Lottery Sambad

Lottery Sambad Established in 1992, Lottery Sambad has established itself as a household name in Lottery news and results.

We stand for Trust and Genuine Lottery news and results.

08/08/2025

Nabanna Abhijan: নবান্ন ও কালীঘাটে মিছিল বা অভিযান নয়ঃ পুলিশ
আরজি কর-কাণ্ডের এক বছর।বিভিন্ন এলাকায় নানান কর্মসূচী নেওয়া হয়েছে। এইবার কলকাতা এবং রাজ্য পুলিশ শুক্রবার এ কথা স্পষ্ট করে জানিয়ে দিল, শনিবার নবান্ন অভিযান বা কালীঘাট অভিযান করা যাবে না। পরিবর্তে বিক্ষোভ-প্রতিবাদের জন্য তারা দু’টি বিকল্প জায়গার কথাও বলেন। বিকল্প জায়গা হিসাবে একটি হল সাঁতরাগাছি বাসস্ট্যান্ড। আর অন্যটি হল রানি রাসমণি চত্বর বলে জানায় পুলিশ।এর নিয়ম না-মানলে এবং বিধিনিষেধ অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়ে দেন তাঁরা।
শনিবার আরজি কর-কাণ্ডের নির্যাতিতার মা-বাবা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। ওই কর্মসূচিকে সমর্থন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।



(if it's a short video)





08/08/2025

Rakhi Purnima 2025: রাখী বন্ধন উৎসব... | Lottery Sambad Official |

পুরাণ মতে, দেবী লক্ষ্মী প্রথম রাজা বলিকে রাখী বাঁধেন। আর তার পরিবর্তে রাজা বলি নারায়ণকে মুক্তি দেন। আর সেই থেকে রাখী বন্ধন উৎসবের শুরু। পুরাণ মতে কৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন হিসাবে গ্রহণ করেন এবং সারাজীবন রক্ষা করার অঙ্গীকার করেন। কথিত আছে শিশুপালকে বধ করার পর হাতে আঘাত পান শ্রীকৃষ্ণ। তাঁর সেই ক্ষতস্থানে নিজের কাপড়ের অংশ দিয়ে বেঁধে দেন দ্রৌপদী। ভাই বোনের মধুর সম্পর্কে জড়িয়ে থাকেন কৃষ্ণ এবং দ্রৌপদী। আবার নিজের পুত্র শুভ ও লাভের একটি বোনের আবদার পূরণ করতে গনেশ ভগবান সন্তোষী মায়ের জন্ম দিয়েছিলেন। তিনি গনেশের কন্যা হিসাবে শুভ ও লাভের হাতে রাখী পরান।

#রাখীপূর্ণিমা #রাখীবন্ধনউৎসব

08/08/2025

Rakhi Purnima 2025: রাখি বন্ধনের পৌরাণিক গাঁথা ও দিনক্ষণ | Lottery Sambad Official |

রাখি বন্ধন বা রাখি উৎসব শুধু মাত্র একটি ডোরির গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে নানান পৌরাণিক গাথা। নির্দিষ্ট দিনক্ষণে ভাইয়ের হতে রাখী বেঁধে ভাইয়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন বোনেরা। ভাই-বোনের ভালবাসার সম্পর্কে রাখী এক অটুট বন্ধন।









08/08/2025

Jhulan Purnima 2025:মায়াপুরে ঝুলন ও রাখী পূর্ণিমা উৎসব...| Lottery Sambad Official |

ধর্মীয় আনুষ্ঠানিকতা বাদ দিলেও ঝুলন ও রাখী পূর্ণিমার অন্য এক রূপ হল প্রেম, মৈত্রী, সংহতি এবং আত্মিক মিলন।
শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় ঝুলন ও রাখী পূর্ণিমা। মায়াপুরের ইসকন মন্দিরের সাড়ম্বড়ে পালিত ঝুলন ও রাখী পূর্ণিমা। উৎসব ঘিরে মন্দির জুড়ে সাজসাজ রব। মন্দিরে ভক্তদের ঢল। সুন্দর করে সাজান হয়েছে রাধামাধবের মুর্তি। পুজো-অর্চনা, হোমযজ্ঞ, কীর্তন, প্রসাদ বিতরণ। মায়াপুরের ইসকন মন্দিরে হইহই কাণ্ড রইরই ব্যাপার। এই বিষয়ে মন্গিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস-এর কথায়, “এই উৎসব কেবল অতীত স্মরণ নয়, বর্তমান সমাজে শান্তি, সংহতি আর মানবিক বন্ধনের এক পবিত্র অনুশীলন। এই ঝুলন ও রাখী পূর্ণিমা উদযাপন ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি কোণে, বিশ্বজুড়ে গড়ে উঠুক মানবতার নতুন ভিত্তি।”

08/08/2025

Weather News :বাংলায় অব্যাহত বৃষ্টি-দুর্যোগ...| Lottery Sambad Official |

বর্ষা-বৃষ্টিতে নাজেহাল জনজীবন...

বৃষ্টি এখন বঙ্গ জীবনের অঙ্গ। রাত, দিন, বিকেল, দুপুর বৃষ্টি ঝড়ে পড়ার কোনো বিরাম নেই। পুরো শ্রাবণ জুড়েই বাংলায় বৃষ্টির গেড়ো।
শুক্রবারও বৃষ্টিতে ভিজতে হবে রাজ্যবাসীকে। কোথাও হালকা আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শহর কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বয়ে যেতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গে পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামি সপ্তাহে সোমবার থেকে আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে জানিয়ে দিল হাওয়া অফিস।

08/08/2025

Dear Lottery: লটারি বাজারে সুসময় এনেছে ডিয়ার...| Lottery Sambad Official |

৬ টাকায় এক কোটি। এই রকমই ছয় টাকা দিয়ে টিকিট কেটে বিত্তবান হচ্ছেন রাজ্যের আনাচে কানাচের মানুষ জন। কিন্তু এই টিকিট বিক্রয় করেন যাঁরা, এমনই কয়েক জন টিকিট বিক্রেতার সঙ্গে লটারি সংবাদের প্রতিনিধি যোগাযোগ করেছিলেন।নিজেদের অভি়জ্ঞতার কথা তুলে ধরেন তাঁরা।

07/08/2025

Mamata Banerjee: ঝাড়গ্রামের সভা থেকে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর | Lottery Sambad Official |

বৃহস্পতিবার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে আবারও ভাষা আন্দোলন ও ভোটার তালিকা নিয়ে কেন্দ্রকে দোষেন তিনি।
ভোটার তালিকা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে তোপ দাগার সঙ্গে সঙ্গে বাংলা ভাষা নিয়ে বিজেপি নেতাদের বিরূপ মন্তব্যকে হাতিয়ার করেও তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিজেপি সরকারকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী।

07/08/2025

Putin To Visit India: ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন...| Lottery Sambad Official |
ভারত-আমেরিকা বা বলা ভাল ভারত ট্রাম্পের শুল্কযুদ্ধের আবহেই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার একটি সংবাদ সংস্থা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে। আগস্ট মাসের শেষেই ভারত সফরে আসছেন পুতিন এমনটাই জানিয়েছেন ডোভাল। বর্তমানে অজিত ডোভাল রাশিয়ায় রয়েছেন।

07/08/2025

J&K News: গাড়ি দুর্ঘটনায় উধমপুরে মৃত তিন জওয়ান | Lottery Sambad Official |

বৃহস্পতিবার সকালে বসন্তগড় এলাকার কন্ডোয়ায় এই দুর্ঘটনায় তিন জওয়ানের মৃত্যু হয়েছে জখম অন্তত আরো ১৫ জওয়ান। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জওয়ানের। পরে মারা যান আরও এক জন।

পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে মোট ২৩ জন জওয়ান ছিলেন। গাড়িটি কান্ডোয়া-বসন্তগড় রাস্তায় উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে খাদে পড়ে যায়। প্রথমে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়েরাই। ঘটনাস্থলে পৌঁছান পুলিশ এবং উদ্ধারকারী দল। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।










07/08/2025

PM Modi News: আমেরিকাকে শুল্ক বার্তা প্রধানমন্ত্রীর

বাণিজ্যচুক্তি নিয়ে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা অব্যাহত। এর মধ্যেই ভারতের উপর দু’দফায় মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প সরকার। বৃহস্পতিবার এই বিষয়েই আমেরিকাকে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর। কৃষকদের স্বার্থের সঙ্গে আপস করবে না ভারত। জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


07/08/2025

ন্যাশনাল লাইব্রেরির গোপন গল্প | 'NATIONAL LIBRARY' INDIA'S MOST HAUNTED LIBRARY IN KOLKATA

ন্যাশনাল লাইব্রেরি — জ্ঞান ও ইতিহাসের কেন্দ্র হলেও, রাতের অন্ধকারে জেগে ওঠে এক ভৌতিক রূপে!

এই ভিডিওতে জানবেন:
✅ লেডি মেটকাফের অদ্ভুত অভ্যাস এবং তার পরলোকগত উপস্থিতি
✅ লাইব্রেরির গোপন সুড়ঙ্গ এবং ব্রিটিশ আমলের অজানা তথ্য
✅ পাহারাদার ও গবেষকদের বাস্তব অভিজ্ঞতা
✅ ভৌতিক ছায়ামূর্তি, হঠাৎ সরে যাওয়া চেয়ার, পড়ে যাওয়া বই — কল্পনা, নাকি সত্যি?






07/08/2025

Weather Update Today : ভরা বর্ষা, বাংলায় বৃষ্টি অব্যাহত...| Lottery Sambad Official |

ভরা বর্ষায় বৃষ্টির কোনো খামতি নেই। রাজ্যের বিভিন্ন এলাকায় গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি চলছে। প্রায় প্রতি দিনই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে সর্বত্র। কোথাও কোথাও বজ্রবিদ্যুত সহ বৃষ্টি তো কোথাও আবার বয়েছে মৃদু ঝড়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেও রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। বৃহস্পতিবারও উত্তর ও দক্ষিণবঙ্গে মোট ১১টি জেলায় ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলকায়। উত্তরবঙ্গের অবস্থাও তথৈবচ। সেখানেও এখনই দুর্যোগ কমার কোনও সম্ভাবনা নেই। উত্তরের পাঁচ জেলায় শুক্র, শনি এবং রবিবারও ভারী বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে সোমবার ফের অতি ভারী বৃষ্টি হতে পারে।


Address

Chandni Chowk
Kolkata
734014

Alerts

Be the first to know and let us send you an email when Lottery Sambad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lottery Sambad:

Share