আমার আদুরে - Amar Adure

আমার আদুরে - Amar Adure যে কটা বিকেল ছিলো, সুসময়ে এক জোটে �

26/11/2024

যদি কোনদিন জিজ্ঞাসা করে বসি কতখানি ভালোবাসো আমায়?
তুমি উত্তর দিতে ব্যর্থ হবে বারংবার।

যে আমার অভিমানের গভীরতা বোঝেনা , সে কিভাবে বুঝবে আমার ভালবাসা।

যেদিন তুমি আমার অভিমানের তলানিতে পৌঁছাবে, সেদিন বুঝবে আমার নিখাদ ভালবাসা,

যেদিন তোমার উচ্চস্বরে আমার চোখে কতখানি মেঘ জমলো তার টের পাবে সেদিন বুঝবে কি তীব্র তোমার প্রতি আমার ভালবাসা,

যেদিন সারাদিন সময় না দেওয়ায় আমার যে ছটফটানি হয় তা শান্ত করতে পারবে, সেদিন বুঝবে ভালবাসা কতটা দৃঢ়,
যেদিন আমার কপালে চুম্বন এঁকে বুঝে যাবে মনের তাপমাত্রা সেদিন বুঝবে , ভালবাসার ঝাঁঝ,

যেদিন আমার নিরবতায় তোমার উত্তর খুঁজে পাবে সেদিন বুঝবে ঠিক কতটা ভালবাসি তোমায় ❤️

আমি জানি না তুই কেনো আমার শুরু ছিলিনা ,হয়তো ভালো কোনো কারণে,কিন্তু এখন জানি তুই আমার শেষ,আমার সারাদিনের ক্লান্তি তোকে দ...
28/02/2024

আমি জানি না তুই কেনো আমার শুরু ছিলিনা ,
হয়তো ভালো কোনো কারণে,
কিন্তু এখন জানি তুই আমার শেষ,

আমার সারাদিনের ক্লান্তি তোকে দেখে ছুটিতে যায়,

আমার সারাদিনের লুকিয়ে থাকা হাসিটা তোকে দেখে যেনো ভরসা পাই,

মনের মধ্যে জমতে থাকা কষ্টগুলো তোর বুকে মাথা রাখতেই উধাও হয়,

স্বপ্নগুলো আবার সুতো বুনতে শুরু করে,

রাগ গুলো, অভিমান গুলো বড্ড আদুরে হয়ে যায়,

তোকে ছাড়া আমি সত্যিই পূর্ণতা পাইনা,

প্রথমটা যায় হোক শেষটা আমার সাথেই থেকে যাস।

আমার আদুরে - Amar Adure

ইদানিং বড্ড বেশী পাল্টে গেছি জানিস,সময় পাল্টে দিয়েছে বা হয়তো তুই পাল্টে দিচ্ছিস আমাকে,আজ কাল কথায় কথায় আর কান্না পা...
24/02/2024

ইদানিং বড্ড বেশী পাল্টে গেছি জানিস,

সময় পাল্টে দিয়েছে বা হয়তো তুই পাল্টে দিচ্ছিস আমাকে,

আজ কাল কথায় কথায় আর কান্না পাইনা,
বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও যেনো এক ফোঁটা জল হয়ে আমাকে হালকা করতে পারে না,

সবাই অবাধ্য আমার মতো,
ভীষন রকম অবাধ্য।

জানিস এখন আর সারাটাদিন বকবক করি না,
এখন ঘরগুলো বড়ো শান্ত,
কোনো কোলাহল নেই,
শুধু রাস্তা থেকে অনবরত গাড়ির হর্ন, আর হাওয়ারা জানালা গুলো ধাক্কা দিয়ে জানিয়ে যায় আমি বেঁচে আছি।

এখন আর সারাক্ষণ মন প্রাণ খুলে হাসি না, বা বলা ভালো হাসতে পারি না।
একটু মুচকি হেসে ঘাড় নিচু করে থাকি।

এখন আর কারো কাছে আদুরেপনা দেখায় না,
বড্ড কাঠ কাঠ কথা বলি।

আর রাত বিরেতে কারো সাথে খুনসুটি করি না, কারো মাথায় হাত রাখি না, কারো বুকে মাথা রাখি না, কারোর শরীরের ওপর শরীরটা চাপিয়ে দি না, কারো শরীরের গন্ধ শুঁকি না, কারো সাথে চাঁদ দেখি না, কারো সাথে গলা মেলায় না, কাওকে জাপটে ধরে বৃষ্টি দেখি না, শীতের রাত্রে কারো শরীর থেকে উত্তাপ নিই না,

আরো আরো আরো অনেক কিছু।

বুঝলি তোর আমি টা পাল্টে যাচ্ছি,
অথচ তুই টেরটিও পাচ্ছিস না।

আমার আদুরে - Amar Adure

কোনো একদিন একটা ঝকঝকে সকালে,তোমার জন্য ভেজা চুলে, চা নিয়ে হাজির হবো, ভেজা চুলের দু ফোঁটা সুগন্ধি জল শিশিরের মতো তোমার ম...
21/02/2024

কোনো একদিন একটা ঝকঝকে সকালে,
তোমার জন্য ভেজা চুলে, চা নিয়ে হাজির হবো,

ভেজা চুলের দু ফোঁটা সুগন্ধি জল শিশিরের মতো তোমার মুখ ভিজিয়ে তোমার ঘুম ভাঙ্গাবে,

একটা আস্ত সকাল কে নিয়ে তোমায় আদর করবো,

কোনো এক দুপুরে শীতকালের মিঠে রোদে, খোলা চুল শুকোতে শুকোতে তোমার কোলে মাথা রেখে সুনীল গাঙ্গুলী পড়বো,

কোনো এক পড়ন্ত বিকেলে রঙিন শাড়ী ভেজিয়ে, তোমার হাতে হাত রেখে ফাঁকা রাস্তায় বহুদূর হাঁটবো,
শাড়ির কুচিটা না হয় সেদিন ধরে দিও,

কোনো এক গভীর রাত্রে খুব মন খারাপরা জাপটে ধরার আগে, তুমি আমাকে জাপটে ধোরো,

চাঁদটা সাক্ষী থাকবে আমাদের মনখারাপের,

কোনো একটা দিন গোটা একটা রাত আমরা একসাথে দেখবো,

আর অপেক্ষা করবো আবার কবে এরকম আরো একটা দিন আসবে।

আমার আদুরে - Amar Adure

19/02/2024

ঠিক তাই আমি তোমার না
তোমার ব্যক্তিত্বটার প্রেমে পড়েছি,

তোমার চোখের চাহনির প্রেমে পড়েছি,
তোমার কথার প্রেমে পড়েছি,
তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়ার প্রেমে পড়েছি,
তোমার প্রাণখোলা হাসির প্রেমে পড়েছি,
তোমার না বলা কথার প্রেমে পড়েছি,
তোমার শান্ত ঝিমিয়ে থাকা, চোখের কোণের এক বিন্দু জলটার প্রেমে পড়েছি,

আমি তোমার না তোমার ব্যক্তিত্বটার প্রেমে পড়েছি।

আমার আদুরে - Amar Adure

18/02/2024

এতো বড়ো শহর জুড়ে
কতো কতো মানুষের ভিড়ে,
প্রতিদিন কতো কথারা জন্ম নেই,
কতো কথাদের মৃত্যু হয়,
কতো মানুষের মন ভাঙ্গে,
কতো মানুষের মন জোড়ে,
কতো মানুষ নিঃস্ব হয়,
কতো মানুষ সবটা পাই,
কতো মানুষের চোখ ভেজে,
কতো মানুষের হাসি ফোটে,
কতো রাত আমি আমি নিজেকে ভেঙেছি, গুড়িয়েছি,
ওই বালিশটা খবর রাখে,
বাথরুমের চার দেওয়াল চেনে আমার কান্নার শব্দ,
জানি আমার খবর, আমাদের খবর কেও রাখে না,
এই শহর রাখে না,

তুমিও কি এখন একটা আস্ত শহর !!!!!!!

আমার আদুরে - Amar Adure

17/02/2024

মনের মধ্যে বিশাল একটা ঝড় উঠেছে,
একটু একটু করে আমি ফুরিয়ে যাচ্ছি,
নিজের মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই,
সবটুকু তোমার কাছে বন্ধক দেওয়া,
জানিনা আদেও সেই সবটুকু ফিরিয়ে আনতে পারবো কিনা!
নাকি তোমাতে হারিয়ে যাবো চিরকালের মতো।

তোমার চোখ দুটো সারাক্ষণ আগলে রাখে আমায়,
তোমার একটু কাছে আসা আমাকে ভীষণভাবে দুর্বল করে,
তোমার শাসনেও আদর মাখানো মিষ্টতা,
তোমার কথায় এক আকাশ ভালোবাসা,
যদি দূরে চলে যাও, সেই ভয়ে কাছে যেতে পারিনা,
যদি হাত ছেড়ে দাও কে সামলাবে আমায়!!
সব ফুরিয়ে যাওয়া আমিটা তোমাতে হারিয়ে গিয়েছি,
আর নিজেকে সামলানোর শক্তিটুকুও নেই।

শুধু একটাই কথা বলার আছে
ভালোবাসি ভীষণ ভীষণ ভালোবাসি❤️

আমার আদুরে - Amar Adure ❤️

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার আদুরে - Amar Adure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share