15/10/2025
fans ゚ ゚viralシviralシfypシ゚viralシalシ ゚viralシalシ ゚
⏩সোশ্যাল মিডিয়া
এখন সবটাই রোবোটিক, মেকি আর্টিফিশিয়াল
আবেগ, অনুভূতি যেটুকু___সবটাই আজ ভার্চ্যুয়াল
টিম টিম করে জ্বলছে অবাক সোশ্যাল মিডিয়ায়
কাল আমিও খুঁজবোনা, তুমিও কোত্থাও খুঁজবেনা আর আমায়
এই তো সেদিনও তুমি আমি পরস্পর আঙ্গুলে ছুঁয়ে রেখেছিলাম আঙ্গুল
আজ, এই আমি-তুমি ই হতাশ ভাবে বলি_ভুল, সবই ছিলো ভুল...!
সেদিন ছিলো মন খারাপ,
তুমি আমার অশ্রু র ভাষা বুঝতে পেরে আমার চোখ মুছিয়ে দিয়েছিলে ;
আমার কপালে আলতো চুম্বন করে বলেছিলে_"আমি তো আছি!"
আজ তোমায় খুঁজে পেলাম তালা দেওয়া প্রোফাইলে ।
কেমন আছো তুমি...আমিও বেশ আছি!
এখন যখন একলা বসে মনে ভাবি___
কত কিছুতেই না বিশ্বাস জন্মে গেছে!
যেমন ধরো তুমি,
তুমি যা বলো, তুমি যা করো___
দুয়ের মধ্যের ফারাক...বিশ্বাস জন্মে গেছে !
তোমার বলা সব কটা সত্য নিয়ে এখন আমি হাবুডুবু খাই
আজ অনেকটা সামলে গেছি,
তখন মনে হতো_______মরে যাই !
সেবার সাদা অর্কিড এনে বলেছিলে,
"ফুলের মতো সুন্দর আমাদের প্রেম...!"
এখন খুব হাসি আর ভাবি_
প্রেমের চেয়ে বড় বেঈমান আদৌ কি আছে_ আর অন্য কোনো গেম ?
তবে শুধু তুমি ই বা কেন....আমারই বা কি কম দোষ?
আমিও তো বলেছিলাম, "তোমায় কেন আগে পাইনি বলোতো?"
তুমি সেদিন হেসে বলেছিলে_কি করতে আগে পেলে?
আজ মনে হয়___
আমিও তো তোমায় সেই ভুলেই গেলাম... যখন তুমি চলে গেলে!
গত দিনের প্রেম, কে-ই বা কত বর্তমানে মনে রাখে?
আমরা সবাই বর্তমানে বাঁচি,
অতীত কে কেউ ভুলে যাই, কেউ বা দিই ফাঁকি !
বর্তমানের আবেগে কে-ই বা আমরা অত ভবিষ্যতে ভাসি?
কাল যে বিচ্ছেদে আকুল হয়ে কেঁদেছিলাম,
আজ মনে পড়লে, হা হা করে হাসি!
এখন চারপাশে কত আওয়াজ, শোর, হই হট্টগোল
উইকেন্ড পার্টির ভিড়ে গ্লাসের হুইস্কিতে তুমি এক টুকরো বরফ হয়ে যখন মিশে যাও__
তখন তোমার দেওয়া সাদা অর্কিড এর গন্ধ আর মনে পড়ে না !
মনে হয় এই একটাই তো জীবন,
চাইলে, এক ঢোকেই তো গিলে নেওয়া যায় ।
তুমি, তোমার চুমু, তোমার কথা, সাদা অর্কিড....
সব ওই মহাশূন্যে কেমন যেন বিলীন হয়ে যায় !
বেশ কয়েক বছর পেরিয়ে গেলে,
তোমার আমার দেখা হয়___ আবারও এই সোশ্যাল মিডিয়ায়...!!! ✍️©অর্পি
: Google and others...