Kolkata Food Hunter

Kolkata Food Hunter From mouthwatering & honest reviews, let's savor the flavors together!

"Passionate foodie exploring the culinary wonders of the world �� Join me on a gastronomic journey as I share my love for delicious dishes, hidden gems, and top-notch restaurants.

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
06/08/2024

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

ভিন্ন স্বাদের পয়লা বৈশাখ 📌 Tamarind Restaurant ❤️❤️❤️❤️❤️❤️যদি হও সুজন, তেতুঁল পাতায় নয়জন। আর যদি হও কুজন, তাহলে তুমি...
07/04/2024

ভিন্ন স্বাদের পয়লা বৈশাখ 📌 Tamarind Restaurant ❤️❤️❤️❤️❤️❤️
যদি হও সুজন, তেতুঁল পাতায় নয়জন।
আর যদি হও কুজন, তাহলে তুমি আর আমি দুজন 😜😜😜

আপনি কি সেই একই পয়লা বৈশাখের মেনু দেখে আর খেতে খেতে বোর হয়ে গেছেন। কচি থেকে বুড়ো হতে চললেন অথচ পয়লা বৈশাখ মানে সেই থোর, বড়ি খাড়া, আর খাড়া বড়ি থোর খেয়েই কাটিয়ে দিচ্ছেন প্রতিটা নববর্ষ। জীবনে চাই নতুন কিছু, সামথিং নিউ, সামথিং হাটকে।

তাহলে সোজা চলে যান তেতুঁলতলায় মানে Tamarind Restaurant এ। একদম দেশপ্রিয় পার্কের কাছেই বিশাল টামারিন্ড রেষ্টুরেন্ট। বেশ অভিনবত্ব আছে কাঠের আর্কিটেকচার ও ইন্টিরিয়ারের মধ্যে। খুব সুন্দরভাবে সাউথ ইন্ডিয়ান কালচারকে ও স্থাপত্য শিল্পকে তুলে ধরা হয়েছে।
এই 13ই ও 14ই এপ্রিল পয়লা বৈশাখ ও ভিশু বৈশাখ উপলক্ষ্যে শনিবার ও রবিবার টামারিন্ড রেস্টুরেন্ট অভিনব নন ভেজ ও ভেজ মেনু লঞ্চ করছে।
💥💥💥নন ভেজ মেনুতে থাকছে -

💎 💎💎 বাসন্তী নীর / করোমন্ডল ককটেল - ডাবের জলে লেবু, মধু ও পুদিনাপাতা দিয়ে এই গরমে অতি উপাদেয় ও সুস্বাদু এক ওয়েলকাম ড্রিংক 🍷

💎💎💎 তাওয়া ফিশ - ভেটকি (2 পিস্) - আমার খাওয়া সব থেকে পারফেক্ট তাওয়া ফিশ। দুর্দান্ত টেস্ট পাবেন ভেটকি মাছের। উপরে হালকা ক্রিসপি একটা আস্তরণ যেটা তাওয়াতে ফ্রাই করায় এসেছে আর ভিতরে নরম সাদা ফ্রেশ ভেটকি মাছ। এক্সিলেন্ট স্টার্টার আইটেম এটা।

💎💎💎 চিকেন মালাই কাবাব (2 পিস্) - মালাইতে ভরপুর চিকেন কাবাব তন্দুরে ঝলসে আপনার সামনে দেওয়া হবে। আপনি মুখে দেবেন আর পুরো চিকেন, মালাই আর চিজের স্বাদ একসাথে জীভে উপভোগ করতে পারবেন সাথে তন্দুরের স্মোকি ফ্লেভার। আহা। দুর্দান্ত।

💎💎💎 কাজু পোলাউ - মেইন কোর্সের মেইন ডিশ এই কাজু পোলাউ। সবকটা আইটেমের সঙ্গে যোগ্য সঙ্গত দেওয়ার মতোই পোলাউ। সবার ভালো লাগবে এই পোলাউ।

💎💎💎 অ্যামবট ডাল - পুরোপুরি দক্ষিণ ভারতীয় স্টাইলে বানানো এই ডাল ট্রাই না করলে বুঝতেই পারবেন না এই ডাল কেনো নববর্ষ মেনুতে জায়গা করে নিয়েছে। অসাধারন স্বাদের এই ডাল। শুধু শুধুই এক বাটি ডাল খেয়ে ফেলতে পারবেন কথা দিলাম।

💎💎💎 মালাবার পনির - আরেকটা দক্ষিণ ভারতীয় মাস্টার পিস্। নারকেলের দুধে বানানো নরম পনির মুখে দিলেই গলে যাবে। আমার মতো চরম আমিষপ্রেমী পাবলিকও জমিয়ে উপভোগ করেছি এই ডিশ টাকে।

💎💎💎 প্রন সীগদি ভেল্লা কোর্মা 🦐 - Prawn Seegdi Vella Korma - আমাদের চিংড়ী মাছের মালাইকারির খুব কাছাকাছি একটা ডিশ। নামটা খুব খটোমটো লাগলে সাউথ ইন্ডিয়ান চিংড়ি মাছের মালাইকারি বলে চালিয়ে দিতে পারেন। খুব একটা টেস্টের তফাৎ টের পাবেন না। জাম্বো সাইজের চিংড়ী মাছ গুলোর কথা ভাবলে এখনও জীভে জল চলে আসছে।

💎💎💎 মটন ভুনা গোস্ত - ভাই ওস্তাদের মার শেষ পাতে একেই বলে। আহা কি রঙ, কি রূপ। উপরে হালকা করে আদা জুলিয়ান করে কেটে আর ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করা হয়েছে। বেশ হৃষ্টপুষ্ট নরম তুলপুলে মটনের পিস্ কষিয়ে কষিয়ে কালো করে দিয়েছে। হাম কালে হেতো কেয়া হুয়া দিল বালে হেয়। সত্যি মন প্রাণ ছুঁয়ে গেলো এই মটনের ভুনা গোস্ত। বিশেষ করে মটন কোয়ালিটি জাস্ট ফাটাফাটি। এই প্রিপারেশনটা সময় নিয়ে আসতে আসতে খাবেন। মনে রাখবেন আপনি যেই টাকাটা খরচা করে খাচ্ছেন সেটার সিংহভাগ কিন্তু এই ডিশটার জন্যই।

💎💎💎 স্টাফর্ড কুলচা (1 পিস্) - পনির চিজ পিঁয়াজ দিয়ে ঠাসা বেশ স্বাস্থ্যবান কুলচা, মটন বা পনির সবার সাথেই বেশ ভালো সঙ্গী হয়ে উঠবে।

💎💎💎 কাঁচা আমের চাটনী + পাপড় + স্যালাড - আপনারা খেয়ে এসে জানাবেন কেমন!

💎💎💎 মালপোয়া দিয়ে রাবড়ি - মিষ্টিমুখ একেই বলে। সবজায়গায় যেমন দেয়, মালপোয়ার উপরে অল্প করে রাবড়ি। একদমই ওরকম নয় উল্টে মালপোয়া পুরো ডুবে আছে রাবড়ির মধ্যে। অপূর্ব খেতে। দারুণ ডিজার্ট।

💎💎💎 ম্যাংগো আইস্ক্রীম - এরে কয় পারফেক্ট এন্ডিং।

এই পুরো নন ভেজ ফিক্সড মেনুর দাম 850 টাকা +5% GST.

যারা ভেজ খাবেন তাদের জন্য 699+5% GST.

সঙ্গের ছবিতে পুরো মেনুকার্ড দেওয়া আছে।

এই পয়লা বৈশাখে যাঁরা নতুন কিছু খেতে ভালোবাসেন তাঁরা অবশ্যই Tamarind Restaurant এ যান এবং এই দুর্দান্ত মেনু এনজয় করুন।

🏨 Tamarind Restaurant
📌 177, Sarat Bose Road Opp. DKS, Deshapriya Park W, Kolkata, West Bengal 700026.
📢 Bengali New Year Special Thali Menu
🛎️ 14 th & 15 th April 2024 Saturday & Sunday only
☎️ 79808-65074
🍗🍖💸Non Veg Fixed Menu - 850+5% GST
🥦🥒💸Veg Fixed Menu - 699+5% GST

সবাই একটু হালকা করে share করে দেবেন, যাতে সবাই অফারটা জানতে পারে ও অফারটি নিতে পারে।

এটাই তো আর শেষ নয়, এমন আরো দুর্দান্ত , ব্যাপক, ফাটাফাটি অফার জানার জন্য অবশ্যই ফলো করুন 👇🏻👇🏻👇🏻
©️ Saptorshi Chatterjee
©️ Kolkata Food Hunter
©️ KolkataFoodHunter
©️ Bhojbaji (ভোজবাজি)

Instagram Profile 👇🏻

https://www.instagram.com/kolkata_food_hunter?igsh=MmdxMzI2aTd5c3Jn

বিদ্র: উপরের লিঙ্ক গুলো ফলো করতে কোনো টাকা লাগে না, উল্টে আপনারা দারুণ দারুন অফার সম্পর্কে জানতে পারবেন 😊😊😊

তারানাথ তান্ত্রিক, অক্সফোর্ড এবং এক চা - প্রেমী 𝐈𝐧𝐝𝐮𝐥𝐠𝐞 𝐘𝐨𝐮𝐫𝐬𝐞𝐥𝐟 𝐚𝐭 𝐂𝐡𝐚 𝐁𝐚𝐫 : 𝐀 𝐝𝐞𝐥𝐢𝐠𝐡𝐭𝐟𝐮𝐥 𝐜𝐨𝐦𝐛𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐄𝐱𝐜𝐞𝐥𝐥𝐞𝐧𝐭 𝐓𝐞𝐚,...
29/03/2024

তারানাথ তান্ত্রিক, অক্সফোর্ড এবং এক চা - প্রেমী
𝐈𝐧𝐝𝐮𝐥𝐠𝐞 𝐘𝐨𝐮𝐫𝐬𝐞𝐥𝐟 𝐚𝐭 𝐂𝐡𝐚 𝐁𝐚𝐫 :
𝐀 𝐝𝐞𝐥𝐢𝐠𝐡𝐭𝐟𝐮𝐥 𝐜𝐨𝐦𝐛𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐄𝐱𝐜𝐞𝐥𝐥𝐞𝐧𝐭 𝐓𝐞𝐚, 𝐘𝐨𝐮𝐫 𝐅𝐚𝐯𝐨𝐮𝐫𝐢𝐭𝐞 𝐁𝐨𝐨𝐤𝐬 & 𝐀𝐦𝐚𝐳𝐢𝐧𝐠 𝐅𝐨𝐨𝐝𝐬
ভালো খান, ভালো পড়ুন, সবাইকে ভালো রাখুন আর ভালো রাখার শুরুটা করুন নিজেকে দিয়ে 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

একটু চিন্তা করে বলুন তো শেষ কবে নিজেকে একটু ভালো রেখেছিলেন?
নিজের সাথে একটু সময় কাটিয়েছেন?
একটা প্রিয় গল্পের বই পড়েছেন?

পার্ক স্ট্রীটে পার্ক হোটেলের ঠিক নিচেই Oxford Bookstores . সোজা ঢুকে পরুন ভিতরে। চারিদিকে বই এর সম্ভার। বই যারা ভালোবাসেন তাদের কাছে স্বর্গরাজ্য। অনেক বইতে ভালো ডিসকাউন্ট আছে (Manga Mayhem এর collection এ 20% ডিসকাউন্ট চলছে)। বই কিনে উপরে চলে আসুন চা বারে। যারা বই কিনবেন না তারাও নির্দ্বিধায় চা বারে ঢুকে পড়তে পারেন। বই কিনতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। শুধু একটা ছোট্ট সতর্কীকরণ - বই না কিনে শুধু পড়ার জন্য বই উপরে নিয়ে যাবেন না।

এবার আসা যাক খানা পিনা পর্বে 😋😋😋

⭐⭐⭐ কাশ্মীরি কাহওয়াহ চা (Kashmiri Kahwah) কলকাতায় বসে যদি কাশ্মীরি কাহ্বাহ চা খেতে চান তবে জেনে রাখুন এটাই সঠিক জায়গা। তিন নম্বর ছবিটা একবার দেখে নিন। একটা বেশ রাজকীয় ব্যাপার আছে পরিবেশনায়। কাঁসার টি পট থেকে চা ঢেলে দেবে কাঁচের গ্লাসে। কাঁচের গ্লাসে আবার সূক্ষ্ম কাজ করা। কিন্তু আপনি দেখবেন আশপাশের টেবিল থেকে লোক জন উকিঝুঁকি মারছে আপনার টেবিলে। কারণ একটাই, চা এর দুর্দান্ত সুবাস। এই গন্ধ অন্য লেবেলের। মন মাতানো অ্যারোমা। সাথে এক দু চামচ মধু আর আমন্ড কুচি ছড়িয়ে পরিবেশন করা হয়। আমি কখনও কাশ্মীরে গিয়ে এই চা খাইনি তাই কখনই তুলনা করবো না তবে বলতে পারি এটা আমার খাওয়া অন্যতম শ্রেষ্ট চা। চা খেতে খেতে একটাই কথা বার বার মনে হচ্ছিলো - জান্নাত এহি হে 🤩🤩🤩একটি পট ভোরে যা চা দেয় তা দুজনের জন্য যথেষ্ট, দাম পড়বে 240 টাকা।
⭐⭐⭐ Organic Darjeeling Tea (অর্গানিক দার্জিলিং চা) - ভাই যাই বলো, চা প্রেমীদের কাছে দার্জিলিং চা এর কোনো বিকল্প নেই। পর্সেলিনের টি পট থেকে গাঢ় সোনালী রঙের সুগন্ধি চা ঢেলে মৌজ করে আপনার প্রিয় বইটি পড়তে পড়তে চা খাবার যা আমেজ তা এই চা বার ছাড়া অন্য কোথাও পাওয়া মুশকিল। এক কাপ চায়ে আমি তোমাকে চাই। তোমাকে মানে কিন্তু তারানাথ তান্ত্রিককে চাই 😜😜😜। চা পান করুন আর পুরো একটা বই শেষ করে উঠুন। এক পট অর্গানিক দার্জিলিং চায়ের দাম পড়বে 170 টাকা।

⭐⭐⭐ Tandoori Chicken Tikka - চা এর সাথে 'টা' না হলে ঠিক জমে না, কি ! বলেন 😜। ভালো লাগলো এনাদের চিকেন টিক্কা কাবাবের উপস্থাপনা। বেশ ঝুলতে ঝুলতে এলো আর দুলতে দুলতে আমার উদরে প্রবেশ করলো 😋😋। চিকেনের থাই এর পিস্ দিয়ে বানানো তন্দুরে ঝলসানো মশলা মাখানো টিক্কা গুলো লাজাবাব স্বাদের। অবশ্যই মনে থাকবে এর সাথে দেওয়া গ্রীন চাটনী টা। বেশ ঝাল ঝাল ভালো পরিমাণে পুদিনা পাতার ফ্লেভারে ভরপুর এই চাটনী। খাওয়ার পরে জীভে এর স্বাদ থাকবে অনেক্ষন। 6 পিস্ তন্দুরী চিকেন টিক্কার দাম 250 টাকা।

⭐⭐⭐ Fish and Chips - এতো আমাদের চিরন্তন ভালোবাসা। হালকা কোটিং এ ভরা মোটাসোটা মাছের ফিলে সাথে ফ্রেঞ্চ ফ্রাই 🍟। পুরু মাছের ফিলের উপর হালকা করে লেবু ছড়িয়ে অল্প টার্টার সস লাগিয়ে এক কামড় । উফফ গরম গরম ফিশ ফ্রাই আর তারানাথ তান্ত্রিক - পুরো জমে গেছে। আমার খুব পছন্দের এই ওল্ড অ্যান্ড ক্লাসিক কম্বোটা। গেলে অবশ্যই ট্রাই করবেন। হতাশ হবার কোনো চান্স নেই। তিন পিস্ ফিস অ্যান্ড চিপসের দাম পড়বে 240 টাকা।

⭐⭐⭐ Kadai Chicken Pizza 🍕 (কড়াই চিকেন পিৎজা) - এবার উঠবো কিন্তু তারানাথ তান্ত্রিক এখন মন্ত্র পড়ছেন, এই সময় হুঠ করে উঠে পরাটা শোভা পায় না। তাই অর্ডার করে দিলাম কড়াই চিকেন পিৎজা। বেশ ভালো বড়ো সাইজের পিৎজা খানা। উপরে ভোরে ভোরে চিকেন, ব্ল্যাক অলিভ, তিনরকমের বেলপেপার আর চিজের টপিংস। পিৎজার ক্রাস্টটা বেশ ক্রিস্পি আর পাতলা। পিৎজা প্রেমীরা সম্ভব হলে এখান থেকে অবশ্যই একবার পিৎজা ট্রাই করে দেখো। বেশ ভালো লাগবে। দাম 260 টাকা।

⭐⭐⭐ Chai Bar Special Thandai - মধুসুন্দরী দেবীর কৃপায় এবারের মতো তারানাথ ভূত খেদিয়ে দিয়েছে। নিশ্চিন্ত মনে Chai Bar স্পেশাল ঠান্ডাই খেয়ে আমারও উঠে পড়লাম। দুঃখ একটাই দোলের একদিন পরে এতো ভালো এই ঠান্ডাই টা খেলাম। 160 টাকা দামের জাম্বো সাইজের গ্লাসে কেশর মেশানো বাটারস্কচ ফ্লেভারের ঠান্ডাই টা খাবার জন্য আমি আবার যাবো। সেদিন হয়তো আমার সঙ্গে থাকবে ফেলুদা অথবা টিনটিন। কে বলতে পারে হ্যারি পটার আর রনের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে নতুন কিছু মেনুর স্বাদ নিতে নিতে 😊😊😊।

🏨𝐂𝐡𝐚 𝐁𝐚𝐫
📍17,Park Street, Oxford Book Store, Park Street Area, Taltala, Kolkata, West Bengal 700016

এই রকম আরো নতুন পুরনো খাবারের সন্ধান পেতে আমাকে ফলো করতে পারেন 👇🏻👇🏻👇🏻👇🏻
©️ Saptorshi Chatterjee
©️ Kolkata Food Hunter
©️ KolkataFoodHunter


Instagram 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
https://www.instagram.com/kolkata_food_hunter?igsh=MmdxMzI2aTd5c3Jn

বিদ্র: উপরের লিঙ্ক গুলো ফলো করতে কোনো টাকা লাগে না, উল্টে আপনারা দারুণ দারুন অফার সম্পর্কে জানতে পারবেন 😜।

💥💥💥মাটির থালা-গ্লাসের উপর কলাপাতায় পরিবেশন করা হবে - 💎গন্ধরাজ ঘোল 💎ভাত💎ঘি💎ঝুরো আলুভাজা💎কাজু কিশমিশ দেওয়া ভেজ ডাল💎বেগুন...
21/03/2024

💥💥💥মাটির থালা-গ্লাসের উপর কলাপাতায় পরিবেশন করা হবে -
💎গন্ধরাজ ঘোল
💎ভাত
💎ঘি
💎ঝুরো আলুভাজা
💎কাজু কিশমিশ দেওয়া ভেজ ডাল
💎বেগুনী - ১ পিস্
💎পোলাউ
💎ছানার কোফতা কালিয়া - ২ পিস্
💎ইচড়ের রসা
💎মটন কষা - ২ পিস্
💎চাটনী
💎পাপড়
💎পায়েশ
💎রসমালাই

বাকিটা পড়ার আগে নিজের মনে মনে একবার হিসেব করে নিন তো এই পুরো ফিক্সড থালিটার দাম কতো হতে পারে? কতো টাকা হলে আপনার মনে হয় ভ্যালু ফর মানি?

Kolkata Rajbari র জন্মদিন উপলক্ষ্যে পয়লা (১ লা) এপ্রিল থেকে 5 ই এপ্রিল পর্যন্ত এই রাজকীয় ফিক্সড থালিটা আপনারা পেয়ে মাত্র✅ 299/- টাকায়।

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

খেয়াল রাখবেন চারটি বিষয় -
⭐১. উপরের অফারটি চলবে ১ থেকে ৪ তারিখ সারাদিন। আর ৫ তারিখ শুধু বিকেল ৪ টে পর্যন্ত। মানে আপনি টোটাল সাড়ে 4 দিন সময় পাচ্ছেন অফারটি নেওয়ার। ১ লা এপ্রিল থেকে ৫ ই এপ্রিল বিকেল ৪ টে পর্যন্ত। আরো সহজ ভাবে বোঝালে 5 তারিখ সন্ধ্যেবেলায় এই থালি পরিবেশন হবে না।

⭐২. কলকাতা রাজবাড়ীতে খাবার পরিবেশনের সময় হলো দুপুর ১২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।

⭐৩. এই অফারটি উপভোগ করার জন্য আগের থেকে কোনরকম বুকিং নেওয়া হবে না। First come first serve basis এ পরিবেশন করা হবে।

⭐৪. এই ফিক্সড থালিটি non-shareable. মানে একটা থালি একজনের জন্য।

অনেক আগের থেকে আপনাদের জানিয়ে দেওয়া হলো এই দুর্দান্ত অফারটা। আপনারা ইচ্ছে করলে আগের থেকে প্ল্যান করে কলকাতা রাজবাড়ীতে গিয়ে কলকাতা রাজবাড়ীর জন্মদিন পালন করতে পারেন।

🏨 KOLKATA RAJBARI
📍56, Jatindas Rd, lake Terrace, Kalighat, Kolkata, West Bengal 700029
🗣️ অতিরিক্ত জ্ঞান - কালীঘাট মেট্রো সব থেকে কাছে পড়বে। নেমে অটো করে বালিগঞ্জ কালচারালের কাছে যুগল উল্টো দিকে নামবেন। রাস্তা ক্রস করে যুগল মিষ্টির দোকানের পাশ দিয়ে ঢুকে বাম দিকে প্রথম গলিতে Kolkata Rajbari.

এই রকম আরো দুর্দান্ত অফার এর জন্য আমাকে ফলো করতে পারেন 👇🏻👇🏻👇🏻👇🏻
KolkataFoodHunter
Kolkata Food Hunter
Saptorshi Chatterjee



Instagram 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
https://www.instagram.com/kolkata_food_hunter?igsh=MmdxMzI2aTd5c3Jn

বিদ্র: উপরের লিঙ্ক গুলো ফলো করতে কোনো টাকা লাগে না, উল্টে আপনারা দারুণ দারুন অফার সম্পর্কে জানতে পারবেন 😜।

10/03/2024

One of the Finest Chicken Biryani from Elahi Luxury Dining Restaurant, near Park St Metro.
Follow 👉🏻 Kolkata Food Hunter















[Best Kolkata Style Chicken Biryani, ELAHI Luxury Dining Restaurant, Biryani Restaurant in Park St, Biryani Restaurant of Kolkata, Kolkata Biryani, Hidden Gems , Best of Kolkata]

দুনিয়ার সব মোমো প্রেমীরা এক হও🤩🤩🤩 - চিনার পার্কের মোড়ে মোমো এক্সপ্রেস 𝙈𝙤𝙢𝙤 𝙓𝙥𝙧𝙚𝙨𝙨𝙨 খুলে গেছে ঠিক Airtel এর শোরুম এর পা...
08/03/2024

দুনিয়ার সব মোমো প্রেমীরা এক হও🤩🤩🤩 -
চিনার পার্কের মোড়ে মোমো এক্সপ্রেস
𝙈𝙤𝙢𝙤 𝙓𝙥𝙧𝙚𝙨𝙨𝙨 খুলে গেছে ঠিক Airtel এর শোরুম এর পাশেই (আরো ভালো ভাবে বোঝাতে গেলে বলতে হয় শিমলা বিরিয়ানির পাশেই)।

আজ ট্রাই করলাম 😘😋😍👇🏻👇🏻👇🏻

💎💎💎𝐂𝐡𝐢𝐜𝐤𝐞𝐧 𝐌𝐚𝐤𝐡𝐚𝐧𝐢 𝐌𝐨𝐦𝐨 - 5pcs scrumptious chicken momo in delightful makhani gravy only at Rs 249/-. This dish is the Ultimate Showstopper of our Meal. Excellent, Fantastic, Mind-blowing, History dish. 😍😍😍😍😍😍😍😋😋😋😋🧲🧲🧲😘😘😘😘😘😘😘😋😋🤩🤩🤩😍😍
এই একটা ডিশের টানে বারে বারে Momo Xpresss এ যাওয়া যায়। এটা best item. আমার খাওয়া top 5 মোমোর মধ্যে অবশ্যই রাখবো এই চিকেন মাখানি মোমোকে। এটা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো।
💎💎💎 𝐂𝐥𝐚𝐬𝐬𝐢𝐜 𝐂𝐡𝐢𝐜𝐤𝐞𝐧 𝐌𝐨𝐦𝐨 𝐌𝐨𝐦𝐞𝐚𝐥 - মাত্র 149 টাকায় পেয়ে যাবেন পেট মোটা 4 পিস ক্লাসিক চিকেন মোমো, 1 টা দুর্দান্ত টেস্টের স্প্রিং রোল (যেটা কেটে 2টো টুকরো করে দেয়) আর সাথে একটা কোক আর একটা চটপটা চাটনী ডিপ। 149 টাকায় এটা একটা জম্পেশ কম্বো।
💎💎💎 𝐂𝐫𝐢𝐬𝐩𝐲 𝐅𝐫𝐢𝐞𝐝 𝐂𝐡𝐢𝐜𝐤𝐞𝐧 𝐖𝐢𝐧𝐠𝐬 - বেশ ঝাল ঝাল করে মসলা মাখিয়ে ক্রিস্পি করে ফ্রাই করা দুপিস চিকেন উইংসের দাম 119 টাকা। আমরা উপরে এক্সট্রা 20 টাকা দিয়ে পেরি পেরি অ্যাড করিয়ে ছিলাম। ব্যাপক খেতে হয়েছিলো। গরম + মসলা দার + ঝাল ঝাল বুঝতেই পারছেন কেমন খেতে হতে পারে 😋😋😋
💎💎💎 𝐂𝐡𝐢𝐜𝐤𝐞𝐧 𝐒𝐩𝐫𝐢𝐧𝐠 𝐑𝐨𝐥𝐥 - চিকেনের পুরে ভরা 4 পিস স্প্রিং রোল 169 টাকা। সুইট চিলি ডিপ দিয়ে পুরো জমে গেছিলো 😍😍😍
💎💎💎 𝐕𝐞𝐠 𝐂𝐡𝐞𝐞𝐬𝐞 𝐁𝐮𝐫𝐬𝐭 𝐌𝐨𝐦𝐨 - 🍕🧀 চিজ প্রেমীরা এই মোমোর প্রেমে পড়তে বাধ্য। 239 টাকায় 5 পিস ভেজ চিজ বার্স্ট মোমো পাচ্ছেন আর চিকেন চিজ বার্স্ট মোমো 249 টাকায় পেয়ে যাবেন। একটা ছোট্ট জ্ঞান - এই মোমোটা খাবার সময় ছবি তুলতে গিয়ে বেশি সময় নষ্ট করবেন না। একদম গরম গরম আশা মাত্রই ঝাঁপিয়ে পড়বেন। তবে চিজি ব্যাপারটা ভালো মতো উপভোগ করতে পারবেন 😊😊😊। এই মোমোটা যা পরিমাণ দেয় দুজনের জন্য যথেষ্ট।
💎💎💎 𝐕𝐚𝐫𝐠𝐢𝐧 𝐌𝐨𝐣𝐢𝐭𝐨 - 99 টাকায় ভার্জিন মোহিত খেয়ে সত্যি মোহিত হয়ে গেলাম।
একটা কোক আর একটা ভার্জিন মোহিত ব্যাস দুজনের জন্য হয়ে গেলো।
🧲🧲🧲 𝐌𝐨𝐦𝐞𝐚𝐥 - এনাদের রেগুলার মিল গুলোর সাথে 50 টাকা অ্যাড করলেই একটা কোক আর দু টুকরো স্প্রিং রোল পেয়ে যাবেন।

অফিস ফেরার পথে বা চিনার পার্কের কাছাকাছি থাকলেই একবার মোমো এক্সপ্রেসে হামলা করুন। খুব সুন্দর এদের ঝিমঝাম বসার জায়গাটা। খেয়ে এসে জানাবেন কেমন লাগলো।

🏨𝙈𝙤𝙢𝙤 𝙓𝙥𝙧𝙚𝙨𝙨𝙨
📍𝐂𝐡𝐢𝐧𝐚𝐫 𝐏𝐚𝐫𝐤, 𝐃𝐚𝐬𝐡 𝐃𝐫𝐨𝐧𝐞, 𝐂𝐫𝐨𝐬𝐬𝐢𝐧𝐠, 𝐊𝐨𝐥𝐤𝐚𝐭𝐚, 𝐖𝐞𝐬𝐭 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥 - 𝟕𝟎𝟎𝟏𝟑𝟔


Follow - Kolkata Food Hunter

Radhaballavi : One of Kolkata's Favorites and another lost and missing gem of old, nostalgic Kolkata. This one is from R...
05/03/2024

Radhaballavi : One of Kolkata's Favorites and another lost and missing gem of old, nostalgic Kolkata. This one is from Ramdas, Alambazar, a true masterpiece of its segment. A classic Radhaballavi with Kosha Kosha Aloo r Dom 😋😋😋

Mr. BIRYANI WALA - Hatkhola, Barasat যায় যদি যাক প্রাণ, বিরিয়ানি ভগবান 😍🤩😋বলছে স্বয়ং মিস্টার বিরিয়ানিওয়ালা 😋 আজই ওপ...
03/03/2024

Mr. BIRYANI WALA - Hatkhola, Barasat
যায় যদি যাক প্রাণ, বিরিয়ানি ভগবান 😍🤩😋
বলছে স্বয়ং মিস্টার বিরিয়ানিওয়ালা 😋 আজই ওপেন হলো Mr. Biryani Wala বারাসাতের হাটখোলা মোড়ে । পেয়ে যাবেন চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি আর বিভিন্ন রকমের কাবাব। 129 টাকার চিকেন বিরিয়ানী পেয়ে যাবেন মাত্র 99 টাকায়। এই অফার চলবে দোল পর্যন্ত। মটন বিরিয়ানি পাবেন 199 টাকায়। সব অফারের লিস্ট অ্যাড করে দিলাম। 4 লিটারের জাম্বো কন্টেনারে ফ্যামিলি বিরিয়ানি পেয়ে যাবেন যেটা 4-5 জন মিলে খেতে পারবেন সাথে দুটো Coke দিয়ে মাত্র 499 টাকা, মটন হলে 699 টাকা। অফার থাকতে থাকতে হামলা করুন 😊🙏🏻👍🏻
🏨Mr. BIRYANI WALA
📍11, Jessore Road, Basanta Villa, Hatkhola More, Barasat, Kol - 124

03/03/2024

দেখুন এক নম্বর ইলিশ মাছ কাটা। পাতি পুকুর বাজারের এক নম্বর ইলিশ মাছ।
Delish Delight Catering Services এর একটা কাজে এই ইলিশ মাছ পরিবেশন করা হয়।
Contact Number - 9330129307

Address

SHYAMNAGAR Road
Kolkata
700055

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kolkata Food Hunter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category