AsthirKabi page

AsthirKabi page ভাল লাগলে লাইক দিন ।

কজন উত্তমপ্রেমী উত্তমকুমারের বই কিনে পুঙ্খানুপুঙ্খ পড়ে বলুন তো  ?  বেশীরভাগ মানুষই সংগ্রহের উদ্দেশ্যে কেনেন যার পেছনে আছ...
02/09/2025

কজন উত্তমপ্রেমী উত্তমকুমারের বই কিনে পুঙ্খানুপুঙ্খ পড়ে বলুন তো ? বেশীরভাগ মানুষই সংগ্রহের উদ্দেশ্যে কেনেন যার পেছনে আছে তীব্র উত্তম আবেগ। কভারে সেই মানুষটার ছবি দেখে থাকতে না পারা, কিনে বড়জোর ছবি হেডলাইন দেখে তাকে মূল্যবান রত্নের মত বুকে আগলে রাখা। কিছু মানুষ রাখে রেফারেন্স হিসাবে। নানান জায়গায় কাজে লাগায়। সামান্য কিছু মানুষই সব লেখা পড়েন। উত্তমশতক কিন্তু তা নয়। এক ঝলকে পড়ে ফেলবার মতো বই এটা। মিসিং আউটের ভয় নেই। ভেতরে গুরুর কয়েকটি রঙিন ছবি আছে। এটা পড়তে কবিতা বিশারদ হতে হবে না। বাংলা ভাষা বোঝা যে কোন মানুষই এটা চটজলদি পড়তে পারবেন।

প্রাপ্তিস্থান - উত্তম স্টল উত্তম মঞ্চ ৩ সেপ্টেম্বর বিকেল ৩.৩০ টা।

01/09/2025

মিঠু মুখার্জীর একটি হিন্দি ছবির নাম কমেন্টবক্সে লিখুন।

মিঠু মুখার্জী বম্বে গিয়েছিলেন। খুব একটা সুবিধে করতে পারেননি। অনেকেই মনে করেন সেটাই তার কেরিয়ার ডোবার অন্যতম কারন। আপনিও তাই মনে করেন কি ?

30/08/2025

বন্ধুরা, বরাবরের মতো এবারেও আগামী ৩রা সেপ্টেম্বর, বুধবার মহানায়কের জন্মদিবসে উত্তমকুমার মেমোরিয়াল কালচারাল কমিটি আয়োজিত অনুষ্ঠানে উত্তমভক্তদের বাড়তি প্রাপ্তি হিসাবে থাকছে “উত্তমকুমার ও স্বর্ণযুগ” এর স্টল। স্থান উত্তমমঞ্চ। সময় বিকেল ৩.৩০ টা। উত্তমভক্তেরা ওনার নানান সামগ্রী বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকেন। কিন্তু একজায়গায় এত উত্তমসম্ভার প্রদর্শনী ও বিনিময়ের সুযোগ এর আগে হয়েছে বলে আমার জানা নেই। থাকছে উত্তমকুমারের পুরানো বই, আমাদের প্রকাশিত বিভিন্ন বই ও বিগত ২৪ শে জুলাইয়ের মতো এবারেও গ্রুপের পক্ষে প্রকাশিত হচ্ছে তিন তিনটি বই।

প্রথম বইটি সম্বন্ধে আজ কিছু আলোচনা রাখব আপনাদের কাছে বইটির লেখক ভ্রাতৃপ্রতীম গ্রুপ সহ সঞ্চালক, অরিজিৎ ভট্টাচার্য্য। খুব ভালো লেখার হাত, সময়টা কম পায়। আদ্যন্ত উত্তমভক্ত এবং এই ব্যাপারে ভীষনই আবেগী। উত্তমকুমারকে জন্ম শতবর্ষে শ্রদ্ধা জানাতে গ্রুপের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি, গ্রুপে যাঁরা লেখালিখি করেন তাঁদের সুযোগ দিয়েছি নিজেদের স্বপ্ন পূরনের। এর আগে তাঁরা আমাদের ম্যাগাজিনে লেখার সুযোগ পেলেও স্বনামে পূর্ণাঙ্গ গ্রন্থপ্রকাশের অনন্য অনুভূতি ও অভিজ্ঞতা ঘটছে এ বছরই।

আপনাদের অবগতির জন্য জানাই ২৪শে জুলাই তিনজনার বই বেরিয়েছিল। বিশিষ্ট লেখক শ্রী ইন্দ্রজিৎ নন্দী, এককালের নামী ফটোগ্রাফার শ্রী পাহাড়ী রায়চৌধুরী ও আমার। এবারো তিনজনার বই বেরোচ্ছে যার মধ্যে প্রথম নাম অবশ্যই অরিজিৎ। অনেক দিন ধরেই ও এই স্বপ্নের কথা আমার সাথে শেয়ার করেছে। ও হয়তো ভাবেও নি গ্রুপের মাধ্যমে এটা হয়ে যাবে। ও কেন, আমিও কি কখনো ভেবেছিলাম! কিন্তু আমাদের প্যাশন, গুরুর আশীর্বাদ ও সতীর্থদের ভালোবাসা সহযোগিতায় অনেক কিছুই সম্ভব হয়েছে। বাকিদের দিকেও নানাভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।

অরিজিৎ তার দক্ষ কলমে বেশ কিছু কাহিনী দিয়ে তার এই বইটিকে সাজিয়েছে। সাথে আছে বেশ কিছু দূর্লভ ছবি। প্রচ্ছদটা ওরই করা। মুদ্রন - অনিতা মন্ডল। আমাদের অন্য কাজগুলির মতো উত্তমভক্তেরা অরিজিতের এই বইটিও সংগ্রহে রাখবেন এই আশা রইলো।

25/08/2025

কাননদেবীর প্রযোজনা সংস্থার নাম কি ?

তরুন মজুমদার তাঁকে বলতেন বাংলা সিনেমাজগতের জননী। প্রকৃত অভিভাবিকার দায়িত্ব পালন করেছিলেন। স্বামী হরিদাসবাবুকে পরিচালক বানিয়েছিলেন যিনি রাজভবনে চাকরি করতেন, মানে একেবারেই অন্য জগতের লোক। ছবিগুলি প্রযোজনা নিজে করেন। তার আগে বহু প্রডাকশান হাউসে কাজ করেছেন। কিন্তু মনের মতো ছবি যাকে বলে সেটা নিজে প্রযোজক না হলে করা যায় না, এটা বুঝেছিলেন। এটা অবশ্য উত্তমকুমার ও অনুভব করতে পেরেছিলেন। একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট৷ প্রডিউসারের অঙ্গুলিহেলনেই এখানে সব হয়৷ মাল দেবেন তিনি গোঁদা বিষয়গুলো তিনিই দেখবেন। সূক্ষ্ণতা দেখার জন্য তো পয়সা দিয়ে পরিচালক নামক লোকটাকে রাখা। মানে সব পাপেট আর তিনি নাচানেওয়ালা। এই জিনিসটার চেঞ্জ চেয়েছিলেন কানন। এসব পুঁজিপতির হাতে পাওয়ার না থেকে যদি একটা শৈল্পিক লোকের হাতে ক্ষমতা থাকে তবে সৃষ্টি হবে ভাল আর বিজনেস হলেও সেটা প্রাধান্য না পেয়ে সুষমার জয় হবে। শরৎচন্দ্রের সব কপিরাইট কিনে একের পর এক শরৎ কাহিনীতে ছবি বানানো হতে লাগল। শরৎচন্দ্রের মানসকন্যাও বলা হত তাঁকে।

রিপিটিং মাই কোয়েসসচেন, সেই প্রডাকশান হাউসের নাম কি ছিল ?

23/08/2025

মঞ্জরী অপেরা ছবিতে আরেকজন নায়িকা ছিলেন। তাঁর নাম কি ??

22/08/2025

অ্যান্টনি কবিয়ালের পরিবার কিসের ব্যবসা করত ?

গ্রাম্য চরিত্র নয়, শহুরে মেয়ের চরিত্র করেছেন সন্ধ্যা রায়, এমন একটি ছবির উদাহরন দিন।
21/08/2025

গ্রাম্য চরিত্র নয়, শহুরে মেয়ের চরিত্র করেছেন সন্ধ্যা রায়, এমন একটি ছবির উদাহরন দিন।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when AsthirKabi page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share