Social Knowledge Centre

Social Knowledge Centre জগতকে জানুন, জগৎ আপনাকে জানবে 💝💯 জ্ঞানী ব্যাক্তি সমাজে সর্বদাই সম্মানিত হয়ে থাকেন ❤️‍🩹💯 তাই আসুন জগতের এই বিরাট পাঠশালার ছাত্র হোন ❤️💯

11/07/2025

আমার সঙ্গে বারবার শারীরিক সম্পর্কে জড়িয়েছে...' বউভাতের সন্ধেয় হঠাৎ হাজির মহিলা! বলে ফেললেন গোপন কথা! ফুলশয্যার আয়োজনে মাটি, চরম হট্টগোল পাঁশকুড়ায়

11/07/2025

কলেজ না কি ক্লাব?

ভাইরাল ভিডিওতে তৃণমূল ছাত্র নেতা রানা বিশ্বাস, মাথায় কারণবারির গ্লাস! ছ্যাবলা গানে নাচছেন অ/শ্লী/ল চটুল নাচ ! পাশে বেলিড্যান্সার স্ট্যাইলে এক সুন্দরী কোমর দোলাচ্ছে 💃🏻😜🕺🏻

১০ বছর আগে পাশ করা ছাত্র আজও কলেজে দাপটের সঙ্গে ঘুরে বেড়ান — মা তৃণমূল কাউন্সিলর হবার প্রভাবে!

গভর্নিং বডির সদস্য বলছেন, "বেলি ড্যান্স কলেজে হতেই পারে!"

আহা বাংলায় শিক্ষার কি উজ্জ্বল ভবিষ্যৎ ? পশ্চিমবঙ্গের কলেজগুলো কি এখন নেশা, অনাচার ও ব্যভিচারের আঁতুড়ঘর ?



বিঃদ্রঃ - এমন অসংখ্য পোস্টের আপডেট প্রতিদিন পেতে আমাদের পেজটি Social Knowledge Centre Follow করে সঙ্গে থাকুন 🫵🏻💯

🫡💝💐 কোনও ফিল্মের নয় বাস্তব জগতের নায়ক 💝🙏🌹👉🏻 কোনও অপারেশন থিয়েটার ছাড়াই পকেট ছুরি এবং মাথার চুলের ক্লিপ এর সাহায্যে ম...
11/07/2025

🫡💝💐 কোনও ফিল্মের নয় বাস্তব জগতের নায়ক 💝🙏🌹

👉🏻 কোনও অপারেশন থিয়েটার ছাড়াই পকেট ছুরি এবং মাথার চুলের ক্লিপ এর সাহায্যে মহিলাকে সন্তান প্রসব করালেন আর্মির একজন মেডিকেল অফিসার।

👉ঘটনা- গোরখপুর এক্সপ্রেসে ভ্রমণকারী এক গর্ভবতী মহিলার প্রসববেদনা তীব্র হয় এবং ঝাঁসি স্টেশনে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। আর সেখানেই তাঁর ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন আর্মি অফিসার মেজর ডাঃ রোহিত বাচওয়ালা (৩১)

👉প্ল্যাটফর্মের এক জায়গায় হট্টগোল দেখে তিনি ছুটে যান, দেখেন এক গর্ভবতী মহিলা তীব্র প্রসব বেদনায় ছটফট করছেন। তিনি মুহূর্ত সময় নষ্ট না করে প্ল্যাটফর্মেই মহিলাকে সন্তান প্রসব করতে সাহায্য করেন।
মা এবং বেবি দুজনেই এখন সুস্থ।।

👉বাস্তব জীবনের নায়ক মেজর রোহিত বাচওয়ালাকে সশ্রদ্ধ স্যালুট ও অভিনন্দন জানাই 🙏❤️
অরূপ মিত্র র wall থেকে নেওয়া পোস্ট টি🙏

এ বার AI প্রযুক্তিতেই ঘায়েল হবে মশার বংশ, অভিনব টেকনোলজি চালু
11/07/2025

এ বার AI প্রযুক্তিতেই ঘায়েল হবে মশার বংশ, অভিনব টেকনোলজি চালু

এখন সবথেকে বড় সাসপেন্স; চাকরী পাওয়ার পর ওই প্রেমিকা এই যুবককে বিয়ে করে কিনা.....?!?"পুরুষ মানুষের ভালোবাসা"যুবক নিজেই...
11/07/2025

এখন সবথেকে বড় সাসপেন্স; চাকরী পাওয়ার পর ওই প্রেমিকা এই যুবককে বিয়ে করে কিনা.....?!?

"পুরুষ মানুষের ভালোবাসা"

যুবক নিজেই মাধ্যমিক পাশ, অথচ প্রেমিকার সামনে UPSC পরীক্ষার সফলতা কামনায় কাঁধে ১২১ লিটার গঙ্গাজল নিয়ে কানওয়ার যাত্রা করছেন এই প্রেমিক!

ভারতবর্ষের সবচেয়ে কঠিন পরীক্ষা ফলো- UPSC. এই পরীক্ষায় পাশ করলে তবেই একজন ক্যান্ডিডেট IAS অথবা IPS অফিসার হতে পারে। নিজের প্রেমিকাকে সেই কঠিন পরীক্ষায় পাশ করানোর মনস্কামনা নিয়ে গতবছর ১০১ লিটার গঙ্গাজলের বাঁক কাঁধে হেঁটেছিলেন এই যুবক।

তবে এবার সেটা বাড়িয়ে করলেন- ১২১ লিটার। যুবকের কথায়— "মানত করেছি, মেয়েটা UPSC পাশ করলে তবেই আমরা বিয়ে করে নেবো।"

হ্যাঁ! মাধ্যমিক পাশ যুবকের এখন একমাত্র তপস্যা নিজের প্রেমিকাকে UPSC পরীক্ষায় পাশ করানো। ভক্তি আর প্রেমের এই অটুট মেলবন্ধনই বোধহয় ভারতবর্ষকে অন্যান্য দেশের চেয়ে আলাদা করে তোলে।

“৭৫ বছর বয়সে কেউ সংবর্ধনা দিতে আসলে বুঝতে হবে অবসরের সময় হয়ে গিয়েছে।” বৃহস্পতিবার নাগপুরে এমন বক্তব্য রেখে প্রধানমন্ত্রী...
11/07/2025

“৭৫ বছর বয়সে কেউ সংবর্ধনা দিতে আসলে বুঝতে হবে অবসরের সময় হয়ে গিয়েছে।” বৃহস্পতিবার নাগপুরে এমন বক্তব্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবসর নিয়ে জল্পনা আরও একবার উসকে দিলেন রাষ্ট্রীয় সয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত।

সরসংঘ প্রধানের এই মন্তব্য আরও একবার প্রধানমন্ত্রী মোদীর আবাসর নিয়ে বিতর্ককে উস্কে দিয়েছে। সারা দেশে শুরু হয়েছে এই নিয়ে চর্চা ও বিশ্লেষণ।

১১০-১৩০KN ক্ষমতা সম্পন্ন জেট ইঞ্জিন সহ-উন্নয়নের জন্য DRDO, RR অথবা Safran-এর সাথে অংশীদারিত্ব করবে। উভয়ই সংস্থাই সম্পূ...
11/07/2025

১১০-১৩০KN ক্ষমতা সম্পন্ন জেট ইঞ্জিন সহ-উন্নয়নের জন্য DRDO, RR অথবা Safran-এর সাথে অংশীদারিত্ব করবে। উভয়ই সংস্থাই সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর এবং IPR অফার করেছে। এই বিষযয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি নোট প্রস্তুত করা হচ্ছে।

RR একটি নতুন হাই-থ্রাস্ট টার্বোফ্যান লাইন অফার করছে, যখন Safran M88-এর উপর ভিত্তি করে একটি প্রোটোটাইপ তৈরীর পরিকল্পনা করছে।

যাত্রীদের জন্য খুশির খবর! বাতিল টিকিটের টাকা আর ডুববে না! যাত্রী-বান্ধব নিয়ম আনছে ভারতীয় রেলটিকিট বাতিলের টাকা খোয়ানো...
11/07/2025

যাত্রীদের জন্য খুশির খবর! বাতিল টিকিটের টাকা আর ডুববে না! যাত্রী-বান্ধব নিয়ম আনছে ভারতীয় রেল

টিকিট বাতিলের টাকা খোয়ানোয় বিরক্ত? ভারতীয় রেল এখন আরও যাত্রী-বান্ধব রিফান্ড নীতির পরিকল্পনা করছে। জানুন কীভাবে বাতিল টিকিটে আরও বেশি টাকা ফেরত পাবেন....???

জানেন কী....??জাপান সরকারের একটি উদ্যোগ ~ জাপানে কোন দোকানে ফল বা সবজির যে কোনও প্যাকেট খুললেই মেলে চাষির ছবি — কে ফল ফল...
11/07/2025

জানেন কী....??

জাপান সরকারের একটি উদ্যোগ ~ জাপানে কোন দোকানে ফল বা সবজির যে কোনও প্যাকেট খুললেই মেলে চাষির ছবি —

কে ফল ফলিয়েছেন, বা ওই সব্জী উৎপাদন কোন চাষীর ক্ষেতে হয়েছে তা জানাও সেখানে গর্বের বিষয়!

ভারতের বৃহত্তম ধান, সর্ষে ও গমের উৎপাদক রাজ্য 🌾🇮🇳
10/07/2025

ভারতের বৃহত্তম ধান, সর্ষে ও গমের উৎপাদক রাজ্য 🌾🇮🇳

10/07/2025

✊ এক আদিবাসী কন্যার স্বপ্ন পূরণের জেদ
মালতী মুর্মু — এক সংগ্রামী নারী, যিনি তাঁর গ্রামের শিশুদের জন্য একটি বড় স্বপ্ন দেখেছিলেন এবং তা পূরণ করার সংকল্প নিয়েছিলেন।

২০২০ সাল থেকে তিনি নিজের বাড়িটিকেই বিদ্যালয়ে পরিণত করেছেন, যেখানে তিনি গ্রামের ৮৫টি পরিবারের শিশুদের পড়াচ্ছেন।

পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের ‘হিলটপ’ থেকে প্রায় ২৫ কিমি দূরে একটি প্রত্যন্ত ও পশ্চাদপদ গ্রাম — জিলিং সেরেং। সেখানকার এক সাধারণ গৃহবধূ মালতী, কোলে মাত্র দুই মাসের ছোট্ট সন্তান নিয়েই এখন ৬০-এর বেশি শিশুকে বিনামূল্যে শিক্ষা দিচ্ছেন।

গ্রাম থেকে সরকারি স্কুল অনেক দূরে হওয়ায় অধিকাংশ শিশু নিয়মিত স্কুলে যেতে পারত না।
২০২০ সালে যখন লকডাউনের কারণে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছিল শিশুরা, তখন মালতী দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন —
"এবার আমি আমার বাড়িতেই স্কুল চালাবো, আর সবাইকে বিনামূল্যে পড়াবো।"

কয়েকজন শিশুকে নিয়ে শুরু হয়েছিল পথচলা। ধীরে ধীরে গোটা গ্রামের ছেলেমেয়েরা মালতী দিদির কাছে পড়তে আসতে শুরু করে।

শুরুর দিকে তাঁর স্বামীর আপত্তি ছিল, কিন্তু মালতীর অটল মনোবলের সামনে তিনিও নতিস্বীকার করেন।
পরবর্তীতে তিনিও মালতীর এই মহান কাজে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়ান।

আজ, নানা প্রতিবন্ধকতা পেরিয়ে মালতী দিদি শুধু নিজের গ্রামেরই নয়,
সমগ্র ভারতবর্ষের গর্ব ও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।

🙏 আমরা তাঁকে হৃদয় থেকে প্রণাম করি ও গভীর সম্মান জানাই।

© Ivaan Murmu Official


রাজস্থানের চুরুতে জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনায় প্রাণ হারানো দুই ভারতীয় বিমান বাহিনীর পাইলটের একজন স্কোয়াড্রন লিডার ল...
10/07/2025

রাজস্থানের চুরুতে জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনায় প্রাণ হারানো দুই ভারতীয় বিমান বাহিনীর পাইলটের একজন স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র সিং সিন্ধু, যিনি গত মাসে বাবা হয়েছেন এবং ৩০ জুন আবার কাজে যোগ দিয়েছিলেন।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Social Knowledge Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Social Knowledge Centre:

Share