Rikon Silicon Memories

Rikon Silicon Memories লেখা ভালো লাগলে follow করে রাখুন ❤️✅

17/10/2024

সারা বছর Bar Pub এ ঘুরে বেড়ানো মেয়েটা বলছে "লক্ষী পুজোর দিন আমাকে ঘরে নিয়ে গেলেই তো পারো"

পুজোর পরে😊
01/10/2024

পুজোর পরে😊

কলকাতা কোনও ভিয়েনা, লিসবন, প্যারিস বা জুরিখ নয়, যে সেখানে ট্রাম চলতেই হবে। কলকাতা এখন এমন একটা শহর যেখানকার ঐতিহ্য হল ইউ...
25/09/2024

কলকাতা কোনও ভিয়েনা, লিসবন, প্যারিস বা জুরিখ নয়, যে সেখানে ট্রাম চলতেই হবে। কলকাতা এখন এমন একটা শহর যেখানকার ঐতিহ্য হল ইউনিয়নবাজ অটো আর বেপরোয়া তোবড়ানো টিনের বাস। তাই যাঁরা কলকাতায় আর ট্রাম চলবে না ভেবে দুঃখে চোখ ভাসাচ্ছেন, তাঁরা বাস্তবে ফিরে আসুন। এটা তো আজ বাদে কাল হওয়ারই ছিল। কোনদিন শুনবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল পাঁচতারা হোটেল হয়ে গেছে, ময়দানে বাস টার্মিনাস হচ্ছে, কলেজস্ট্রিটে দোকতাপাতা আর লাড্ডুর কারখানা হচ্ছে। নিজের শহরকে চিনুন। জানুন। এই শহরের মেডিকেল কলেজে ডিউটি করতে করতে একটি মেয়ের নৃশংসতম হত্যা হতে পারে, এই শহরের ঐতিহ্য যা কিছু ছিল সব এখন পাস্ট টেন্স।

Courtesy : Suddhendu Chakraborty
Rikon Silicon Memories

😊
14/09/2024

😊

৭০ ও ৮০ দশকে আমরা যারা জন্মেছি, তাদের হারানো আর পাওয়া হিসাব নিকাশ,আমরাই সেই শেষ জেনারেশন যাঁরা জীবনের স্বর্গ দেখেছি ও হা...
14/09/2024

৭০ ও ৮০ দশকে আমরা যারা জন্মেছি,
তাদের হারানো আর পাওয়া হিসাব নিকাশ,

আমরাই সেই শেষ জেনারেশন যাঁরা জীবনের স্বর্গ দেখেছি ও হারিয়েছি! কোনোও জেনারেশনই আর তা দেখতে পাবে না।

আমরাই সেই জেনারেশন যারা গরুর গাড়ি থেকে সুপার সনিক কনকর্ড জেট দেখেছি। পোস্টকার্ড, খাম, ইনল্যান্ড লেটার থেকে শুরু করে আজকের হোয়াটস্যাপ চ্যাটিং, ফেসবুক, ই-মেইল পর্যন্তও করছি। অসম্ভব মনে হওয়া অনেক জিনিসই সম্ভব হতে দেখেছি।

আমরা সেই জেনারেশন, যারা টেলিগ্রাম এসেছে শুনলেই ঘরগুষ্টির মুখ শুকিয়ে যেতে দেখেছি…

আমরাই সেই জেনারেশন যারা মাটিতে বসে ভাত খেয়েছি আর প্লেটে ঢেলে চা খেয়েছি সুরুৎ শব্দে, পরে জেনেছি ওটা বদ-অভ্যাস ।

আমরাই সেই জেনারেশন যারা ছোটবেলায় বন্ধুদের সাথে লুকোচুরি, বাঘবন্দি, ডাঙ্গুলি, দাড়িয়াবাধা, গোল্লাছুট, মার্বেল খেলেছি, বলার আঠায় বাঁশপাতা কাগজের ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়েছি।
আমরা সেই জেনারেশন যারা বুধবার আর রবিবার রেডিওতে বিনা কার হিন্দি গানের অনুরোধ আসর শুনতেও ব্যস্ত ছিলাম এখন যেটা আর নেই।
আমরা সেই জেনারেশন সেই সময় কারেন্ট না থাকলে কার্বাইডের হ্যাজাকের আলো জ্বেলে অনুষ্ঠান বাড়ি আলোকিত করা হতো যেটা এখন প্রায় বিরল।

আমরাই সেই জেনারেশন যারা হ্যারিকেন আর কূপির আলোতে পড়াশুনা করেছি, বেত থেকে পাখার ডাঁটির চাপকানি খেয়েছি আর চাদরে উপুড় হয়ে লুকিয়ে লুকিয়ে Adventure সিরিজ পড়েছি!

আমরাই সেই জেনারেশন যারা ফ্যান, এসি, হিটার, ফ্রীজ, গ্যাস, মাইক্রো- ওভেনের অস্থাবর সুখ ছাড়াই ছোটবেলা কাটিয়েছি ।

আমরাই সেই জেনারেশন যারা ঈগল পেন থেকে বমি করা সুলেখা কালি হাতে মেখে মাথায় মুছে ‘বাবরের যুদ্ধবৃত্তান্ত’ লিখেছি, বড়দের পকেটে বড় নিবের উইংসাঙ পেন দেখেছি আর নতুন বই-খাতার একটা আলাদা গন্ধ আর আনন্দ উপভোগ করেছি।

আমরাই সেই জেনারেশন যারা বিনা টিফিনে স্কুলে গেছি, ইস্কুলে টিচারের হাতে মার খেয়ে, বাড়ি এসে নালিশ করাতে সেকেন্ড-রাউন্ড বেদম ফ্রি-ষ্টাইল ওয়ান-ওয়ে মার সহ্য করেছি।

আমরাই সেই জেনারেশন যারা বড়দের সন্মান করেছি এবং করেও যাচ্ছি।

আমরাই সেই জেনারেশন যারা জোৎস্না রাতে ছাদে ট্রানজিস্টরে বিবিসি’র খবর, অনুরোধের আসর উপভোগ করেছি।

আমরাই সেই জেনারেশন যারা টেলিভিশনে খেলা দেখার জন্য ছাদে উঠে এ্যন্টেনা এডজাস্ট করে স্যিগনাল ধরার চেষ্টা করেছি। তিন লাঠির এন্টেনা, টিভি স্ক্রিনে পার্মানেন্ট ঝিলমিলানি, তাতে কোনও প্রব্লেমই হোত না, ওটা জীবনের অঙ্গ ধরাই ছিল। গন্ডগোল পাকাতো ঐ লোডশেডিং।

আমরাই সেই জেনারেশন যারা আত্মীয় স্বজন বাড়িতে আসার জন্য অপেক্ষা করেছি। ইচ্ছে করে বৃষ্টি ভিজে ইস্কুল থেকে বাড়ি ঢুকেছি। পাশের জঙ্গলে শিয়াল ডাকার আগেই বাড়ি ঢুকেছি।

আমরা সেই জেনারেশন যারা পূজো বা ঈদের সময় শুধু একটা নুতন জামার জন্য অপারগ বাবার দিকে চেয়ে থেকেছি।

আমরা সেই প্রজন্ম যারা রাস্তাঘাটে স্কুলের স্যারকে দেখামাত্র রাস্তাতেই নির্দ্বিধায় প্রণাম করেছি ।

আমরাই সেই লাষ্ট জেনারেশন এখনও বন্ধু খুঁজি। জীবনের চলার স্রোতে আমরা হারিয়েছি জীবনের স্বর্গ, লস্ট প্যারাডাইস।

বিয়ে দাও ...... বিয়ে দাও **মেয়ের ১৮ হয়ে গেছে ? বিয়ে দিয়ে দাও , এটাই তো সময় ।মেয়ের মা নেই ? বিয়ে দিয়ে দাও , শাশুড়িকে মা হ...
13/09/2024

বিয়ে দাও ...... বিয়ে দাও **
মেয়ের ১৮ হয়ে গেছে ? বিয়ে দিয়ে দাও , এটাই তো সময় ।
মেয়ের মা নেই ? বিয়ে দিয়ে দাও , শাশুড়িকে মা হিসাবে পাবে ।
মেয়ের বাবা অসুস্থ ? বিয়ে দিয়ে দাও , বাবা মেয়ের বিয়ে দেখে যাক ।
মেয়ে সুন্দর ? বিয়ে দিয়ে দাও , সুন্দরী মেয়ে ঘরে রাখা বিপদ ।
মেয়ে সুন্দর নয় ? বিয়ে দিয়ে দাও , একটা গতি তো হবে ‌।
মেয়ে মোটা হয়ে যাচ্ছে ? এখনই বিয়ে দাও , পরে আর বিয়ে দিতে পারবে না কিন্তু ।
মেয়ে রোগা ? বিয়ে দিয়ে দাও , স্বাস্থ্য ভালো হবে আর চেহারায় লাবণ্য আসবে।
মেয়ে অনেক immature ? বিয়ে দাও , ঠিক হয়ে যাবে ।
মেয়ে অনেক matured ? বিয়ে দাও , সময়টা উপযুক্ত ।
মেয়ে এত কাজ পারে ? বাহ্ , বিয়ের জন্য একেবারে প্রস্তুত দিয়ে দাও বিয়ে ।
মেয়ে অনেক জেদি ? বিয়ে দিয়ে দাও , দেখবে একদম সোজা হয়ে গেছে ।
মেয়ের অনেক ছেলেবন্ধু? এখনই বিয়ে দিয়ে দাও, মনটা স্থির হবে এক জায়গায় ।
মেয়ে ঘুরতে পছন্দ করে ? বিয়ে দাও , ঘুরুক যত ইচ্ছে জামাইয়ের সঙ্গে ।
মেয়ের অনেক বিয়ের প্রস্তাব আসছে ? দিয়ে দাও বিয়ে , পরে কিন্তু এত ভালো ছেলে পাবে না ।
মেয়ের বয়স বেড়ে যাচ্ছে ? বিয়ে দাও না কেন ? পরে কিন্তু বিয়ে হলেও বাচ্চা পাবে না ।
মেয়ে রোজ বাসায় ফিরতে দেরি করে ? বিয়ে দাও , দেখবে , ঘরেই থাকবে ।
মেয়ে ফেসবুকে অনেক ছবি দেয় ? বিয়ে দাও তাড়াতাড়ি ।
নজর লাগবে তো .... মানুষের কখন কী হয় !
মেয়ের বিএফ আছে ? বিয়ে দিয়ে দাও , কেলেঙ্কারি ঘটার আগেই ।
মেয়ের বিএফ নেই ? তবে তো খুব ভালো , বিয়ে দিয়ে দাও ।
মেয়ে পড়াশোনায় ভালো নয় ? বিয়ে দাও তো , বিয়ের পর এসব কেউ দেখে না ।
মেয়ে অনেক ভালো স্টুডেন্ট ? বিয়ে দাও , পরে যোগ্য বর পাবে না ।
মেয়ে , তুমি বাঁচতে চাও , তাহলে করেই ফেলো বিয়ে ।
কারণ মেয়ে , তোমার যে শুধু বউ হয়ে বাঁচার অধিকার আছে , মেয়ে হয়ে নয়।

Collected







Digital India 🇮🇳😅
13/09/2024

Digital India 🇮🇳😅

🫠
12/09/2024

🫠

Follow করবে না তোমরা এই পেজটি কে?Rikon Silicon Memories
12/09/2024

Follow করবে না তোমরা এই পেজটি কে?
Rikon Silicon Memories

Rikon Silicon Memories
11/09/2024

Rikon Silicon Memories

Address

Jadevpur
Kolkata
700146

Alerts

Be the first to know and let us send you an email when Rikon Silicon Memories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rikon Silicon Memories:

Share