26/11/2024
যদি কোনদিন জিজ্ঞাসা করে বসি কতখানি ভালোবাসো আমায়?
তুমি উত্তর দিতে ব্যর্থ হবে বারংবার।
যে আমার অভিমানের গভীরতা বোঝেনা , সে কিভাবে বুঝবে আমার ভালবাসা।
যেদিন তুমি আমার অভিমানের তলানিতে পৌঁছাবে, সেদিন বুঝবে আমার নিখাদ ভালবাসা,
যেদিন তোমার উচ্চস্বরে আমার চোখে কতখানি মেঘ জমলো তার টের পাবে সেদিন বুঝবে কি তীব্র তোমার প্রতি আমার ভালবাসা,
যেদিন সারাদিন সময় না দেওয়ায় আমার যে ছটফটানি হয় তা শান্ত করতে পারবে, সেদিন বুঝবে ভালবাসা কতটা দৃঢ়,
যেদিন আমার কপালে চুম্বন এঁকে বুঝে যাবে মনের তাপমাত্রা সেদিন বুঝবে , ভালবাসার ঝাঁঝ,
যেদিন আমার নিরবতায় তোমার উত্তর খুঁজে পাবে সেদিন বুঝবে ঠিক কতটা ভালবাসি তোমায় ❤️