MaHaNaYaK উত্তমকুমার

MaHaNaYaK উত্তমকুমার Only megastar of bangla cinema
(257)

আবার যাবো পুরুলিয়া ভ্রমণে গ্রুপের সঙ্গে.. এই ভ্রমণের আনন্দের রেশ এখনও আছে... সুন্দর বনের অমানুষ ছবির শুটিং স্পট!Indraji...
03/01/2025

আবার যাবো পুরুলিয়া ভ্রমণে গ্রুপের সঙ্গে.. এই ভ্রমণের আনন্দের রেশ এখনও আছে... সুন্দর বনের অমানুষ ছবির শুটিং স্পট!

Indrajit Nandi [ উত্তমকুমার ও স্বর্ণযুগ]

আলোর ঠিকানা ছবিতে মহানায়ক। আলো শব্দটা আছে এমন আর কোন কোন ছবিতে মহানায়ক উত্তমকুমার ছিলেন ?Asthir Kabi [ UttamKumar & Gold...
03/01/2025

আলোর ঠিকানা ছবিতে মহানায়ক। আলো শব্দটা আছে এমন আর কোন কোন ছবিতে মহানায়ক উত্তমকুমার ছিলেন ?

Asthir Kabi [ UttamKumar & GoldenEra ]

গুরুদেবের আশীর্বাদ ও আপনাদের সবার ভালোবাসা নিয়ে নতুন বছর আমরা শুরু করতে চলেছি পুরুলিয়া থেকে। অন্যদের মতো নিছক একটি ট্যুর...
03/01/2025

গুরুদেবের আশীর্বাদ ও আপনাদের সবার ভালোবাসা নিয়ে নতুন বছর আমরা শুরু করতে চলেছি পুরুলিয়া থেকে। অন্যদের মতো নিছক একটি ট্যুর নয়, থাকা খাওয়া ঘোরার সাথে থাকবে মহানায়ক সংক্রান্ত আলোচনাচক্র ও ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠান। বিশেষ অংশের সম্প্রচার হবে আমাদের হোয়াটস অ্যাপ গ্রুপ, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে। এই পুরুলিয়াতে শুটিং হয়েছিল সত্যজিৎ রায় পরিচালিত একটি ক্লাসিক ছবির। কোন ছবি ??

Asthir Kabi [ উত্তমকুমার ও স্বর্ণযুগ ]

"এন্টনী ফিরিঙ্গী"💞💞💞💞💞💞পার্থ আর্ট [ উত্তমকুমার ও স্বর্ণযুগ - Groupage by AsthirKabi ]
03/01/2025

"এন্টনী ফিরিঙ্গী"
💞💞💞💞💞💞

পার্থ আর্ট [ উত্তমকুমার ও স্বর্ণযুগ - Groupage by AsthirKabi ]

"শিল্পী" ।💞💞💞💞💞💞পার্থ আর্ট [ UttamKumar & GoldenEra ]
21/12/2024

"শিল্পী" ।
💞💞💞💞💞💞

পার্থ আর্ট [ UttamKumar & GoldenEra ]

“বনপলাশীর পদাবলী” ছবিতে উত্তম ও সুপ্রিয়া অভিনীত চরিত্রগুলির নাম কি কি ছিল ???Asthir Kabi [ উত্তমকুমার ও স্বর্ণযুগ]
21/12/2024

“বনপলাশীর পদাবলী” ছবিতে উত্তম ও সুপ্রিয়া অভিনীত চরিত্রগুলির নাম কি কি ছিল ???

Asthir Kabi [ উত্তমকুমার ও স্বর্ণযুগ]

উত্তম ম্যানারিজমের মোহে মন্ত্রমুগ্ধ প্রজন্মের পর প্রজন্ম।আমি নিজেও  উত্তম কুমারের সম্পর্কে আরও গভীরভাবে জানার তাগিদেই ঠি...
09/12/2024

উত্তম ম্যানারিজমের মোহে মন্ত্রমুগ্ধ প্রজন্মের পর প্রজন্ম।আমি নিজেও উত্তম কুমারের সম্পর্কে আরও গভীরভাবে জানার তাগিদেই ঠিক কিভাবে যেন পরিচিত হই এমন একটি মানুষের সাথে,যিনি নিজেকে উত্তম কুমার সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সর্বদা "অস্থির" রেখেছেন।একজন মানুষের কতটা আবেগ,কতটা ভালোবাসা থাকলে,নিজের পারিবারিক,অর্থনৈতিক ক্ষতি,যাবতীয় কাজ কর্ম,অথবা যেকোনো বাধাকে তুচ্ছ করে রাজ্যের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে আসতে পারে এই মানুষটি তার নিদর্শন।যার নাম কল্লোল অস্থির চক্রবর্তী।আমাদের প্রিয় কল্লোলদা।আমি উত্তমকুমারের নামের মাহাত্ম্যেই ভালোবাসার সাথেই কোন এক সময়ে এই গ্রুপের সঙ্গে যুক্ত হই।তারপর থেকেই দেখছি সকলের ভালোবাসা ও স্বর্ণযুগের বাংলা চলচ্চিত্র গবেষকদের নিরলস পরিশ্রমে প্রায় ধারাবাহিক ভাবেই প্রতিবছর এই গ্রুপটির বিভিন্ন কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়ে চলেছে । আপাতদৃষ্টিতে মহানায়ক উত্তম কুমারের প্রতি আমাদের এই ভালোবাসার আবেগকে তথা কথিত কিছু বুদ্ধিমান মানুষ পাগলামি ভাবলেও,এই গ্রুপে যোগ দেওয়ার পর দেখলাম আমার মতো এই রকম পাগোলে সংখ্যাটা কিন্তু নেহাত কম না।আজ এই অস্থির কল্লোলদার জন্মদিনে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালবাসা,অভিনন্দন।গুরুর কাছে প্রার্থনা করি ভবিষ্যতে কল্লোলদা ও গ্রুপের আরো সমৃদ্ধ হোক।আর আমি কল্লোলদার স্নেহাশীস ভালোবাসা থেকে যেনো কোনোদিন বঞ্চিত না হই।

কলম ও ছবি: দেবজিৎ কুন্ডু [ UttamKumar & GoldenEra ]

আজ আমাকে বন্দী করে রেখেছিস শয়তান। কিন্তু মনে রাখিস, একদিন আমি বাইরে আসবোই। সেদিন থেকে তোর দিন গোনার পালা শুরু হবে। ছবির ...
09/12/2024

আজ আমাকে বন্দী করে রেখেছিস শয়তান। কিন্তু মনে রাখিস, একদিন আমি বাইরে আসবোই। সেদিন থেকে তোর দিন গোনার পালা শুরু হবে। ছবির নাম কি ????

Asthir Kabi [ উত্তমকুমার ও স্বর্ণযুগ ]

ধন্যি মেয়ে নামটার সাথে বেশ কিছু ফ্যাক্টর জড়িত এবং সব কটা ফ্যাক্টর বেশ হেভি মানে ভারী। প্রথম কথা সিনেমা হিসাবে এটা সুপারহ...
28/11/2024

ধন্যি মেয়ে নামটার সাথে বেশ কিছু ফ্যাক্টর জড়িত এবং সব কটা ফ্যাক্টর বেশ হেভি মানে ভারী। প্রথম কথা সিনেমা হিসাবে এটা সুপারহিট। কিন্তু সুপারহিট শব্দটা একটা ক্ষনিকের শব্দ। এখন তো দশদিন সিনেমা হলে থাকলে এই তকমা দিয়ে দেয়া হয়। কিন্তু আগে হিসাবটা ছিল হফতার। চার হফতা, আট হফতা মানে মাঝারি হিট, পঁচিশ হফতা হলে সিলভার জুবিলি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সিনেমাটা সেইসবকে ছাপিয়ে মানুষের মনে স্থান নিয়েছে কয়েকটা যুগ পেরিয়ে আজো প্রাসঙ্গিকভাবে। সিনেমার আরেকটি ফ্যাক্টর ছিলেন উত্তমকুমার। তিনি এই ছবিকে আলাদা লেভেলে নিয়ে গিয়েছিলেন। বাকিরাও কেউ কম নয়, অর্থাৎ সাবিত্রী চ্যাটার্জী, জহর রায়, রবি ঘোষ, জয়া ভাদুড়ি, পার্থ মুখোপাধ্যায় প্রমুখদের অভিনয় আমরা ভুলি নি। ছবির পরিচালক ছিলেন অরবিন্দ মুখোপাধ্যায়। আমার আরেকটি বাড়তি প্রাপ্তি ছিল এই সিনেমার শুটিং স্পট ঘুরে আসবার। ফলে এই ছবি নিয়ে একটা আলাদা অনুভূতি সবসময় ছিল। ছবির আরেকটি ফ্যাক্টর হল ফুটবল যা খেলাকে ছাপিয়ে বাঙালীর আবেগ হয়ে আছে, কতটা আছে তা আজো ইস্টবেঙ্গল বা মোহনবাগানের অন্ধ ভক্তদের দেখলে বোঝা যায়।

কলকাতায় ফেসিলিটি জব প্লেসমেন্ট নামে একটি সংস্থা আছে। এই সংস্থাটি বেকার যুবক যুবতীদের রুটিরুজির বন্দোবস্ত করে আসছে বেশ কয়েক বছর যাবৎ। সংস্থার কর্ণধার দেবজিৎ কুন্ডু, যে এই সংস্থার কর্নধার হবার পাশাপাশি সামাজিক মাধ্যমে লেখালিখি দ্বারা আলাদা পরিচিতি তৈরী করেছে। দেবজিৎ একজন আয়োজক হিসাবেও নিজেকে তুলে ধরেছে। প্রতি বছর একটি করে অনুষ্ঠানের আয়োজন সে নিজের উদ্যোগে ও খরচে করে থাকে। সেখানে গুনীজনেদের সম্বর্ধনা দেয়া হয়। এবার যেমন সম্বর্ধিত হলেন হংসরাজ ছবির কুশীলবেরা। অর্থাৎ ছবির নায়ক অরিন্দম গাঙ্গুলী, টিয়া ওনার বোন স্বর্ণালী গাঙ্গুলী, শামু দা বাসুদেব পাল প্রমুখেরা। আমার সৌভাগ্য, ২০২১ সালে এই সংস্থার কাছে আমিও সম্মাননা পেয়েছি। ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনুষ্ঠান মানেই কিছু কাঠ কাঠ কমার্শিয়াল কথাবার্তা এটাই জানতাম। এখানে দেবজিৎ ব্যাতিক্রমী হতে পেরেছে। ওসবের নামগন্ধ ওর অনুষ্ঠানে থাকে না। এছাড়া কিছু নতুন প্রতিভাদের সুযোগ দেয় দেবজিৎ। সেই সুযোগ কাজে লাগাবার দায়িত্ব কিন্তু সেই ব্যাক্তির। যাহোক ও অনেকদিন ধরেই আমাকে একটা স্টল দিতে বলে আসছিল। এদ্দিন পারিনি নানান ব্যস্ততায়। এবার সেটা পারলাম। ফলে বেশ কিছু উত্তম পুস্তক মানুষের হাতে তুলে দিতে পারা গেল। তারচেয়েও বড় কথা বহু পুরানো নতুন বন্ধুদের সাথে মনের মেলবন্ধন তৈরী করা গেল। দেবজিৎকে ও তার স্ত্রী সঙ্গীতাকে এত সুন্দর আয়োজনের জন্য সাধুবাদ জানাই ও আশা রাখি আগামী বছরগুলোতেও এই ধারাবাহিকতাকে তাঁরা অব্যহত রাখবেন।

এবার আসল কথায় আসি। অর্থাৎ নাটকটির প্রসঙ্গে। বাড়তি কিছু প্রত্যাশা নিয়ে না গেলেও নাটকটি কিন্তু আমার প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। একটা কালজয়ী সিনেমা যা মানুষের অস্থিমজ্জায় ঢুকে গিয়েছে তাকে তুলে ধরার সময় তুলনার জায়গাটা সব সময় আসবে কিন্তু পরিচালক ও কুশীলবেদের স্ট্যাটেজির প্রশংসা করি যে তারা ছবিটিকে কপি না করে নিজেদের নিজস্বতা নিয়ে কাজ করে গিয়েছেন। নাট্যকার মানবেন্দ্র মজুমদারকে সাধুবাদ। ছবির কথা যে মনে পড়ছিল না সেটা নয়। কিন্তু এই টিমের সকলেই ভরপুর প্রয়াস করেছেন আলাদাভাবে নিজেদের ছাপ রাখার। প্রজেক্টরে ফুটবল খেলাটা আর্টিস্টিকালি দেখানোটা এই নাটকের সবথেকে মাস্টার স্ট্রোক যা নাটকটিকে আরো ভালো লাগায়। মূল চরিত্র কালী দত্তের ক্যারেক্টারে দেবজিৎ বেশ ব্যাক্তিত্বময়। উত্তমকুমারের রোল করার সময় কিছুটা প্রভাব আসা স্বাভাবিক কিন্তু ওর চরিত্রায়নে সেটা খুব কমই দেখা গেল, যা মন্দ লাগেনি। অভিনয়ে সত্যিই আত্মবিশ্বাস ও দাপট দুটোই ছিল। মনসার রোলে ওর মেয়ে দেবাঙ্গীতার অভিনয় প্রশংসনীয়। বাকিদের অভিনয়ও খুবই ভাল বিশেষত তোতলা ভটচাযের চরিত্র, গুরুদেবের চরিত্র, কালীবাবুর স্ত্রীর চরিত্র ভীষন ভাল লেগেছে। গোবর্ধন চৌধুরীর রোলে পরিচালক অলোক দে অনবদ্য। বাকিরাও সকলেই নিজেদের সেরাটা দিয়েছেন। প্রতিবছর একটি করে চলচ্চিত্রকে মঞ্চায়ন করে দেবজিৎ আমাদের প্রত্যাশাকে একটা ভাল জায়গায় নিয়ে গিয়েছে তা আজকের দর্শকসমাগমই বলে দিচ্ছিল। আগামী দিনেও স্বর্ণযুগের কোন একটা চলচ্চিত্রের মঞ্চরূপ ওর কাছে পাবো আশা রাখি।

Asthir Kabi [ UttamKumar & GoldenEra ]

আমাদের গ্রুপ থেকে আমরা গিয়েছিলাম শরৎ কুঠি দর্শনে। হাওড়া স্টেশান থেকে ট্রেনে দেউলটি। সেখান থেকে টোটোয় সামতাবেড়ে রূপনারায়ন...
28/11/2024

আমাদের গ্রুপ থেকে আমরা গিয়েছিলাম শরৎ কুঠি দর্শনে। হাওড়া স্টেশান থেকে ট্রেনে দেউলটি। সেখান থেকে টোটোয় সামতাবেড়ে রূপনারায়ন তীরে শরৎ কুঠি। অসাধারন এক ভ্রমন। গোটা ইউটিউব ভিডিওর লিঙ্ক দিলাম কমেন্ট বক্সে। দেখবেন, মন্তব্য দেবেন ও রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করবেন।

Eder 3 jon r ovinito ekti movie r nam bolte paren ?? R sei movie r ekti Kaljoyee gan r prothom line ta bolte paren ??Deb...
19/11/2024

Eder 3 jon r ovinito ekti movie r nam bolte paren ?? R sei movie r ekti Kaljoyee gan r prothom line ta bolte paren ??

Debarati Chottopadhyay [ @উত্তমকুমার ২ স্বর্ণযুগ]

এই ছবির জন্য উত্তমকুমার কোন পুরষ্কার পেয়েছিলেন কেউ বলতে পারবেন ? ছবিটা ইউটিউবে আছে। আপনারা দেখেছেন ?Asthir Kabi [ উত্তমক...
19/11/2024

এই ছবির জন্য উত্তমকুমার কোন পুরষ্কার পেয়েছিলেন কেউ বলতে পারবেন ? ছবিটা ইউটিউবে আছে। আপনারা দেখেছেন ?

Asthir Kabi [ উত্তমকুমার ও স্বর্ণযুগ]

কি বলব একে ?  বিরল ছবি ?  না বলব না। সেটা আপনারা বলবেন যদি বিবেচনা করেন।Asthir Kabi [ UttamKumar & GoldenEra ]
16/11/2024

কি বলব একে ? বিরল ছবি ? না বলব না। সেটা আপনারা বলবেন যদি বিবেচনা করেন।

Asthir Kabi [ UttamKumar & GoldenEra ]

রং তুলিতে - মহানায়ক ।💞💞💞💞💞💞💞💞💞পার্থ আর্ট [ UttamKumar & GoldenEra ]
16/11/2024

রং তুলিতে - মহানায়ক ।
💞💞💞💞💞💞💞💞💞

পার্থ আর্ট [ UttamKumar & GoldenEra ]

এক সম্বর্ধনা অনুষ্ঠানে মহানায়ক।।Asthir Kabi
16/11/2024

এক সম্বর্ধনা অনুষ্ঠানে মহানায়ক।।

Asthir Kabi

শ্রদ্ধেয় ছায়াদেবী ও মহানায়ক উত্তম কুমার.... Akla Birupakkho
16/11/2024

শ্রদ্ধেয় ছায়াদেবী ও মহানায়ক উত্তম কুমার....

Akla Birupakkho

বাংলাছবির সুপারস্টার ত্রয়ী। ভানু বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা সেন ও উত্তমকুমার। এনাদের একসাথে কোন কোন ছবিতে দেখা গিয়েছে ??As...
12/11/2024

বাংলাছবির সুপারস্টার ত্রয়ী। ভানু বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা সেন ও উত্তমকুমার। এনাদের একসাথে কোন কোন ছবিতে দেখা গিয়েছে ??

Asthir Kabi [ UttamKumar & GoldenEra ]

হোটেল স্নো ফক্স ছবিতে উত্তমকুমার। এক গায়কের ভূমিকায়। ছবিতে তাঁর নামটির সাথে একজন গায়কের নামের মিল আছে। আবার এই নামে একজন...
12/11/2024

হোটেল স্নো ফক্স ছবিতে উত্তমকুমার। এক গায়কের ভূমিকায়। ছবিতে তাঁর নামটির সাথে একজন গায়কের নামের মিল আছে। আবার এই নামে একজন অভিনেতাও আছেন। নামটি কি ??

Asthir Kabi [ উত্তমকুমার ও স্বর্ণযুগ]

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when MaHaNaYaK উত্তমকুমার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share