06/10/2025
নাগরাকাটায় ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা!
৫০ বছরের ইতিহাসে এই মাত্রার দুর্যোগ দেখেননি স্থানীয়রা।
গত রবিবার ভোররাতে নাগরাকাটা ব্লকে শুরু হয় অতি বৃষ্টি, আর তা থেকে তৈরি হয়েছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।
ক্ষতিগ্রস্ত এলাকা ও পরিবার, ৫০০+ শ্রমিক পরিবারের ঘরবাড়ি বামনডাঙ্গা মডেল ভিলেজ, ১৮ নম্বর লাইন, বিছ লাইন, হাতি লাইন মিলিয়ে ভেসে গেছে।
সুলকাপাড়া, ছাড়টন্ডু, খয়েরবাড়ি এক নম্বর গ্রামসহ বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত।
জিতি চা বাগানের নয়া লাইন এলাকায় ৭০টি পরিবার, গাঠিয়া লাইনের ৬০টি পরিবার বিচ্ছিন্ন, পানীয় জলের অভাব, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, রাস্তার ক্ষতি। মৃত্যু হয়েছে ৫ জনের, প্রায় শতাধিক গবাদিপশু গরু-ছাগল, মহিষ ভেসে গেছে। বাসিন্দারা রাতভর ফ্যাক্টরির ভিতরে আশ্রয় নিয়েছেন। নাগরাকাটার সঙ্গে বামনডাঙ্গা সংযোগকারী রাস্তা ভেঙে গেছে, ১৭ নম্বর জাতীয় সড়কের কালিখোলা সেতু ভেঙে বানারহাটের সঙ্গে যোগাযোগ বন্ধ, টানাটানি সেতুর পাশের রাস্তা পুরোপুরি ভেঙে এলাকাটি বিচ্ছিন্ন। মালবাজারের মহকুমা শাসক শুভম কুন্দল: “সরকারি ত্রাণ শিবির খোলা হয়েছে, ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে, তৃণমূল ব্লক সভাপতি প্রেম ছেত্রী: প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে, মন্ত্রী বুলুচিক বড়াইক: রাত থেকে বৃষ্টি কমায় পরিস্থিতি কিছুটা উন্নতি করছে। যদিও জল কমেছে, কিন্তু রাস্তা, সেতু ও যোগাযোগ ব্যবস্থা এখনও বিপর্যস্ত, প্রশাসনের তৎপরতা থাকলেও এখনও অনেক পরিবার ত্রাণ ও নিরাপদ আশ্রয়ের জন্য অপেক্ষা করছে।
ভারত পশ্চিমবঙ্গ Nagrakata, West Bengal, India PC Link India