
13/06/2025
রমেশ বিশ্বাস কুমার।
সিট নম্বর: ১১এ।
টিকিটে লেখা ছিল: DEPARTURE — 12th June, 2025।
তবু রমেশ ফিরল।
মৃত্যুর ছায়া তাকে ছুঁয়ে গিয়েছিল, শীতল নিঃশ্বাস ফেলেছিল তার গায়ে। সময় থেমে গিয়েছিল এক মুহূর্তের জন্য।
কিন্তু কে যেন হাত ধরে টেনে তুলেছিল তাকে সেই আঁধার থেকে।
কে জানে কোন অজানা শক্তি, কোন অদৃশ্য আশীর্বাদ, অথবা কারো কান্নার ডাকে সে ফিরে এল—জীবনের দিকে।
সে জানে না কেন সে বেঁচে গেল।
শুধু জানে, সে আজও বেঁচে আছে।
আর এটাই সবচেয়ে বড় কথা।
কারণ জীবন…
জীবন সত্যিই অনন্য, অমূল্য।