30/08/2025
বন্ধুরা, বরাবরের মতো এবারেও আগামী ৩রা সেপ্টেম্বর, বুধবার মহানায়কের জন্মদিবসে উত্তমকুমার মেমোরিয়াল কালচারাল কমিটি আয়োজিত অনুষ্ঠানে উত্তমভক্তদের বাড়তি প্রাপ্তি হিসাবে থাকছে “উত্তমকুমার ও স্বর্ণযুগ” এর স্টল। স্থান উত্তমমঞ্চ। সময় বিকেল ৩.৩০ টা। উত্তমভক্তেরা ওনার নানান সামগ্রী বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকেন। কিন্তু একজায়গায় এত উত্তমসম্ভার প্রদর্শনী ও বিনিময়ের সুযোগ এর আগে হয়েছে বলে আমার জানা নেই। থাকছে উত্তমকুমারের পুরানো বই, আমাদের প্রকাশিত বিভিন্ন বই ও বিগত ২৪ শে জুলাইয়ের মতো এবারেও গ্রুপের পক্ষে প্রকাশিত হচ্ছে তিন তিনটি বই।
প্রথম বইটি সম্বন্ধে আজ কিছু আলোচনা রাখব আপনাদের কাছে বইটির লেখক ভ্রাতৃপ্রতীম গ্রুপ সহ সঞ্চালক, অরিজিৎ ভট্টাচার্য্য। খুব ভালো লেখার হাত, সময়টা কম পায়। আদ্যন্ত উত্তমভক্ত এবং এই ব্যাপারে ভীষনই আবেগী। উত্তমকুমারকে জন্ম শতবর্ষে শ্রদ্ধা জানাতে গ্রুপের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি, গ্রুপে যাঁরা লেখালিখি করেন তাঁদের সুযোগ দিয়েছি নিজেদের স্বপ্ন পূরনের। এর আগে তাঁরা আমাদের ম্যাগাজিনে লেখার সুযোগ পেলেও স্বনামে পূর্ণাঙ্গ গ্রন্থপ্রকাশের অনন্য অনুভূতি ও অভিজ্ঞতা ঘটছে এ বছরই।
আপনাদের অবগতির জন্য জানাই ২৪শে জুলাই তিনজনার বই বেরিয়েছিল। বিশিষ্ট লেখক শ্রী ইন্দ্রজিৎ নন্দী, এককালের নামী ফটোগ্রাফার শ্রী পাহাড়ী রায়চৌধুরী ও আমার। এবারো তিনজনার বই বেরোচ্ছে যার মধ্যে প্রথম নাম অবশ্যই অরিজিৎ। অনেক দিন ধরেই ও এই স্বপ্নের কথা আমার সাথে শেয়ার করেছে। ও হয়তো ভাবেও নি গ্রুপের মাধ্যমে এটা হয়ে যাবে। ও কেন, আমিও কি কখনো ভেবেছিলাম! কিন্তু আমাদের প্যাশন, গুরুর আশীর্বাদ ও সতীর্থদের ভালোবাসা সহযোগিতায় অনেক কিছুই সম্ভব হয়েছে। বাকিদের দিকেও নানাভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।
অরিজিৎ তার দক্ষ কলমে বেশ কিছু কাহিনী দিয়ে তার এই বইটিকে সাজিয়েছে। সাথে আছে বেশ কিছু দূর্লভ ছবি। প্রচ্ছদটা ওরই করা। মুদ্রন - অনিতা মন্ডল। আমাদের অন্য কাজগুলির মতো উত্তমভক্তেরা অরিজিতের এই বইটিও সংগ্রহে রাখবেন এই আশা রইলো।