Inside Sujit

Inside Sujit "Knowledge is Power" "Hey I'm Sujit
Here to help you live your Best Life.

I'm passionate about Motivation, Storytelling, and Financial Freedom, and I want to share everything I know with you. On this channel, you'll find videos about a variety of topics, including :

• How to set and Achieve your Goals
• How to Overcome Challenges and Setbacks
• How to stay Motivated and Inspired
• How to Live a Financially free Life

চলুন নতুন কিছু শিখি যেটা দিয়ে Successful হওয়া সম্ভব

আপনি কি বেতনের দাস........?চাকুরীজীবীরা সকলেই গল্পটি পড়ুন আশা করছি আপনাদের কাজে দিবে....!! আমরা ছোটবেলা থেকেই শিখি ভালো...
17/09/2025

আপনি কি বেতনের দাস........?
চাকুরীজীবীরা সকলেই গল্পটি পড়ুন আশা করছি আপনাদের কাজে দিবে....!!

আমরা ছোটবেলা থেকেই শিখি ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাবে।
চাকরি মানেই নিশ্চিন্ত জীবন এটাই আমাদের ধারণা।
সমাজ, পরিবার, এমনকি আমাদের শিক্ষা ব্যবস্থাও আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে "নিরাপদ চাকরি মানেই সফল জীবন।"

কিন্তু বাস্তবতা ভিন্ন।
অনেকেই সারাজীবন চাকরির বেতনের উপর নির্ভর করেই জীবন চালিয়ে যায়।
এক মাসের বেতন দেরি হলেই জীবন থমকে যায়, টেনশনের পাহাড় এসে নামে।
স্বপ্নপূরণ তো দূরের কথা, সাধারণ দৈনন্দিন জীবন চালানোই কঠিন হয়ে পড়ে।

এই জীবন কি সত্যিই সেই স্বাধীনতার প্রতিচ্ছবি যা আমরা চেয়েছিলাম?
নাকি আমরা অজান্তেই এক ধরনের দাসত্বে বন্দী হয়ে গেছি?

চাকরি করা খারাপ কিছু নয়। বরং এটা অনেকের জন্য প্রয়োজনীয় ও সম্মানজনক পেশা।
কিন্তু সমস্যা হয় তখন...!
যখন পুরো জীবনটা শুধু বেতনের দাসত্বে কাটে।
যখন মাসের শেষ মানেই হিসাবের খাতা লাল হয়ে ওঠে।
যখন নতুন স্বপ্ন দেখার সাহসও থাকে না, কারণ সবকিছুই নির্ভর করছে সেই নির্দিষ্ট বেতনের উপর।
যখন চাকরি হারানোর ভয় আপনাকে প্রতিনিয়ত কাঁপিয়ে রাখে।

এই অবস্থায় জীবনটা হয়ে যায় "চাকরি টিকিয়ে রাখার সংগ্রাম",
যেখানে সৃজনশীলতা, স্বপ্ন, স্বাধীনতা সবকিছু চাপা পড়ে যায়।

এভাবে থেকে গেলে জীবন কখনোই সত্যিকারের স্বাধীন হবে না।
বরং আপনি শুধু টাকার জন্য খাটবেন, কিন্তু টাকা কখনোই আপনার জন্য কাজ করবে না।

কি ভাবে এই অবস্থা থেকে বের হয়ে আসবেন ?

১/ আর্থিক স্বাধীনতা গড়ুন শুধু চাকরির বেতনের উপর নির্ভর না করে অন্য আয় উৎস তৈরি করুন। সাইড হাসল, ছোট ব্যবসা, কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ শুরু করতে পারেন।

২/ সঞ্চয়কে অভ্যাস বানান প্রতিটি বেতনের অন্তত ২০% আলাদা করুন। প্রথমে অল্প মনে হলেও, কয়েক বছর পর দেখবেন সেই টাকাই আপনার জীবনের শক্তিশালী সাপোর্ট হয়ে উঠেছে।

৩/ ইনভেস্টমেন্ট শিখুন টাকা শুধু খরচ নয়, ইনভেস্ট করলে সেই টাকা নিজেই আপনার জন্য কাজ করবে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, বা রিয়েল এস্টেট সঠিকভাবে শিখে শুরু করুন।

৪/ নতুন স্কিল শিখুন চাকরির বাইরে নতুন কোনো দক্ষতা অর্জন করুন। অনলাইন স্কিল, ভাষা শেখা, টেকনোলজি যেকোনো কিছু যেটা আপনাকে অতিরিক্ত ইনকাম এনে দিতে পারে।

৫/ ফিনান্সিয়াল প্ল্যান করুন শুধু আজ নয়, আগামী ৫-১০ বছরের জন্য প্ল্যান করুন। কোথায় কত খরচ করবেন, কতটা সেভ করবেন, কোথায় ইনভেস্ট করবেন এই রোডম্যাপ ছাড়া এগোনো মানে আবারো একই জায়গায় আটকে পড়া।

বেতন আপনার জীবনের নিরাপত্তা দিতে পারে, কিন্তু স্বাধীনতা নয়....!!

যদি শুধু চাকরির দাস হয়ে থাকেন, তবে হয়তো বেঁচে থাকবেন,
কিন্তু বাঁচার স্বাদ কখনোই পাবেন না।
সফলতা মানে কেবল টিকে থাকা নয়, বরং নিজের মতো করে জীবন উপভোগ করা।

আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি জীবন তৈরি করা যেখানে চাকরির পাশাপাশি টাকা নিজেও আমাদের জন্য কাজ করবে। যেখানে ভয় নয়, বরং আত্মবিশ্বাস আমাদের পথ দেখাবে।

৬/ আজ থেকেই ছোট ছোট ইনকামের নতুন উৎস খুঁজে বের করুন। হয়তো প্রথমে খুব সামান্য আয় হবে, কিন্তু সময়ের সাথে সাথে সেটাই আপনার শক্তি হয়ে দাঁড়াবে।
৭/ নিজের লাইফস্টাইলকে বেতনের সাথে বেঁধে রাখবেন না। যত ইনকাম বাড়বে, খরচও বাড়াতে থাকবেন না বরং সেভিংস ও ইনভেস্টমেন্ট বাড়ান।
৮/ নিয়মিত আর্থিক শিক্ষা নিন যাতে বুঝতে পারেন টাকার সঠিক ব্যবহার কোথায়।

মনে রাখবেন:
“চাকরি টিকে থাকার জন্য, কিন্তু আর্থিক স্বাধীনতা জীবন উপভোগ করার জন্য।”
আপনি যদি চান জীবনটাকে সত্যিকার অর্থে উপভোগ করতে, তাহলে আজই শুরু করুন। নিজেকে শুধু “বেতনের দাস” থেকে “আর্থিকভাবে স্বাধীন মানুষ” বানানোর যাত্রা।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে



(সংগ্ৰহকৃত)।

ঘুড়ি উড়ানোর দিন গুলো বড্ডো মিস করি আজও 😟ঐশ্বরিক দক্ষতা দিয়ে মহাবিশ্বকে রূপদানকারী স্রষ্টাকে জানাই প্রনাম 🙏 —শুভ বিশ্বকর্...
17/09/2025

ঘুড়ি উড়ানোর দিন গুলো বড্ডো মিস করি আজও 😟
ঐশ্বরিক দক্ষতা দিয়ে মহাবিশ্বকে রূপদানকারী স্রষ্টাকে জানাই প্রনাম 🙏 —
শুভ বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আপনাকে ও আপনার পরিবারের সকলকে। বছর জুড়ে কারুশিল্পের চেতনা আপনাকে অনুপ্রাণিত করুক।

অনেক সময় মানুষ আমাদের বলে।  তুমি তো অনেক বদলে গেছো। কিন্তু সত্যি কথা হলো, আমরা বদলাইনি। আমরা শুধু তাদের মতো করে চলা বন্ধ...
14/09/2025

অনেক সময় মানুষ আমাদের বলে। তুমি তো অনেক বদলে গেছো। কিন্তু সত্যি কথা হলো, আমরা বদলাইনি। আমরা শুধু তাদের মতো করে চলা বন্ধ করে দিয়েছি।

যখন আমরা সবসময় তাদের কথা শুনি, তাদের মতামত মেনে চলি, তখন তারা খুশি থাকে।
কিন্তু একদিন যখন নিজের মত প্রকাশ করি, নিজের মতো বাঁচতে চাই, তখনই তাদের চোখে আমরা বদলে যাওয়া মানুষ হয়ে যাই।

আসলে আমরা বদলাই না, আমরা শুধু অভিনয় করা বন্ধ করি। যখন আমরা আর অন্যের ইচ্ছেমতো চলে তার হাতের পুতুল হতে চাই না, নিজের মতো করে বাঁচতে শুরু করি, আর সেখানেই তাদের সমস্যা হয়। তখনই আমরা খারাপ মানুষ হয়ে যাই। কি তাইতো? ❤️‍🩹

👉 Inside Sujit



তাল শুধু সুস্বাদু নয়, এটি প্রকৃতির এক অনন্য ঔষধি ফল।
13/09/2025

তাল শুধু সুস্বাদু নয়, এটি প্রকৃতির এক অনন্য ঔষধি ফল।

13/09/2025

জেনে নিন, স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য সঠিক তেল!

"টাকা হলো ডেটলের মতো – যা ৯৯.৯% সমস্যার সমাধান করে"আমরা সবাই জানি, জীবনে সমস্যার শেষ নেই। স্বপ্ন পূরণ করতে চাইলে হাজারো ...
12/09/2025

"টাকা হলো ডেটলের মতো – যা ৯৯.৯% সমস্যার সমাধান করে"

আমরা সবাই জানি, জীবনে সমস্যার শেষ নেই। স্বপ্ন পূরণ করতে চাইলে হাজারো বাঁধা আসে সামনে। কিন্তু বাস্তবতা হলো— অনেক সমস্যার মূলে থাকে অর্থের অভাব। টাকা যেন ডেটলের মতো, যা জীবনের ৯৯.৯% সমস্যা দূর করার শক্তি রাখে।

টাকা শুধু বিল মেটানোর জন্য নয়, এটা স্বাধীনতা দেয়, আত্মবিশ্বাস বাড়ায়, ভালো শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা আর স্বপ্ন পূরণের সুযোগ তৈরি করে। অর্থ থাকলে তুমি অন্যকে সাহায্য করতে পারো, নিজের স্বপ্নের পথে এগোতে পারো, আর কষ্টের মুহূর্তগুলোকে সহজে সামলাতে পারো।

তবে মনে রেখো— টাকাই সব নয়, কিন্তু টাকা সত্যিই অনেক কিছু। তবে জীবনের আসল সুখ আসে ভালো ব্যবহার, সম্পর্ক আর সততার মাধ্যমে। কিন্তু অর্থ হলো সেই হাতিয়ার, যা তোমার জীবনযাত্রাকে সহজ, সুন্দর আর সমৃদ্ধ করে তোলে।

👉 তাই টাকার প্রতি নেতিবাচক নয়, ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখো। জ্ঞান বাড়াও, দক্ষতা তৈরি করো কঠোর পরিশ্রমের দ্বারা। কারণ টাকা তোমার শত্রু নয়, বরং তোমার সমস্যার সমাধানের সবচেয়ে কার্যকরী ওষুধ।

👉 Inside Sujit

12/09/2025

ফরেনসিক তদন্তে যেকোনো ছোট সূত্রও কত বড় প্রমাণ হতে পারে, তার এক দারুণ উদাহরণ দেখা গিয়েছিল ফিনল্যান্ডে।

২০০৮ সালে দেশটির লাপুয়া শহরে একটি চুরি হওয়া গাড়ি উদ্ধার করে পুলিশ। ভেতরে খুঁজতে খুঁজতে তারা দেখতে পায় একটি মশা মরে পড়ে আছে। মশাটির পেট ফুলে ছিল, মানে সেটি কিছুক্ষণ আগেই মানুষের রক্ত খেয়েছে।

পুলিশ বিষয়টিকে হেলাফেলা না করে মশাটিকে পাঠায় ফরেনসিক ল্যাবে। সেখানে বিজ্ঞানীরা মশার পেট থেকে রক্তের ডিএনএ বের করে পরীক্ষা করেন।

ফলাফল? সেই ডিএনএ মিলে যায় পুলিশের ডাটাবেসে থাকা এক ব্যক্তির সঙ্গে।

অভিযুক্ত ব্যক্তি অবশ্য দাবি করেন, তিনি গাড়ি চুরি করেননি, কেবল লিফট নিয়েছিলেন। কিন্তু গাড়ির ভেতরে তার রক্তের উপস্থিতি—যা মশার পেটে ছিল—মামলার অন্যতম প্রধান প্রমাণে পরিণত হয়।

12/09/2025

এটা কোনো কথা...

আজ থেকেই শুরু হোক৷
12/09/2025

আজ থেকেই শুরু হোক৷

Success begins with belief — when you trust yourself, every ‘no’ brings you closer to the right ‘yes’
08/09/2025

Success begins with belief — when you trust yourself, every ‘no’ brings you closer to the right ‘yes’

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inside Sujit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share