
12/07/2025
জুলাই মাস মানে শুধু মহানায়কের প্রয়াণমাস নয়। তাঁর অকালমৃত্যু হয়েছিল এটা প্রায় সকলেই বলেন। কিন্তু এই মাসেই তার চেয়েও বড়ো আরেকটি অকালমৃত্যু হয়েছিল। মহানায়ক প্রয়াণের মাত্র পাঁচ বছর পরে ১৯৮৫ তে তাঁর প্রয়াণদিবসের ঠিক দুদিন আগে অর্থাৎ ২২শে জুলাই আমাদের মতো দুর্ভাগাদের ছেড়ে চিরকালের জন্য অমৃতলোকে পাড়ি দেন মহুয়া। রেখে গেলেন কমবেশী শখানেক ছবি যার বেশীরভাগই সুপারহিট, হিট বা অ্যাভারেজ। শুরুর দিকের দু চারটে ছবি ছাড়া মহুয়ার কেরিয়ারে ফ্লপ বা সুপারফ্লপ নেই বললেই চলে। উত্তমের চলে যাওয়া ও সুচিত্রার স্বেচ্ছাবসরের পর অঞ্জন চৌধুরীর আগমনের পূর্বকাল অবধি একসময় তো ধরেই নেয়া হয়েছিল, বক্স অফিসের ত্রাতা হলেন মহুয়া। কিছু মৃত্যু বাংলা ইন্ডাস্ট্রির অপূরনীয় ক্ষতি করেছে। উত্তমকুমারের বিদায়, মহুয়ার বিদায় সেরকমই ক্ষতির নিদর্শন।