
09/08/2025
১৯৫৮ সালে প্রকাশিত সি এস চেলাপ্পার উপন্যাসিকা 'ভাডিভাসাল' তামিল সাহিত্যের এক অন্যতম সম্পদ। ষাঁড় ও মানুষের শক্তির পরীক্ষা জাল্লিকাট্টু উৎসবকে ঘিরে এই কাহিনীকে সম্প্রতি কমিক্সের রূপ দিয়েছেন সমকালের প্রবাদপ্রতিম তামিল ঔপন্যাসিক পেরুমল মুরুগন ও প্রসিদ্ধ কমিক্স শিল্পী আপ্পুপেন। মূল কমিক্স বেরোনোর সাথে সাথেই প্রকাশিত হয়েছে বাংলায় 'ভাডিভাসাল: রণভূমি', অনুবাদ করেছেন সুবিখ্যাত অনুবাদক অরুণাভ সিংহ, সঙ্গে যশ্বসী অরুণকুমার।
মুদ্রিত মূল্য: ₹৩০০। প্রাপ্তিস্থান: দে'জ, প্রতিক্ষণ, বৈভাষিক, ডি এম লাইব্রেরী, রীড বেঙ্গলি বুকস, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রকাশনা, আমাজন।