04/07/2025
পিচ রাস্তা ভেঙে পুকুরে! বারুইপুরের মাঝেরহাটে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, নীরব প্রশাসন
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মদারাট পঞ্চায়েত এলাকায় মাঝেরহাট থেকে সীতাকুন্ডু যাওয়ার পিচের রাস্তার বেহাল অবস্থা ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে। রাস্তার একাংশ ভেঙে গিয়ে পড়ছে পাশের পুকুরে। ফলত, প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়দের বক্তব্য, ওই রাস্তা দিয়েই স্কুল-কলেজের পড়ুয়া, অফিসগামী মানুষ এবং সাধারণ পথচারীরা নিয়মিত যাতায়াত করেন। কিন্তু এখন সেই রাস্তা প্রাণসংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। পিচ সরে গিয়ে নিচের মাটি ধসে যাচ্ছে, আর তার নিচেই পুকুর – ফলে সামান্য অসতর্কতাই ঘটাচ্ছে বিপত্তি।
ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, “একাধিকবার পঞ্চায়েতকে জানানো হয়েছে। এমনকি ব্লক অফিসেও লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। ছোটখাটো সংস্কার করে দায় মেটাচ্ছে প্রশাসন।”
স্থানীয়দের দাবী, দ্রুত রাস্তার পূর্ণ সংস্কার না হলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। এখন দেখার, কতটা গুরুত্ব দিয়ে এই বিপজ্জনক পরিস্থিতির মোকাবিলা করে স্থানীয় প্রশাসন।