
08/07/2025
বাঘবিধবা অথবা বাদাবনের ভয়ঙ্কর মেছুয়া
নিরঞ্জন মণ্ডল
প্রথম প্রকাশ: ১০ জানুয়ারি, ২০২৪
গ্রন্থস্বত্ব: নিরঞ্জন মণ্ডল, ৮৬১৭২৩৯৭০৪
প্রচ্ছদ: দেবাশীষ রায়
মূল -২৫০.০০
সুন্দরবন এলাকায় জেলে মৌলে জলজীবীদের সঙ্গে বাদাবনের বাঘের সংঘাত বেড়ে যাওয়ায় বাঘবিধবার সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। হা-ঘরের এসব বিধবারা আবার জঙ্গলে গিয়ে বাঘ-কুমিরের শিকার হওয়া, বাঘবিধবার অসহায় মেয়েরা দালালের মাধ্যমে পাচার হওয়া অথবা বাঘবিধবার মৃত স্বামীর ঋণের জন্য আড়তদারের সেবাদাসী হওয়া এ সবই আখ্যানের পটভূমি। এছাড়া বনঅফিসের এক সাহসী বিট অফিসারের গাঙ-ডাকাত, চোরাশিকারী ধরার রোমাঞ্চকর কাহিনি, কোর এরিয়ার বাঘমারা ব্লকের মেছুয়া দ্বীপের সমুদ্রসৈকতে অলিভ রিডলের ডিম সংগ্রহ করতে গিয়ে বালিয়াড়িতে বোট আটকে যাওয়া, বোটমালিকের সহযোগী কিশোর কাঠের ভেলায় ভেসে কাছের বনঅফিসে খবর দেওয়া, বোট উদ্ধারকারী দলের একজন মেছুয়ার ভয়ঙ্কর মানুষখেকোর শিকার, এ রকম শ্বাসরুদ্ধকারী ঘটনা কাহিনির পরতে পরতে মিশে আছে। ভূমিপুত্রের জবানিতে, বাদাবনের বাঘবিধবার করুণ আখ্যান ধরা রইল এই 'বাঘবিধবা অথবা বাদাবনের ভয়ঙ্কর মেছুয়া'য়।
এই গ্রন্থ ও ভাষা সংসদের অন্যান্য বই সংগ্রহ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার -৯৮৩০৩২৯৫৫৮ নং এ অর্ডার দিয়ে
অথবা
www.bhashasamsad.com
এই ওয়েব সাইটের মাধ্যমে।
লিংক
https://share.google/4nnRiVAp1ecfOd9Kn
এছাড়া আমাদের নিজস্ব আউট লেট :
ভাষা সংসদ অনুবাদ পত্রিকা
৩ নং শম্ভু চ্যাটার্জি স্ট্রিট।
প্রথম তল
কলেজস্ট্রিট
কলকাতা -৭০০০০৭
কলেজস্ট্রিট মোড় থেকে যে রাস্তা হাওড়ার দিকে গেছে সেদিকে প্রথম ডান দিকের গলির দ্বিতীয় বাড়ি।হোটেল হামজা ইন্টারন্যাশনালের পাশের বাড়ি।
মসজিদের উল্টোদিকে।নীচে রঙের দোকান আছে।
যেকোনও জিজ্ঞাসায় কল করতে পারেন -
এই নাম্বারে
+919831800960 / অথবা - 9830329558