30/09/2025
সত্যকন্ঠ ডেস্ক:
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে জনমত দিন দিন তীব্র হচ্ছে। দীর্ঘদিন ধরে স্থানীয়রা এ দাবি জানিয়ে আসলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশের মাধ্যমে আবারও এ দাবি জোরালো করেছে। তাদের ভাষ্য—ভৌগোলিক দুরত্ব, প্রশাসনিক জটিলতা, অর্থনৈতিক গুরুত্ব এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের কারণে নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণা করা সময়ের দাবি।
স্থানীয়দের অভিযোগ, বর্তমানে নোয়াখালীর মানুষকে বিভিন্ন প্রশাসনিক কাজে কুমিল্লা বা চট্টগ্রাম যেতে হয়। এতে সময় ও খরচ উভয়ই বেড়ে যায়। বিভাগ হলে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় সেবা নিজ অঞ্চলের মধ্যেই পাবে, ভোগান্তিও কমবে। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।
অর্থনৈতিক দিক থেকেও নোয়াখালী পিছিয়ে নেই। প্রবাসী আয়ে দেশের অন্যতম শীর্ষ জেলা নোয়াখালী, পাশাপাশি কৃষি, মৎস্য ও শিল্প খাতেও এ অঞ্চলের অবদান ব্যাপক। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা ও চাঁদপুর মিলে একটি বড় জনবসতি অঞ্চল গড়ে উঠেছে, যা আলাদা বিভাগ হিসেবে গঠন করা যৌক্তিক বলেই মনে করেন স্থানীয়রা।
এ দাবির পেছনে সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিকটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নোয়াখালীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে, যা কুমিল্লার সঙ্গে একীভূত নয়। বরং দীর্ঘদিনের ভিন্ন পরিচয় ও প্রতিদ্বন্দ্বিতা এখানকার মানুষকে কুমিল্লার অন্তর্ভুক্ত হতে নিরুৎসাহিত করছে। তাদের বক্তব্য কুমিল্লার সঙ্গে যুক্ত হলে নোয়াখালী আরও অবহেলিত হবে। তাই তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নোয়াখালী হয় চট্টগ্রামের সঙ্গেই থাকবে, নয়তো স্বতন্ত্র বিভাগ হিসেবেই আত্মপ্রকাশ করবে।
সব মিলিয়ে নোয়াখালীবাসীর আশা এখন একটাই সরকার দ্রুত নোয়াখালী বিভাগ” ঘোষণা করবে। যদিও এখনও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে জনদাবির সুর ক্রমেই তীব্র হচ্ছে। নোয়াখালীর প্রতিটি আন্দোলন এখন এক স্লোগানেই একীভূত আমরা কুমিল্লার অংশ নই, চাই আলাদা নোয়াখালী বিভাগ।
#নোয়াখালী_বিভাগ_চাই
#দৈনিকসত্যকন্ঠ
#নোয়াখালীরখবর
#নোয়াখালীচাই
#নোয়াখালীর_স্বাধিকার
#নোয়াখালীই_হোক_বিভাগ
ুমিল্লা
#কুমিল্লার_সংগে_নয়
#নোয়াখালীর_অন্তর্ভুক্তি_না