Jamal Cinema

Jamal Cinema Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamal Cinema, Media/News Company, Tollygunge.

09/07/2025

সোনারপুর কলেজে নবাগত এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন বছর ৪৪-র ছাত্রনেতা প্রতীক কুমার দে। ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক। প্রতীক সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র-পরিষদের কো-অর্ডিনেটর। সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ। রাজপুর টাউন তৃণমূল যুব-কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন।

06/07/2025

খুঁটি পূজা হল সপ্তপল্লী বিশালক্ষী তলাই

04/07/2025

পিচ রাস্তা ভেঙে পুকুরে! বারুইপুরের মাঝেরহাটে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, নীরব প্রশাসন

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মদারাট পঞ্চায়েত এলাকায় মাঝেরহাট থেকে সীতাকুন্ডু যাওয়ার পিচের রাস্তার বেহাল অবস্থা ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে। রাস্তার একাংশ ভেঙে গিয়ে পড়ছে পাশের পুকুরে। ফলত, প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়দের বক্তব্য, ওই রাস্তা দিয়েই স্কুল-কলেজের পড়ুয়া, অফিসগামী মানুষ এবং সাধারণ পথচারীরা নিয়মিত যাতায়াত করেন। কিন্তু এখন সেই রাস্তা প্রাণসংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। পিচ সরে গিয়ে নিচের মাটি ধসে যাচ্ছে, আর তার নিচেই পুকুর – ফলে সামান্য অসতর্কতাই ঘটাচ্ছে বিপত্তি।

ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, “একাধিকবার পঞ্চায়েতকে জানানো হয়েছে। এমনকি ব্লক অফিসেও লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। ছোটখাটো সংস্কার করে দায় মেটাচ্ছে প্রশাসন।”

স্থানীয়দের দাবী, দ্রুত রাস্তার পূর্ণ সংস্কার না হলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। এখন দেখার, কতটা গুরুত্ব দিয়ে এই বিপজ্জনক পরিস্থিতির মোকাবিলা করে স্থানীয় প্রশাসন।

03/07/2025

প্লাস্টিক মুক্ত চাম্পাহাটির ডাক, নেতৃত্বে পঞ্চায়েত প্রধান অসিত বরন মন্ডল

চাম্পাহাটি:
“প্লাস্টিক মুক্ত চাম্পাহাটি” গড়ার লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক মিছিলের আয়োজন করল চম্পাহাটি পঞ্চায়েত। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন পঞ্চায়েত প্রধান অসিত বরন মন্ডল। অংশগ্রহণ করেন স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী, আশা কর্মী, পঞ্চায়েতের স্টাফ ও এলাকার সাধারণ মানুষ।

মিছিল চলাকালীন পঞ্চায়েত প্রধান বলেন, “প্লাস্টিকের কারণে সমাজে ভয়াবহ ক্ষতি হচ্ছে। ড্রেন-নালা আটকে যাচ্ছে, যার ফলে বর্ষার সময় জল জমে রাস্তাঘাট অচল হয়ে পড়ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে এখনই উদ্যোগ নিতে হবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে চাম্পাহাটি এলাকাকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরজন্য নিয়মিত ক্যাম্পেইন ও জনসচেতনতা বাড়ানোর কাজ চালানো হবে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এটা খুবই প্রয়োজনীয় উদ্যোগ, প্লাস্টিকের ব্যবহার বন্ধ হলে এলাকাও সুন্দর থাকবে, এবং পরিবেশও সুরক্ষিত থাকবে।”

চম্পাহাটি পঞ্চায়েতের এই উদ্যমী পদক্ষেপ নিঃসন্দেহে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

Big shout out to my newest top fans! 💎 Ankur SahaDrop a comment to welcome them to our community,  fans
02/07/2025

Big shout out to my newest top fans! 💎 Ankur Saha

Drop a comment to welcome them to our community, fans

02/07/2025

শিরোনাম:
পড়ুয়ার অভাবে স্কুল বন্ধের আশঙ্কা, বারুইপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হল ডিজিটাল ক্লাস

সংবাদ প্রতিবেদন:
দক্ষিণ ২৪ পরগনার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের অভাব দিন দিন চরম আকার নিচ্ছে। শহরতলির বহু অভিভাবক এখন তাঁদের সন্তানদের ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলে ভর্তি করতে বেশি আগ্রহী। এই পরিস্থিতিতে সরকারি স্কুলগুলিকে টিকিয়ে রাখতে উদ্যোগ নিচ্ছে প্রশাসন।

এইরকম এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বারুইপুরের শিশু শিক্ষা সদন প্রাথমিক বিদ্যালয়-এ। বিদ্যালয়টিতে শুরু হয়েছে ডিজিটাল ক্লাস। মূলত বেসরকারি বিদ্যালয়ের সঙ্গে টেক্কা দিতে এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক ও বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি।

বিদ্যালয়টিতে বর্তমানে পড়ুয়ার সংখ্যা ৪০০-র বেশি। নতুন এই উদ্যোগ পড়ুয়াদের শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়াবে বলে আশাবাদী জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক।

শুধু অভিভাবক বা প্রশাসন নয়, এই উদ্যোগে খুশি শিক্ষক-শিক্ষিকারাও। তাঁদের মতে, প্রযুক্তির সাহায্যে পাঠদান আরও আকর্ষণীয় ও উপভোগ্য হয়ে উঠবে, যার ফলে পড়ুয়াদের উপস্থিতি ও মনোযোগ দুই-ই বাড়বে।

এই উদাহরণ দেখে জেলার অন্য স্কুলগুলিও ডিজিটাল শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে আসবে বলেই আশা করা যাচ্ছে।

01/07/2025

ডাকাতির ছক বানচাল করল বারুইপুর থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বারুইপুর থানার পুলিশ সূর্যপুর সেতু সংলগ্ন এলাকা থেকে তিনজন ডাকাত কে ধরলো পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক, এক রাউন্ড গুলি, নগদ ৪৫ হাজার টাকা, দুটি মোবাইল। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আফচার মোল্লা, ফরিদুল পিয়াদা, আরফত আলি মণ্ডল। এদের বাড়ি জয়নগর থানা ও মগরাহাট এলাকায়।এদের নামে একাধিক অভিযোগ আছে থানায়।

30/06/2025

বামন ঘাটা রথযাত্রা এবারে ৬১ তম বর্ষ পদার্পণ করলো

24/06/2025

রাস্তা সারাইয়ের জন্য হুশিয়ারি দিলো সাধারণ মানুষ

15/06/2025

অবশেষে রয়েল বেঙ্গল টাইগার ধরা পড়ল খাঁচাতে

14/06/2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে অন্যান্য জেলার মতো বারুইপুরে বিজেপির অফিসে সাংবাদিক সম্মেলন হল

Address

Tollygunge

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamal Cinema posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share