29/10/2025
ED Raid: শহরে ইডি হানা, উদ্ধার কোটি কোটি টাকা... | Lottery Sambad Official |
মঙ্গলবারের পর আজ বুধবারও শহরে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি হানা। এক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় তিন কোটি টাকা উদ্ধার। উদ্ধার হয় বিপুল পরিমান সোনার গয়না।
বুধবার সকালে তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান ইডির আধিকারিকেরা। তারাতলা ছাড়াও তল্লাশি চলছে বাগুইআটিতেও।
বুধবার সকালে পুরনিয়োগ মামলার তদন্তে নেমে তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। উদ্ধার হয় প্রচুর টাকা ও গয়না। কী ভাবে এত নগদ টাকা ওই ব্যবসায়ীর বাড়িতে এল, ওই টাকার সঙ্গে পুরনিয়োগ দুর্নীতির কোনও যোগ রয়েছে কি না, সে সব খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। লেকটাউনে একই ব্যক্তির একটি গুদাম রয়েছে। সেখানেও অভিযানে গিয়েছে ইডি-র আর একটি দল। তল্লাশি চালিয়ে সেখান থেকে কয়েক কেজি সোনা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর।