Monfakira

Monfakira মনফকিরা : ভিন্ন রুচির প্রান্তিক প্রকাশ

এ সপ্তাহের চারটি বই পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় : বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২ (বুধ ৩টে-৭টা, বৃহস্প...
18/06/2025

এ সপ্তাহের চারটি বই

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/

ভারতের যে-কোন জায়গায় ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে: 84209 29111

বীতশোক ভট্টাচার্যছবি দেখা ছবি শেখা : সিনেমা নিয়ে লেখাবীতশোক ভট্টাচার্য-র কবি হিসেবে আত্মপ্রকাশ একটি যৌথ কাব্য সংকলনের মধ...
17/06/2025

বীতশোক ভট্টাচার্য
ছবি দেখা ছবি শেখা : সিনেমা নিয়ে লেখা

বীতশোক ভট্টাচার্য-র কবি হিসেবে আত্মপ্রকাশ একটি যৌথ কাব্য সংকলনের মধ্য দিয়ে, প্রকাশিত হয়েছিল ১৯৭৪ সালে। তাঁর চলচ্চিত্র বিষয়ক প্রথম লেখাটিও প্রকাশিত হয়েছিল ঐ ১৯৭৪-এই। এর থেকে ধারণা করে নেওয়া যায়, শুরু থেকেই সিনেমা নিয়ে তিনি সমান আগ্রহী ছিলেন। বীতশোক সিনেমা নিয়ে শুধু লিখেছেন এমন না, তথ্যচিত্রের জন্য যৌথ ভাবে চিত্রনাট্য রচনা করেছেন, ধারাভাষ্য লিখেছেন, চলচ্চিত্র বিষয়ক বই সম্পাদনা করেছেন, এমনকী এ বিষয়ে পত্রিকা সম্পাদনার সঙ্গেও একসময় যুক্ত ছিলেন।

প্রকাশিত তাঁর দুটি প্রবন্ধের বইয়ে চারটি সিনেমা বিষয়ক লেখা গ্রন্থিত হয়েছে, সুতরাং পাঠকের কাছে বীতশোক ভট্টাচার্য-র ভাবনার এই দিকটি একেবারে অজানা, এমন নয়। তার পরও, কবি ও সাহিত্যের নানা বিষয়ে প্রাবন্ধিক পরিচয়েই আমরা বীতশোককে বেশি জানি, তাঁর ভাবনার অন্য এই দিকটি সাধারণত আলোচনার বাইরে থেকে যায়।

সিনেমা-র বিভিন্ন বিষয়ে তাঁর মৌলিক ভাবনার খানিকটা ধরা থাকল সিনেমা নিয়ে তাঁর গ্রন্থিত ও অগ্রন্থিত রচনার এই সংকলনে।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/chobi-dekha-chobi-shekha-cinema-niye-lekha/

ভারতের যে-কোন জায়গায় ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে: 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

ফেদেরিকো ফেলিনিএ ক টি  ছ বি র  জ ন্ম  ও  অ ন্যা ন্যনির্বাচিত রচনা বক্তৃতা সাক্ষাৎকারচলচ্চিত্র-পড়ুয়াদের কাছে ইতালির মহত্ত...
16/06/2025

ফেদেরিকো ফেলিনি
এ ক টি ছ বি র জ ন্ম ও অ ন্যা ন্য
নির্বাচিত রচনা বক্তৃতা সাক্ষাৎকার

চলচ্চিত্র-পড়ুয়াদের কাছে ইতালির মহত্তম পরিচালক ফেদেরিকো ফেলিনি (১৯২০-১৯৯৩) অবশ্যপাঠ্য। ‘লা স্ত্রাদা’, ‘লা দোলচে ভিতা’, ‘এইট অ্যান্ড হাফ’ বা ‘আমারকর্দ’-এর মতো আশ্চর্য সব কিংবদন্তি তৈরি হয়েছে তাঁর হাতে। অবশ্যপাঠ্য বলতে প্রথমত ফেলিনি-র ছবিই যে আগে পড়তে হবে, অর্থাৎ দেখতে হবে, সে-কথা বলা বাহুল্য। তার পরে আসে অন্যান্য সূত্র, অর্থাৎ তাঁর সম্পর্কে তাঁর নিজের এবং সমালোচকদের ভাষ্যপাঠের প্রশ্ন। কিন্তু সমালোচকরা কেউ তাঁকে বলেছেন ভণ্ড, ক্লাউন একটা, পাক্কা শয়তান। কেউ আবার বলেছেন, ওঃ যাদুকর লোক, পুরোদস্তুর কবি, সত্যিকারের প্রতিভাবান। বেশ। কিন্তু ফেলিনি নিজে কী বলছেন? নিজের জীবন, নিজের ছবি ইত্যাদি নিয়ে তাঁর নিজের ভাবনাটা কী? এ বইতে ঠিক সেই ভাবনার হদিশই রয়েছে ফেলিনি-র নিজের বয়ানে। আধুনিক চলচ্চিত্র নিয়ে উৎসাহী পাঠকের অবশ্যপাঠ্য।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/ekti-chobir-janmo-o-anyanyo/

ভারতের যে-কোন জায়গায় ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে: 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

ছবি-কথায় আব্বাস কিয়ারোস্তামিচেরির স্বাদ ও অন্যান্যকিয়ারোস্তামি-র ছবির ঠিক বর্ণনা বা ব্যাখ্যা ইত্যাদি হয় না। একমাত্র উপায়...
15/06/2025

ছবি-কথায় আব্বাস কিয়ারোস্তামি
চেরির স্বাদ ও অন্যান্য

কিয়ারোস্তামি-র ছবির ঠিক বর্ণনা বা ব্যাখ্যা ইত্যাদি হয় না। একমাত্র উপায় হল তাঁর ছবি দেখা। শুধু চোখে দেখাও নয়, কিয়ারোস্তামি চান তাঁর ছবির অদৃশ্য নানান অংশ দর্শক নিজের মনে-মনেও খানিকটা দেখুন, অদৃশ্য ফাঁকগুলো মনে-মনে খানিকটা পূরণ করে নিন। তাঁর ছবি দেখে লোকে খুব তৃপ্ত বা সন্তুষ্ট হোক, এ তিনি চাননি। বরং চেয়েছেন তাদের অস্বস্তি হোক, আর তা কাটাতে তারা বাধ্য হোক তাঁর ছবি নিয়ে ভাবতে, কথা বলতে।

জীবিত থাকতেই তাঁর নাম চলচ্চিত্রের মহান সব স্রষ্টাদের সঙ্গে একই আসনে সংরক্ষিত। যে-জায়গা থেকে গোদার বলেছিলেন, “… চলচ্চিত্রের শেষ কিয়ারোস্তামি-তে।”

এ বইয়ে কিয়ারোস্তামি-র সঙ্গে সাত সাক্ষাৎকারীর কথাবার্তার সম্পূর্ণ বয়ান এবং আরও সাত সাক্ষাৎকার থেকে প্রশ্ন বাদ দিয়ে শুধু কিয়ারোস্তামি-র নিজের কথার অংশবিশেষ রয়েছে। সেই সঙ্গে আছে আর-এক যুগান্তকারী চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়া-র সঙ্গে কিয়ারোস্তামি-র কথোপকথনের বয়ান। বছর-সাতেক আগে এ বই প্রথম প্রকাশের সময় কিয়ারোস্তামি-র কবিতার তেমন অনুবাদ বাংলায় হয়নি। বলা যায়, বাংলাভাষী পাঠকের কাছে সেই ছিল কবি কিয়ারোস্তামি-র প্রথম আবির্ভাব। ইতিমধ্যে অনেকেই তাঁর কবিতার প্রতি আকৃষ্ট হয়েছেন, অনেকে অনুবাদ করেছেন, বই করেছেন, এ কারণে এই বইয়ে কবিতার অংশ সম্পূর্ণত বাদ দেওয়া হল। থাকল কেবল চলচ্চিত্রী এবং অংশত আলোকচিত্রী আব্বাস কিয়ারোস্তামি-র কথা।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/cherryr-swad/

ভারতের যে-কোন জায়গায় ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে: 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

খ্রিস্তভ কিয়েসলোভস্কিপ্রে ম  ও  হ ত্যাদুটি ছবির চিত্রনাট্য/ পরিচালকের বক্তব্য ও সাক্ষাৎকার‘প্রেম’ ও ‘হত্যা’ নিয়ে এই দুটি...
14/06/2025

খ্রিস্তভ কিয়েসলোভস্কি
প্রে ম ও হ ত্যা
দুটি ছবির চিত্রনাট্য/ পরিচালকের বক্তব্য ও সাক্ষাৎকার

‘প্রেম’ ও ‘হত্যা’ নিয়ে এই দুটি ছোট ছবি আদতে খ্রিস্তভ কিয়েসলোভস্কি পরিচালিত পোলিশ টেলিভিশনের জন্য তৈরি দশটি ছবির সিরিজ ‘ডেকালগ’-এর অন্তর্গত। তার মধ্যে এ দুটি ছবি (ডেকালগ ৫ ও ৬) একই সঙ্গে সামান্য পরিবর্তনসাপেক্ষে ‘আ শর্ট স্টোরি অ্যাবাউট লভ’ এবং ‘আ শর্ট স্টোরি অ্যাবাউট কিলিং’ নামে স্বতন্ত্র দুটি কাহিনিচিত্র হিসেবেও নির্মিত হয়। এখানে প্রকাশিত দুটি চিত্রনাট্যই ঐ কাহিনিচিত্রের। এই সংকলনে আরও আছে ‘ডেকালগ’ নিয়ে পরিচালকের দুটি সাক্ষাৎকার এবং আলাদা করে এ দুটি ছবি নিয়ে তাঁর বক্তব্য।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/prem-o-hotya/

ভারতের যে-কোন জায়গায় ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে: 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

এ সপ্তাহের চারটি বই ...পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় : বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২ (বুধ ৩টে-৭টা, বৃহ...
11/06/2025

এ সপ্তাহের চারটি বই ...

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি)
দেখুন :

ভারতের যে-কোন জায়গায় ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp : 84209 29111

বা রী ন  সা হাচলচ্চিত্রাক্ষর‘তের নদীর পারে’র মতো অদ্বিতীয় ছবির পরিচালক বারীন সাহা সারা জীবনে ছবি করার সুযোগ পেয়েছেন ঐ এক...
10/06/2025

বা রী ন সা হা
চলচ্চিত্রাক্ষর

‘তের নদীর পারে’র মতো অদ্বিতীয় ছবির পরিচালক বারীন সাহা সারা জীবনে ছবি করার সুযোগ পেয়েছেন ঐ একটাই, তার সঙ্গে ‘চেঞ্চু’ বা ‘ভাসা’র মতো দুটি ডকুমেন্টারি আর ‘শনিবার’-এর মতো স্বল্প দৈর্ঘ্যের একটি ছবির কথা ধরলে যা দাঁড়াবে, তা দিয়ে বাংলা ছবির জাবদা ইতিহাসে তাঁর নাম লেখার মতো প্রায় কোন জায়গাই জোটে না। পাশাপাশি এ কথাও স্মর্তব্য যে বারীন সাহা তাঁর সময়ে কেতাবি মতেই রীতিমতো শিক্ষিত পরিচালক ছিলেন। খোদ ইয়োরোপে গিয়ে চলচ্চিত্রের পাঠ নিয়েছিলেন হাতে-কলমে, কতিপয় তাবড় পরিচালককে দেখেছিলেন কাছ থেকে, এমনকী পেশাদার হিসেবে ঐ বিদেশেই কাজ করেছিলেন সহকারের। তাঁর স্থান-কালের পরিসরে এ যোগ্যতা আর কার ছিল? কার ছিল এই অভিজ্ঞতা? তবু কেন আর ছবি করলেন না তিনি, কেন তার কোন সুযোগ পেলেন না? ছবি করলেন না তো সারা জীবন করলেন কী? তার কিছু-কিছু সংকেত মিলবে এই বইতে। অদ্বিতীয় এই চলচ্চিত্র-পরিচালকের লেখা কয়েকটি প্রবন্ধ, সাক্ষাৎকার আর কথোপকথনের বয়ান নিয়ে এই সংকলন। সেই সঙ্গে এই আশ্চর্য মানুষটির জীবন আর কাজকে বোঝার জন্য রয়েছে তাঁর অনুরাগী ও সহকর্মী-সহমর্মী কয়েকজনের লেখা।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/cholocchitrakkhor/

ভারতের যে-কোন জায়গায় ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে: 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

ঋ ত্বি ক - চ রি তঋত্বিককুমার ঘটক-এর জীবন ও চলচ্চিত্র : নির্বাচিত রচনা ও সাক্ষাৎকারঋত্বিককুমার ঘটক সম্পর্কে এ হল আমাদের প...
09/06/2025

ঋ ত্বি ক - চ রি ত
ঋত্বিককুমার ঘটক-এর জীবন ও চলচ্চিত্র :
নির্বাচিত রচনা ও সাক্ষাৎকার

ঋত্বিককুমার ঘটক সম্পর্কে এ হল আমাদের প্রিয় কয়েকটি লেখা আর কথালাপের সংগ্রহ, হারিয়ে-যাওয়া পত্রিকা আর ফুরিয়ে-যাওয়া বই থেকে আহরিত। এ বইয়ের এক দিকে আছে ঋত্বিকের সঙ্গে যাঁরা কাজ করেছিলেন, তাঁদের স্মৃতিচারণ। যথা দীনেন গুপ্ত, বেবি ইসলাম, রমেশ যোশি, উস্তাদ বাহাদুর খাঁ, রণেন রায়চৌধুরী এবং বিজন ভট্টাচার্য। আর-এক দিকে আছে তাঁর অনুরাগীদের বিশ্লেষণ। যথা কুমার সাহানি, নিমাই ঘোষ, পার্থপ্রতিম চৌধুরী, জন আব্রাহাম, দীপক মজুমদার, সন্দীপন চট্টোপাধ্যায়, উদয়ন ঘোষ, জ্যোৎস্নাময় ঘোষ, অরূপরতন বসু ও নবারুণ ভট্টাচার্য । সব মিলিয়ে ঋত্বিক-চরিতের এ এক আন্তরিক উন্মোচন।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/3810/

ভারতের যে-কোন জায়গায় ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে: 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

বা রী ন  সা হা‘তের নদীর পারে’ ছবির সম্পূর্ণ চিত্রনাট্যবারীন সাহা নামে এক চলচ্চিত্রকার যে প্রায় একশো বছর আগে জন্মেছিলেন এ...
08/06/2025

বা রী ন সা হা
‘তের নদীর পারে’ ছবির সম্পূর্ণ চিত্রনাট্য

বারীন সাহা নামে এক চলচ্চিত্রকার যে প্রায় একশো বছর আগে জন্মেছিলেন এই দেশে, আর তিনি যে বছর-ষাটেকেরও আগে একটি পূর্ণদৈর্ঘ্যের আধুনিক বাংলা ছবি পরিচালনা করেছিলেন, যে-ছবি বিষয়ে ও প্রয়োগে এখনও সমসাময়িক, আধুনিকতম— সে-কথা মনে রাখার লোক আজ বিরল হয়ে এসেছে।

এই ছবি এখনও দেখতে পাওয়া কঠিন, বছর-কুড়ি আগে এর একটি মাত্র প্রিন্ট ছিল পুনে ফিল্ম ইনস্টিটিউটের আর্কাইভে, সেখান থেকে ছবিটি যোগাড় করে স্টেইনবেক যন্ত্রে তা চালিয়ে পুঙ্খানুপুঙ্খ ডিটেলে এই চিত্রনাট্য একদা প্রস্তুত করেছিলেন পিনাকী চট্টোপাধ্যায়, ঐ ইনস্টিটিউটের সম্পাদনা বিভাগে ২০০৪-এ তিনি শেষ বর্ষের ছাত্র ছিলেন। অর্থাৎ এই চিত্রনাট্য স্বয়ং পরিচালকের নিজের হাতে লেখা নয়, বা তাঁর শুটিং স্ক্রিপ্ট নয়।

সম্প্রতি ছবিটির অধিকাংশ অবশ্য উদ্ধার করে দেখা এবং দেখানোর ব্যবস্থা হয়েছে, মনে হয় সেখানে এই বইটির সামান্য ভূমিকা আছে।

একই সঙ্গে বেরিয়েছে বারীন সাহার নিজের লেখাপত্র, কথালাপ ও সাক্ষাৎকার এবং বারীন সাহা-কে নিয়ে তাঁর অনুরাগী, সমধর্মী-সহকর্মী ও সমালোচকদের লেখাপত্রের আর-একটি সংকলন : ‘চলচ্চিত্রাক্ষর’। নতুন প্রজন্মের পাঠক যদি দুটি বই একসঙ্গে পড়েন, তবে বারীন সাহা-কে খানিকটা ছুঁতে পারবেন।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/tero-nodir-pare-chobir-sompurno-chitronatyo/

ভারতের যে-কোন জায়গায় ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে: 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

ঋত্বিককুমার ঘটকনি জে র  পা য়ে  নি জে র  প থেএক কথা-কোলাজবাংলা চলচ্চিত্রের এই পথিকৃৎ চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি চলচ্চি...
07/06/2025

ঋত্বিককুমার ঘটক
নি জে র পা য়ে নি জে র প থে
এক কথা-কোলাজ

বাংলা চলচ্চিত্রের এই পথিকৃৎ চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র এবং জীবনযাপনের সমূহ বিষয়ে তাঁর ভাবনা ও অভিজ্ঞতার কথা যেমন অসংখ্য মূল্যবান রচনায় ব্যক্ত করেছেন, তেমনই বিভিন্ন সাক্ষাৎকারে মুখে-মুখে বলেছেন নানান কথা। সেই সমস্ত সাক্ষাৎকারের বয়ান থেকে তাঁর মুখের কথাকে ভেঙে, নতুন করে সাজিয়ে গড়ে তোলা এই কথা-কোলাজ। এক-একটা বিষয়ের ঘেরে, তাঁর জীবনানুক্রম বজায় রেখে সংকলিত।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/nijer-paye-nijer-pothe/

ভারতের যে-কোন জায়গায় ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে: 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

জ্যাক কেরুয়াক, উইলিয়ম বারোজ ও অ্যালেন গিনসবার্গ-এর সঙ্গে কথোপকথনবি ট  প্র জ ন্ম  অ ফ বি ট  প্র স ঙ্গ“কেরুয়াক আর জন ক্লেল...
03/06/2025

জ্যাক কেরুয়াক, উইলিয়ম বারোজ ও অ্যালেন গিনসবার্গ-এর সঙ্গে কথোপকথন
বি ট প্র জ ন্ম অ ফ বি ট প্র স ঙ্গ

“কেরুয়াক আর জন ক্লেলন হোমস-এর সঙ্গে ১৯৫০-৫১ সালে সমকালীন প্রজন্মের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে প্রথম কথাটা উঠে আসে। কেরুয়াক এই প্রজন্মের কোন সুসঙ্গত চরিত্রের কথা অস্বীকার করে এবং বলে ওঠে, ‘আঃ, বিট প্রজন্ম ছাড়া কিছু নয় আমরা।’ হোমস তারপর নিউ ইয়র্ক টাইমস-এর ম্যাগাজিনে ১৯৫২-য় একটা প্রবন্ধ লেখে, যার শিরোনাম ছিল ‘এ হল বিট প্রজন্ম’। ব্যাস, তারপর এটাই দাঁড়িয়ে গেল।

বিট প্রজন্মের তিন দিকপাল— কেরুয়াক, বারোজ আর গিনসবার্গ-এর তিনটি দীর্ঘ কথোপকথন নিয়ে এই বই। আলোচিত প্রসঙ্গের মধ্যে আছে– গদ্যের স্টাইল, নীল কাসাডি, হাইকু; শব্দ-নৈঃশব্দ্যের কাটাছেঁড়া, মায়া-পুঁথি, নিয়ন্ত্রণ ও ক্ষমতা; ব্লেক, সেজান, কবিতা ও দিব্যদর্শনের ভূমিকা ইত্যাদি অফবিট নানান প্রসঙ্গ।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/beat-projonmo-offbeat-prosongo/

ভারতের যে-কোন জায়গায় ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে: 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

ব ব  মা র্লেরক রেগ্যে রাস্তা আর শিকড়ের গানবব মার্লে গান গাইতেন। বুক নিংড়ে গাইতেন। জামাইকায় থাকতেন তিনি, ফিরতে চাইতেন নিজ...
02/06/2025

ব ব মা র্লে
রক রেগ্যে রাস্তা আর শিকড়ের গান

বব মার্লে গান গাইতেন। বুক নিংড়ে গাইতেন। জামাইকায় থাকতেন তিনি, ফিরতে চাইতেন নিজভূমি আফ্রিকায়– তাঁর গোষ্ঠীর অন্যান্যদের মতো। এঁরা রাস্তাফারিয়ান। রাস্তা-র দর্শন গুরুবাদী, ইথিওপিয়ার রাজা প্রথম হাইলি সুলাসি-কে এঁরা মনে করেন পুনরুত্থিত খ্রিস্ট, আর সেই নিয়ে খ্রিস্টানদের সঙ্গে এঁদের ঝগড়া। বস্তুত এ এক প্রান্তিক দর্শন, জীবনের বহু কিছু এখানে আশ্চর্য সরলতায় জড়িয়ে আছে। গান আর দর্শন এখানে একাকার, এর কোন কিছুকেই পরস্পরের থেকে ঠিক আলাদা করা যায় না।

এই বইয়ে রয়েছে বিভিন্ন সময়ে নেওয়া রাস্তা গোষ্ঠীর সাঙ্গীতিক কণ্ঠস্বর বব মার্লে-র সাতটি সাক্ষাৎকারের সম্পাদিত বয়ান, আর তাঁর সুখ্যাত কয়েকটি গানের কথা– যেখানে পাওয়া যাবে তাঁর মর্মজীবনের কথা। আর তাঁর কর্মজীবনের কথা আছে সংশিষ্ট পঞ্জিতে।

মার্লে-র গান যাঁরা শুনেছেন, আশা করা যায় এই বইতে তাঁরা তাঁর কণ্ঠস্বর শুনতে পাবেন।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/rock-reggae-rasta-ar-shikorer-gaan-2/

ভারতের যে-কোন জায়গায় ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে: 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

Address

16, Kanai Dhar Lane (1st Floor)
Kolkata
700012

Opening Hours

Wednesday 12pm - 6pm
Thursday 12pm - 6pm
Friday 12pm - 6pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monfakira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monfakira:

Share

Category

Our Story

ভিন্ন রুচির প্রান্তিক প্রকাশন