25/04/2025
বৃহস্পতিবার রাতে তৃণমূলের আঞ্চলিক কেন্দ্রীয় দলীয় অফিসে বুথ লেভেল এজেন্টদের মিটিং চলাকালীন হঠাৎ দলের একাংশ জড়ো হয়ে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেয়। এরপর রাতে প্রাক্তন যুব সভাপতি তথা বর্তমানে কনভেনারের বাড়িতে চড়াও হয়ে তাকে মারধর করে। বাদ যায় না তার নাবালিকা মেয়েও।