অক্ষর সংলাপ প্রকাশন

অক্ষর সংলাপ প্রকাশন A Book Publication

▪️বই- কতদিন অর্থহীন ▪️লেখক-  সৈকত মুখোপাধ্যায় ▪️প্রচ্ছদ- অর্পণ ▪️প্রকাশনায়- অক্ষর সংলাপ প্রকাশন▪️মুদ্রিত মূল্য- ১৫০(ভা...
19/06/2025

▪️বই- কতদিন অর্থহীন
▪️লেখক- সৈকত মুখোপাধ্যায়
▪️প্রচ্ছদ- অর্পণ
▪️প্রকাশনায়- অক্ষর সংলাপ প্রকাশন
▪️মুদ্রিত মূল্য- ১৫০(ভারতীয় মুদ্রায়)
▪️পৃষ্ঠা সংখ্যা-৫২
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪▪️▪️▪️

সৈকত মুখোপাধ্যায়ের গদ্যে যেমন কবিতার সহজ লাবণ্য জড়িয়ে থাকে, তেমনই তাঁর কবিতার মধ্যেও অভ্রান্তভাবে খুঁজে পাওয়া যায় মানবজীবনের সুখ-দুঃখ, স্মৃতি-স্বপ্নের কাহিনি। সব্যসাচী লেখকের কলম থেকে উৎসারিত তেমনই একগুচ্ছ কবিতা এখানে সংকলিত হল।

️🔸পাওয়া যাচ্ছে আমাদের বিপণিতে-
️▪️অক্ষর সংলাপ প্রকাশন (কলেজ স্ট্রিট বিপণি)
স্টল ৫, ব্লক ৩, কলেজ স্কোয়ার (দক্ষিণ), সূর্য সেন স্ট্রিট, কলকাতা ৭০০০১২
▪️ বাড়িতে বসে হোয়াটসঅ্যাপে বইটি অর্ডার করতে পারেন- ৯০৮৮১২৩৫৬০
▪️ বাড়িতে বসে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের লিংক রইল প্রথম কমেন্টে।

#কলেজ_স্ট্রিটে পাওয়া যাচ্ছে
১) অক্ষর সংলাপ প্রকাশন (কলেজস্ট্রিট)
২) দেজ পাবলিশিং
৩) অরণ্যমন
৪) দে বুক স্টোর (দীপুদা)
৫) আদি দে বুক স্টোর (তপনদা)
৬) দাস বুক স্টল
৭) জানকী বুক ডিপো
৮) প্ল্যাটফর্ম
৯) গল্পগুচ্ছ

#দক্ষিণ_কলকাতায়
১) রিড বেঙ্গলি বুকস
৪২এ, সর্দার শঙ্কর রোড, কলকাতা-২৯,
চারুচন্দ্র কলেজের পিছনদিকে

#হোয়াটসঅ্যাপ_বুকিং
১) প্রিয় গ্রন্থদীপ (9875442189)
২) বুকলুক (8017544015)
৩) ব‌ইভূত (6291190071)
৪) কলকাতা বুকশেল্ফ (9735124904)
৫) ব‌ই প্রিয় (7980631770)
৬) ব‌ই কুটির (9836843677)
৭) কেতাবি বইওয়ালা (8981575992)
৮) বইপাড়া (7595905955)
৯) বইহাট (8637052074)
১০) ইবুক লিস্ট ( 8777280337)
১১) ডোর স্টেপ (7596993978)
১২) গল্পগুচ্ছ (6291688400)
১৩) বইসোপান (9163020168)

▪️বই- নির্বাচিত নির্বাচন ▪️লেখক-  সুমন নিশীথ পতি ▪️প্রচ্ছদ- অর্পণ ▪️প্রকাশনায়- অক্ষর সংলাপ প্রকাশন▪️মুদ্রিত মূল্য- ১৫০(...
18/06/2025

▪️বই- নির্বাচিত নির্বাচন
▪️লেখক- সুমন নিশীথ পতি
▪️প্রচ্ছদ- অর্পণ
▪️প্রকাশনায়- অক্ষর সংলাপ প্রকাশন
▪️মুদ্রিত মূল্য- ১৫০(ভারতীয় মুদ্রায়)
▪️পৃষ্ঠা সংখ্যা-৪৪
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

হারিয়ে যাওয়া জীবনের জলছবি থেকে যায় সংজ্ঞাহীন স্মৃতির ভিড়ে। পড়ন্ত বিকেলের মতো আবছা হয়ে আসে পিছুটান। সময়ের ক্ষত খুঁজে নেয় পরিযায়ী মন। হাইওয়ে জুড়ে জটিল অংকের কাটাকুটি সাক্ষী থাকে পাঁজর ভাঙা একাকিত্বের। সমান্তরালে ভেসে যায় নোনাধরা জীবনের ঢেউ। তারপর আর কখনও দেখা না-হওয়ার দীর্ঘশ্বাসে মিশে যেতে থাকে নির্বাসনের আদিম সমীকরণ।

️🔸পাওয়া যাচ্ছে আমাদের বিপণিতে-
️▪️অক্ষর সংলাপ প্রকাশন (কলেজ স্ট্রিট বিপণি)
স্টল ৫, ব্লক ৩, কলেজ স্কোয়ার (দক্ষিণ), সূর্য সেন স্ট্রিট, কলকাতা ৭০০০১২
▪️ বাড়িতে বসে হোয়াটসঅ্যাপে বইটি অর্ডার করতে পারেন- ৯০৮৮১২৩৫৬০
▪️ বাড়িতে বসে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের লিংক রইল প্রথম কমেন্টে।

#কলেজ_স্ট্রিটে পাওয়া যাচ্ছে
১) অক্ষর সংলাপ প্রকাশন (কলেজস্ট্রিট)
২) দেজ পাবলিশিং
৩) অরণ্যমন
৪) দে বুক স্টোর (দীপুদা)
৫) আদি দে বুক স্টোর (তপনদা)
৬) দাস বুক স্টল
৭) জানকী বুক ডিপো
৮) প্ল্যাটফর্ম
৯) গল্পগুচ্ছ

#দক্ষিণ_কলকাতায়
১) রিড বেঙ্গলি বুকস
৪২এ, সর্দার শঙ্কর রোড, কলকাতা-২৯,
চারুচন্দ্র কলেজের পিছনদিকে

#হোয়াটসঅ্যাপ_বুকিং
১) প্রিয় গ্রন্থদীপ (9875442189)
২) বুকলুক (8017544015)
৩) ব‌ইভূত (6291190071)
৪) কলকাতা বুকশেল্ফ (9735124904)
৫) ব‌ই প্রিয় (7980631770)
৬) ব‌ই কুটির (9836843677)
৭) কেতাবি বইওয়ালা (8981575992)
৮) বইপাড়া (7595905955)
৯) বইহাট (8637052074)
১০) ইবুক লিস্ট ( 8777280337)
১১) ডোর স্টেপ (7596993978)
১২) গল্পগুচ্ছ (6291688400)
১৩) বইসোপান (9163020168)

▪️বই- আঁধার ঘনায় সাগর পারে▪️লেখক-   রাজর্ষি গুপ্ত▪️প্রচ্ছদ-  রৌম্যজিৎ হাজরা▪️প্রকাশনায়- অক্ষর সংলাপ প্রকাশন▪️মুদ্রিত ম...
18/06/2025

▪️বই- আঁধার ঘনায় সাগর পারে
▪️লেখক- রাজর্ষি গুপ্ত
▪️প্রচ্ছদ- রৌম্যজিৎ হাজরা
▪️প্রকাশনায়- অক্ষর সংলাপ প্রকাশন
▪️মুদ্রিত মূল্য- ৩১০(ভারতীয় মুদ্রায়)
▪️পৃষ্ঠা সংখ্যা-১৭২
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪

আঁধারের বিষধূম যখন কুণ্ডলী পাকিয়ে ঘনিয়ে ওঠে তখন তা দেশ-কালের সীমানা মানে না। অবশ্য মানুষের জীবন-অভিজ্ঞতাকে আর কবেই বা সীমানা দিয়ে বেঁধে রাখা গিয়েছে? জীবনের 'সহিত' পা ফেলে চলা 'সাহিত্য' সম্পর্কেও তাই একই কথা খাটে। তফাত যা সেটুকু ভাষা-সংস্কৃতির। অনুবাদ সাহিত্য আসলে ভাষার সেই বেড়া, সংস্কৃতির সেই সমুদ্র পেরিয়ে মানুষে-মানুষে পরিচয়ের, চিন্তায়-চিন্তায় সেতু বাঁধবার কাজ করে। সাহিত্য নিজের ভাষায় মানুষের কথা বলে চলে, অনুবাদকের কাজ সেই চিন্তা, গল্প আর আবেগগুলিকে ভাষা-সংস্কৃতি ভেদে নির্দিষ্ট রং-রূপের প্যাটার্নে সাজিয়ে তোলা। সাগরপারের সাহিত্যে যে আঁধার ঘনিয়ে ওঠে সেই আঁধারের নানান ছায়া, তার মধ্যে নানান রঙের আভাস। কখনও সে আঁধার অপরাধ জগতের সঙ্গে জড়ানো, আবার কখনও-বা অলৌকিক রহস্যময়। কখনও একেবারেই মনস্তাত্ত্বিক সেই আঁধার। বিশ্বসাহিত্য বারে বারে এই আঁধারকে সামাজিক গল্প, সাসপেন্স থ্রিলার, গোয়েন্দা কাহিনি, অলৌকিক গল্পের মতো বিভিন্ন ছাঁচে তুলে ধরেছে। আসলে সব সাহিত্য আর সব আঁধারই মানুষের মনের সমুদ্রমোহনায় গিয়ে মেশে। যখন সেই আঁধারধূম ছড়িয়ে পড়ে পৃথিবীর সর্বত্র তখন যুদ্ধ বাধে, হিংসার আগুন জ্বলে, রিপুদের উৎসব লাগে। সাগরপারের সাহিত্যে আঁধারের রূপগুলি কেমন, তারই কিছুটা ধরার চেষ্টা করা হয়েছে এই বইয়ের গল্পগুলিতে। এই বইয়ে সংকলিত দশটি কাহিনিতে পাঠক দেখবেন, মাঝে মাঝেই সব জঁর আর শ্রেণিবিভাগের সীমারেখাগুলি মিলেমিশে একাকার হয়ে গেছে।

️🔸পাওয়া যাচ্ছে আমাদের বিপণিতে-
️▪️অক্ষর সংলাপ প্রকাশন (কলেজ স্ট্রিট বিপণি)
স্টল ৫, ব্লক ৩, কলেজ স্কোয়ার (দক্ষিণ), সূর্য সেন স্ট্রিট, কলকাতা ৭০০০১২
▪️ বাড়িতে বসে হোয়াটসঅ্যাপে বইটি অর্ডার করতে পারেন- ৯০৮৮১২৩৫৬০
▪️ বাড়িতে বসে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের লিংক রইল প্রথম কমেন্টে।

#কলেজ_স্ট্রিটে পাওয়া যাচ্ছে
১) অক্ষর সংলাপ প্রকাশন (কলেজস্ট্রিট)
২) দেজ পাবলিশিং
৩) অরণ্যমন
৪) দে বুক স্টোর (দীপুদা)
৫) আদি দে বুক স্টোর (তপনদা)
৬) দাস বুক স্টল
৭) জানকী বুক ডিপো
৮) প্ল্যাটফর্ম
৯) গল্পগুচ্ছ

#দক্ষিণ_কলকাতায়
১) রিড বেঙ্গলি বুকস
৪২এ, সর্দার শঙ্কর রোড, কলকাতা-২৯,
চারুচন্দ্র কলেজের পিছনদিকে

#হোয়াটসঅ্যাপ_বুকিং
১) প্রিয় গ্রন্থদীপ (9875442189)
২) বুকলুক (8017544015)
৩) ব‌ইভূত (6291190071)
৪) কলকাতা বুকশেল্ফ (9735124904)
৫) ব‌ই প্রিয় (7980631770)
৬) ব‌ই কুটির (9836843677)
৭) কেতাবি বইওয়ালা (8981575992)
৮) বইপাড়া (7595905955)
৯) বইহাট (8637052074)
১০) ইবুক লিস্ট ( 8777280337)
১১) ডোর স্টেপ (7596993978)
১২) গল্পগুচ্ছ (6291688400)
১৩) বইসোপান (9163020168)

▪️বই- অমিয়নাথ শাস্ত্রীর আশ্চর্য কাহিনী ▪️লেখক-  কৌশিক চট্টোপাধ্যায় ▪️প্রচ্ছদ- অভিব্রত সরকার ▪️প্রকাশনায়- অক্ষর সংলাপ ...
17/06/2025

▪️বই- অমিয়নাথ শাস্ত্রীর আশ্চর্য কাহিনী
▪️লেখক- কৌশিক চট্টোপাধ্যায়
▪️প্রচ্ছদ- অভিব্রত সরকার
▪️প্রকাশনায়- অক্ষর সংলাপ প্রকাশন
▪️মুদ্রিত মূল্য- ২১০(ভারতীয় মুদ্রায়)
▪️পৃষ্ঠা সংখ্যা-১০৪
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

অমিয়নাথ শাস্ত্রী সাধারণ মানুষ নন যদিও সাধারণের মতোই থাকেন। পরার্থে বিশেষত অশুভ শক্তির সঙ্গে তাঁকে অনেক লড়াই করতে হয়েছে। যদিও শাস্ত্রী মশাইয়ের কথায় সবই গুরুকূপা আর সাধনা মার্গের গুহ্য কথা। আর সঙ্গে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ।

দীর্ঘকায় সৌম্যদর্শন ভদ্রলোক, জুলপির কাছে রুপোলি পাকা চুল উঁকি মারছে, সুঠাম চেহারা, পাজামা বা ধুতি পাঞ্জাবি পরেন, ক্লিন শেভড, চোখে রিমলেস চশমা, গলায় রুদ্রাক্ষের মালা। নির্লোভ আর সৎ মানুষ হলেন শাস্ত্রী মশাই, প্রায়ই বলেন, "ভয় কাকে পাব? আমি ঈশ্বরের সেবক। গুরুকূপা আর সততার শক্তি অপরিসীম। অশুভ শক্তির বিনাশ হবেই।"

অমিয়নাথ শাস্ত্রী খুব ভালো গল্পকথক। তাঁর বলা গল্প বা তাঁকে কেন্দ্র করেই সব গল্প নিয়েই এ বই 'অমিয়নাথ শাস্ত্রীর আশ্চর্য কাহিনি'।

পাঠকদের বিশেষত যাদের অলীক দুনিয়া, অপার্থিব বা অলৌকিক গল্প ভালো লাগে তাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

️🔸পাওয়া যাচ্ছে আমাদের বিপণিতে-
️▪️অক্ষর সংলাপ প্রকাশন (কলেজ স্ট্রিট বিপণি)
স্টল ৫, ব্লক ৩, কলেজ স্কোয়ার (দক্ষিণ), সূর্য সেন স্ট্রিট, কলকাতা ৭০০০১২
▪️ বাড়িতে বসে হোয়াটসঅ্যাপে বইটি অর্ডার করতে পারেন- ৯০৮৮১২৩৫৬০
▪️ বাড়িতে বসে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের লিংক রইল প্রথম কমেন্টে।

#কলেজ_স্ট্রিটে পাওয়া যাচ্ছে
১) অক্ষর সংলাপ প্রকাশন (কলেজস্ট্রিট)
২) দেজ পাবলিশিং
৩) অরণ্যমন
৪) দে বুক স্টোর (দীপুদা)
৫) আদি দে বুক স্টোর (তপনদা)
৬) দাস বুক স্টল
৭) জানকী বুক ডিপো
৮) প্ল্যাটফর্ম
৯) গল্পগুচ্ছ

#দক্ষিণ_কলকাতায়
১) রিড বেঙ্গলি বুকস
৪২এ, সর্দার শঙ্কর রোড, কলকাতা-২৯,
চারুচন্দ্র কলেজের পিছনদিকে

#হোয়াটসঅ্যাপ_বুকিং
১) প্রিয় গ্রন্থদীপ (9875442189)
২) বুকলুক (8017544015)
৩) ব‌ইভূত (6291190071)
৪) কলকাতা বুকশেল্ফ (9735124904)
৫) ব‌ই প্রিয় (7980631770)
৬) ব‌ই কুটির (9836843677)
৭) কেতাবি বইওয়ালা (8981575992)
৮) বইপাড়া (7595905955)
৯) বইহাট (8637052074)
১০) ইবুক লিস্ট ( 8777280337)
১১) ডোর স্টেপ (7596993978)
১২) গল্পগুচ্ছ (6291688400)
১৩) বইসোপান (9163020168)

▪️বই- রুদ্রাক্ষ গাছের ছায়া ▪️লেখক- মনোতোষ আচার্য  ▪️প্রচ্ছদ- অর্পণ▪️প্রকাশনায়- অক্ষর সংলাপ প্রকাশন▪️মুদ্রিত মূল্য- ১৫০...
17/06/2025

▪️বই- রুদ্রাক্ষ গাছের ছায়া
▪️লেখক- মনোতোষ আচার্য
▪️প্রচ্ছদ- অর্পণ
▪️প্রকাশনায়- অক্ষর সংলাপ প্রকাশন
▪️মুদ্রিত মূল্য- ১৫০(ভারতীয় মুদ্রায়)
▪️পৃষ্ঠা সংখ্যা-৬৪
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

ভাবনার ভস্মমাখা সমূহ জীবনের যেমন রয়েছে দুরন্ত ডানা, তেমনই কখনও আবার কোনও আরক্তিম হাওয়ায় তার বিশ্বাসের ডিঙিখানি টলোমলো। এই সমর্থ টানাপোড়েনগুলিই অদ্ভুত সূক্ষ্ম রঙিন সব সুতোর কাজে ধরা পড়েছে মনোতোষ আচার্য-র এই ষষ্ঠ কবিতাবই 'রুদ্রাক্ষ গাছের ছায়া'-য়। এখানে একদিকে তাঁকে যেমন উন্মন করেছে রুদ্রাক্ষ গাছের ডালে সন্ন্যাসিনী চাঁদ, অন্যদিকে তাড়িত করেছে রৌদ্ররসে কীর্তিগাথা দগ্ধ দিনগুলি। কিন্তু শেষ পর্যন্ত তিনি এক আশ্চর্য মায়াবী মলাটে এই স্ববিরোধিতার হরফগুলি বাঁধিয়ে নিতে পেরেছেন বলেই, তার নশ্বর পাতাগুলি যেন ছেঁড়ে না। তাই পাঠকও এই কবিতাগুলির পাঠে পেয়ে যান এক ধ্বনিময় ঋত মহাযানের ভাষ্য। যা মৃত্যুঞ্জয়ী ফুল হয়ে ফুটে ওঠার স্বপ্ন দেখায়। হয়তো বা কোনও জন্মান্তরে।

️🔸পাওয়া যাচ্ছে আমাদের বিপণিতে-
️▪️অক্ষর সংলাপ প্রকাশন (কলেজ স্ট্রিট বিপণি)
স্টল ৫, ব্লক ৩, কলেজ স্কোয়ার (দক্ষিণ), সূর্য সেন স্ট্রিট, কলকাতা ৭০০০১২
▪️ বাড়িতে বসে হোয়াটসঅ্যাপে বইটি অর্ডার করতে পারেন- ৯০৮৮১২৩৫৬০
▪️ বাড়িতে বসে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের লিংক রইল প্রথম কমেন্টে।

#কলেজ_স্ট্রিটে পাওয়া যাচ্ছে
১) অক্ষর সংলাপ প্রকাশন (কলেজস্ট্রিট)
২) দেজ পাবলিশিং
৩) অরণ্যমন
৪) দে বুক স্টোর (দীপুদা)
৫) আদি দে বুক স্টোর (তপনদা)
৬) দাস বুক স্টল
৭) জানকী বুক ডিপো
৮) প্ল্যাটফর্ম
৯) গল্পগুচ্ছ

#দক্ষিণ_কলকাতায়
১) রিড বেঙ্গলি বুকস
৪২এ, সর্দার শঙ্কর রোড, কলকাতা-২৯,
চারুচন্দ্র কলেজের পিছনদিকে

#হোয়াটসঅ্যাপ_বুকিং
১) প্রিয় গ্রন্থদীপ (9875442189)
২) বুকলুক (8017544015)
৩) ব‌ইভূত (6291190071)
৪) কলকাতা বুকশেল্ফ (9735124904)
৫) ব‌ই প্রিয় (7980631770)
৬) ব‌ই কুটির (9836843677)
৭) কেতাবি বইওয়ালা (8981575992)
৮) বইপাড়া (7595905955)
৯) বইহাট (8637052074)
১০) ইবুক লিস্ট ( 8777280337)
১১) ডোর স্টেপ (7596993978)
১২) গল্পগুচ্ছ (6291688400)
১৩) বইসোপান (9163020168)

▪️বই- ৪° যাপন ▪️লেখক-  সপ্তর্ষি বণিক ▪️প্রচ্ছদ- ঈশ্বর কর্মকার ▪️প্রকাশনায়- অক্ষর সংলাপ প্রকাশন▪️মুদ্রিত মূল্য- ১৫০(ভারত...
16/06/2025

▪️বই- ৪° যাপন
▪️লেখক- সপ্তর্ষি বণিক
▪️প্রচ্ছদ- ঈশ্বর কর্মকার
▪️প্রকাশনায়- অক্ষর সংলাপ প্রকাশন
▪️মুদ্রিত মূল্য- ১৫০(ভারতীয় মুদ্রায়)
▪️পৃষ্ঠা সংখ্যা-৭৬
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

মৃত্যুদিন যাপন ও

মৃত্যুদিন যাপনের কথাগুলো লিখে রাখছি। কথাগুলো অক্ষর হতে চায়। শোকের ভেতর ভয়, আমাদের কান্নাগুলো বাষ্প হয়ে যাচ্ছে।

পথের দুপাশে মৃত্যু মিছিল

চেনা কিংবা ধূপের গন্ধ আলাদা করতে পারছি না

অহনা, কতদূর গেলে বেঁচে যাব? আরও কত একা হলে ভালো থাকব? আমার কবিতার ভেতর তোমার মুখ গাঢ় হচ্ছে...

রাতের অন্ধকারে

-তোমার অপেক্ষারত চোখ তারাদেশের প্রান্তরে

আয়নার ভেতর চুমুর দাগ স্পষ্ট, আয়না জানে আমাদের গল্প

চিবুকে ঘাম জমে ওঠে-

মুহূর্তে নেমে আসে বৃষ্টি

অহনা, পৃথিবী আবার কবে চলবে? পৃথিবী আবার কবে সাজবে!

আগের মতো হলে, পরের বসন্তে আমার জন্য বসন্তপলাশ রেখো বসন্তপুরুষ হয়ে অপেক্ষা করব লাল পিচের ওপর...

️🔸পাওয়া যাচ্ছে আমাদের বিপণিতে-
️▪️অক্ষর সংলাপ প্রকাশন (কলেজ স্ট্রিট বিপণি)
স্টল ৫, ব্লক ৩, কলেজ স্কোয়ার (দক্ষিণ), সূর্য সেন স্ট্রিট, কলকাতা ৭০০০১২
▪️ বাড়িতে বসে হোয়াটসঅ্যাপে বইটি অর্ডার করতে পারেন- ৯০৮৮১২৩৫৬০
▪️ বাড়িতে বসে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের লিংক রইল প্রথম কমেন্টে।

#কলেজ_স্ট্রিটে পাওয়া যাচ্ছে
১) অক্ষর সংলাপ প্রকাশন (কলেজস্ট্রিট)
২) দেজ পাবলিশিং
৩) অরণ্যমন
৪) দে বুক স্টোর (দীপুদা)
৫) আদি দে বুক স্টোর (তপনদা)
৬) দাস বুক স্টল
৭) জানকী বুক ডিপো
৮) প্ল্যাটফর্ম
৯) গল্পগুচ্ছ

#দক্ষিণ_কলকাতায়
১) রিড বেঙ্গলি বুকস
৪২এ, সর্দার শঙ্কর রোড, কলকাতা-২৯,
চারুচন্দ্র কলেজের পিছনদিকে

#হোয়াটসঅ্যাপ_বুকিং
১) প্রিয় গ্রন্থদীপ (9875442189)
২) বুকলুক (8017544015)
৩) ব‌ইভূত (6291190071)
৪) কলকাতা বুকশেল্ফ (9735124904)
৫) ব‌ই প্রিয় (7980631770)
৬) ব‌ই কুটির (9836843677)
৭) কেতাবি বইওয়ালা (8981575992)
৮) বইপাড়া (7595905955)
৯) বইহাট (8637052074)
১০) ইবুক লিস্ট ( 8777280337)
১১) ডোর স্টেপ (7596993978)
১২) গল্পগুচ্ছ (6291688400)
১৩) বইসোপান (9163020168)

▪️বই- লাল গোলাপ নীল গোলাপ▪️লেখক-  জুলফিকার আলী সিদ্দিকী  ▪️প্রচ্ছদ- অর্পণ ▪️প্রকাশনায়- অক্ষর সংলাপ প্রকাশন▪️মুদ্রিত মূল...
16/06/2025

▪️বই- লাল গোলাপ নীল গোলাপ
▪️লেখক- জুলফিকার আলী সিদ্দিকী
▪️প্রচ্ছদ- অর্পণ
▪️প্রকাশনায়- অক্ষর সংলাপ প্রকাশন
▪️মুদ্রিত মূল্য- ৯০(ভারতীয় মুদ্রায়)
▪️পৃষ্ঠা সংখ্যা-৩২
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

সেই সব প্রেম বৃক্ষতল বাসিদের জন্য যারা অবাধ্য প্রেমিক। যারা আরও জেদি প্রেমিকা তাদের জন্য। আর সেই সব মেয়েদের জন্য যারা দিনের শেষে স্বপ্ন দেখে, আর আছে আমাদের মায়েরা।

আর আছি তুমি আর আমি।

একবার খুঁজে দেখতে পারো কিন্তু নিজেকে!

বইটি রইল সমস্ত পাঠক পাঠিকাদের জন্য, খুঁজে নিয়ো নিজেদের প্রেমকে, নিজেকে নিজের মতো করে। তোমাদের ভালো লাগলে আমার সাহস বাড়বে আরও দু-লাইন লিখতে।

️🔸পাওয়া যাচ্ছে আমাদের বিপণিতে-
️▪️অক্ষর সংলাপ প্রকাশন (কলেজ স্ট্রিট বিপণি)
স্টল ৫, ব্লক ৩, কলেজ স্কোয়ার (দক্ষিণ), সূর্য সেন স্ট্রিট, কলকাতা ৭০০০১২
▪️ বাড়িতে বসে হোয়াটসঅ্যাপে বইটি অর্ডার করতে পারেন- ৯০৮৮১২৩৫৬০
▪️ বাড়িতে বসে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের লিংক রইল প্রথম কমেন্টে।

#কলেজ_স্ট্রিটে পাওয়া যাচ্ছে
১) অক্ষর সংলাপ প্রকাশন (কলেজস্ট্রিট)
২) দেজ পাবলিশিং
৩) অরণ্যমন
৪) দে বুক স্টোর (দীপুদা)
৫) আদি দে বুক স্টোর (তপনদা)
৬) দাস বুক স্টল
৭) জানকী বুক ডিপো
৮) প্ল্যাটফর্ম
৯) গল্পগুচ্ছ

#দক্ষিণ_কলকাতায়
১) রিড বেঙ্গলি বুকস
৪২এ, সর্দার শঙ্কর রোড, কলকাতা-২৯,
চারুচন্দ্র কলেজের পিছনদিকে

#হোয়াটসঅ্যাপ_বুকিং
১) প্রিয় গ্রন্থদীপ (9875442189)
২) বুকলুক (8017544015)
৩) ব‌ইভূত (6291190071)
৪) কলকাতা বুকশেল্ফ (9735124904)
৫) ব‌ই প্রিয় (7980631770)
৬) ব‌ই কুটির (9836843677)
৭) কেতাবি বইওয়ালা (8981575992)
৮) বইপাড়া (7595905955)
৯) বইহাট (8637052074)
১০) ইবুক লিস্ট ( 8777280337)
১১) ডোর স্টেপ (7596993978)
১২) গল্পগুচ্ছ (6291688400)
১৩) বইসোপান (9163020168)

▪️বই- চে এক বিপ্লবীর রহস্য মৃত্যু ▪️লেখক- অনিরুদ্ধ সরকার   ▪️প্রচ্ছদ- অভিব্রত সরকার  ▪️প্রকাশনায়- অক্ষর সংলাপ প্রকাশন▪️...
14/06/2025

▪️বই- চে এক বিপ্লবীর রহস্য মৃত্যু
▪️লেখক- অনিরুদ্ধ সরকার
▪️প্রচ্ছদ- অভিব্রত সরকার
▪️প্রকাশনায়- অক্ষর সংলাপ প্রকাশন
▪️মুদ্রিত মূল্য- ২৫০(ভারতীয় মুদ্রায়)
▪️পৃষ্ঠা সংখ্যা-১৫২
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

ব্র্যান্ড চে'র পরিচয় টি-শার্ট আর জ্যাকেটে নয়, চে'র পরিচয় তাঁর বিপ্লবী কর্মপন্থায়। যিনি বলেছিলেন, "বিপ্লবী হতে চাও, বিপ্লবের প্রথম শর্ত- শিক্ষিত হও।" ১৯৬৭সালের ৯ অক্টোবর কিউবা বিপ্লবের নায়ক চে গেভারাকে নির্মম ভাবে হত্যা করা হয় বলিভিয়ার লা হিগুয়েরায়। তারপর অদ্ভুত ভাবে তাঁর মৃতদেহ গায়েব করে দেওয়া হয়। মৃত্যুর ৩০ বছর পর দীর্ঘ অভিযান শেষে উদ্ধার হয় চে-র দু'হাত কাটা মৃতদেহ। চে'র কঙ্কাল উদ্ধারের পর সারা বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। মনে করা হয় চের মৃত্যুর নেপথ্যে ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। চে'র মৃত্যু ঘিরে আজও হাজারো রহস্য। সেই রহস্যের অনুসন্ধান করেছেন লেখক-সাংবাদিক অনিরুদ্ধ সরকার।

️🔸পাওয়া যাচ্ছে আমাদের বিপণিতে-
️▪️অক্ষর সংলাপ প্রকাশন (কলেজ স্ট্রিট বিপণি)
স্টল ৫, ব্লক ৩, কলেজ স্কোয়ার (দক্ষিণ), সূর্য সেন স্ট্রিট, কলকাতা ৭০০০১২
▪️ বাড়িতে বসে হোয়াটসঅ্যাপে বইটি অর্ডার করতে পারেন- ৯০৮৮১২৩৫৬০
▪️ বাড়িতে বসে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের লিংক রইল প্রথম কমেন্টে।

#কলেজ_স্ট্রিটে পাওয়া যাচ্ছে
১) অক্ষর সংলাপ প্রকাশন (কলেজস্ট্রিট)
২) দেজ পাবলিশিং
৩) অরণ্যমন
৪) দে বুক স্টোর (দীপুদা)
৫) আদি দে বুক স্টোর (তপনদা)
৬) দাস বুক স্টল
৭) জানকী বুক ডিপো
৮) প্ল্যাটফর্ম
৯) গল্পগুচ্ছ

#দক্ষিণ_কলকাতায়
১) রিড বেঙ্গলি বুকস
৪২এ, সর্দার শঙ্কর রোড, কলকাতা-২৯,
চারুচন্দ্র কলেজের পিছনদিকে

#হোয়াটসঅ্যাপ_বুকিং
১) প্রিয় গ্রন্থদীপ (9875442189)
২) বুকলুক (8017544015)
৩) ব‌ইভূত (6291190071)
৪) কলকাতা বুকশেল্ফ (9735124904)
৫) ব‌ই প্রিয় (7980631770)
৬) ব‌ই কুটির (9836843677)
৭) কেতাবি বইওয়ালা (8981575992)
৮) বইপাড়া (7595905955)
৯) বইহাট (8637052074)
১০) ইবুক লিস্ট ( 8777280337)
১১) ডোর স্টেপ (7596993978)
১২) গল্পগুচ্ছ (6291688400)
১৩) বইসোপান (9163020168)

▪️বই- কঙ্গসবার্গের বুলেট▪️লেখক- অজিতেশ নাগ   ▪️প্রচ্ছদ- অভিব্রত সরকার ▪️প্রকাশনায়- অক্ষর সংলাপ প্রকাশন▪️মুদ্রিত মূল্য- ...
14/06/2025

▪️বই- কঙ্গসবার্গের বুলেট
▪️লেখক- অজিতেশ নাগ
▪️প্রচ্ছদ- অভিব্রত সরকার
▪️প্রকাশনায়- অক্ষর সংলাপ প্রকাশন
▪️মুদ্রিত মূল্য- ৩৩০(ভারতীয় মুদ্রায়)
▪️পৃষ্ঠা সংখ্যা-২০২

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

আজ থেকে এগারো বছর আগে একজন তরুন প্রতিভাবান গায়ক আচমকাই সস্ত্রীক খুন হয়ে যান। কিন্তু দীর্ঘদিন ধরে, সারা দেশ তন্ন তন্ন করে খুঁজেও, পুলিশের গোয়েন্দা বিভাগ সেই খুনির হদিশ বের করতে ব্যর্থ হয়। একজন খুনি আদতে কোথায় লুকোতে পারে? অবশেষে কেস ক্লোজড ঘোষণা করা হয়। আশ্চর্যের বিষয়, সেই নিহত গায়কের পিতা, যিনি নিজেই একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, নিস্পৃহ হয়ে থাকলেন এই এগারো বছর ধরে।

এগারো বছর বাদে ফেডারেল পুলিশের একজন মহিলা গোয়েন্দা অফিসার, নাম অ্যানাইন্ডা বার্গম্যান, সম্পূর্ণ নিজের উদ্যোগে নামলেন সেই খুনিকে বের করে চরম শাস্তি দিতে। অ্যানাইন্ডা কি পারবেন এগারো বছরের জমে থাকা গাঢ় অন্ধকার ঠেলে আসল রহস্য উদ্ধার করতে? নাকি ক্রমশ জড়িয়ে যেতে থাকবেন এক অশ্রুতপূর্ব অ্যাকশন-ক্রাইম-মার্ডার-মিস্ট্রিতে?

️🔸পাওয়া যাচ্ছে আমাদের বিপণিতে-
️▪️অক্ষর সংলাপ প্রকাশন (কলেজ স্ট্রিট বিপণি)
স্টল ৫, ব্লক ৩, কলেজ স্কোয়ার (দক্ষিণ), সূর্য সেন স্ট্রিট, কলকাতা ৭০০০১২
▪️ বাড়িতে বসে হোয়াটসঅ্যাপে বইটি অর্ডার করতে পারেন- ৯০৮৮১২৩৫৬০
▪️ বাড়িতে বসে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের লিংক রইল প্রথম কমেন্টে।

#কলেজ_স্ট্রিটে পাওয়া যাচ্ছে
১) অক্ষর সংলাপ প্রকাশন (কলেজস্ট্রিট)
২) দেজ পাবলিশিং
৩) অরণ্যমন
৪) দে বুক স্টোর (দীপুদা)
৫) আদি দে বুক স্টোর (তপনদা)
৬) দাস বুক স্টল
৭) জানকী বুক ডিপো
৮) প্ল্যাটফর্ম
৯) গল্পগুচ্ছ

#দক্ষিণ_কলকাতায়
১) রিড বেঙ্গলি বুকস
৪২এ, সর্দার শঙ্কর রোড, কলকাতা-২৯,
চারুচন্দ্র কলেজের পিছনদিকে

#হোয়াটসঅ্যাপ_বুকিং
১) প্রিয় গ্রন্থদীপ (9875442189)
২) বুকলুক (8017544015)
৩) ব‌ইভূত (6291190071)
৪) কলকাতা বুকশেল্ফ (9735124904)
৫) ব‌ই প্রিয় (7980631770)
৬) ব‌ই কুটির (9836843677)
৭) কেতাবি বইওয়ালা (8981575992)
৮) বইপাড়া (7595905955)
৯) বইহাট (8637052074)
১০) ইবুক লিস্ট ( 8777280337)
১১) ডোর স্টেপ (7596993978)
১২) গল্পগুচ্ছ (6291688400)
১৩) বইসোপান (9163020168)

উত্তর কলকাতা বইমেলা'র আজ চতুর্থ দিন। শুরু হয়েছে ১০ জুন থেকে। চলবে ১৫ জুন পর্যন্ত।  বই প্রিয় মানুষদের ভিড়ে এ কয়েকদিনে বই ...
13/06/2025

উত্তর কলকাতা বইমেলা'র আজ চতুর্থ দিন।
শুরু হয়েছে ১০ জুন থেকে। চলবে ১৫ জুন পর্যন্ত।
বই প্রিয় মানুষদের ভিড়ে এ কয়েকদিনে বই উৎসব বেশ ঝলমলে। কচিকাচাদের বই উলটে পালটে দেখাও যেন এক শান্তি। এ প্রজন্মকে আরও বই পড়ার দিকে এগিয়ে দিতে হবে। এই উৎসাহ নিয়ে এগিয়ে আসুন আপনারাও।
বইয়ের সম্ভার নিয়ে অক্ষর সংলাপ অপেক্ষায়, এছাড়াও রয়েছে অভিযান, আনন্দ, পত্র ভারতী, ক্যাফে টেবিল এর মতো আরও বেশ কিছু প্রকাশনা।

আসুন, বইয়ের সঙ্গে হয়ে যাক আলাপ।

প্রথম উত্তর কলকাতা বইমেলা'র আজ তৃতীয় দিন। মেলা চলছে দুপুর ১:৩০ থেকে রাত ৯'টা অব্দি। বইয়ের আলোয় উদ্ভাসিত হতে চলে আসুন শ্য...
12/06/2025

প্রথম উত্তর কলকাতা বইমেলা'র আজ তৃতীয় দিন। মেলা চলছে দুপুর ১:৩০ থেকে রাত ৯'টা অব্দি।
বইয়ের আলোয় উদ্ভাসিত হতে চলে আসুন শ্যামবাজার এ. ভি স্কুল প্রাঙ্গণে।
অক্ষর সংলাপের পাশাপাশি রয়েছে আরও ২৪টা স্টল ও লিটল ম্যাগাজিন টেবিলও।
আসুন বইয়ের উৎসবে মেতে উঠি সকলেই।
ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে বিশেষ ছাড়। মেলা চলবে ১৫ জুন পর্যন্ত।
অক্ষর সংলাপ বইয়ের সম্ভার নিয়ে আপনাদের অপেক্ষায়।

বইমেলা... বইয়ের মেলা। এ যে বইপোকাদের কাছে কত্ত আনন্দের জায়গা, সে বইপ্রেমীরাই জানে। এই বইয়ের মেলা আয়োজনে যুক্ত হলো আরও এক...
10/06/2025

বইমেলা... বইয়ের মেলা। এ যে বইপোকাদের কাছে কত্ত আনন্দের জায়গা, সে বইপ্রেমীরাই জানে।
এই বইয়ের মেলা আয়োজনে যুক্ত হলো আরও এক নাম, উত্তর কলকাতা বইমেলা।

কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ও শ্যামবাজার এ.ভি বিদ্যালয়ের প্রাক্তনী এবং দেবপ্রিয় ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হল প্রথম উত্তর কলকাতা বইমেলা। মেলা চলবে ১০ থেকে ১৫ জুন, বিকেল ৩টে থেকে রাত ৯ টা অবধি।

অক্ষর সংলাপ-যেখানে অপেক্ষায় আছে স্টল নম্বর ৬ নিয়ে।
বইয়ের আলোয় উদ্ভাসিত হওয়া ছাড়াও প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত থাকবে উত্তর কলকাতা বইমেলা প্রাঙ্গণ( শ্যামবাজার এ.ভি স্কুল)।

আসুন আপনারাও, বইয়ের সঙ্গে মেল বন্ধনে গড়ে উঠুক এক নতুন আত্মীয়তা।

চলুন গড়ে তুলুন অক্ষর আত্মীয়তা।

Address

807, SHKB SARANI, JAWPUR
Kolkata
700074

Alerts

Be the first to know and let us send you an email when অক্ষর সংলাপ প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অক্ষর সংলাপ প্রকাশন:

Share

Category