
06/04/2025
আজই অনলাইনে কিনুন 👇
https://www.mystore.in/en/product/premium-a2ghee
"ঘি প্রস্তুতির মধ্য দিয়ে গ্রামীণ ঐতিহ্য আর স্বাদের এক অনন্য মেলবন্ধন ঘটছে নকশি কাঁথা ফার্মার প্রডিউসার কোম্পানির হাত ধরে! আমাদের কৃষক ভাই-বোনেরা নিজেদের হাতে তৈরি করছেন খাঁটি, সুগন্ধি ঘি – যা শুধু স্বাস্থ্যকরই নয়, বাংলার মাটির গল্পও বহন করে। প্রতিটি চামচে মিশে আছে পরিশ্রম, ভালোবাসা আর প্রকৃতির আশীর্বাদ। এই উদ্যোগে আমরা কৃষকদের ক্ষমতায়ন করছি, তাদের উৎপাদনকে সরাসরি আপনার ঘরে পৌঁছে দিচ্ছি।
নকশি কাঁথার মতোই, যেমন সূচি-সুতোয় ফুটে ওঠে গ্রামবাংলার শিল্প, তেমনি এই ঘি-এর মাধ্যমে আমরা তুলে ধরছি আমাদের কৃষি-সংস্কৃতির সৌন্দর্য। আপনিও সঙ্গী হোন এই যাত্রায় – খাঁটি ঘি-এর স্বাদে মুখরিত করুন আপনার রান্নাঘর!
#নকশি_কাঁথা_ফার্মার #খাঁটি_ঘি #গ্রামীণ_ঐতিহ্য #কৃষকের_হাতে_স্বাদ"