Monfakira

Monfakira মনফকিরা : ভিন্ন রুচির প্রান্তিক প্রকাশ

অবসরে দেখতে পারেন :
22/09/2025

অবসরে দেখতে পারেন :

‘কার্টুনপত্তর’ নামে এই ই-পত্রিকাটি শুরু হয়েছিল কার্টুন, বিশেষত বাংলা কার্টুন, তার সঙ্গে অন্য অন্য ভাষার, অন্য অন্....

অসীম রেজঅমৃতা শের-গিল : শিল্পজীবনএকদিকে ভারতীয় চিত্রকলায় ঐতিহ্যময় শিল্পরূপের পুনরুজ্জীবন এবং লোক-শিল্পের সহজ-সরল, স্বতঃস...
08/09/2025

অসীম রেজ
অমৃতা শের-গিল : শিল্পজীবন

একদিকে ভারতীয় চিত্রকলায় ঐতিহ্যময় শিল্পরূপের পুনরুজ্জীবন এবং লোক-শিল্পের সহজ-সরল, স্বতঃস্ফূর্ত রূপের অনুসন্ধান; অন্যদিকে কেতাবি ইয়োরোপীয় শিল্পশিক্ষণে চিত্রকলায় বাস্তবতার হুবহু অনুকরণে যে-পরস্পরবিরোধী মতাদর্শের প্রকাশ ঘটেছিল, তা বর্জন করে যিনি মৌলিক ও স্বতন্ত্র এক আধুনিক শিল্পভাষার জন্ম দিয়েছিলেন তিনি হলেন অমৃতা শের-গিল (১৯১৩-১৯৪১)। শিল্পকলার কোন ‘ঘরানা’ বা ‘মতবাদ’ দ্বারা প্রভাবিত না হয়ে তাঁর স্বল্পকালীন জীবদ্দশায় তিনি সৃষ্টি করেন এমন এক শিল্পভাষা, যেখানে ফুটে ওঠে ভারতীয় গ্রাম এবং নারীজীবনের মর্মস্পর্শী ছবি। জন্মসূত্রে পেয়েছিলেন একদিকে ইয়োরোপীয় এবং অন্যদিকে ভারতীয় ঐতিহ্যের উত্তরাধিকার। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা আর আধুনিকতার সঙ্গে মানবিকতার এক আশ্চর্য মেলবন্ধন ঘটান তিনি। অমৃতার জীবনকাহিনি ও শিল্পচর্চা প্রায় কিংবদন্তির মতো।

এই বইয়ে অমৃতা-র শিল্প ও জীবনের কথা আছে সমগ্রত, সঙ্গে আছে তাঁর অনেক ছবির রঙিন ও শাদা-কালো প্রতিলিপি।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/amrita-sher-gil-shilpojibon/

ভারতের যে-কোন জায়গায় ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে: 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

পাউল ক্লেপ দ চি হ্ন  মু ছে  যা য়চিত্রকরের দিনলিপি কবিতা লেখাসুইস-জার্মান শিল্পী ও শিল্পতাত্ত্বিক পাউল ক্লে (১৮৭৯-১৯৪০)-এ...
07/09/2025

পাউল ক্লে
প দ চি হ্ন মু ছে যা য়
চিত্রকরের দিনলিপি কবিতা লেখা

সুইস-জার্মান শিল্পী ও শিল্পতাত্ত্বিক পাউল ক্লে (১৮৭৯-১৯৪০)-এর ছবি (পেন্টিং ও ড্রয়িং মিলিয়ে যার সংখ্যা প্রায় পনেরো হাজার), তাত্ত্বিক লেখাপত্র (‘পেডাগজিকাল স্কেচবুক’, ‘অন মডার্ন আর্ট’ বা ‘দ্য থিঙ্কিং আই’ ও ‘দ্য নেচার অফ নেচার’ নামে দুটি বিশালাকার নোটবুক-এর কথা এ প্রসঙ্গে মনে পড়বে) বিশ শতকের শিল্পকলার ইতিহাসে মোড়-ফেরানো।

পাউল ক্লে-র ছবি যদিও ঘরানাহীন স্বতন্ত্র মেজাজের, তবু বিশ শতকের বিভিন্ন শিল্প-আন্দোলনের সঙ্গে তাঁর গভীর যোগ ছিল। ‘দ্য ব্লু রাইডার’, ‘দ্য ব্লু ফোর’ ইত্যাদি শিল্পীগোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন তিনি। পরে শিক্ষকতা করেছেন বাউহাউস স্কুল ও ডুসেলডরফ অ্যাকাডেমিতে, সেক্ষেত্রেও তাঁর অবদান বিস্ময়কর। স্বভাবতই নাৎসিরা তাঁর কাজকে অধঃপতিত বা অবক্ষয়িত শিল্পের তালিকাভুক্ত করেছিল।

অন্যদিকে ১৮৯৭ থেকে ১৯১৮ পর্যন্ত প্রায় নিয়মিত ডায়েরি লিখেছেন তিনি, যেখানে তাঁর ব্যক্তিগত শিল্প ও দর্শনভাবনার পরিচয় মেলে। এ বইয়ে তাঁর যোগ্য পুত্র ফেলিক্স ক্লে সম্পাদিত সেই দিনলিপির নির্বাচিত অংশের পাশাপাশি বিভিন্ন সময়ে লেখা তাঁর কবিতার ভাষান্তর সংকলিত হয়েছে। ক্লে-র আরও দুটি গুরুত্বপূর্ণ লেখাও এখানে আছে, আছে তাঁর কিছু নির্বাচিত ছবির শাদা-কালো প্রতিলিপি।

পাউল ক্লে-র ব্যাপক প্রভাব নানা ভাবে এদেশের শিল্পজগতে আমরা দেখতে পাই, কিন্তু তাঁর কাজ নিয়ে প্রকাশ্য চর্চা তেমন দেখি না। হয়তো এ বই সেই অভাব কিছুটা মেটাবে।

ভূমিকা ও ভাষান্তর : স্বর্ণেন্দু সেনগুপ্ত

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/padochinho-muche-jay/

ভারতের যে-কোন জায়গায় ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে: 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

 #প্রকাশিতশান্তনু গঙ্গোপাধ্যায়কি উ বি জ ম  :  তত্ত্ব ও চর্চার ইতিবৃত্তসাধারণ বিচারে আধুনিক শিল্পকলার শুরু কিউবিজম থেকে। ...
02/09/2025

#প্রকাশিত
শান্তনু গঙ্গোপাধ্যায়
কি উ বি জ ম : তত্ত্ব ও চর্চার ইতিবৃত্ত

সাধারণ বিচারে আধুনিক শিল্পকলার শুরু কিউবিজম থেকে। আদি পর্বের রেনেসাঁস শিল্প যেমন বিপ্লব ঘটায় সে-আমলে প্রচলিত শিল্পকলার বিরুদ্ধে, আধুনিক পর্বে কিউবিজমও তেমন ভাবেই শিল্পকলার ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব ঘটায়। কিন্তু কিউবিজম ঠিক সচেতন ‘আন্দোলন’ হিসেবে শুরু হয়নি। বরং তা ছিল সচেতন ভাবে ব্যক্তিগত, মূলগত ভাবে নিগূঢ়, যার স্রষ্টা ব্রাক এবং পিকাসো। ঐতিহ্যবাহী চিত্রকলা নিঃশেষিত— টের পেয়ে তাঁরা বেছে নেন চিত্রকলার মৌলিক সব উপাদান : গঠন, পরিসর, বর্ণ ও শৈলী। এবং তারপর এর প্রতিটির সাবেকি ব্যবহারের বিকল্প হিসেবে নিজেদের নতুন ভাবনা ও ব্যাখ্যাপ্রসূত রীতিনীতি নিয়ে আসেন। এ ভাবেই কিউবিজম হয়ে ওঠে এক সম্পূর্ণ নতুন চিত্রভাষা, বহির্জগৎকে দেখার এক সম্পূর্ণ নতুন পদ্ধতি, এবং এক সুনির্দিষ্ট নন্দনতত্ত্ব।

পরিশিষ্টে রয়েছে কিউবিজম সম্পর্কে গিয়ম আপোলিন্যের, জর্জ ব্রাক ও ফেরনাঁ লেজে-র তিনটি মৌলিক রচনার অনুবাদ।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/cubism-tottwo-o-charchar-itibritto/

ভারতের যে-কোন জায়গায় ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে: 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

 #প্রকাশিতশান্তনু গঙ্গোপাধ্যায়পিয়ের-অগুস্ত রেনোয়া : এক সৌন্দর্যসাধকের জীবনশিল্পশিল্প-আন্দোলনের ইতিহাসে ইমপ্রেশনিজম এক আশ...
01/09/2025

#প্রকাশিত
শান্তনু গঙ্গোপাধ্যায়
পিয়ের-অগুস্ত রেনোয়া : এক সৌন্দর্যসাধকের জীবনশিল্প

শিল্প-আন্দোলনের ইতিহাসে ইমপ্রেশনিজম এক আশ্চর্য ঘটনা। কয়েকজন তরুণের চিত্রশৈলী ব্যঙ্গার্থক ভাবে এই নাম কুড়িয়েও চিরস্থায়ী মর্যাদা লাভ করে। রেনেসাঁস পর্বের পর এই প্রথম আধুনিক কালে দেখা যায় সচেতন এক রীতিকেন্দ্রিক কয়েকজন মহাপ্রতিভার বিকাশ ও বিবর্তন। উনিশ শতকের দ্বিতীয়ার্ধে আধুনিকতামুখী ফরাসি সাহিত্য ও চিত্রকলার মধ্যে যে-নৈকট্য লক্ষ করি তা ঘনিষ্ঠ আত্মীয়তায় পৌঁছয় এই শিল্প-আন্দোলনের সূত্রে।

ইমপ্রেশনিস্টদের প্রত্যেকেই তাঁদের স্বতঃস্ফূর্ত সৌন্দর্যবাদী সৃষ্টিতে দর্শকচিত্ত জয় করেন। তাঁদের সকলেরই বিশিষ্টতা অতুলনীয়। তার মধ্যে রেনোয়া নানা কারণে বিশিষ্ট। তাঁর চিত্রকলায় আগাগোড়া ধ্বনিত এক আনন্দগান, তাঁর শিল্পভুবনে চলে এক অবিরাম আনন্দোৎসব। ইমপ্রেশনিস্টরা যখন সক্রিয়, তখন ফ্রান্স-এর রাজনৈতিক ও সামাজিক ইতিহাস মলিন ও বিক্ষুব্ধ। যাকে ‘রূঢ় বাস্তব’ বলি তার প্রত্যক্ষ অভিজ্ঞতা রেনোয়ার কম ছিল না : ফ্র্যাংকো-প্রুশীয় মহাযুদ্ধ ও পারি কমিউন-এর সঙ্গে তিনি একজীবনে দেখেন সমাজতন্ত্রী বিপ্লব ও প্রথম বিশ্বযুদ্ধও। তবু এক বিপন্ন ও ক্লেদাক্ত পৃথিবীতে বসে তিনি রচনা করেন অমলিন সৌন্দর্যজগৎ।

পরিমার্জিত নতুন সংস্করণ

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/pierre-auguste-renoir-ek-soundorjosadhoker-jeebonshilpo/

ভারতের যে-কোন জায়গায় ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে: 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

অসীম রেজভাসিলি কান্দিনস্কি : বিমূর্ত চিত্রের মহাবিশ্বরুশ শিল্পী ও শিল্পতাত্ত্বিক ভাসিলি কান্দিনস্কি-কে আধুনিক শিল্পে শুদ...
31/08/2025

অসীম রেজ
ভাসিলি কান্দিনস্কি : বিমূর্ত চিত্রের মহাবিশ্ব

রুশ শিল্পী ও শিল্পতাত্ত্বিক ভাসিলি কান্দিনস্কি-কে আধুনিক শিল্পে শুদ্ধ বিমূর্ততার অন্যতম স্রষ্টা ও প্রবক্তা বলে মনে করা হয়। অবশ্যই যেখানে পৌঁছতে তাঁকে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ, পেরিয়ে আসতে হয় বেশ কয়েকটি পর্যায়। তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে ‘দ্য ব্লু রাইডার’-এর মতো শিল্পগোষ্ঠী, রাশিয়ায় বিপ্লব-পরবর্তী শিল্প-সংগঠন, এবং ‘বাউহাউস’-এর মতো শিল্পশিক্ষা-প্রতিষ্ঠানের কর্মকাণ্ড— বিশ শতকের শিল্প-ইতিহাস যার একটাকেও বাদ দিয়ে সম্পূর্ণ হয় না।

কান্দিনস্কি একদিকে যেমন সময়ের সঙ্গে-সঙ্গে তাঁর পরিবর্তিত ভাবনার সঙ্গে তাল মিলিয়ে ছবি এঁকেছেন, তেমনই নিজের ভাবনাকে স্পষ্ট ও বিশদ করেছেন তাঁর লেখাপত্রে। তাঁর লেখা অন্তত দুটি বই (‘কনসার্নিং দ্য স্পিরিচুয়াল ইন আর্ট’ এবং ‘পয়েন্ট অ্যান্ড লাইন টু প্লেইন’) বিবেচিত হয় অবশ্যপাঠ্য হিসেবে। পাশাপাশি কবিতাও লিখেছেন তিনি, লিখেছেন স্মৃতিকথা।

ভাসিলি কান্দিনস্কি-র জীবন ও কাজকর্মের ভিত্তিতে লেখা এই প্রথম বাংলা বইয়ে এ-সমস্ত প্রসঙ্গই রয়েছে বিস্তারিত ভাবে। সঙ্গে রয়েছে শাদা-কালো অসংখ্য ছবির প্রতিলিপি, শুধু সেটুকু দেখলেও বিশ শতকের এই প্রধান শিল্পীর বিকাশের পথরেখাটি খানিক পরিষ্কার হবে বলে আশা করা যায়।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/wassily-kandinsky-bimurto-chitrer-mohabishwo/

ভারতের যে-কোন জায়গায় ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে: 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

দিনকয়েকের মধ্যে বেরোচ্ছে...
26/08/2025

দিনকয়েকের মধ্যে বেরোচ্ছে...

পাবলো পিকাসোআমি : আমার ছবিআধুনিক শিল্পের ইতিবৃত্তে পিকাসো-কে এড়িয়ে যাওয়ার কোন উপায় নেই। অবিশ্বাস্য কর্মপ্রেরণায় গোটা ...
25/08/2025

পাবলো পিকাসো
আমি : আমার ছবি

আধুনিক শিল্পের ইতিবৃত্তে পিকাসো-কে এড়িয়ে যাওয়ার কোন উপায় নেই। অবিশ্বাস্য কর্মপ্রেরণায় গোটা বিশ শতকের শিল্প-ইতিহাস মনে হয় তিনি একাই ধারণ করে আছেন তাঁর বৃষস্কন্ধে। এমনই প্রবল তাঁর ক্ষমতা, এমনই সর্বব্যাপী তাঁর প্রভাব যে তাঁকে উহ্য রেখে এ ইতিবৃত্ত সম্পূর্ণ হতেই পারে না।

সারা জীবন তিনি ছবি-ই এঁকেছেন, আর এঁকেছেনও অজস্র। এমন কোন মাধ্যম নেই, যা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে বাকি রেখেছেন তিনি। ছবি আঁকা বা কাজ করা-ই যে তাঁর বিশ্রাম, নিজেই বলেছেন সে-কথা। বার-বার নিজেকে পালটে নতুন করে গড়েছেন, বিষয় খুব না-পালটালেও ছবির রূপে অবিরাম ভাঙচুর করেছেন। তাঁর ছবির দর্শক যখন তার কোন এক রূপে ক্রমশ অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে, অনায়াসে অন্য কোন রূপের সন্ধানে যাত্রা করেছেন তিনি। পাশাপাশি নাটক ও কবিতা লিখেছেন, কিন্তু মজার ব্যাপার, শিল্পতত্ত্ব বা নিজের ছবি নিয়ে সে-ভাবে একটি বাক্যও কখনও লেখেননি। তার বদলে, তাঁর অনুরাগী ও অন্যান্য উৎসাহীদের কাছে মুখে-মুখে এ নিয়ে বলেছেন অজস্র কথা, সারা জীবনই বলেছেন। আর সে-সবই যত্ন করে রক্ষিত হয়েছে, লিপিবদ্ধ হয়েছে, তাঁর সমগ্র জীবৎকাল জুড়ে বিভিন্ন সাময়িকপত্রে তা প্রকাশিত হয়েছে, এমনকী পূর্ণাঙ্গ বইয়ের রূপ পেয়েছে। অধিকাংশ ক্ষেত্রে স্বয়ং পিকাসো তাতে অনুমোদনের শিলমোহর দিয়েছেন। লেখা বাহুল্য যে, তাঁর ছবির মতোই তাঁর এ সমস্ত কথাও অমূল্য, অন্তত তাঁকে বোঝার জন্য তাঁর নিজের মুখের কথার চেয়ে মূল্যবান আর কী-ই বা হতে পারে!

পিকাসো-কে জানার জন্য অপরিহার্য সেই সব কথা নিয়েই এই বই। সঙ্গে আছে অনেক শাদা-কালো ছবি।

৩০০ টাকা

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

ওয়েবসাইট ও পোস্টাল সার্ভিসের নানান সমস্যায়
অনলাইনে অর্ডার করার জন্য দয়া করে আগে
WhatsApp করুন এই নম্বরে : 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দেখা যেতে পারে : https://boipattor.in/

অঁরি মাতিসএক চিত্রকরের জীবনভাবনালেখা কথা রেখাআধুনিক পশ্চিমি চিত্রজগতে আচার্যস্থানীয় অঁরি মাতিস এক চিত্রকরের জীবন ও ভাবনা...
24/08/2025

অঁরি মাতিস
এক চিত্রকরের জীবনভাবনা
লেখা কথা রেখা

আধুনিক পশ্চিমি চিত্রজগতে আচার্যস্থানীয় অঁরি মাতিস এক চিত্রকরের জীবন ও ভাবনার স্বচ্ছ ও সৎ, নির্ভরযোগ্য ও ধারাবাহিক এক বিবরণ রেখে গেছেন তাঁর লেখায় ও কথায়। সেখানে পশ্চিমি শিল্পী ও শিল্পধারার নির্ভেজাল বিশ্লেষণ আছে, সে-সব গ্রহণ-বর্জনের যুক্তি আছে, আছে নিজেরও যাত্রাপথের খুঁটিনাটি। নিজের সৃষ্টির প্রক্রিয়া কী, কী ভাবে তিনি দেখেন, কী ভাবেন, নিজেকে প্রস্তুত করেন কী ভাবে, অবশেষে কাজ করার সময়ে তাঁর বিশেষ লক্ষ্য থাকে কোন্ দিকে— সে-সবই তিনি অবিরল ধারে বলে গেছেন। প্রতিটি ছবির কথা তিনি মনে করতে পারেন, কী তার উৎস, কোন্‌ ধারার সঙ্গে যোগ, রূপের বৈশিষ্ট্য, কী ছিল সেখানে তাঁর অন্বিষ্ট— কোন কাজেরই কোন অনুপুঙ্খ তিনি ভোলেন না। মেজাজে তিনি শান্ত, স্থিতধী, নিজের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে সম্পূর্ণ সচেতন ও মনস্ক। একই সঙ্গে ছবি আঁকার জন্য তিনি ছবি-আঁকা বাদে আর সমস্ত কিছুকে সরিয়ে রেখে জীবনকে সরল করে আনার কথা বলেন, প্রায় সন্তের মতো প্রয়োজনকে নামিয়ে আনতে বলেন ন্যূনতমে, আসলে বোধ হয় নিরঙ্কুশ এক জীবনসাধনার দিকেই তিনি ইঙ্গিত করেন।

এই জীবনসাধনা নিয়ে এক মহৎ চিত্রকরের ভাবনার কথা তাঁরই লেখা আর কথায় এই বইয়ে থাকল, আর থাকল তাঁর কিছু রেখা।

৩৬০ টাকা

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

ওয়েবসাইট ও পোস্টাল সার্ভিসের নানান সমস্যায়
অনলাইনে অর্ডার করার জন্য দয়া করে আগে
WhatsApp করুন এই নম্বরে : 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দেখা যেতে পারে : https://boipattor.in/

খোলনলচে বদলে নতুন করে বেরোচ্ছে...
23/08/2025

খোলনলচে বদলে নতুন করে বেরোচ্ছে...

অমিয়া সেনঅ র ণ্য লি পিদণ্ডকারণ্যে পুনর্বাসিত বাঙালি শরণার্থীদের চোখে-দেখা উপাখ্যান“কোন গৃহস্থ বধূর চক্ষে ও প্রাণে যে-জিন...
19/08/2025

অমিয়া সেন
অ র ণ্য লি পি
দণ্ডকারণ্যে পুনর্বাসিত বাঙালি শরণার্থীদের চোখে-দেখা উপাখ্যান

“কোন গৃহস্থ বধূর চক্ষে ও প্রাণে যে-জিনিস বেশি করে ধরা পড়া উচিত তা-ই পড়েছে ‘অরণ্যলিপি’-তে। অর্থাৎ শরণার্থীদের মন ও মানসিকতা। শরণার্থী নর-নারী-শিশুরাও যে মনাধিকারী মানুষ, তাদের মনটিকে বাদ দিয়ে কেবল কতটা জমি, কতটা টাকা, কতটা তৈজসপত্র কী ব্যবস্থায় দেওয়া হয়েছে বা হয়নি— তা দিয়ে তাদের বোঝা যাবে না। দলিল-দস্তাবেজ-সমন্বিত তথ্য ও তত্ত্ব খুব বেশি বের না হলেও, সরকারি দপ্তর থেকে যথারীতি কিছু-না-কিছু প্রকাশ হয়। কিন্তু দপ্তর-পরিবেশিত তথ্য-পর্বতের নিচে মানুষগুলি কোথায় চাপা পড়ে আছে— তাদের সমস্ত আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-ভয়-বেদনা নিয়ে, সে-কথা সংবেদনশীল সাহিত্যকর্মীরই দেখা সম্ভব— বিশেষ করে তিনি যদি নারী হন। যুদ্ধবিগ্রহ, দাঙ্গা ও দেশত্যাগ ইত্যাদির কঠিনতম দুর্ভোগ, অত্যাচার ও নির্যাতনের প্রধান শিকার হয় বোধ-হয় নারীরাই।… কিন্তু এ কেবল গৃহদাহ ও গৃহত্যাগের কথা নয়, দেশবিভাগের রক্তাক্ত পটভূমিকায় দেশত্যাগের ফলশ্রুতির কথা। কাজেই নারীর ক্ষুদ্র আঙিনার বাইরের বৃহৎ জগতের কথাও অবশ্যম্ভাবী ভাবে উপস্থিত হয়েছে। আর কথাটা উঠেছে পুনর্বসতির পরিপ্রেক্ষিতে।”

আজ থেকে প্রায় ষাট বছর আগে এ বই প্রথম প্রকাশের সময় ভূমিকায় লিখেছিলেন পান্নালাল দাশগুপ্ত। তাঁরই পরামর্শে, একজন বাঙালি শিক্ষিকা হিসেবে তরুণ উদ্বাস্তু মেয়েদের পড়ানোর জন্য অমিয়া সেন দণ্ডকারণ্যে যান। তাঁর আসল লক্ষ্য কিন্তু ছিল ‘সরকারি’ সংস্করণের বিপরীতে, এই অঞ্চলে পুনর্বাসিত উদ্বাস্তুদের অবস্থার সত্যতা খুঁজে বের করা। কারণ এই পুনর্বাসন প্রকল্প সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য ছিল না বললেই চলে। দণ্ডকারণ্যে কয়েক মাস কাটানোর পর, অমিয়া সেন বিস্তারে প্রচুর তথ্য সংগ্রহ করেন, যা ‘অরণ্যলিপি’-র রূপ নেয়।

প্রায় হারিয়ে-যাওয়া এই লেখা নতুন করে আবার প্রকাশিত হল আজকের পাঠকদের জন্য।

৪৮০ টাকা

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

ওয়েবসাইট ও পোস্টাল সার্ভিসের নানান সমস্যায়
অনলাইনে অর্ডার করার জন্য দয়া করে আগে
WhatsApp করুন এই নম্বরে : 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দেখা যেতে পারে : https://boipattor.in/

লো ক শি ল্প লো কনির্বাচিত প্রতিবেদনলোকশিল্প বাঁচবে না, বা সে ইতোমধ্যেই মৃত। যে-সমাজে বা যে-সব জনগোষ্ঠীতে এর বিবিধ রূপের ...
18/08/2025

লো ক শি ল্প লো ক
নির্বাচিত প্রতিবেদন

লোকশিল্প বাঁচবে না, বা সে ইতোমধ্যেই মৃত। যে-সমাজে বা যে-সব জনগোষ্ঠীতে এর বিবিধ রূপের সৃষ্টি, যে-সময়ে বা যে-ব্যবস্থায় এই সব রূপের লালন, তার কিছুই আজ আর নেই। এবং চাইলেও তা আর ফিরবে না। ফলে লোকশিল্পের যে-কোন আলোচনা, যে-কোন প্রতিবেদন সেই হারিয়ে-যাওয়া সমাজ আর ফেলে-আসা সময়ের জন্য দীর্ঘশ্বাস মাত্র।

লোকশিল্পকে যেমন তার মৌলিক রূপে আর ফেরানো যাবে না, তেমনই বাইরে থেকে অনুদান কিংবা উপদেশ দিয়ে তার অস্তিত্বের সংকট কাটবে না। অনুদানে কিছু উপকার হতে পারে, সেটা জরুরিও, কিন্তু তার রূপ পালটে বা বাণিজ্যিক ভাবে তা ব্যবহার করে এখনকার সমাজের উপযোগী করতে গেলে তার ফল হয় বিকৃত, এবং ব্যর্থ। তার উদাহরণ যে নিত্য আমাদের চোখে পড়ে না, এমনও নয়।

এখন বরং খোঁজার সময় কোথায় তার মূল, কোথায় তার জোর, আর তার জনপ্রিয়তার রহস্য। এবং সৃষ্টিশীল মানুষজন যদি সেই অনুসন্ধানের ফল আজ নিজের কাজে ব্যবহার করতে পারেন, তবেই লোকশিল্পের আদত পুনরুজ্জীবন ঘটতে পারে।

বলা যায়, সেই লক্ষ্যেই এই সংকলন। আশা করা যায়, এখানে সংকলিত প্রখ্যাত শিল্পী এবং শিল্পরসজ্ঞ, যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর, গুরুসদয় দত্ত, দীনেশচন্দ্র সেন, বিনোদবিহারী মুখোপাধ্যায়, যামিনী রায়, মীরা মুখোপাধ্যায়, ডেভিড ম্যাকাচিয়ন, কমলকুমার মজুমদার, জয়নুল আবেদিন, নিখিল বিশ্বাস, কামরুল হাসান, জসীমউদ্দিন, ভোলানাথ ভট্টাচার্য, সুধাংশুকুমার রায়, তারাপদ সাঁতরা, পূর্ণচন্দ্র দাস, দীপক মজুমদার, বীতশোক ভট্টাচার্য প্রমুখের লেখাপত্রে তার কিছু-কিছু সূত্র নিশ্চয় মিলবে।

প্রথম সংস্করণ, ৩৮০ টাকা

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধ ৩টে-৭টা, বৃহস্পতি-শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

ওয়েবসাইট ও পোস্টাল সার্ভিসের নানান সমস্যায়
অনলাইনে অর্ডার করার জন্য দয়া করে আগে
WhatsApp করুন এই নম্বরে : 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দেখা যেতে পারে : https://boipattor.in/

Address

16, Kanai Dhar Lane (1st Floor)
Kolkata
700012

Opening Hours

Wednesday 12pm - 6pm
Thursday 12pm - 6pm
Friday 12pm - 6pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monfakira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monfakira:

Share

Category

Our Story

ভিন্ন রুচির প্রান্তিক প্রকাশন