শালিধান

শালিধান নতুন প্রকাশনা... নতুন ভাবনা... নতুন উদ্যোগ...

 #প্রকাশিতব্য #শালিধান
02/05/2025

#প্রকাশিতব্য
#শালিধান

সকলের জ্ঞাতার্থে...
29/04/2025

সকলের জ্ঞাতার্থে...

     #শালিধান  #নতুনবই  #উপন্যাস #বাংলাব‌ই    fans এই কাহিনিতে রয়েছে সৌনকের জীবনের এলোমেলো কিছু বসন্তের গল্প। আমাদের জী...
27/04/2025



#শালিধান
#নতুনবই
#উপন্যাস
#বাংলাব‌ই


fans

এই কাহিনিতে রয়েছে সৌনকের জীবনের এলোমেলো কিছু বসন্তের গল্প। আমাদের জীবনে বসন্ত আসে কয়েক মুহূর্তের জন্য। দৈনন্দিন জীবনের গ্লানি আর ভালো থাকার রেষারেষিতে বসন্তকে ছুঁয়েই আমাদের হারিয়ে যাওয়ার বায়না। সুখ-দুঃখের আসা-যাওয়ার মাঝে একবার উঁকি দিলেই আমরা খুঁজে পাব রঙিন বসন্তকে।
কলেজ ও তার পরবর্তী কিছু বছর পার করে সৌনকের স্বপ্ন এবং তার কর্মজীবনকে কেন্দ্র করে উঠে এসেছে কতকগুলো মানুষের এক জীবনের নানান অধ্যায়ের টুকরো টুকরো কয়েকটা খণ্ড। এই কাহিনিতে আছে সিনেমা আর শুটিংয়ের বিচিত্র সব অভিজ্ঞতা। নিয়তির বিচিত্র সব নিষ্ঠুর কর্মকাণ্ড।
এই উপন্যাসে প্রেমকে একটুও নতুন করে তুলে ধরা হয়নি। আদি-অকৃত্রিম পরকীয়া আর মুখরোচক কেচ্ছা-কাহিনিকে গ্লোরিফাই করে, লেখক গ্ল্যামার আনার চেষ্টা করেছেন তাঁর প্রথম সাহিত্যকীর্তিতে।
মোহর ও তার মায়ার খেলাকে ঘিরে তৈরি হয়েছে ভালোবাসার বাড়ি। তারপর বীভৎস এক বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে সেই মায়ার জগৎ। বৈরাগ্য নেমে এসেছে বসন্তের জীবনে।
পুনশ্চ: খুব উঁচু থেকে জীবনকে দেখলে বোঝা যায় আমাদের জীবনে প্রেমের সম্পর্কগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকা কতকগুলো পাহাড়ি গ্রাম ছাড়া আর কিছুই নয়। পৃথক পৃথক রুচি আর সংস্কৃতিসম্পন্ন জনপদ। যার মধ্যে দিয়ে পাকদণ্ডী পথ উঠে গেছে জীবন ফুরিয়ে যাওয়ার দিকে। এই পথ ধরে অন্ধের মতো ঠোক্কর খেতে খেতে এগিয়ে চলেছে অধিকাংশ মানুষ। বেঁচে থাকার সুধারসকে আস্বাদন না করেই, সুগন্ধি ঘ্রাণ অন্তরের গভীরে টেনে না নিয়েই আমাদের যে চলা, সে চলা তো না চলারই মতো।

এলোমেলো বসন্ত
সায়ন্তন বোস
মুদ্রিত মূল্য: 599/-
প্রকাশক: শালিধান প্রকাশন

  #বাংলাব‌ই কাউকে ভালোবাসলে তার উপর ঠিক কতটা অধিকার থাকে? তার সাথে কী কী করা যায়?‘রিউ, একটা অন্ধবিশ্বাস’ ভালোবাসা, বিশ্ব...
24/04/2025


#বাংলাব‌ই

কাউকে ভালোবাসলে তার উপর ঠিক কতটা অধিকার থাকে? তার সাথে কী কী করা যায়?
‘রিউ, একটা অন্ধবিশ্বাস’ ভালোবাসা, বিশ্বাস, আর অধিকারের সূক্ষ্ম সীমারেখা নিয়ে রচিত এক রোমান্টিক উপন্যাস।
‘ম্যারি*টাল রে*প’-এর সংবেদনশীল প্রেক্ষাপটে নির্মিত এই উপন্যাসে ধরা পড়েছে এক পবিত্র সম্পর্কের জটিলতা, যা ভালোবাসা এবং অধিকারবোধের অন্ধবিশ্বাসকে প্রশ্নের মুখে ফেলে।
নীর এবং রিউ, গল্পের কেন্দ্রীয় দুই চরিত্র, একে অপরকে অগাধ ভালোবাসায় জড়িয়ে রেখেছে। কিন্তু এই ভালোবাসা কি অধিকারও দেয়? ভালোবাসা আর অধিকারের মাঝে কতটা ফারাক?

রিউ একটা অন্ধবিশ্বাস
লেখকঃ নয়ন মালেক
প্রকাশকঃ শালিধান
মুদ্রিত মূল্যঃ 299/-

প্রাপ্তিস্থান:
কলেজ স্ট্রিট:
👉 দে'জ পাবলিশিং
👉 দে বুক স্টোর (দীপুদা)
👉 আদি দে বুক স্টোর
👉 শব্দ
বর্ধমান:
👉 শ্রী গণেশ ক্রিয়েশনস্ (হোয়াটস্ অ্যাপ): 7001877312
অনলাইনে অর্ডার করা যাচ্ছে এই লিংক থেকে: https://shalidhan.in/product/riu-ekta-andhobiswas/

Nayan Malek

    #বইয়েরখোঁজপ্রকাশিত হল কাব্যগ্রন্থ 'বাবুই পাখির গান'...Sekhar Bhattacharya
09/04/2025




#বইয়েরখোঁজ

প্রকাশিত হল কাব্যগ্রন্থ 'বাবুই পাখির গান'...

Sekhar Bhattacharya

22/03/2025

সতর্ক হবার সময় চলে যাচ্ছে...

সকলকে দোল এবং হোলির শুভেচ্ছা...
14/03/2025

সকলকে দোল এবং হোলির শুভেচ্ছা...

 #শালিধানপ্রকাশন  #রাংতা     #নতুনবই  #শালিধান সব্যসাচী আর রাই দুই সাংবাদিকের জীবন কোথাও এসে মিলে গেছে দুর্নীতির পাকদণ্ড...
27/02/2025

#শালিধানপ্রকাশন
#রাংতা
#নতুনবই #শালিধান

সব্যসাচী আর রাই দুই সাংবাদিকের জীবন কোথাও এসে মিলে গেছে দুর্নীতির পাকদণ্ডী রাস্তায়। ব্যর্থ নকশাল থেকে শাসক নেতা, নিরুদ্দেশ হওয়া এক কমিউনিস্ট কীভাবে মিলে যায় জীবনের এক সূত্রে? সব্যসাচীর জীবনে বারবার ফিরে আসে একজন, সব্যসাচী কি সত্যিই তার মৃত্যুর জন্য দায়ী? নিয়োগ দুর্নীতিতে জড়িত মন্ত্রীর বাড়ি থেকে কীভাবে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা? তেভাগার চর হঠাৎই মিডিয়ার শিরোনামে উঠে আসে কেন? কী অভিযোগ সেখানকার মহিলাদের? কীভাবে ভোট মেশিনারি কাজ করে বাংলার প্রত্যন্ত গ্রামে-গঞ্জে? বাংলার সংবাদমাধ্যমের আনাচকানাচে কীভাবে চলে খবরের বিকিকিনি? প্রতিনিয়ত কীভাবে ঘটে চলে সত্যের অপমৃত্যু?
শাসক-শোষক-শোষিতের কোনটা মুখ আর কোনটা মুখোশ বুঝে ওঠা মুশকিল। সমাজ-রাজনীতি ও ব্যক্তিগত প্রত্যেকটি সম্পর্কই আসলে ‘রাংতা’ মোড়া। চকচকে মোড়কের ভেতরে শুধুই অন্ধকার? নাকি দুঃসময়ের এই চক্রবূহেও স্বপ্ন বুনতে পারে এক যুগল। তাদের স্বপ্ন কি দিনের আলো দেখবে? নাকি মনের দ্বন্দ্ব আর সাংসারিক রাজনীতি তাদের পথ আলাদা করে দেবে?

এই উপন্যাস শোনাবে কিছু মানুষের গল্প, যারা একদিন ভাল থাকতে চেয়েছিল... আর হ্যাঁ, এই উপন্যাস ‘অরাজনৈতিক’ নয়।

রাংতা
রূপক চট্টোপাধ্যায়
প্রচ্ছদ - শুভমজিৎ দাস
প্রকাশক - শালিধান প্রকাশন
মুদ্রিত মূল্য - ২৯৯ টাকা

     #শালিধান মানবদেহে পুষ্টির ভূমিকাকে অস্বীকার করা যায় না। শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কী কী সে সম্পর্কে সম...
27/02/2025

#শালিধান

মানবদেহে পুষ্টির ভূমিকাকে অস্বীকার করা যায় না। শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কী কী সে সম্পর্কে সম‍্যক ধারণা সাধারণ মানুষের নেই বললেই চলে। ম্যাক্রো [কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট] এবং মাইক্রো [সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস] নিউট্রিয়েন্ট সম্পর্কেই বা আমরা কতটুকু জানি!

অতি-আধুনিক সময়ে মানুষের ওজন বৃদ্ধি বা ওবিসিটি এক মহামারীর আকার ধারণ করেছে। নিজের দেহের কতটা ওজন থাকা সঠিক সে সম্পর্কেও নানা জনের নানা মত।

বিএমআই, বিএমআর, টিডিইই শব্দগুলি পাঠ‍্য বইয়ের বাইরে আম-আদমির জীবনে তেমন গুরুত্বপূর্ণ জায়গা দখল করতে পারেনি।

পুষ্টির গুরুত্বপূর্ণ প্রক্রিয়া মেটাবলিজম বা বিপাক মেটাবলিজম---- সম্পর্কেই বা আমরা কতটুকু জানি!

বিভিন্ন ধরনের লাইফ স্টাইল ডিজিজ যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপো থাইরয়েডিজম, কিডনির অসুখ, উচ্চ কোলেস্টেরল, উচ্চ ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি লিভার, ইউরিক অ্যাসিড, পিসিওডি, পিসিওএস প্রভৃতি অসুখে কী খাওয়া উচিৎ, কী খাওয়া উচিৎ নয়!

মহিলাদের ক্ষেত্রে মেনোপজ একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সম্পর্কেও ইতিউতি ছড়িয়ে রয়েছে বিবিধ বিভ্রান্তিকর তথ‍্য এবং তত্ত্ব।

পুষ্টির নিরিখে সামগ্রিকভাবে ভারতীয় সমাজের অবস্থাই বা কীরকম!

পুষ্টিবিজ্ঞান সংক্রান্ত মনোজ্ঞ আলোচনা এবং সহজ-সরল বৈজ্ঞানিক ভাবনায় সমৃদ্ধ হয়েছে রেশমী মিত্র-র প্রথম বই---- 'পুষ্টির আদ‍্যোপান্ত'।

পুষ্টির আদ্যোপান্ত
লেখক: রেশমী মিত্র
প্রচ্ছদ: সাগ্নিক কুণ্ডু
প্রকাশক: শালিধান
মুদ্রিত মূল্য ৩৯৯/- টাকা

Address

10, Kartick Bose Street
Kolkata
700009

Alerts

Be the first to know and let us send you an email when শালিধান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category