Sohel Islamic page

Sohel Islamic page ইসলাম is best �
(1)

18/03/2025

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ ، قَالَ : حَدَّثَنِي مَعْنٌ ، قَالَ : حَدَّثَنِي مَالِكٌ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ : يَا عَبْدَ اللَّهِ ، هَذَا خَيْرٌ ، فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ ، فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ : بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ ، مَا عَلَى مَنْ دُعِيَ مِنْ تِلْكَ الْأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ ، فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الْأَبْوَابِ كُلِّهَا ، قَالَ : نَعَمْ ، وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ 🌟💫✨

Rasulullah (Sallallahu Alehi w aalehi wasallam) ne farmaya jo Allah ke rastey mein 2 cheezein kharch karega usey Farishtey jannat ke darwazon se bulaaengey ke aey Allah ke bandey ! ye darwaza achchha hai phir jo shakhs namazi hoga usey Namaz ke darwaze se bulaya jaeyga jo Mujahid hoga usey jihad ke darwazey se bulaya jaey jo roze-daar hoga usey ( baabur-Rayyaan ( se bulaya jaeyga aur jo zakat ada karne wala hoga usey zakat ke darwaze se bulaya jaeyga is par Abu-Bakar (Raziallahu anhu) ne puchha mere maan-baap Aap (Sallallahu Alehi w aalehi wasallam) par fidaa hon ya Rasulullah (Sallallahu Alehi w aalehi wasallam) ! jo log un darwazon (mein se kisi aik darwaaze) se bulaey jaeinge mujhey unse bahas nahi, aap ye farmaein ke kya koi aisa bhi hoga jisey un sab darwazon se bulaya jaaeyga? Aap (Sallallahu Alehi w aalehi wasallam) ne farmaya ke haan, aur mujhey ummeed hai ke aap bhi unhiin mein se hongey.

Bukhari: 1897

07/09/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

07/09/2024
05/09/2024

05/03/2024

Ramzan mein kin chijo ka Avoid Karen?

21/02/2024

আপনি কি এই পাঁচটি জায়গায় কথা বলেন তাহলে আপনার ৪০ বছরের আমল বাদ যাবে

#ইসলামিকভিডিও

⭕ আমাদের দেশে নির্দিষ্ট করে ২৬ শে রজব দিবাগত রাতকে সন্দেহাতীত ভাবে শবে মিরাজ হিসেবে উদযাপন করা হয় এবং এই রাতে শবে মিরাজ ...
05/02/2024

⭕ আমাদের দেশে নির্দিষ্ট করে ২৬ শে রজব দিবাগত রাতকে সন্দেহাতীত ভাবে শবে মিরাজ হিসেবে উদযাপন করা হয় এবং এই রাতে শবে মিরাজ উপলক্ষে বিভিন্ন ধরনের আমল, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু এসবের কোনো ভিত্তি কুরআন এবং হাদীসে নেই.!!

🔸 বাজারে প্রচলিত কিছু অগ্রহনযোগ্য বই পুস্তকে লিখা রয়েছে এবং সাধারণ জনগণের মাঝেও তা প্রসিদ্ধ রয়েছে যে, মিরাজের ঘটনা রজব মাসের ২৭ তারিখ রাতে সংঘটিত হয়েছিল। কিন্তু এর কোনো সঠিক ভিত্তি কুরআন হাদীসে খুজে পাওয়া যায় না। নির্ভরযোগ্য সূত্রে শুধু এটুকুই পাওয়া যায় যে, মিরাজের ঘটনা হিজরতের এক বা দেড় বছর আগে সংঘটিত হয়েছিল। কিন্তু মাস, দিন, তারিখের ব্যাপারে নির্ভরযোগ্য কোনো দলীল কিংবা হাদীস নেই।

🔹 অধিকাংশ মুহাক্কিক ওলামায়ে কেরামগন বলেছেন, মিরাজের রাতটি নিঃসন্দেহে একটি বরকতময় রাত ছিলো, কিন্তু এই রাতে যেহেতু বিশেষ কোনো আমল কিংবা ইবাদত করা উম্মতে মুহাম্মাদীর জন্য নির্ধারিত হয় নি, তাই এর দিন তারিখটিও সুনির্দিষ্টভাবে সংরক্ষিত করা হয় নি। –[ইমাম ইবনে কাছীর ২/৪৭১, ইমাম ইবনে রজব ১৩৪, ইসলাহি খুতুবাত, আল্লামা মুহাম্মাদ তাকী উসমানী ১/৪৬-৪৮]

🔸 রজব মাস যেহেতু কুরআনুল কারীমে বর্ণিত সম্মানিত চারটি মাসের মধ্যে একটি মাস সুতরাং এ মাসের সব কয়টি দিন এবং রাত হচ্ছে রহমত এবং বরকতে পরিপূর্ণ। তাই এ মাসের সব কয়টি দিন এবং রাতেই ইবাদত বন্দেগীর ব্যাপারে পরিপূর্ণ যত্নবান হওয়া উচিত ইন শা আল্লাহ 💝✅

🔹 কিন্তু এ মাসের ২৭ তারিখ রাতটি যেহেতু শবে মিরাজ হিসেবে প্রমাণিত নয়, তাই এ রাতকে বিশেষভাবে ইবাদতের জন্য নির্দিষ্ট করা যাবে না এবং এর সাথে সংশ্লিষ্ট কোনো প্রকার রসম রেওয়াজও পালন করা যাবে না। অন্যথায় এসব কিছুই বিদ'আতের অন্তর্ভূক্ত হবে। আর বিদ'আত মানেই হচ্ছে দ্বীনের ভিতর নতুন করে কোনো কিছুর অনুপ্রবেশ ঘটানো, যার কোনো ভিত্তি কুরআন হাদীসে নেই! (Copy)

প্রশ্ন: সময়ের বরকত কি উঠে যাচ্ছে?উত্তর:কিয়া*মতের পূর্বে সময়ের বরকত উঠে যাওয়া প্রসঙ্গে হাদিস বর্ণিত হয়েছে। যেমন:عَنْ ...
05/02/2024

প্রশ্ন: সময়ের বরকত কি উঠে যাচ্ছে?
উত্তর:
কিয়া*মতের পূর্বে সময়ের বরকত উঠে যাওয়া প্রসঙ্গে হাদিস বর্ণিত হয়েছে। যেমন:

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ، وَتَكْثُرَ الزَّلاَزِلُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَتَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْهَرْجُ ـ وَهْوَ الْقَتْلُ الْقَتْلُ ـ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيض .

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
কি*য়ামত কায়েম হবে না, যে পর্যন্ত না ইল্‌ম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হারজ বৃদ্ধি পাবে। হারজ অর্থ খু*নখা*রাবী। তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে, উপচে পড়বে।

(সহীহ বুখারী (ইফাঃ) অধ্যায়ঃ ১৫/ বৃষ্টির জন্য দু'আ (كتاب الاستسقاء) পরিচ্ছদঃ ৬৬১. ভুমিকম্প ও কি*য়ামতের আলামত সম্পর্কে যা বর্ণিত হয়েছে। হাদিস নম্বরঃ [৯৭৯])

সময় সংকুচিত হয়ে আসবে,এ কথার অর্থ:
ইমাম নওবী রহ. বলেন “সময় সংকুচিত হয়ে আসবে” এ কথার
অর্থ হল,“সময় থেকে বরকত উঠে যাবে।

ইবনে হাজার আসকালানী রাহ. বলেন:
“সঠিক কথা হল, সব কিছু থেকে বরকত উঠে যাবে। এমনকি সময় থেকেও। এটি কি*য়ামত সন্নিকটে আসার আলামত।”
কাযী ইয়াযও উক্ত মতকে সমর্থন করেছেন।

ইমাম ইবনুল কাইয়েম রাহ. বলেন: সব কিছু থেকে (এমনকি সময় থেকেও) বরকত চলে যাওয়ার একটি কারণ হল, পা*পাচার।

সুতরাং ‘সময়ের বরকত উঠে গেছে’ বলে বসে না থেকে আমাদের কর্তব্য হল, সুপরিকল্পিতভাবে সময়ের সর্বোচ্চ ব্যবহার করা। পরিকল্পিতভাবে অধিক পরিমানে দ্বীন ও দুনিয়া কল্যাণকর কাজ করা এবং সময়ের অপচয় রোধ করা।

সেই সাথে পা*পাচার থেকে দূরে থাকা। তাহলে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আমরা অল্প সময়েও অনেক কল্যাণকর কাজ আঞ্জাম দিতে সক্ষম হবো।

আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন।
আমিন। (copy)

Address

Dantan 2
Kolkata
721445

Telephone

+918902067956

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohel Islamic page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohel Islamic page:

Share

Category