
01/05/2025
তুমি না এলে এভাবে ভাবা যেতনা সিনেমাটা। চেনা হত না নিশ্চিন্দিপুর, হরিহর, সর্বজয়া, অপর্ণার চিঠি। তুমি ছিলে বলে ফেলুদা পেলেম, পেলেম সৌমিত্র, স্বাতীলেখা, তুলসী চক্রবর্তী। গুপী বাঘা না থাকলে কেমনে হত প্রথমবার সিনেমা দেখবার আনন্দ, দুর্গাপুজো এলেই আহা কি আনন্দ আকাশে বাতাসে?
এভাবেই থেকে যেও। তুমি আর তোমরা যদি নিজেদের সৃষ্টি না উজাড় করে দিতে তবে এই অভাগার গল্পই বলা হত না!
শুভ জন্মদিন সত্যজিৎ রায়।