03/02/2025
ছোটবেলায় সরস্বতী পুজোর দিন অনেক অনেক ভোর বেলায় ঘুম থেকে উঠতে হতো র এক এক সময়ে এক এক শাড়ি পড়তাম,,, সেই যে কি আনন্দ বলে বোঝানো সম্ভব নয়,,,, অঞ্জলি দিয়ে স্কুলে যাওয়া, বন্ধুদের সাথে একসাথে বসে প্রসাদ খাওয়া,,, সেই আনন্দের কোনো ভাগ হবে না,,, সম্পূর্ণ স্কুল জীবনে কোনো দিন সরস্বতী পুজো বাদ পড়েনি,,,,
আবার আসতে আসতে যতই বড়ো হতে লাগলাম ততো শাড়ির সংখ্যা কমতে লাগলো সাথে আনন্দ 🙂🙂🙂কেনো যে বড়ো হতে হয়ে কে জানে???
র ছোট বেলায় ঠিক এর উল্টোটা ভাবতাম