Sahaj Path-সহজ পাঠ

Sahaj Path-সহজ পাঠ “রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত-যৌবনা...
যদি তেমন বই হয়।”

03/08/2025

ব‌ই কিনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www. Sahojpath.com এ

📚 এবার পূজোয় সাহিত্যপ্রেমীদের জন্য সেরা উপহার! 🍁বর্তমান সময়ের সেরা সাহিত্যিকদের সেরা লেখা এবার শারদীয়া দীপ সাহিত্য পত...
01/08/2025

📚 এবার পূজোয় সাহিত্যপ্রেমীদের জন্য সেরা উপহার! 🍁

বর্তমান সময়ের সেরা সাহিত্যিকদের সেরা লেখা এবার শারদীয়া দীপ সাহিত্য পত্রিকায়।

🔸 ৫টি মনকাড়া উপন্যাস
🔸 ৪টি দুর্লভ গল্প
🔸 ৪টি বড়ো গল্প
🔸 ১৩টি ছোটো গল্প
🔸 সাথে রয়েছে কবিতা, নাটক, ভ্রমণ, সাক্ষাৎকার ও আরও অনেক কিছু!

সহজপাঠ ওয়েবসাইটে এক্সক্লুসিভ ২০% ছাড়ে প্রিবুকিং-এর সুযোগ!

এই পুজোতে নিজের জন্য বা প্রিয়জনের জন্য কিনে ফেলুন একটি পূর্ণাঙ্গ সাহিত্য উপহার!

📖 প্রিবুক করুন এখুনি 👉 www.sahojpath.com/category/books/magazine

#প্রিবুকঅফার #সহজ

Deep Sahitya Patrika 1432 | 2025 Puja Sankhya

পাঠক খুশি তো আমরাও খুশি🥰 চলে আসুন www.Sahojpath.com এ
30/07/2025

পাঠক খুশি তো আমরাও খুশি🥰
চলে আসুন www.Sahojpath.com

এই সংখ্যাটির প্রতিটি রচনায়, সাক্ষাৎকারে সাত থেকে নয়ের দশকের এই বহুবর্ণ নস্টালজিয়ার রূপ উন্মোচিত হয়েছে ভিন্ন ভিন্ন প্রেক্...
27/07/2025

এই সংখ্যাটির প্রতিটি রচনায়, সাক্ষাৎকারে সাত থেকে নয়ের দশকের এই বহুবর্ণ নস্টালজিয়ার রূপ উন্মোচিত হয়েছে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে—শৈশবের প্রতিধ্বনি, যৌবনের উন্মাদনা, হারিয়ে যাওয়া প্রিয়জনের সান্নিধ্য, কিংবা জাতিগত ইতিহাসের উজ্জ্বল কিংবা বেদনাবিধুর অংশ হিসেবে। প্রত্যেক লেখনী এক একটি ‘মনোলগ অব মেমোরি’—যা পাঠককে নিজের অভিজ্ঞতার সঙ্গে সংলগ্ন করে তোলে। পাঠকের কাছে নস্টালজিয়া তখন আর শুধুমাত্র সাহিত্যিক রসায়ন নয়, বরং এক আভ্যন্তরীণ অন্বেষণ।

এই সংখ্যাটির উদ্দেশ্য তাই শুধুমাত্র স্মৃতির উপস্থাপন নয়, বরং স্মৃতির গভীর বিশ্লেষণ, তার বহুমাত্রিক ব্যঞ্জনা এবং সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে তার প্রভাব অনুধাবন করা। নস্টালজিয়ার এই অভিঘাত কেবল অতীতের দিকে নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের দিকেও আমাদের দৃষ্টিকে প্রসারিত করে। কারণ, নস্টালজিয়া কেবল একটি অনুভূতি নয়—এটি এক সাংস্কৃতিক ভাষা, যার প্রতিটি শব্দে জড়ানো থাকে মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা, সব হারানোর ভয় এবং স্মৃতির অলিখিত নকশা।

শুরু হল কচি পাতা শারদ ১৪৩২ এর প্রি বুকিং। পেয়ে যাবেন আকর্ষণীয় 20 % ছাড়ে।

লিঙ্ক:https://sahojpath.com/product/kochipata-sharod-1432-dipanjan-das

আনন্দমেলা পাওয়া যাচ্ছে এবার 250 টাকায়। অর্ডার করতে ভিজিট করুন www.sahojpath.com এ।
19/07/2025

আনন্দমেলা পাওয়া যাচ্ছে এবার 250 টাকায়। অর্ডার করতে ভিজিট করুন www.sahojpath.com এ।

প্রকাশিত "আনন্দমেলা পূজাবার্ষিকী ১৪৩২" অর্ডার করে ফেলুন এখনই- 👇👇https://wa.me/+918768311956Stock কিন্তু লিমিটেড।
16/07/2025

প্রকাশিত "আনন্দমেলা পূজাবার্ষিকী ১৪৩২"
অর্ডার করে ফেলুন এখনই- 👇👇
https://wa.me/+918768311956

Stock কিন্তু লিমিটেড।

হ‌ই হ‌ই কান্ড—র‌ই র‌ই ব্যাপার‌।ফেস আর বুক এখন আড়াআড়ি ভাবে ভেঙে পড়ার উপক্রম!একদল বলছেন ইহা বর্ষা বার্ষিকী একদল বলেন, ন...
15/07/2025

হ‌ই হ‌ই কান্ড—র‌ই র‌ই ব্যাপার‌।
ফেস আর বুক এখন আড়াআড়ি ভাবে ভেঙে পড়ার উপক্রম!একদল বলছেন ইহা বর্ষা বার্ষিকী একদল বলেন, না না ইহা নিম্নচাপ বার্ষিকী। ওমনি কিছু নবীনপন্থী পড়ুয়া রে রে করে বলে উঠলেন —আঃ মলো যা!চোখে ন্যাবা হ‌ইসে নাকি?দেখতে পাও না,গত দশ বৎসর থেকে এই সময় প্রকাশিত হচ্ছে।
এ হচ্ছে ব‌ই প্রকাশের বিতর্ক। শুধু এটুকু হলে ঘটা করে পোস্ট নামাতে হত না। একদল রীতিমতো যুদ্ধং দেহি মেজাজে বলছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে নেই তাই কিনবো না। শোনা যাচ্ছে এই দলটিই আবার অদ্ভুতুড়ে সিরিজ এলেই কাঁ চি, ব্লে-ড,ছু রি নিয়ে নেমে পড়তো কাটাছেঁড়া করতে!সে কাটাছেঁড়া করুক! অপারেশন না হলে ভালো জিনিষ বেরোবে ক্যামনে। কিন্তু কাটাছেঁড়ার জন্য ভালো ডাঃ তো জরুরিরে বাবা!

সে যাক গে!তোমার অত কথায় কাজ কী ভাই!ব‌ই বেচতে এসছো ব‌ই বেচ। দিয়ে দরজা এঁটে ঘুমোও।

সে তো ঘুমোচ্ছিই—গোটা ব‌ইপাড়া ঘুমোচ্ছে সাথে আমিও। শুধু এটুকুই বলার, একটা এতদিনের ঐতিহ্যবাহী প্রত্রিকা বেরোচ্ছে,আগে বেরোক, পড়ুন লেখাগুলো তারপর তো কাটাছেঁড়া চলবেই। সোমজাদির লেখা উপন্যাস আছে দেখলাম। কেন নতুনদের ঢোকাবে এই নিয়েও অনেকে আবার চোঁয়া ঢেঁকুর তুলবে।

এত প্যাঁচালের ধার ধারেন না যাঁরা তাঁদের উদ্দেশ্যে বলছি—আপনারা বিভ্রান্ত না হয়ে ব‌ইটি হাতে নিয়ে দেখুন,২-১ পাতা উল্টিয়ে ভালো লাগলে চোখ বন্ধ করে কিনে নিন।

📖 আমাদের ওয়েবসাইট এও অর্ডার নেওয়া শুরু হবে ব‌ই রিলিজ হলেই‌।

কোনটা ভালো লাগছে ?
14/07/2025

কোনটা ভালো লাগছে ?

শুরুতেই ঝটকা! তাহলে কি বন্ধ করে দিলে Sahaj Path-সহজ পাঠ ?অনেকেই এই প্রশ্নটা করছিলেন। তাহলে সত্যিই সব শেষ?ফ্রেন্ডলিস্টের ...
14/07/2025

শুরুতেই ঝটকা! তাহলে কি বন্ধ করে দিলে Sahaj Path-সহজ পাঠ ?
অনেকেই এই প্রশ্নটা করছিলেন। তাহলে সত্যিই সব শেষ?

ফ্রেন্ডলিস্টের সিসিটিভিগুলো এতটা পড়েই আনন্দে লাফালাফি শুরু করবেন না, একটু থেমে পুরোটা পড়ে ফেলুন।

বেলপাহাড়ি থেকে এসে কলকাতায় নিজের পায়ের তলার মাটি শক্ত করতে কী পরিমাণ বেগ পেতে হয়, সেটা আমার মতো যারা মফস্বল থেকে উঠে এসেছে তারাই বোঝে।
বিশেষত যাদের বাপ-মায়ের অঢেল পয়সা নেই, বাকি জীবনটা বাপের হোটেলে খেয়ে কাটিয়ে দেওয়ার মতো!

২০১৮ থেকে ২০২৪—এই ছয়টা বছর বইপাড়ায় কাটিয়ে ফেললাম, একটা প্রকাশনা সংস্থার হয়ে কাজ করে।
২০২৫ শুরু, আমার শ্লোক আমাদের কাছে এসেছে ৪ দিন হল, হঠাৎ করেই চাকরিটা ছেড়ে দিতে হল।

একজন সদ্য চাকরি হারা বাবা, ফাঁকা পকেট থেকে শুরু করল Sahojpath.com-এর কাজ।
শুরু হল ওয়েবসাইট বানানো, হোস্টিং কেনার কাজ।
ভাবলাম, আর হয়ে গেল!
সেটা তো হয় না—তার জন্য পয়সা লাগে।
আমার কলকাতায় থাকার ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুতেই সাহায্য করেছে বা করে চলেছে আমার একান্ত কাছের কিছু মানুষজন।
পরে পারুল প্রকাশনীর সাথে যুক্ত হওয়াতে আমার কাজটা অনেকটা সহজ হয়ে গেল।

এবার সাইটের কাজ তো শুরু হল, শেষ আর হয় না।
একটার পর একটা চেঞ্জ, টেস্টিং চলল ৩–৪ মাস। তারপর প্রোডাক্ট আপলোডের ঝামেলা।
এদিকে হোয়াটসঅ্যাপ অর্ডার কিন্তু আসছেই।
মানুষের ভরসা আর বিশ্বাস কোন জায়গায় পৌঁছালে এরকম হয়!
ওই মানুষগুলোর কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার।
আমি গ্রুপে অ্যাডও দিতে ভয় পেতাম—যাতে অর্ডারের লোড বেশি হয়ে যায় আর আমি শিপিং করতে না পারি।

যাইহোক, অনেক প্যাঁচাল শুনলেন—এবার আসল কথা হচ্ছে ওয়েবসাইট কবে থেকে লঞ্চ হচ্ছে?
ওয়েবসাইট আমরা লাইভ করেছি বেশ কিছুদিন আগে।
এখনও প্রোডাক্ট আপলোডের কাজ চলছে।
বেশ কিছু পাবলিকেশনের প্রোডাক্ট তোলা বাকি, ওগুলো ব্যাকএন্ডে চলতে থাকবে।
ওয়েবসাইট লাইভ করে দেওয়া হয়েছে—আপনারা বই অর্ডার করতে পারবেন।

এবার সাইট নিয়ে কয়েকটা কথা—

০১. সাইট একেবারে নতুন। আমি আমার সাধ্যমতো টেস্টিং করেছি। তাও যদি কোনো কিছুতে প্রবলেম থাকে, আমাকে অবশ্যই জানাবেন।

০২. আজ থেকে জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত যাঁরা অর্ডার করবেন, তাঁরা ওয়েলকাম বোনাস হিসেবে পাবেন একটা কূপন কোড। এই কূপন কোডে পেয়ে যাবেন up to 10% পর্যন্ত এক্সট্রা ছাড়।

০৩. সমস্ত পাবলিকেশনের বই তোলা এখনও কমপ্লিট হয়নি।
যদি আপনার পছন্দের বইটি খুঁজে না পান, তাহলে হোয়াটসঅ্যাপ অর্ডার করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নম্বর: ৮৭৬৮৩১১৯৫৬। আর হ্যাঁ অর্ডার করলেই কিন্তু থাকছে বিভিন্ন ডিজাইনের বুকমার্ক একদম ফ্রি।

আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে একটা যাত্রা শুরু করলাম।
দেখি, কতদূর যাওয়া যায়!

ও, আর একটা কথা—
পারুল প্রকাশনীর দুটো বইয়ের প্রি-বুকিং চলছে পারুল প্রকাশনীর অফিসিয়াল ওয়েবসাইটে।
ঝটপট বুকিং করে নিন—২৫% ছাড় কিন্তু!

Address

1B, Taal Chaya Complex, Chinarpark
Kolkata
700157

Alerts

Be the first to know and let us send you an email when Sahaj Path-সহজ পাঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sahaj Path-সহজ পাঠ:

Share

Category