Pinki

Pinki Just like entertainment...

04/06/2025

BEST PART TIME
WORK FROM
HOME JOB
25K/MONTH WHATSAPP 9062165269

04/06/2025

Hi

বন্ধু বলো এটা কোন স্টেশন 🤔
18/03/2025

বন্ধু বলো এটা কোন স্টেশন 🤔

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!
01/05/2024

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!

14/04/2024

Viral reels 🙏

23/03/2024

আইপিএলের ১৭তম আসর জয় দিয়ে শুরু করল চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে নতুন অধিনায়ক নিয়ে মাঠে নেমেছিল দলটি। তবে খেলা শেষে ক্যামেরার ফোকাস নতুন অধিনায়ক নয়, ঘুরেফিরে এক পেসারের দিকেই ছিল। তিনি আর কেউ নন, ম্যাচ জয়ের নায়ক বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত পারফর্ম করায় ম্যাচসেরাসহ দুটি পুরস্কার জিতেছেন এই কাটার মাস্টার।

শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে বেঙ্গালুরু। জবাবে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই।

এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুস্তাফিজ। চলতি আইপিএলের প্রথমসহ চারটি উইকেট দখল করেছেন তিনি। ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে এই উইকেট নেন ‍তিনি। তার শিকার হয়েছেন ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, ক্যামেরুন গ্রিনদের মতো তারকা। তাতে চেন্নাইকে বড় স্বস্তি এনে দেন দ্য ফিজ এবং তার বোলিং তোপে ম্যাচের নিয়ন্ত্রণও পেয়ে যায় চেন্নাই।

উদ্বোধনী ম্যাচে এমন পারফরম্যান্স করে ১৪৭ ফ্যান্টাসি পয়েন্ট পান বাংলাদেশি পেসার। তাতে ফ্যানটাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার হাতে ওঠে। আর ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেওয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন মুস্তাফিজ।

এছাড়া ১৫ বলে ৩৭ রান করে স্ট্রাইকার্স অব দ্য ম্যাচ হয়েছেন চেন্নাইয়ের রাচিন রবীন্দ্র। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ২৪৬ এর ওপরে। এই ম্যাচে তিনটি করে ছক্কা হাঁকিয়েছেন রাচিন ও বেঙ্গালুরুর আনুজ রাওয়াত। তবে সর্বোচ্চ ৯১ মিটার ছক্কার কারণে সিসেক্স অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে আনুজের হাতে। অন্যদিকে ৮টি চার মেরে অন দ্য গো অব দ্য ম্যাচের পুরস্কার পান ডু প্লেসি।

23/03/2024

KKR TEAM NEWS:
শনিবার আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রতিপক্ষ সানরাইডজার্স হায়দরাবাদ। কিন্তু প্রথম ম্যাচে নামার আগে নীতিশ রানার মন্তব্য বাড়াল চিন্তা।

চিন্তার কারণ হল শ্রেয়স আইয়ার। গত মরশুমে চোটের কারণে গোটা আইপিএল খেলেননি শ্রেয়স আইয়ার। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বিশ্বকাপে ভারতীয় দলে ফেরেন শ্রেয়স। বিশ্বকাপে ভাল পারফর্মও করেন তিনি।

তবে গত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সময়েই পিঠের পুরনো পিঠের ব্যথায় ফের কাবু হন শ্রেয়স। পিঠে ব্যাথা অনুভব করার জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ৩টি টেস্টে মাঠে নামেননি আইয়ার। তবে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ফাইনাল খেলতে গিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ের সময় ফের পিঠে ব্যথা অনুভব করেন তিনি।

শ্রেয়সের আইপিএল খেলা নিয়ে সংশয় দেখা দেয় সেই থেকেই। যদিও যথা সময়ে তিনি নাইট শিবিরে যোগ দেন। মনে করা হয়ছিল পুরোপুরি ফিট তিনি। কিন্তু কেকেআরের প্রথম ম্যাচের আগে নীতিশ রানার মন্তব্যে শুনে মনে হচ্ছে এখনও পুরোপুরি ফিট নন শ্রেয়স।

এসআরএইচ ম্যাচের আগে নীতিশ রানা বলেছেন,"শ্রেয়স দলের সঙ্গে যোগ দিয়েছে এবং ও মোটামুটি ফিট। অবশ্যই অতীতে ওর ফিটনেস ইস্যু ছিল এবং এগুলোকে হাল্কাভাবে নিতে পারি না। আশা করছি পুরো মরশুম ওকে পাওয়া যাবে।"

এছাড়াও রানা বলেন,"শ্রেয়সের চোট নিয়ে পুরোপুরি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে যদি তেমন পরিস্থিতি তৈরি হয় এবং আমাকে ফের ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড পরতে হয়, তাহলে আমি পুরোপুরি প্রস্তুত।"

নীতিশ রানার এই মন্তব্যর পরই আশঙ্কা তৈরি হয়েছে যে তাহলে কী আইপিএলের প্রথম দিকের কিছু ম্যাচে পাওয়া যাবে না শ্রেয়স আইয়ারকে। উত্তর পেতে অপেক্ষা করতেহবে শনিবারের টিম ঘোষণা পর্যন্ত।

এমন আরো অনেক নতুন নতুন তথ্য পেতে আমাদের এই পেজটিকে লাইক এবং ফলো করুন 🙏♥️🙂

04/03/2024

Good night my all friends 😴

26/02/2024

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pinki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share