
19/01/2024
বিরাট কোহলি এবং রোহিত শর্মা – এঁরা যে শুধু ভারতীয় দলের সাম্প্রতিক অধিনায়কই নন, জাতীয় দলের টি-২০ ব্যাটিং লাইন আপের মূল স্তম্ভ। অন্যদিকে, সোনু জালান এমনিতে বুকি-শৃংখলে ২য় স্তরের বুকি (বুকি শৃঙ্খল সম্পর্কে বিস্তারিত জানতে এই বইয়ের প্রথম খন্ডটি পড়ুন) এবং তার উপরে আছে “জুনিয়ার কলকাতা” ছদ্মনামের এক বুকি, যার সাথে আবার দাউদ গ্যাং-এর সম্পর্ক আছে সরাসরি। পুলিশের অনুমান “জুনিয়ার কলকাতা” ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছে।
এঁরা তিনজনে তাহলে, দুই আলাদা আলাদা পৃথিবীর লোক – কি বলুন? আসলে তা নয়, এদের মধ্যে আছেন কয়েকজন মিসিং- লিংক , যা জানলে চমকে যেতে হয়! তাঁরা কারা ? ঘরোয়া গুগল চ্যাটে কি জানাচ্ছেন ( লিংক পাবেন বইয়ে) , ‘র’ একজন প্রাক্তন অফিসার? ২০১৮ সালের আই পি এল চলাকালীনই হয়ত ধরা পড়ে যেত সবকিছু ! কিন্তু, কেন হলনা ? কে চেপে দিলেন সবকিছু?
থাকছে আন্তর্জাতিক বইমেলাতে...