
23/06/2024
শুভ জন্মদিন Leo Messi
মাঝেমধ্যে ই মনে হয় 'কপাল টা মেসির মতো হলেও তো পারতো!' কি পায় নাই এই লোক? কি পায় নাই? বিশ্বকাপ,কোপা আমেরিকা, ব্যালন ডি অর,ফিফা বেস্ট গোল্ডেন বুট, লা লীগা,চ্যাম্পিয়নস লীগ,এক জীবনে যা যা ট্রফি জিতা যায়, সব ই জিতছে,কোনোটা তো একবার দুইবার না, আট বার ও জিতছে!
এই ভদ্রলোক এর ফ্যান হয়ে নিজের ই গর্ব হয় অনেক৷ তার জন্য নিজের চোখে আর্জেন্টিনা কে বিশ্বকাপ জিততে দেখলাম। এখনো বিশ্বকাপে পিটার ড্রুরির কমেন্ট্রি আমার কানে বাজে! 'মেসিইইইই' বলে তার চিল্লানো টা কানে বাজে! মেসি ই সেরা ❤️