বাম পথে মেদিনীপুর

29/08/2025

'বাংলায় জয় বাংলা বলা সহজ কিন্তু...', বিস্ফোরক Dipsita Dhar

29/08/2025

টুকে পাশ করা ডাক্তারের হাতে নিজের বাবা মায়ের অপারেশন করাবেন?

25/08/2025

ক্যাপ্টেনের কথাই ঠিক পুলিশ ছাড়া তৃণমূলীরা হিজড়া।।

24/08/2025
15/08/2025

ময়নাতদন্ত ছাড়াই লাঠিচার্জ করে পুলিশ সিঙ্গুরে নির্যাতিতার দেহ নিয়ে পালাচ্ছে...

14/08/2025

ফের রাত দখল, মেদিনীপুর শহরের রিং রোডে

দিন বদলাতে - রাত দখল। মেদিনীপুর।
14/08/2025

দিন বদলাতে - রাত দখল। মেদিনীপুর।

02/08/2025

কি ভাবছেন?
এটা নিশ্চয়ই বিহার, উত্তর প্রদেশ বা গুজরাটের ঘটনা!
না! এটা পশ্চিমবঙ্গের দুর্গাপুরের ঘটনা 😡
RSS এর দূর্গার অনুপ্রেরণায়

একজন ৮ পাশ করা ছাত্র, একটা কলেজের ছাত্র সংসদ ইউনিয়নের নেতা। ভাবা যায়!কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে, অবৈধ ভাবে ...
14/07/2025

একজন ৮ পাশ করা ছাত্র, একটা কলেজের ছাত্র সংসদ ইউনিয়নের নেতা। ভাবা যায়!
কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে, অবৈধ ভাবে ছাত্র সংসদ রুম জবরদখল করে রেখেছে TMCP, তার মধ্যে আরবাজ খান, বাবার পরিচয় (কেশপুর ব্লক TMC র সহ-সভাপতি) তিনি কলেজ ক্যাম্পাসে সাধারণ ছাত্র ছাত্রীর উপর শাসিয়ে যাচ্ছে, এমন কি দেখতে ভালো ছাত্রীকে ছাত্র সংসদ রুমে এনে প্রেমের প্রস্তাব দেয়, সেই ছাত্রী রাজি না হলে তাকে হ্যারেসমেন্ট করে।

ছবিতে কেশপুর কলেজের ছাত্রছাত্রী সাহসী কমেন্ট পড়ে নেবেন।
আর এইসমস্ত মনোজিৎ মিশ্রদের ভাইদের চিনে রাখুন।
ক্যাম্পাসে এই মাতব্বর ক্যালাচার বন্ধ করতে হবে সমবেত প্রতিবাদী ছাত্রছাত্রীদের ইউনিফাইড হতেই হবে । শিক্ষা সংগ্রাম আত্মত্যাগ অগ্রগতির লড়াইয়ের পথ প্রশস্ত করতেই হবে।

্চিম_মেদিনীপুর

নজরে ইউনিয়ন (সিরিজ -২)আমাদের জেলার কেশপুর কলেজ ইউনিয়ন রুম তো মাতব্বরি আর দাদাগিরি করবার গুদাম ঘর। ছাত্র সংসদ নির্বাচন ...
14/07/2025

নজরে ইউনিয়ন (সিরিজ -২)

আমাদের জেলার কেশপুর কলেজ ইউনিয়ন রুম তো মাতব্বরি আর দাদাগিরি করবার গুদাম ঘর। ছাত্র সংসদ নির্বাচন হোক বা নাই হোক বছরের পর বছর কয়েকজন কাটমানি তোলাবাজি করার জন্য দোকান খুলে রেখেছে । ছাত্রছাত্রী দের কাছ থেকে নেওয়া ইউনিয়ন ফিস দেদার লুট আর মজা মাস্তি চলতেই থাকে । কেশপুরে কোন মোটর গ্যারেজ নেই বোধয় ! গাড়ি ধোঁয়া হয় ইউনিয়ন রুমের সামনে। কলেজে ইলেকট্রিক বিল দেয় চাপ কি । ভুলে গেলে চলবে না এই কলেজের tmcp দৌরাত্বে আর কলেজ কর্তৃপক্ষের অপদার্থতায় ৬০ জন ছাত্রছাত্রী স্টুডেন্ট লাইফ নষ্ট হয়েছে। ইউনিয়ন রুম মাতব্বরি দাদাগিরি করার জন্য ' বাবার সম্পত্তি মনে করে ' গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন তো দুর অস্ত। কি আর করবে চাকরি বাকরি নেই গুন্ডাগিরি আর মজামস্তি করে যৌবন বয়স গুলো পার করছে । রাজনীতি সমাজ সংস্কৃতি বোধ থাকলে তো মানুষ হতো।@@@@

24/08/2024

পুলিশ মিথ্যা মামলায় ডেকেছে,
SFI-DYFI-AIDWA-AILU প্রতিবাদীরা
বিচার চাইতে লালবাজারে।
সাপ কথা পুলিশ নোটিশ পাঠানো বন্ধ না করলে রাজ্যের মানুষ লাল বাজারে নোটিশ পাঠাবে।


#আরজিকরে_মাথাধরো

Address

Kolkata
721150

Alerts

Be the first to know and let us send you an email when বাম পথে মেদিনীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাম পথে মেদিনীপুর:

Share

Category