Chos - চোষ

Chos - চোষ Like us for Bengali Nonveg memes, jokes 💙💖 Your Favourite

🌚 একটু পর পর ভয়ে কেঁপে উঠি...
01/07/2025

🌚 একটু পর পর ভয়ে কেঁপে উঠি...

সে যে পায়রা ওড়ায়, বাজি পোড়ায়... 🌚
01/07/2025

সে যে পায়রা ওড়ায়, বাজি পোড়ায়... 🌚

01/07/2025

Breaking 😟
তেলেঙ্গানায় Microcrystalline Cellulose (MCC) কারখানায় ভয়াবহ বি///////স্ফোরণ... ৫০জন+ হতাহতের আশঙ্কা।
মনে করা হচ্ছে স্প্রে ড্রায়ারে উচ্চচাপে এমন হয়েছে।
সকলের আত্মার শান্তি কামনা করি।

🔴 BIG BREAKING | 🇺🇸 যুক্তরাষ্ট্র থেকে ইস🇮🇱রায়েলের জন্য ৫১০ মিলিয়ন ডলারের ‘স্মার্ট 💣’ অনুমোদন! 💣💥মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজ...
01/07/2025

🔴 BIG BREAKING | 🇺🇸 যুক্তরাষ্ট্র থেকে ইস🇮🇱রায়েলের জন্য ৫১০ মিলিয়ন ডলারের ‘স্মার্ট 💣’ অনুমোদন! 💣💥

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত? 😱
যুক্তরাষ্ট্র সরকার ৫১০ মিলিয়ন ডলারের উন্নত আইটেম চুক্তি অনুমোদন করেছে! এই চুক্তি যে বড় কিছু ঘটতে চলেছে, তারই অগ্রিম বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

📦 যা পাঠানো হচ্ছে:
🔹 ৩,৮৪৫টি JDAM গাইড কিট – BLU-109 বাংকার ধ্বংসকারী 🚀 জন্য
🔹 ৩,২৮০টি JDAM কিট – MK-82 সাধারণ 🚀 কে- স্মার্ট 🚀 এ রূপান্তরের জন্য।

🧠 JDAM কী?
JDAM মানে Joint Direct Attack Munition – এটি এমন একটি প্রযুক্তি যা সাধারণ 🚀 GPS-নির্ভর স্মার্ট অ🚀স্ত্রে পরিণত করে, যা সোজা গিয়ে লক্ষ্যে আঘাত হানে।

⚠️ এর মানে কী হতে পারে?
🔺 বড় আকারের সামরিক অভিযান চালাতে চলেছে – হয়তো গাজা বা লেবাননে
🔺 ভূগর্ভস্থ টানেল, বাংকার এবং কৌশলগত অবস্থানে প্রস্তুতি
🔺 মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ও যুদ্ধের সম্ভাবনা

🌍 এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে পারে।

🕊️ বিশ্ব শান্তির জন্য এই ডিল সুখবর না দুঃস্বপ্ন? আপনার মতামত জানান 👇

তাই আলাদা করা হয়েছে সম্মানার্থে...
01/07/2025

তাই আলাদা করা হয়েছে সম্মানার্থে...

🌚🌚
01/07/2025

🌚🌚

হামেড়িখান হিফোখ্রেছি🌚
01/07/2025

হামেড়িখান হিফোখ্রেছি🌚

একদম সত্যি... try..
30/06/2025

একদম সত্যি... try..

Act like পাড়ার কাকিমা...
30/06/2025

Act like পাড়ার কাকিমা...

তাপমাত্রা বিপর্যয়ের মুখে ইউরোপের একাংশ। গ্রীস, স্পেন, তূর্কি(এশিয়া) জুড়ে বার বার দাবানল। তাপমাত্রা ছুঁয়েছে ৪০-৪৫ ডিগ্রী,...
30/06/2025

তাপমাত্রা বিপর্যয়ের মুখে ইউরোপের একাংশ। গ্রীস, স্পেন, তূর্কি(এশিয়া) জুড়ে বার বার দাবানল। তাপমাত্রা ছুঁয়েছে ৪০-৪৫ ডিগ্রী, আর তাতে হাই এলার্ট জারি। 🚨

তোমার আমার এত প্রেম পাবো কোথায়.....
30/06/2025

তোমার আমার এত প্রেম পাবো কোথায়.....

Foreign Dept:একটি দেশের বিদেশি বা অভ্যন্তরীণ ঋণ নেওয়ার উপকারিতা ও অপকারিতা নির্ভর করে কীভাবে সেই ঋণ ব্যবহৃত হচ্ছে, শর্ত...
30/06/2025

Foreign Dept:
একটি দেশের বিদেশি বা অভ্যন্তরীণ ঋণ নেওয়ার উপকারিতা ও অপকারিতা নির্ভর করে কীভাবে সেই ঋণ ব্যবহৃত হচ্ছে, শর্তগুলো কী, এবং দেশের আর্থিক নীতিমালা কতটা স্থিতিশীল। নিচে ডেটাসহ উপকারিতা ও অপকারিতা তুলে ধরা হলো।

✅ উপকারিতা (Advantages of Taking National Debt):

1. অবকাঠামো উন্নয়নে সহায়তা:
উদাহরণ: বাংলাদেশ পদ্মা সেতু নির্মাণের জন্য প্রথমে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছিল, পরবর্তীতে নিজস্ব অর্থায়নে করলেও অনেক অবকাঠামো প্রকল্পে বিদেশি ঋণ নেওয়া হয় যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (রাশিয়ার \$11.38 বিলিয়ন ঋণ)। শোধ করতে করতে বাড়তি চাপ ও অন্যথায় খেলা।

2. বাজেট ঘাটতি পূরণ:
অর্থনৈতিক সংকট বা দুর্যোগে বাজেট ঘাটতি পূরণে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

3. রিজার্ভ বৃদ্ধি ও মুদ্রা স্থিতিশীলতা:
বৈদেশিক ঋণ কখনো কখনো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তা করে। যেমন 2022 সালে পাকিস্তান IMF থেকে \$1.17 বিলিয়ন ঋণ পেয়ে তাৎক্ষণিক ডলারের সাপ্লাই বাড়ায়।

4. সাময়িক চাপ কমানো ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করা:
উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি বজায় রাখতে ঋণ সহায়ক হতে পারে।

❌ অপকারিতা (Disadvantages of Taking National Debt):

1. ঋণ ফাঁদে পড়ার ঝুঁকি:
অনেক দেশ যেমন শ্রীলঙ্কা বা জাম্বিয়া, অতিরিক্ত ঋণ গ্রহণ করে শেষ পর্যন্ত ঋণ পরিশোধে অক্ষম হয়ে পড়ে।

🔴 উদাহরণ: শ্রীলঙ্কার বৈদেশিক ঋণ 2021 সালে GDP-র 119% ছাড়িয়ে যায়, যার ফলে দেশকে দেউলিয়া ঘোষণা করতে হয় 2022 সালে।

2. বিনিয়োগ ও উৎপাদন খাতে ঋণের যথাযথ ব্যবহার না হলে আর্থিক চাপ বাড়ে:
যদি ঋণ প্রকল্পে অপচয় হয় বা দুর্নীতি হয়, তাহলে ঋণ বোঝা বেড়ে যায় অথচ অর্থনীতিতে লাভ আসে না।

3. মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতির ঝুঁকি:
অভ্যন্তরীণ উৎস থেকে বেশি ঋণ নিলে বাজারে টাকার সাপ্লাই বেড়ে মূল্যস্ফীতি বাড়াতে পারে।

4. নীতিনির্ধারণে স্বাধীনতা হারানোর আশঙ্কা:
IMF বা বিশ্বব্যাংকের ঋণ পেলে অনেক সময় তাদের শর্ত অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। যেমন বাংলাদেশকে IMF ঋণের বিনিময়ে কয়লাভিত্তিক প্রকল্প বন্ধের চাপ দেওয়া হয়েছে।
ডেটা রেফারেন্স (2023-24):

বাংলাদেশ বৈদেশিক ঋণ: প্রায় \$100 বিলিয়ন (GDP-র \~38%)
ভারত: \$663 বিলিয়ন (GDP-র \~19%)
শ্রীলঙ্কা: \$97 বিলিয়ন (GDP-র \~119%)
IMF-এর মতে, মোট 52টি দেশ ঋণ সংকটে আছে (2023)

Address

Jadavpur
Kolkata
700001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chos - চোষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category