AsthirKabi page

AsthirKabi page ভাল লাগলে লাইক দিন ।

জুলাই মাস মানে শুধু মহানায়কের প্রয়াণমাস নয়। তাঁর অকালমৃত্যু হয়েছিল এটা প্রায় সকলেই বলেন। কিন্তু এই মাসেই তার চেয়েও বড়ো আ...
12/07/2025

জুলাই মাস মানে শুধু মহানায়কের প্রয়াণমাস নয়। তাঁর অকালমৃত্যু হয়েছিল এটা প্রায় সকলেই বলেন। কিন্তু এই মাসেই তার চেয়েও বড়ো আরেকটি অকালমৃত্যু হয়েছিল। মহানায়ক প্রয়াণের মাত্র পাঁচ বছর পরে ১৯৮৫ তে তাঁর প্রয়াণদিবসের ঠিক দুদিন আগে অর্থাৎ ২২শে জুলাই আমাদের মতো দুর্ভাগাদের ছেড়ে চিরকালের জন্য অমৃতলোকে পাড়ি দেন মহুয়া। রেখে গেলেন কমবেশী শখানেক ছবি যার বেশীরভাগই সুপারহিট, হিট বা অ্যাভারেজ। শুরুর দিকের দু চারটে ছবি ছাড়া মহুয়ার কেরিয়ারে ফ্লপ বা সুপারফ্লপ নেই বললেই চলে। উত্তমের চলে যাওয়া ও সুচিত্রার স্বেচ্ছাবসরের পর অঞ্জন চৌধুরীর আগমনের পূর্বকাল অবধি একসময় তো ধরেই নেয়া হয়েছিল, বক্স অফিসের ত্রাতা হলেন মহুয়া। কিছু মৃত্যু বাংলা ইন্ডাস্ট্রির অপূরনীয় ক্ষতি করেছে। উত্তমকুমারের বিদায়, মহুয়ার বিদায় সেরকমই ক্ষতির নিদর্শন।

উত্তমকুমার অভিনীত কোন কোন চলচ্চিত্রের রিমেকে রাজেশ খান্না অভিনয় করেছিলেন ?
11/07/2025

উত্তমকুমার অভিনীত কোন কোন চলচ্চিত্রের রিমেকে রাজেশ খান্না অভিনয় করেছিলেন ?

উত্তমকুমার অভিনীত এমন একটি ছবির নাম লিখুন যেখানে শুধু বিচ্ছেদ দেখিয়েই থেমে যাননি পরিচালক, নায়ককে মেরেও ফেলেছেন।
11/06/2025

উত্তমকুমার অভিনীত এমন একটি ছবির নাম লিখুন যেখানে শুধু বিচ্ছেদ দেখিয়েই থেমে যাননি পরিচালক, নায়ককে মেরেও ফেলেছেন।

তরুন মজুমদারের পরিচালক হওয়াই হয়তো হত না উত্তমকুমার ও সুচিত্রা সেন না থাকলে। যাত্রিকের হয়ে প্রথম ছবি চাওয়া পাওয়া তে এই দু...
10/06/2025

তরুন মজুমদারের পরিচালক হওয়াই হয়তো হত না উত্তমকুমার ও সুচিত্রা সেন না থাকলে। যাত্রিকের হয়ে প্রথম ছবি চাওয়া পাওয়া তে এই দুজন অর্ধেক রেট এ কাজ করে দেন। কিন্তু পরের ছবি কাঁচের স্বর্গ তে উত্তমকুমারের বদলে দিলীপ মুখার্জীকে নায়ক হবার প্রস্তাব দেন তনুবাবু। তার পরের ছবি পলাতকে প্রথম প্রযোজক অসিত চৌধুরী চাওয়া স্বত্বেও উত্তমকুমারকে নায়ক করেননি তিনি। প্রযোজক বদল করেন কিন্তু নায়ক বদলান নি। ভাল ছবি বানাতে জানলে সেরা সময়ের উত্তমকুমারকে বাদ দিয়েও যে ইন্ডাস্ট্রি চালানো যায় সেটা দেখিয়েছিলেন তরুন মজুমদার। যদিও উত্তম সম্পর্কে তাঁর শ্রদ্ধাবোধ কোন পর্যায়ের ছিল তা তাঁর লেখা বইয়ে বহুবার ধরা পড়েছে। অনেকেই পুরানো উপকারের কথা ভুলে যায়, তনুবাবু ভোলেননি। যে অনুপ কুমারকে কমেডিয়ান ছাড়া কেউ আর কিচ্ছুটি ভাবতে পারত না, ছবির পর ছবিতে তাঁকে নায়ক বানিয়েছেন তিনি। এমনকি পরবর্তীকালে পার্শ্বচরিত্রেও ভোম্বলদার মত অসাধারন চরিত্র তাঁকে দিয়ে করিয়েছেন। তবু মনে খেদ হয়, একটি ছবিতে কি উত্তমকুমারকে কাস্ট করা যেতো না ? কি মনে করেন আপনারা ?

এই সিনেমায় উত্তম নায়িকা ছিলেন সবিতা বসু। তাঁকে আর কোন সিনেমায় উত্তমকুমারের বিপরীতে আমরা পেয়েছি ???
25/05/2025

এই সিনেমায় উত্তম নায়িকা ছিলেন সবিতা বসু। তাঁকে আর কোন সিনেমায় উত্তমকুমারের বিপরীতে আমরা পেয়েছি ???

উত্তমকুমার প্রযোজিত একটি ছবির নাম কমেন্টবক্সে লিখুন। পারলে প্রথম প্রযোজিত সিনেমার নাম লিখবেন।
24/05/2025

উত্তমকুমার প্রযোজিত একটি ছবির নাম কমেন্টবক্সে লিখুন। পারলে প্রথম প্রযোজিত সিনেমার নাম লিখবেন।

কোন বিখ্যাত বঙ্গ নায়িকা - গায়িকাকে ছবিতে দেখা যাচ্ছে ??
06/05/2025

কোন বিখ্যাত বঙ্গ নায়িকা - গায়িকাকে ছবিতে দেখা যাচ্ছে ??

সুব্রত মিত্রের স্মৃতিচারনায় মহানায়ক। ছবিতে দেখানো এই খন্যান স্টেশানটি কোন লাইনে ?
06/05/2025

সুব্রত মিত্রের স্মৃতিচারনায় মহানায়ক। ছবিতে দেখানো এই খন্যান স্টেশানটি কোন লাইনে ?

শুন বরনারী ছবিতে উত্তমকুমার অভিনীত চরিত্রটির নাম কি ছিল ?
29/04/2025

শুন বরনারী ছবিতে উত্তমকুমার অভিনীত চরিত্রটির নাম কি ছিল ?

ধর্মেন্দ্রর সাথে সুচিত্রা সেন। কোন সিনেমার শুটিং চলছে ?
22/04/2025

ধর্মেন্দ্রর সাথে সুচিত্রা সেন। কোন সিনেমার শুটিং চলছে ?

উত্তম সুচিত্রা - দার্জিলিং এর হোটেলের ছাদে তোলা ছবি। পথে হল দেরী সিনেমার শুটিং চলাকালে এই ছবিটি তোলা হয়। বলতে পারবেন দার...
22/04/2025

উত্তম সুচিত্রা - দার্জিলিং এর হোটেলের ছাদে তোলা ছবি। পথে হল দেরী সিনেমার শুটিং চলাকালে এই ছবিটি তোলা হয়। বলতে পারবেন দার্জিলিং এ উত্তমকুমারের আর কোন ছবির শুটিং হয়েছিল ?????

রানা বোসের ক্যামেরায় অপর্ণা সেন। উত্তমকুমারের বিপরীতে ওনার একটি সিনেমার নাম কমেন্টবক্সে লিখুন।
15/04/2025

রানা বোসের ক্যামেরায় অপর্ণা সেন। উত্তমকুমারের বিপরীতে ওনার একটি সিনেমার নাম কমেন্টবক্সে লিখুন।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when AsthirKabi page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share