18/08/2025
লো ক শি ল্প লো ক
নির্বাচিত প্রতিবেদন
লোকশিল্প বাঁচবে না, বা সে ইতোমধ্যেই মৃত। যে-সমাজে বা যে-সব জনগোষ্ঠীতে এর বিবিধ রূপের সৃষ্টি, যে-সময়ে বা যে-ব্যবস্থায় এই সব রূপের লালন, তার কিছুই আজ আর নেই। এবং চাইলেও তা আর ফিরবে না। ফলে লোকশিল্পের যে-কোন আলোচনা, যে-কোন প্রতিবেদন সেই হারিয়ে-যাওয়া সমাজ আর ফেলে-আসা সময়ের জন্য দীর্ঘশ্বাস মাত্র।
লোকশিল্পকে যেমন তার মৌলিক রূপে আর ফেরানো যাবে না, তেমনই বাইরে থেকে অনুদান কিংবা উপদেশ দিয়ে তার অস্তিত্বের সংকট কাটবে না। অনুদানে কিছু উপকার হতে পারে, সেটা জরুরিও, কিন্তু তার রূপ পালটে বা বাণিজ্যিক ভাবে তা ব্যবহার করে এখনকার সমাজের উপযোগী করতে গেলে তার ফল হয় বিকৃত, এবং ব্যর্থ। তার উদাহরণ যে নিত্য আমাদের চোখে পড়ে না, এমনও নয়।
এখন বরং খোঁজার সময় কোথায় তার মূল, কোথায় তার জোর, আর তার জনপ্রিয়তার রহস্য। এবং সৃষ্টিশীল মানুষজন যদি সেই অনুসন্ধানের ফল আজ নিজের কাজে ব্যবহার করতে পারেন, তবেই লোকশিল্পের আদত পুনরুজ্জীবন ঘটতে পারে।
বলা যায়, সেই লক্ষ্যেই এই সংকলন। আশা করা যায়, এখানে সংকলিত প্রখ্যাত শিল্পী এবং শিল্পরসজ্ঞ, যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর, গুরুসদয় দত্ত, দীনেশচন্দ্র সেন, বিনোদবিহারী মুখোপাধ্যায়, যামিনী রায়, মীরা মুখোপাধ্যায়, ডেভিড ম্যাকাচিয়ন, কমলকুমার মজুমদার, জয়নুল আবেদিন, নিখিল বিশ্বাস, কামরুল হাসান, জসীমউদ্দিন, ভোলানাথ ভট্টাচার্য, সুধাংশুকুমার রায়, তারাপদ সাঁতরা, পূর্ণচন্দ্র দাস, দীপক মজুমদার, বীতশোক ভট্টাচার্য প্রমুখের লেখাপত্রে তার কিছু-কিছু সূত্র নিশ্চয় মিলবে।
প্রথম সংস্করণ, ৩৮০ টাকা
পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)
দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108
ওয়েবসাইট ও পোস্টাল সার্ভিসের নানান সমস্যায়
অনলাইনে অর্ডার করার জন্য দয়া করে আগে
WhatsApp করুন এই নম্বরে : 84209 29111
প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দেখা যেতে পারে : https://boipattor.in/