
13/07/2025
🌙 শুভ রাত্রি সবাইকে! 🌙
দিনের শেষে শান্তির ছোঁয়া নিয়ে
রাত এসেছে তারার আলোয় ভেসে।
চোখে এনে স্বপ্নের মায়া,
আজকের ক্লান্তি ভুলে যাও দয়া করে সব ব্যথা।
প্রার্থনা করি—
তোমার ঘুম হোক শান্তিময়,
স্বপ্নগুলো হোক রঙিন,
এবং আগামীকাল যেন নিয়ে আসে
নতুন আশা আর আনন্দের দিন।
😴💫 শুভ রাত্রি ও মিষ্টি স্বপ্নের শুভেচ্ছা রইল! 💖
— ভালোবাসা সহ, [শিল্পা বর্মণ]