30/09/2025
Maha Ashtami 2025: মহাপুজোর মহাষ্টমী... | Lottery Sambad Official |
আজ ১৩ আশ্বিন, ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দেবী দুর্গার অষ্টমী পুজো। সকাল থেকেই অঞ্জলি দেওয়ার তোড়জোড়।। আট থেকে আশি নতুন কাপড়ে সু-সজ্জিত হয়ে মণ্ডপে মণ্ডপে হাজির।
এবারে সন্ধিপুজো শুরু ১ টা বেজে ২১ মিনিটে। একটা ৪৫ মিনিটে বলিদান। দুপুর দুটোয় সন্ধিপুজো সমাপন। অষ্টমীর পুজো শেষ। লুচি, বেগুন ভাজা বিভিন্ন নিরামিশ তরকারি, চাটনি মিষ্টি সহযোগে দুপুরের আহার সেরেই এবার ঠাকুর দেখার পালা। হুল্লোর, হইচই, আড্ডা, প্যান্ডেল হোপিং, বন্ধুদের সঙ্গে রিইউনিয়নে মহাষ্টমীর আনন্দে মাতোয়ার বঙ্গবাসী।
#অষ্টমী