
08/05/2025
এই ছবিটি এক অনন্য দৃশ্যপট তুলে ধরে – লেহ্-র পাহাড়ি বুক চিরে বয়ে চলেছে ভারতের গর্ব, সিন্ধু নদ। ভারতের জমি বেয়ে প্রবাহিত এই নদী শুধু একটি জলধারা নয়, বরং আমাদের প্রাচীন সভ্যতার সাক্ষী, আমাদের ইতিহাসের বর্ণময় কাহিনির এক অপরিহার্য অংশ। হাজার বছরের ইতিহাসের প্রেক্ষাপটে সিন্ধু নদই সেই নাম, যার ওপর ভিত্তি করেই “ইন্ডিয়া” নামটি গঠিত হয়েছে। এই নদীর তীরেই গড়ে উঠেছিল হরপ্পা-মহেঞ্জোদারোর মতো উন্নত সভ্যতা।
ছবিটি এতটাই মনোমুগ্ধকর, যেন ঈশ্বর নিজ হাতে আঁকেন এই নদীর আঁকাবাঁকা গতিপথ। পাহাড়ি অন্ধকারের বুক চিরে যখন রৌদ্রের আলোয় ঝলসে ওঠে এই নদী, তখন মনে হয় যেন এক সোনালি সুতায় বোনা ভারতের মহিমা।
এই অপূর্ব ছবির জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাই পি. চৌধুরীকে (P.Chowdhury Photography), যিনি তাঁর অসাধারণ চোখ এবং ক্যামেরার মাধ্যমে এই গৌরবময় দৃশ্যকে বন্দি করেছেন। এমন একটি ছবি আমাদের মনে দেশপ্রেম জাগায়, মনে করিয়ে দেয় – আমাদের দেশ শুধু সীমান্তে নয়, প্রকৃতির মাঝেও বিরাজমান এক ঐশ্বর্য।