
27/08/2025
গণেশ ঠাকুরের অনেক নাম। কারও কাছে তিনি গণপতি, কেউ-বা বলেন গজানন, তিনিই আবার কখনো সিদ্ধিদাতা গণেশ রূপে পূজিত হন। এছাড়াও তাঁকে নিয়ে আছে হরেক গল্প। যেমন তাঁর জন্মের গল্প, কেন তাঁর হাতির মাথা, কিংবা তাঁর বিয়ের গল্প, তাঁর গায়ে সাপ কেন—এসব গল্পগাথা নিয়েই লেখা ‘গণেশ ঠাকুরের গল্প’ বইটি। আজ গণেশ চতুর্থী। সংসদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা।
বইটি সংগ্রহ করতে পারেন এখানে: https://shorturl.at/N93pB
কিংবা আসতে পারেন শিশু সাহিত্য সংসদের দপ্তরে: ৩২এ, এপিসি রোড, শিয়ালদহ, কলকাতা।
সরস্বতী প্রেসের ভেতরে ঢুকে ডানদিকে।
https://maps.app.goo.gl/XQbQTUjaJQcQWfCy7