
18/09/2025
মা ছিলেন, নম্রতার প্রতিমূর্তি । এত লোক তাঁহার পদধূলি পাইলে আপনাদিগকে কৃতার্থ বোধ করিত, তথাপি তিঁনি নিজেকে ঠাকুরের একজন কৃপাপ্রাপ্তা চরণাশ্রিতা বলিয়াই মনে করিতেন। দীক্ষা প্রদানের পর ঠাকুরকে দেখাইয়া বলিতেন, "ঐ উনিই গুরু।" যদিও কখনও কখনও খুব অন্তরঙ্গভাবে কথা বলিতে বলিতে তিঁনি কে -এইসব কথা অলক্ষ্যে মুখ দিয়া বাহির হইয়া পড়িত, কিন্তু ঐ ভাবকে তিঁনি মনেও স্থান দিতেন না। তাঁহার যাহা কিছু সবই ঠাকুর। জনৈকা প্রাচীনা স্ত্রী ভক্ত একদিন মায়ের শেষ অসুখের সময় তাঁহাকে "তুমি জগদম্বা, তুমিই সব "ইত্যাদি বলিয়া যেমন প্রসংশা করিতেছেন, অমনি মা রুক্ষস্বরে বলিয়া উঠিলেন,"যাও, যাও, জগদম্বা! তিনি দয়া করে পায়ে আশ্রয় দিয়েছিলেন বলে বর্তে গেছি। তুমি জগদম্বা!তুমি হেন!"
বেরোও এখান থেকে। যদিও তিঁনি তাঁহার সমন্ধে কোন ভক্তের আন্তরিক বিশ্বাসকে বিচলিত করিতেন না, তথাপি এইরূপ প্রশংসাবাদ তাঁহার সহ্য হইত না।
তাঁহার নিজের ইচ্ছা বা ন্যায্য বিবেচনার বিরুদ্ধে কেহ কোন কথা বলিলে তিঁনি প্রথমে উহা মানিয়া লইতেন। পরে ধীরে ধীরে নিজে যেটি ইচ্ছা করিতেন তাহা বলিয়া প্রশ্নকারীকেই জিজ্ঞাসা করিতেন, আচ্ছা এরকম হলে কেমন হয়? এইরূপে ক্রমশঃ তাহাকে স্বমতে আনয়ন করিতেন। কখনও তাহার মুখের উপর তোমার ওকথা কিছু না বলিয়া উত্তর দিতেন না। একদিন পূর্ণবাবুর স্ত্রী দীক্ষার কথা উত্থাপন করিয়া মাকে বলিলেন, মা, আপনি তো শীঘ্রই দেশে চলে যাচ্ছেন, আর আমরাও সিমলা পাহাড়ে যাব। আবার কবে দেখা হবে। মন্ত্র নেবার ইচ্ছা, কিন্তু আমার জাতাশৌচ হয়েছে। গোলাপ মা ও যোগেন মা নিকটে ছিলেন। তাহারা বলিলেন, অশৌচে কি দীক্ষা হয়? এখন কি করে নেবে? মাও তাহাদের কথায় সায় দিয়া বলিলেন, তাই তো, কি করে হবে তাহলে? সেইসময় বরেনবাবুর পিসিও সেখানে ছিলেন। একদিন তিনি মাকে একা পাইয়া জিজ্ঞাসা করিলেন, মা আপনি কি জাতাশৌচ মানেন? মা বলিলেন, কায়াপ্রাণে ন সম্বন্ধ,আবার জাতাশৌচ! কালীপূজার দিন ওকে গঙ্গাস্নান করিয়ে নিয়ে এসো। পরে পূর্ণবাবু নিজেই নির্দিষ্ট দিনে তাহাকে মায়ের নিকট লইয়া যান।
মায়ের কথা অখণ্ড
🙏🏻🙏🏻🙏🏻 জয় মা 🙏🙏🙏
Tomar Golpo Anar Konthe
Mrinmoy Roy