07/09/2025
🌕🌔🌓আজ চন্দ্রগ্রহণ🌗🌘🌑
গ্রহণ চলাকালীন অবশ্যই মনে রাখবেন:-
রবিসংক্রমে ব্যতীপাতে গ্রহণে চন্দ্ৰসূৰ্য্যয়োঃ।
বিশেষণার্চ্চয়েদ্বিষ্ণুং যথাশক্ত্যা বরাননে।।
[পদ্মপুরাণ, উত্তরখন্ডম, অধ্যায় ২৫৩, শ্লোক ১৬৩]
অর্থাৎ: সদাশিব পার্বতীকে বললেন- “হে বরাননে, রবিসংক্রমনে, ব্যতীপাতে(ভূমিকম্প,দুর্ভিক্ষ,অশুভ সময়ে) এবং চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ চলাকালে যথাশক্তি বিশেষরূপে বিষ্ণুপূজা করিবে।
গ্রহণকালকে বলা হয় অমৃতকাল। এ সময় পৃথিবীর সমস্ত জল অমৃততুল্য হয়, সমস্ত স্নান অমৃতস্নান তুল্য হয় এবং সমস্ত দ্বিজ ব্যাসতুল্য হয় তাই এ সময়ে বিষ্ণুপূজা সর্ববাঞ্চা পূরণ করে।
তাই ভগবদ্ভক্তগণ এ সময়ে হরিনামগঙ্গায় স্নান করেন এবং অধিক অধিক কৃষ্ণপূজা, কৃষ্ণ নাম কীর্তন, কৃষ্ণ নাম জপ, গীতা-ভাগবতাদি পাঠ ও শ্রবণ করেন।
গ্রহণকালে রান্না করা সমস্ত বস্তু অখাদ্য হয়ে যায়, গ্রহণ লাগলে পাকভান্ড (রান্নার বাসন) ধুয়ে ফেলতে হয়। শাস্ত্র প্রমাণ-
শ্রীকৃষ্ণ নন্দবাবাকে বললেন,
"চন্দ্র-সূর্য-গ্রহণে, জনন-মরণাশৌচে ও অশুচি ব্যক্তির
সংস্পর্শে তৎক্ষণাৎ পাক ভাণ্ড পরিত্যাগ করা বিধেয়।"
[শ্রীব্রহ্মবৈবর্তপুরাণ, কৃষ্ণজন্মখন্ড, ৮৩।৫৬]
🔴গর্ভবতী মায়েরা চন্দ্র গ্রহণের সময় কী করবেন:-
গ্রহণের সময়ে গর্ভবতী মহিলারা কোনও ধারযুক্ত জিনিস যেমন ছুরি, কাঁচি, ছুঁচ ইত্যাদি ব্যবহার করবেন না। বাড়ির কোনও কাজ করবেন না।
শাস্ত্র মতে গ্রহণ শুরু হওয়ার পর গর্ভবতী মহিলাদের স্নান করা উচিত নয়। এমনকি ব্যায়ামও নিষিদ্ধ।
গর্ভবতী মহিলারা গ্রহণের সময়ে চাঁদের আলোয় এসে দাঁড়াবেন না। আবার বাড়ির মধ্যে এমন স্থানে থাকুন, যেখানে চাঁদের আলো প্রবেশ না-করে।
চন্দ্র গ্রহণের সময়ে গর্ভবতী মহিলারা মন্ত্র জপ, ঈশ্বর নাম সংকীর্তন করতে পারেন। এ সময়ে আপনারা বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করতে পারেন। এছাড়াও হনুমান চালিসা, আদিত্য হৃদয় স্তোত্র, বিষ্ণু হস্তাক্ষরী মন্ত্র ও পঞ্চাক্ষরী মন্ত্র জপ করলে বিশেষ সুফল পেতে পারেন।
শাস্ত্র মতে গ্রহণের সময়ে গর্ভবতী মহিলারা নিজের কাছে একটি নারকেল রেখে নিন। এ ফলে সমস্ত ধরনের ক্ষতিকর রশ্মি ও প্রভাব থেকে মুক্ত থাকা যায়। গ্রহণ শেষ হওয়ার পর পবিত্র কোনও নদীতে নারকেলটি প্রবাহিত করে দিন।
সবাই গ্রহণ চলাকালীন অবশ্যই বেশি বেশি কৃষ্ণনাম জপ করবেন। রাধে রাধে
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌