14/07/2025
শুরুতেই ঝটকা! তাহলে কি বন্ধ করে দিলে Sahaj Path-সহজ পাঠ ?
অনেকেই এই প্রশ্নটা করছিলেন। তাহলে সত্যিই সব শেষ?
ফ্রেন্ডলিস্টের সিসিটিভিগুলো এতটা পড়েই আনন্দে লাফালাফি শুরু করবেন না, একটু থেমে পুরোটা পড়ে ফেলুন।
বেলপাহাড়ি থেকে এসে কলকাতায় নিজের পায়ের তলার মাটি শক্ত করতে কী পরিমাণ বেগ পেতে হয়, সেটা আমার মতো যারা মফস্বল থেকে উঠে এসেছে তারাই বোঝে।
বিশেষত যাদের বাপ-মায়ের অঢেল পয়সা নেই, বাকি জীবনটা বাপের হোটেলে খেয়ে কাটিয়ে দেওয়ার মতো!
২০১৮ থেকে ২০২৪—এই ছয়টা বছর বইপাড়ায় কাটিয়ে ফেললাম, একটা প্রকাশনা সংস্থার হয়ে কাজ করে।
২০২৫ শুরু, আমার শ্লোক আমাদের কাছে এসেছে ৪ দিন হল, হঠাৎ করেই চাকরিটা ছেড়ে দিতে হল।
একজন সদ্য চাকরি হারা বাবা, ফাঁকা পকেট থেকে শুরু করল Sahojpath.com-এর কাজ।
শুরু হল ওয়েবসাইট বানানো, হোস্টিং কেনার কাজ।
ভাবলাম, আর হয়ে গেল!
সেটা তো হয় না—তার জন্য পয়সা লাগে।
আমার কলকাতায় থাকার ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুতেই সাহায্য করেছে বা করে চলেছে আমার একান্ত কাছের কিছু মানুষজন।
পরে পারুল প্রকাশনীর সাথে যুক্ত হওয়াতে আমার কাজটা অনেকটা সহজ হয়ে গেল।
এবার সাইটের কাজ তো শুরু হল, শেষ আর হয় না।
একটার পর একটা চেঞ্জ, টেস্টিং চলল ৩–৪ মাস। তারপর প্রোডাক্ট আপলোডের ঝামেলা।
এদিকে হোয়াটসঅ্যাপ অর্ডার কিন্তু আসছেই।
মানুষের ভরসা আর বিশ্বাস কোন জায়গায় পৌঁছালে এরকম হয়!
ওই মানুষগুলোর কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার।
আমি গ্রুপে অ্যাডও দিতে ভয় পেতাম—যাতে অর্ডারের লোড বেশি হয়ে যায় আর আমি শিপিং করতে না পারি।
যাইহোক, অনেক প্যাঁচাল শুনলেন—এবার আসল কথা হচ্ছে ওয়েবসাইট কবে থেকে লঞ্চ হচ্ছে?
ওয়েবসাইট আমরা লাইভ করেছি বেশ কিছুদিন আগে।
এখনও প্রোডাক্ট আপলোডের কাজ চলছে।
বেশ কিছু পাবলিকেশনের প্রোডাক্ট তোলা বাকি, ওগুলো ব্যাকএন্ডে চলতে থাকবে।
ওয়েবসাইট লাইভ করে দেওয়া হয়েছে—আপনারা বই অর্ডার করতে পারবেন।
এবার সাইট নিয়ে কয়েকটা কথা—
০১. সাইট একেবারে নতুন। আমি আমার সাধ্যমতো টেস্টিং করেছি। তাও যদি কোনো কিছুতে প্রবলেম থাকে, আমাকে অবশ্যই জানাবেন।
০২. আজ থেকে জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত যাঁরা অর্ডার করবেন, তাঁরা ওয়েলকাম বোনাস হিসেবে পাবেন একটা কূপন কোড। এই কূপন কোডে পেয়ে যাবেন up to 10% পর্যন্ত এক্সট্রা ছাড়।
০৩. সমস্ত পাবলিকেশনের বই তোলা এখনও কমপ্লিট হয়নি।
যদি আপনার পছন্দের বইটি খুঁজে না পান, তাহলে হোয়াটসঅ্যাপ অর্ডার করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নম্বর: ৮৭৬৮৩১১৯৫৬। আর হ্যাঁ অর্ডার করলেই কিন্তু থাকছে বিভিন্ন ডিজাইনের বুকমার্ক একদম ফ্রি।
আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে একটা যাত্রা শুরু করলাম।
দেখি, কতদূর যাওয়া যায়!
ও, আর একটা কথা—
পারুল প্রকাশনীর দুটো বইয়ের প্রি-বুকিং চলছে পারুল প্রকাশনীর অফিসিয়াল ওয়েবসাইটে।
ঝটপট বুকিং করে নিন—২৫% ছাড় কিন্তু!