সংসদ বুকস্ Samsad Books

সংসদ বুকস্ Samsad Books প্রকাশনায় নিষ্ঠা-নান্দনিকতা-স্বাতন্ত্রের এক গৌরবময় ধারাবাহিকতা

🎉🎉🎉🎉
05/07/2025

🎉🎉🎉🎉

সঞ্জীব চট্টোপাধ্যায় জন্মেছিলেন কলকাতায়, তবে শৈশব ও বাল্যকাল কেটেছে ছোটনাগপুরের হাজারিবাগে। সেখানে ছিল বিশাল বাড়ি। বাব...
04/07/2025

সঞ্জীব চট্টোপাধ্যায় জন্মেছিলেন কলকাতায়, তবে শৈশব ও বাল্যকাল কেটেছে ছোটনাগপুরের হাজারিবাগে। সেখানে ছিল বিশাল বাড়ি। বাবার সঙ্গে কত জায়গায় যে বেড়িয়েছেন। দেখেছেন সেখানকার বন-পাহাড়, মানুষজন, পশুপাখি, উদার প্রকৃতি, গির্জা-পাদরি। সেসব ছবি ধরা পড়েছে তাঁর অনেক লেখায়। যেমনসেই কুকুরের গল্প, যার নাম ভানু। যে এসে পড়েছিল হয়তো পথ হারিয়ে, নয়তো তার বড়োলোক মালিক গরিব হয়ে পড়ে নিজেই ছেড়ে গিয়েছিল। সেই কুকুর ঘরে এল। আশ্রয় পেল, ভালোবাসা পেল। তবু অবস্থার চাপে যখন এ বাড়ি ছেড়ে একটি ছোটো বাড়িতে যেতে হল, যাবার সময়ে ভানুকে এই বাড়িতে রেখে যেতে হল। যেতে কি পারা গেল? মমত্ব ও মানবিকতায় উজ্জ্বল সে কাহিনি।

মামাবাড়ির গল্প বলা তাঁর প্রিয় বিষয়। বড়োমামা ডাক্তার—সরল প্রকৃতির মানুষ। মেজোমামা অধ্যাপক। দু-জনের মতে মিল নেই—তা নিয়ে কত যে কাণ্ড হয়। আবার যখন মতের মিল হয় তখনও কাণ্ডখানা কম নয়। সঞ্জীব চট্টোপাধ্যায় পরম মমতায় সেই সব কৌতুকময় মুহূর্তের রসমধুর ছবি এঁকেছেন। বড়োদের লেখা তো বটেই—ছোটোদের জন্য এ ধরনের লেখায় তিনি অনন্য।

শিশু সাহিত্য সংসদ প্রকাশিত সঞ্জীব চট্টোপাধ্যায়ের কিশোর সাহিত্য তাঁর লেখা এমনই কিছু উজ্জ্বল মনি মানিক্যের সংকলন।
সম্পাদনা: অশোককুমার মিত্র
৪০০ টাকা

অনলাইনে পাবেন: https://samsadbooks.in/products/sanjib-chattopadhyay-kishor-sahitya?_pos=7&_sid=c28c8cebb&_ss=r

অথবা আসতে পারেন শিশু সাহিত্য সংসদের শিয়ালদহ অফিসে
৩২ এ, আচার্য প্রফুল্লচন্দ্র রোড,
শিয়ালদহ, কলকাতা - ৭০০০০৯।
সরস্বতী প্রেসের ভেতরে ঢুকে ডানদিকে।
https://maps.app.goo.gl/XQbQTUjaJQcQWfCy7

স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ বাহিনীর কীর্তি নিয়ে আগ্ৰহের শেষ নেই। তেমনি এক কীর্তিকে অবলম্বন করে ‘নাগাপাহাড়ের রণাঙ্গনে...
03/07/2025

স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ বাহিনীর কীর্তি নিয়ে আগ্ৰহের শেষ নেই। তেমনি এক কীর্তিকে অবলম্বন করে ‘নাগাপাহাড়ের রণাঙ্গনে’ রচিত। এই কাহিনি কাল্পনিক হলেও সংগ্রামের পটভূমি ও ঘটনাক্রম কিন্তু ঐতিহাসিক।

নাগাপাহাড়ের রণাঙ্গনে
শিশির বিশ্বাস
১৬০ টাকা

অনলাইনে পাবেন: https://samsadbooks.in/products/nagapaharer-ranangane-sisir-biswas?_pos=1&_psq=naga&_ss=e&_v=1.0

অথবা আসতে পারেন শিশু সাহিত্য সংসদের শিয়ালদহ অফিসে
৩২ এ, আচার্য প্রফুল্লচন্দ্র রোড,
শিয়ালদহ, কলকাতা - ৭০০০০৯।
সরস্বতী প্রেসের ভেতরে ঢুকে ডানদিকে।
https://maps.app.goo.gl/XQbQTUjaJQcQWfCy7

অন্ধকারের কাছে যেমন আলোখরার কাছে যেমন বৃষ্টির জলআমাদের কাছে তেমন আধুনিক চিকিৎসা।কিন্তু এই চিকিৎসার শুরু কোথায় আর কেমন কর...
01/07/2025

অন্ধকারের কাছে যেমন আলো
খরার কাছে যেমন বৃষ্টির জল
আমাদের কাছে তেমন আধুনিক চিকিৎসা।
কিন্তু এই চিকিৎসার শুরু কোথায় আর কেমন করেই-বা? বিদেশে অনেক আগে থেকেই এর প্রচলন হলেও ভারতে তথা বাংলায় এর বাধা হিসেবে ছিল অনেক কুসংস্কার।
১৮৩৫ সালের ২৮ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম মেডিক্যাল কলেজ- ‘কলকাতা মেডিক্যাল কলেজ’, যেটিকে বলা যায় বাংলায় চিকিৎসা শিক্ষার গোড়া পত্তন।। এরপর ভারতের চিকিৎসাবিজ্ঞান শিক্ষার ইতিহাসে ১৮৩৬ সালের ১০ জানুয়ারি হওয়া প্রথম শবব্যবচ্ছেদ এদেশের হাজার বছরের অন্ধ কুসংস্কারের উপর কুঠারাঘাত করে, এবং নব্য ভারত গঠনের শুভারম্ভ হয়।
আজকের এই জাতীয় চিকিৎসক দিবসে জেনে নেব তার ইতিহাস।
আগ্রহী পাঠকরা এই বিষয়ে ও কলকাতা মেডিক্যাল কলেজের গোড়ার কথা বিস্তারিত জানতে পড়তে পারেন:

কলকাতা মেডিক্যাল কলেজের গোড়ার কথা ও পণ্ডিত মধুসূদন গুপ্ত
ড. শঙ্করকুমার নাথ
১০০০ টাকা

অনলাইনে পাবেন: https://samsadbooks.in/products/kolkata-medical-colleger-gorar-katha-o-pandit-madhusudan-gupta-dr-shankar-kumar-nath?_pos=1&_sid=4e62973cc&_ss=r

অথবা আসতে পারেন শিশু সাহিত্য সংসদের শিয়ালদহ অফিসে
৩২ এ, আচার্য প্রফুল্লচন্দ্র রোড,
শিয়ালদহ, কলকাতা - ৭০০০০৯।
সরস্বতী প্রেসের ভেতরে ঢুকে ডানদিকে।
https://maps.app.goo.gl/XQbQTUjaJQcQWfCy7

"যে গাছ কাটা পড়ছে তার গুঁড়ির অবশিষ্ট অংশের গায়ে দেখা যাচ্ছে পোড়া দাগ। এরা গাছ সাধারণত কাটে করাত দিয়ে। মোটর ড্রিভেন ...
30/06/2025

"যে গাছ কাটা পড়ছে তার গুঁড়ির অবশিষ্ট অংশের গায়ে দেখা যাচ্ছে পোড়া দাগ। এরা গাছ সাধারণত কাটে করাত দিয়ে। মোটর ড্রিভেন ও ম্যানুয়াল—করাত দু-রকমই হতে পারে। কিন্তু দুই ক্ষেত্রেই কাঠের গুঁড়ো পড়ে থাকার কথা। কিন্তু রহস্য হল সে সবের চিহ্নও কোথাও নেই। তার উপরে যে গাছ কাটা হচ্ছে তার আশেপাশের অন্যান্য গাছের পাতা, ডালপালা, ঘাস, লতা এসব যেন আগুনে ঝলসানো।"
আবার অন্যদিকে পাওয়া যাচ্ছে অজিন-বন্দী স্যুটকেস, মোটা পিস্তল। চুরি-মানুষ মারা যেন রোজনামচার অংশ হয়ে দাঁড়িয়েছে।

চিরাগলতার কেন এত মহিমা? চোরাকারবারিদের সত্যিকারের উদ্দেশ্যটাই বা কী? পড়ুন চোরাকারবারিদের সঙ্গে সাধারণ প্রকৃতি-প্রেমী মানুষদের রুদ্ধশ্বাস সাক্ষাতের গল্প -

চিরাগলতা রহস্য
শান্তনু বসু
১৫০ টাকা

অনলাইনে পাবেন: https://samsadbooks.in/products/chiraglata-rahasya-santanu-basu?_pos=1&_psq=chirag&_ss=e&_v=1.0

অথবা আসতে পারেন শিশু সাহিত্য সংসদের শিয়ালদহ অফিসে
৩২ এ, আচার্য প্রফুল্লচন্দ্র রোড,
শিয়ালদহ, কলকাতা - ৭০০০০৯।
সরস্বতী প্রেসের ভেতরে ঢুকে ডানদিকে।
https://maps.app.goo.gl/XQbQTUjaJQcQWfCy7

এমন অনেক বাংলা শব্দ আছে যেগুলো কম ব্যবহারের দরুণ আজ প্রায় লুপ্ত। সংসদের প্রয়াসে প্রতি শনিবার আমরা ফিরে যাব এমন এক-একটি ক...
28/06/2025

এমন অনেক বাংলা শব্দ আছে যেগুলো কম ব্যবহারের দরুণ আজ প্রায় লুপ্ত। সংসদের প্রয়াসে প্রতি শনিবার আমরা ফিরে যাব এমন এক-একটি করে শব্দে। জেনে নেব অর্থ ও ব্যবহার।

#শনিবারে_শব্দে_ফেরা
#সংসদবুকস্
#শিশুসাহিত্যসংসদ
#সাহিত্যসংসদ

“আরে কি যেন বলে না? আরে ওইটা রে ... ধুর! exact word-টা মনে পড়ছে না” ...বাংলা ভাষা শক্ত। নিঃসন্দেহে। আর তাই হয়তো একটু ব...
28/06/2025

“আরে কি যেন বলে না? আরে ওইটা রে ... ধুর! exact word-টা মনে পড়ছে না” ...

বাংলা ভাষা শক্ত। নিঃসন্দেহে। আর তাই হয়তো একটু বেশি মনোযোগ দিয়ে বাংলা শিখতে হয়।

আজকাল আমাদের মনোযোগ কম, ধৈর্য কম আর তাই বিশেষ করে অপেক্ষাকৃত কঠিন শব্দ আমরা এড়িয়ে যাই ... ধীরে ধীরে ভুলেও যাই।

আজ থেকে ...

অদ্ভুতুড়ে গল্প লেখায় জুড়ি নেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। ভূতুড়ে কিংবা অদ্ভুতুড়ে, গোয়েন্দা কাহিনি কিংবা রূপকথার গল্প—সব...
27/06/2025

অদ্ভুতুড়ে গল্প লেখায় জুড়ি নেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। ভূতুড়ে কিংবা অদ্ভুতুড়ে, গোয়েন্দা কাহিনি কিংবা রূপকথার গল্প—সব লেখাতেই অফুরান মজা ছড়িয়ে-ছিটিয়ে থাকে। তাঁর গল্প মানেই মন খারাপের ওষুধ, মন ভালো করার টোটকা।

কিশোর সাহিত্য - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
সম্পাদক - অশোককুমার মিত্র
৪৫০ টাকা

অনলাইনে পাবেন: https://samsadbooks.in/products/shirshendu-mukhopadhyay-kishor-sahitya?_pos=1&_psq=shir&_ss=e&_v=1.0

অথবা আসতে পারেন শিশু সাহিত্য সংসদের শিয়ালদহ অফিসে
৩২ এ, আচার্য প্রফুল্লচন্দ্র রোড,
শিয়ালদহ, কলকাতা - ৭০০০০৯।
সরস্বতী প্রেসের ভেতরে ঢুকে ডানদিকে।
https://maps.app.goo.gl/XQbQTUjaJQcQWfCy7

বঙ্কিম জন্ম শতবর্ষে বঙ্কিম গবেষক সরোজ বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করেছিলেন যে, বঙ্কিম প্রতিভাকে নতুন ভাবে পরিগ্রহণ জরুরি ছিল,...
26/06/2025

বঙ্কিম জন্ম শতবর্ষে বঙ্কিম গবেষক সরোজ বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করেছিলেন যে, বঙ্কিম প্রতিভাকে নতুন ভাবে পরিগ্রহণ জরুরি ছিল, কিন্তু ‘কেন জানি না আমরা এখন পর্যন্ত তা করিনি'। বঙ্কিম গবেষণার সাম্প্রতিক চর্চায় বঙ্কিম মানসে নানান বৈপরীত্য আলোচিত হয়ে চলেছে। দ্বিধাদীর্ণ বঙ্কিম মানস আধুনিক মননের সগোত্র বলে স্বীকৃত হয়েছে। এই সকল বিশ্লেষণে যে কটি বৈপরীত্য বা দ্বন্দ্বের ক্ষেত্র অনালোচিত, স্বল্প-উল্লেখিত রয়েছে, তার একটি হল ভারতে ইংরেজ শাসনের এবং পাশ্চাত্য অভিঘাতের কল্যাণকর আর অ-কল্যাণকর দিক বিষয়ে বঙ্কিমচন্দ্রের ভাবনা । বঙ্কিম উপনিবেশিত ভারতের ইতিহাস-সচেতন সুবেদী চিন্তক। তাঁর মিশ্র জটিল উপনিবেশ অভিজ্ঞতায় এবং ভাবনায় গ্রহণ-বর্জনের বৈপরীত্য আর আত্তীকরণে সমাধান, যদি কিছু থাকে, এ সবের নিবিষ্ট অধ্যয়ন জরুরি। সেই প্রয়াসে প্রাথমিক পদক্ষেপ হিসেবে বঙ্কিম-রচনার এই নির্বাচিত সংকলন।

সংকলনে অন্তর্ভুক্ত বঙ্কিম-রচনার নির্বাচিত অংশ তরুণ ও পরিণত বয়সের বঙ্কিম-ভাবনাকে এক সূত্রে গ্রথিত করে দেবে; বঙ্কিম প্রতিভাকে নিজ সময়ের সঙ্গে নতুনভাবে, নতুন অর্থে অন্বিত করে দেবে; উত্তর উপনিবেশ চর্চার ক্ষেত্রে বঙ্কিম মননের সংবেদী উপস্থিতি নিশ্চিত করে দেবে। একুশ শতকের পাঠক-গবেষকের কাছে বঙ্কিমকে পৌঁছে দেবে নতুন অবয়বে। প্রসারিত হবে নতুন ভাবে বঙ্কিম প্রতিভাকে পরিগ্রহণের পাঠ।

বঙ্কিম মননে উত্তর-উপনিবেশ চেতনা
সম্পাদনা: সতী চট্টোপাধ্যায়
৩৭৫ টাকা

পাবেন: https://samsadbooks.in/products/bankim-mananey-uttar-upanivesh-chetana

অথবা আসতে পারেন শিশু সাহিত্য সংসদের শিয়ালদহ অফিসে
৩২ এ, আচার্য প্রফুল্লচন্দ্র রোড,
শিয়ালদহ, কলকাতা - ৭০০০০৯।
সরস্বতী প্রেসের ভেতরে ঢুকে ডানদিকে।
https://maps.app.goo.gl/XQbQTUjaJQcQWfCy7

মঙ্গলসাধন এবং সৌন্দর্যসৃষ্টি—এই দ্বিবিধ অভিপ্রায় তাঁর সাহিত্যকর্মের প্রেরণা ছিল বলেই প্রতিটি সংস্করণে বঙ্কিমচন্দ্র তাঁর...
26/06/2025

মঙ্গলসাধন এবং সৌন্দর্যসৃষ্টি—এই দ্বিবিধ অভিপ্রায় তাঁর সাহিত্যকর্মের প্রেরণা ছিল বলেই প্রতিটি সংস্করণে বঙ্কিমচন্দ্র তাঁর বইগুলির মধ্যে বিস্তর পরিবর্তন করতেন। প্রথম ও শেষ সংস্করণে তাই প্রচুর গরমিল। আমাদের এই সংস্করণ তাঁর জীবিতকালের সর্বশেষ সংস্করণ হতে মুদ্রিত।

একত্রে পাবেন: https://samsadbooks.in/products/bankim-rachanabali-vol-i-copy?_pos=1&_psq=banki&_ss=e&_v=1.0

যে কোনো একটি খন্ড পাবেন: https://samsadbooks.in/search?q=bankim+rachanabali&_pos=1&_psq=banki&_ss=e&_v=1.0

অথবা আসতে পারেন শিশু সাহিত্য সংসদের শিয়ালদহ অফিসে
৩২ এ, আচার্য প্রফুল্লচন্দ্র রোড,
শিয়ালদহ, কলকাতা - ৭০০০০৯।
সরস্বতী প্রেসের ভেতরে ঢুকে ডানদিকে।
https://maps.app.goo.gl/XQbQTUjaJQcQWfCy7

প্রাক্-রবীন্দ্র যুগে সর্বার্থে আধুনিক বাঙালি চিন্তাবিদ বলতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাই স্মরণযোগ্য। শুধু তো ঔপন্যা...
26/06/2025

প্রাক্-রবীন্দ্র যুগে সর্বার্থে আধুনিক বাঙালি চিন্তাবিদ বলতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাই স্মরণযোগ্য। শুধু তো ঔপন্যাসিক বা প্রাবন্ধিক - এই দু-টি মোড়কের মধ্যে তাঁকে বিচার করা যায় না। সেকালে ধর্ম, রাজনীতি, সমাজনীতি এবং ইতিহাস সম্পর্কে একটি নিজস্ব দর্শনের দিশা দিতে পেরেছিলেন। ভারতবর্ষের আধুনিক রাজনৈতিক ইতিহাসে জাতীয়তাবাদের অন্যতম স্রষ্টা তিনি। হিন্দুত্ব বা গোষ্ঠী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্কিমচন্দ্র প্রধানত বাংলাভাষাকেই সমৃদ্ধ করেছেন। এই ভাষার মাধ্যমেই গড়ে ওঠে ভারতের জাতীয়তাবোধ। জাতীয়তার উদ্‌গাতা বঙ্কিমচন্দ্রের সমগ্র সাহিত্যকীর্তি উপরোক্ত আদর্শের প্রকৃষ্ট নিদর্শন।

সেই সময়ে দাঁড়িয়ে এই কালজয়ী চিন্তার প্রেরণকারী শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদানকে আমাদের নমন।

বন, বন্যপ্রকৃতি, বুনো জানোয়ার, বনের মানুষ এবং শিকার নিয়ে সাহিত্য রচনায় বুদ্ধদেব গুহ বাংলায় প্রথম কলম হাতে তুলে নেননি...
24/06/2025

বন, বন্যপ্রকৃতি, বুনো জানোয়ার, বনের মানুষ এবং শিকার নিয়ে সাহিত্য রচনায় বুদ্ধদেব গুহ বাংলায় প্রথম কলম হাতে তুলে নেননি, তবু বর্তমান বাংলা সাহিত্যের এই আঙিনায় নিঃসন্দেহে তিনিই প্রধান। বড়োদের সাহিত্যে যেমন, ছোটোদের সাহিত্যে তেমনি। শুধুমাত্র সংখ্যার বিচারেই নয়, গুণগত মানেও। ঋজুদা, রুদ্র, ভটকাই—কিশোর পাঠকদের কাছে বড়ো পরিচিত নাম। বুদ্ধদেবের কলমের বিশেষ গুণ যে, তা শুধু বন-পাহাড়ের নিখুঁত ছবি-ই আঁকে না, তাঁর কলমে বন্যপ্রকৃতি, জন্তুজানোয়ার, মানুষ, গাছপালা সম্পর্কে গভীর দরদ ঝরে পড়ে। সতেরো বছর বয়সে শিশুসাথীতে যে শিকার-কাহিনি লিখেছিলেন বনকে চেনাবার সঙ্গে মানুষকে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে পেরেছিলেন।

কিশোর সাহিত্য সংকলন সম্পর্কে বলতে গেলে বলা দরকার ঋজুদা, বুদ্ধদেব গুহের প্রিয় চরিত্র বলে তার কাহিনিই এই সংকলনের অনেকখানি বটে, কিন্তু সব নয়। লেখক চমৎকার সামাজিক গল্প লেখেন, কৌতুক রসের গল্প লেখেন—অবশ্য ঋজুদার কাহিনিতে তার অজস্র পরিচয় রয়েছে। "যব খলিল খাঁ ফাকতা উড়াতে থে" একেবারে অন্য জাতের গল্প যেখানে রাইফেল নেই, জিপের ঝনাৎকার নেই, বনের শিরশিরানি নেই। এমনি আরও কিছু গল্পও দেওয়া হয়েছে। তবে বনজঙ্গল, শিকার আর বনের মানুষই লেখকের মনের মানুষ—তাদের ভাগটাই বেশি দেওয়া হল।

কিশোর সাহিত্য - বুদ্ধদেব গুহ
সম্পাদনা - অশোককুমার মিত্র
৩৭৫ টাকা

অনলাইনে পাবেন: https://samsadbooks.in/products/kishor-sahitya_buddhadeb-guha?_pos=4&_psq=bud&_ss=e&_v=1.0

অথবা আসতে পারেন শিশু সাহিত্য সংসদের শিয়ালদহ অফিসে
৩২ এ, আচার্য প্রফুল্লচন্দ্র রোড,
শিয়ালদহ, কলকাতা - ৭০০০০৯।
সরস্বতী প্রেসের ভেতরে ঢুকে ডানদিকে।
https://maps.app.goo.gl/XQbQTUjaJQcQWfCy7

Address

32 A, APC Road
Kolkata
700009

Opening Hours

Monday 10:30am - 5:30am
Tuesday 10:30am - 5:30am
Wednesday 10:30am - 5:30am
Thursday 10:30am - 5:30am
Friday 10:30am - 5:30am
Saturday 10:30am - 2:30am

Telephone

+919038323295

Alerts

Be the first to know and let us send you an email when সংসদ বুকস্ Samsad Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সংসদ বুকস্ Samsad Books:

Share

Category