মানিনা তাই গ্লোবাল অ্যাপ্রুভালের দরকার পড়েনা।

দুবাই ট্রিপ শেষ ❤️
16/10/2025

দুবাই ট্রিপ শেষ ❤️

🚫
16/10/2025

🚫

আরও একবার।
16/10/2025

আরও একবার।

16/10/2025

বিয়ের জন্য পাত্রী চাই ❤️
মেয়ে সুন্দরী, সুকন্যা, রূপবতী, গুণবতী হতে হবে।
পাত্র হিসেবে আমি, প্রথম সারীর রাজনৈতিক দলে সৎ, নির্ভীক, পরোপকারী ও একনিষ্ঠ কর্মী।

16/10/2025

অফিস থেকে সোনপাপড়ির প্যাকেট দিলো?

✅🚫✅
16/10/2025

✅🚫✅

16/10/2025

ভিসা বন্ধ থাকায় ১১.৩০ এর বনগাঁ লোকালে মানুষের চেয়ে ব্যাগ পেট্রা বেশি হওয়া প্যানিক চিল্লাচিল্লী করা সব জান্তা এই ভিড় বন্ধ হয়ে গেছে।

তবে হ্যাঁ, একটাই দু:খ।
কাঠফাটা গরমে ধুলোওড়া ড্রেসের উপর খসখসে রোয়াওঠা কালো কোট,পায়জামা প্যান্ট, ভাজপড়া-ভাজে ভাজে বহুকালের ধুলোজমা কালো চামড়ার জুতো পরে পান চেবানো স্টাইলিস কুল মানুষজন দেখা বন্ধ হয়ে গেছে 😓 চোখে মুখে তীব্র সাধারণ জ্ঞান যেন ঝরে ঝরে পড়ছে।
সিভিক সেন্স কম থাকা দেশবাসীও ভাবতে শুরু করে-
"আরেহ! আমাদের নেই মানলাম-কিন্তু এতটাও কম নেই"
তাছাড়া শীতের শুরুতে এইটাইমে কম্বলের পর কম্বল টানা মুটিয়াদের সমারহ প্লাটফর্ম রঙিন করে তুলতো।
মুখ চাওয়াচাওয়ি করে- চোখ মুখ হাবভাব দেখে নাগরিকত্ব নির্ধারণ ও হাস্যরসে যে পার্টটাইম প্রাচীন গেম বন্ধুবান্ধবরা খেলে এসেছি। বর্ডারসংলগ্ন জেলাবাসী হিসেবে সেটা মিস করছি।

-'ইতিহাসের পাতা থেকে'

খুবই প্রবলেম। কি উপায় এখন?
16/10/2025

খুবই প্রবলেম। কি উপায় এখন?

16/10/2025

TV9 Bangla তে একটা নিউজ আর্টিকেল দেখলাম;
বন্যা ঠেকাতে মূখ্যমন্ত্রী উত্তরবঙ্গে পাহাড়ে ম্যানগ্রোভ গাছ বসানোর কথা বলেছেন।
আপনার মতামত? ✅

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chos - চোষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share