PC News বাংলা

PC News বাংলা খবরে সমাজ উন্নয়ন।

উত্তরবঙ্গে দলীয় সাংসদ ও বিধায়কের ওপর হামলার ঘটনার প্রতিবাদে  বাঁকুড়ার সোনামুখী চৌরাস্তা মোড়ে বিজেপির বিক্ষোভ ও পথ অবরোধ ...
07/10/2025

উত্তরবঙ্গে দলীয় সাংসদ ও বিধায়কের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বাঁকুড়ার সোনামুখী চৌরাস্তা মোড়ে বিজেপির বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচিতে যোগ দিয়ে এই ভাষাতেই হুঁশিয়ারি দেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি।

তুমি কুৎসিত, আমার যোগ্য নও, স্বামীর এই অপমানই আজ তাঁর জয়ের প্রেরণা, একসময় প্রতিদিন স্বামীর লাঞ্ছনা, অপমান, মানসিক অত্যাচ...
07/10/2025

তুমি কুৎসিত, আমার যোগ্য নও, স্বামীর এই অপমানই আজ তাঁর জয়ের প্রেরণা, একসময় প্রতিদিন স্বামীর লাঞ্ছনা, অপমান, মানসিক অত্যাচার সহ্য করতেন জলপাইগুড়ির ধূপগুড়ির মেয়ে গীতাঞ্জলি সাহা। বিয়ের পর শুরু হয়েছিল যন্ত্রণার দিন স্বামী ও শ্বশুরবাড়ির চাপ, ২০ লক্ষ টাকা ও বাড়ি লিখে নেওয়ার দাবি, অপমানের শেষ ছিল না। শেষ পর্যন্ত বিচ্ছেদ।
তবে এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু হয় তাঁর দ্বিতীয় জীবন। মায়ের হাত ধরে জিমে ভর্তি, গুরু সোনু শর্মার তত্ত্বাবধানে শুরু পাওয়ারলিফটিং যাত্রা। একটি দুর্ঘটনায় হাত ভেঙে গেলেও, মন ভাঙেনি গীতাঞ্জলির জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে জাতীয়, তারপর আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে নেপালের কাঠমান্ডুতে এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা ও রুপো জয়! মায়ের সোনার গয়না বিক্রি করে পাওয়া সুযোগ আজ ফিরিয়ে এনেছে দেশের জন্য সোনার গৌরব।

07/10/2025

শ্বশুরবাড়িতে অস্বাভাবিক পরিস্থিতিকে কেন্দ্র করে মৃত্যু এক গৃহবধুর।
ভারত পশ্চিমবঙ্গ DARGILING,DISTRICT. Jalpaiguri PC Link India

গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে।হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ও বিশিষ...
07/10/2025

গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে।

হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট আইনজীবী নরেন্দ্রনাথ সাহা (৪৫)-র মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা। সোমবার গভীর রাতে মালদা জেলার কনুয়া ভবানীপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান নরেন্দ্রনাথ সাহা। আহত হয়েছেন আরও চারজন শেখর সাহা, শশাঙ্ক সাহা, মনোজ কুমার দাস ও পুলক সাহা। আহতদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালসহ মালদা ও রায়গঞ্জের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘাতক স্করপিওটি আটক করেছে।
তবে ঘটনাকে ঘিরে সামনে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ এটি নাকি সাধারণ দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন!
মৃতের স্ত্রী মঞ্জু সাহা দাবি করেছেন, তাঁর স্বামীকে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগের তীর স্থানীয় বাসিন্দা বিপদ প্রামাণিক-এর দিকে, যাঁর সঙ্গে দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত ও রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল নরেন্দ্রনাথবাবুর। রাজনৈতিক মহলের মতে, ঘটনাটির পেছনে দলীয় প্রতিহিংসার গন্ধও থাকতে পারে, কারণ আহতদের মধ্যে দু’জন স্থানীয় তৃণমূল নেতাও রয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, বিপদ প্রামাণিক নাকি ইতিমধ্যেই থানায় আত্মসমর্পণ করেছেন, যদিও পুলিশ বিষয়টি এখনো সরকারি ভাবে নিশ্চিত করেনি। পুলিশ জানিয়েছে, তদন্তে কোনও ত্রুটি রাখা হবে না। এদিকে এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর জুড়ে তীব্র চাঞ্চল্য, শুরু হয়েছে রাজনৈতিক মহলে চর্চা। প্রশাসন কড়া নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। নরেন্দ্রনাথ সাহার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকার মানুষের মনে।
ভারত পশ্চিমবঙ্গ PC Link India Malda

07/10/2025

ম্যাট ম্যান বন্যা নয় মমতা ম্যাড বন্যা বাগডোগরা বিমানবন্দরে বললেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য।
ভারত পশ্চিমবঙ্গ Alipurduar PC Link India Siliguri

07/10/2025

ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গের জলদাপড়ার শিশামারায় !!!
ভারত পশ্চিমবঙ্গ Jaldapara National Park

জঙ্গিপুর ফাঁড়ির বড়সড় সাফল্য, ৮৬ গ্রাম হেরোইন ও সাড়ে পাঁচ লক্ষ টাকা উদ্ধার, এক গ্রেপ্তার। মুর্শিদাবাদে মাদক বিরোধী অভ...
06/10/2025

জঙ্গিপুর ফাঁড়ির বড়সড় সাফল্য, ৮৬ গ্রাম হেরোইন ও সাড়ে পাঁচ লক্ষ টাকা উদ্ধার, এক গ্রেপ্তার। মুর্শিদাবাদে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ৮৬ গ্রাম হেরোইন এবং প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে, ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতের বাড়ি রঘুনাথগঞ্জ থানার তেঘরী মণ্ডলপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হেরোইন পাচার চক্রের সঙ্গে তার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ।
ভারত পশ্চিমবঙ্গ Murshidabad

বিহারে ভোটের দিন ঘোষণা...ভারত BJP Bihar PC Link India
06/10/2025

বিহারে ভোটের দিন ঘোষণা...
ভারত BJP Bihar PC Link India

নাগরকাটায় বিজেপির দুই নেতার উপর হামলার নিন্দা করে এদিন এক্স হ্যান্ডেলে ইংরেজি ও বাংলায় প্রধানমন্ত্রী লেখেন, যেভাবে আমাদে...
06/10/2025

নাগরকাটায় বিজেপির দুই নেতার উপর হামলার নিন্দা করে এদিন এক্স হ্যান্ডেলে ইংরেজি ও বাংলায় প্রধানমন্ত্রী লেখেন, যেভাবে আমাদের দলের সহকর্মীরা-যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন। পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অংসবেদনশীলতা এবং রাজ্যের আইনশৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন।
ভারত পশ্চিমবঙ্গ Nagrakata, West Bengal, India PC Link India

নাগরাকাটায় দুর্গতদের পাশে দাঁড়াতে হবে, রাজনীতি ভুলে—মুখ্যমন্ত্রীর বার্তা“শান্ত থাকুন, সংযত থাকুন।”নাগরাকাটায় বিজেপি সাংস...
06/10/2025

নাগরাকাটায় দুর্গতদের পাশে দাঁড়াতে হবে, রাজনীতি ভুলে—মুখ্যমন্ত্রীর বার্তা

“শান্ত থাকুন, সংযত থাকুন।”
নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শংকর ঘোষের উপর হামলার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দেন।
সাধারণ মানুষ যাতে কোনও প্ররোচনায় পা না দেন, সেটিও তিনি এদিন স্পষ্ট করে জানান। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে সোমবার সরেজমিনে উত্তরের নাগরাকাটা এলাকায় পৌঁছন মুখ্যমন্ত্রী, তিনি দুর্যোগ কবলিতদের সঙ্গে দেখা করেন। মানুষদের উদ্দেশে বার্তা দেন, রাজনীতি ভুলে এই সময় দুর্গতদের পাশে দাঁড়াতে হবে।
নাগরাকাটায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে শংকর ঘোষ ও খগেন মুর্মু আক্রান্ত হন, তাঁদের লক্ষ্য করে চলে ইটবৃষ্টি, বিজেপি সাংসদ রক্তাক্ত, শংকর ঘোষও আহত। সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদেরও মারধর করা হয়।
মুখ্যমন্ত্রী বলেন কোনও ঘটনা ঘটুক আমি চাই না, তবে কেউ যদি প্লাবন এলাকায় ৩০/৪০ টা গাড়ি নিয়ে চলে যায় তাহলে জনতার ক্ষোভ হয়। রাজনীতি করতে আমি ওই এলাকায় যেতে চাই না। ডিজি পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। সবার সঙ্গে কথা বলেছি।
ভারত পশ্চিমবঙ্গ Nagrakata, West Bengal, India PC Link India

ভরা দামোদরে ৩৫ কিলোমিটার ভেসেও বেঁচে গেলেন ৭০+ বয়সী বৃদ্ধা!রায়নার জাকতা গ্রামের মাতুরি টুডু, রবিবার দুপুরে সামোদর নদীতে ...
06/10/2025

ভরা দামোদরে ৩৫ কিলোমিটার ভেসেও বেঁচে গেলেন ৭০+ বয়সী বৃদ্ধা!

রায়নার জাকতা গ্রামের মাতুরি টুডু, রবিবার দুপুরে সামোদর নদীতে স্নান করতে নেমেছিলেন।
কিন্তু তীব্র স্রোতের সঙ্গে লড়াই করতে করতে হঠাৎ পা হড়কে নদীতে পড়ে যান। নদীর ভরা স্রোতে তিনি প্রায় ৩৫ কিলোমিটার ভেসে জামালপুর থানার মুইদিপুর এলাকায় পৌঁছান। নদীর গভীরে তলিয়ে যাচ্ছিলেন, আবার ভেসে উঠছিলেন। খড়কুটো, কচুরিপানা, বাঁশের খুঁটি—সবই আঁকড়ে ধরেন প্রাণে বেঁচে থাকার জন্য, ঘণ্টার পর ঘণ্টা ঠান্ডা জল আর প্রবল স্রোতের সঙ্গে লড়াই, অবশেষে রাত নেমে আসার আগে গ্রামবাসীর সাড়া পেয়ে উদ্ধার হন। তৃণমূল নেতা তপন দে ও ব্লক সভাপতি মেহেমুদ খান উদ্ধার অভিযান পরিচালনা করেন, তারপর তাঁকে জামালপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়, মাতুরি হাসপাতালের শয্যায় ক্লান্ত কাঁপা গলায় বলেন: স্নান করতে নেমেছিলাম, তারপর কিছুই মনে নেই।
ভারত পশ্চিমবঙ্গ PC Link India

নাগরাকাটায় ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা!৫০ বছরের ইতিহাসে এই মাত্রার দুর্যোগ দেখেননি স্থানীয়রা।গত রবিবার ভোররাতে না...
06/10/2025

নাগরাকাটায় ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা!

৫০ বছরের ইতিহাসে এই মাত্রার দুর্যোগ দেখেননি স্থানীয়রা।
গত রবিবার ভোররাতে নাগরাকাটা ব্লকে শুরু হয় অতি বৃষ্টি, আর তা থেকে তৈরি হয়েছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।
ক্ষতিগ্রস্ত এলাকা ও পরিবার, ৫০০+ শ্রমিক পরিবারের ঘরবাড়ি বামনডাঙ্গা মডেল ভিলেজ, ১৮ নম্বর লাইন, বিছ লাইন, হাতি লাইন মিলিয়ে ভেসে গেছে।
সুলকাপাড়া, ছাড়টন্ডু, খয়েরবাড়ি এক নম্বর গ্রামসহ বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত।
জিতি চা বাগানের নয়া লাইন এলাকায় ৭০টি পরিবার, গাঠিয়া লাইনের ৬০টি পরিবার বিচ্ছিন্ন, পানীয় জলের অভাব, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, রাস্তার ক্ষতি। মৃত্যু হয়েছে ৫ জনের, প্রায় শতাধিক গবাদিপশু গরু-ছাগল, মহিষ ভেসে গেছে। বাসিন্দারা রাতভর ফ্যাক্টরির ভিতরে আশ্রয় নিয়েছেন। নাগরাকাটার সঙ্গে বামনডাঙ্গা সংযোগকারী রাস্তা ভেঙে গেছে, ১৭ নম্বর জাতীয় সড়কের কালিখোলা সেতু ভেঙে বানারহাটের সঙ্গে যোগাযোগ বন্ধ, টানাটানি সেতুর পাশের রাস্তা পুরোপুরি ভেঙে এলাকাটি বিচ্ছিন্ন। মালবাজারের মহকুমা শাসক শুভম কুন্দল: “সরকারি ত্রাণ শিবির খোলা হয়েছে, ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে, তৃণমূল ব্লক সভাপতি প্রেম ছেত্রী: প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে, মন্ত্রী বুলুচিক বড়াইক: রাত থেকে বৃষ্টি কমায় পরিস্থিতি কিছুটা উন্নতি করছে। যদিও জল কমেছে, কিন্তু রাস্তা, সেতু ও যোগাযোগ ব্যবস্থা এখনও বিপর্যস্ত, প্রশাসনের তৎপরতা থাকলেও এখনও অনেক পরিবার ত্রাণ ও নিরাপদ আশ্রয়ের জন্য অপেক্ষা করছে।
ভারত পশ্চিমবঙ্গ Nagrakata, West Bengal, India PC Link India

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when PC News বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PC News বাংলা:

Share