TA News

TA News "জনসাধারণের কণ্ঠস্বর, TA NEWS"

TA News পেজটিকে সবাই ফলো করুন.
(2)

03/08/2025

শ্রদ্ধেয় পীর সৈয়দ খালিদ হোসাইন (রহঃ) হুজুরের জানাজার নামাজ জোহরের নামাজের পর, আগামীকাল দুপুর ১:৩০ মিনিটে ইনশাআল্লাহ্

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একান্ত সাক্ষাৎ পীরজাদা কাসেম সিদ্দিকীর
26/07/2025

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একান্ত সাক্ষাৎ পীরজাদা কাসেম সিদ্দিকীর

04/07/2025

রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে বাংলার অধিকাংশ মুসলিম পছন্দ করেন? না করেন না ?
হ্যাঁ...
না...

15/06/2025

ঝগড়া বা তর্ক করার কোনও দরকার নেই,যেখানে সম্মান নেই, সেখানে উপস্থিত থাকারও প্রয়োজন নেই,ভালো না লাগলে গুরুত্ব কমিয়ে দিন, ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে দিন,কারো আচরণে কষ্ট পেলে প্রতিশোধ নয়, নিরবতাই হোক আপনার জবাব,নিজেকে শান্ত রাখুন, কারণ মানসিক শান্তির চেয়ে বড় কিছু নয়।

15/06/2025

✈️
"বিমান মিস করে যাওয়া মানুষটি এখন বুঝতে পারছে — 'না-পাওয়া' টাও কত বড় রহমত।"
💭 জীবনে সব না-পাওয়াই হার নয়। অনেক সময় সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করেন এমন কিছু থেকে, যার ক্ষতি আমরা তখন বুঝতে পারি না...

শেষবারের মতো হাসলেন… শেষবারের মতো তাকালেন ক্যামেরার দিকে।কে জানতো এটাই তাদের জীবনের শেষ সেলফি…হাসিমুখে তারা রওনা হয়েছিল...
12/06/2025

শেষবারের মতো হাসলেন… শেষবারের মতো তাকালেন ক্যামেরার দিকে।
কে জানতো এটাই তাদের জীবনের শেষ সেলফি…
হাসিমুখে তারা রওনা হয়েছিলেন স্বপ্নের শহর লন্ডনের উদ্দেশ্যে,
পিছনে ফেলে গেলেন অপূর্ণতা, কান্না আর অজস্র স্মৃতি।

✈️ ওই বিমানে আর কখনো নামেনি তারা...
ছোট্ট শিশুরাও জানতো না—এটাই তাদের জীবনের শেষ ভ্রমণ।

আজ তাদের হাসিমুখের এই ছবিটিই চোখ ভিজিয়ে দিচ্ছে কোটি মানুষের।
তারা নেই—but their smile will haunt the sky forever…

🕯️ হৃদয়ভাঙা এক শ্রদ্ধাঞ্জলি —
তোমরা ভালো থেকো ওপারে।
তোমাদের জন্যই আকাশ আজও নিঃশব্দে কাঁদে।

02/06/2025

🌟 তিন দিন, তিন খুতবা, এক অশেষ রহমত 🌟

📿 বৃহস্পতিবার: হজ্বের খুতবা 🌹
🕌 শুক্রবার: জুম্মার খুতবা 🌙
🌙 শনিবার: ঈদের খুতবা 🤲

সুবহানাল্লাহ! আলহামদুলিল্লাহ!
একটি জীবনের শ্রেষ্ঠতম মুহূর্তের পরম সমাপ্তি –
রহমত, বরকত ও কৃতজ্ঞতায় পূর্ণ তিন দিন।
এই সৌভাগ্য যেন আল্লাহ আমাদের সবার নসীব করেন। আমিন।

01/06/2025
লিবিয়ার এক ভাগ্যবান মানুষ — সুবহানাল্লাহ! 🤲🌸🥰লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে —"লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক..." 🕋...
31/05/2025

লিবিয়ার এক ভাগ্যবান মানুষ — সুবহানাল্লাহ! 🤲🌸🥰
লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে —
"লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক..." 🕋🕋🕋

এই দৃশ্য শুধু চোখে দেখা নয়, হৃদয়ে গেঁথে যাওয়ার মতো।
হে আল্লাহ! আমাদেরকেও সেই পবিত্র আহ্বানের জবাবে হাজির হওয়ার সৌভাগ্য দান করুন।
আমাদের নামটাও যেন একদিন ওই মহান জমাতে লেখে দেন...
আমিন ইয়া রাব্বাল আলামিন 🤲🤲❤️

Address

Kanchra, Choumatha, Khanakul, Hooghly
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when TA News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category