Lottery Sambad

Lottery Sambad Established in 1992, Lottery Sambad has established itself as a household name in Lottery news and results.

We stand for Trust and Genuine Lottery news and results.

29/10/2025

ED Raid: শহরে ইডি হানা, উদ্ধার কোটি কোটি টাকা... | Lottery Sambad Official |

মঙ্গলবারের পর আজ বুধবারও শহরে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি হানা। এক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় তিন কোটি টাকা উদ্ধার। উদ্ধার হয় বিপুল পরিমান সোনার গয়না।
বুধবার সকালে তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান ইডির আধিকারিকেরা। তারাতলা ছাড়াও তল্লাশি চলছে বাগুইআটিতেও।
বুধবার সকালে পুরনিয়োগ মামলার তদন্তে নেমে তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। উদ্ধার হয় প্রচুর টাকা ও গয়না। কী ভাবে এত নগদ টাকা ওই ব্যবসায়ীর বাড়িতে এল, ওই টাকার সঙ্গে পুরনিয়োগ দুর্নীতির কোনও যোগ রয়েছে কি না, সে সব খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। লেকটাউনে একই ব্যক্তির একটি গুদাম রয়েছে। সেখানেও অভিযানে গিয়েছে ইডি-র আর একটি দল। তল্লাশি চালিয়ে সেখান থেকে কয়েক কেজি সোনা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর।

29/10/2025
28/10/2025

Prashant Kishor: বাংলা-বিহার দুই রাজ্যেরই ভোটার প্রশান্ত কিশোর | Lottery Sambad Official |

মাস গড়লেই বিহারে ভোট। সেই রাজ্যে নতুন দল গড়ে ভোটে অংশ নিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর যিনি পিকে নামেই বেশি পরিচিত। এ হেন পিকের নাম দুই রাজ্যের ভোটার তালিকায়। বিহারের পাশাপাশি বাংলাতেও ভোটার তালিকায় জ্বলজ্বল করছে তাঁর নাম। যাকে ঘিরে শুরু হয়ে গেছে বিতর্ক।
বিহারের রোহতাস জেলায় সাসারাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় কারগাহার বিধানসভা কেন্দ্রের ভোটার হিসেবে নাম রয়েছে পিকের। তাঁর ভোটকেন্দ্র কোনারের মধ্য বিদ্যালয়। এছাড়াও পশ্চিমবাংলার প্রশান্ত কিশোরের ঠিকানা রয়েছে ১২১, কালীঘাট রোড। ভোটকেন্দ্র হিসেবে উল্লিখিত রয়েছে বি. রানি শঙ্করি লেনের সেন্ট হেলেন স্কুল।
প্রশান্ত কিশোরের দল বিহারের বিধানসভা নির্বাচনের ২৪৩ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে।

28/10/2025

ED raid Kolkata: শহরে আবারও ইডি হানা... | Lottery Sambad Official |

পুর নিয়োগ দুর্নীতি মামলায় শহর কলকাতার বিভিন্ন এলাকায় আবার ও ইডি তল্লাশি। মঙ্গলবার সাতসকালে বেলেঘাটা-সহ শহরের আরও কয়েকটি জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা। খবর, পুর নিয়োগ মামলায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। সামনে এসেছে বেশ কয়েকটি সংস্থার নামও। সেই সূত্র ধরেই বেলেঘাটার ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডের একটি বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাটোপে ইডির ছয় সদস্যের একটি দল সেখানে তল্লাশি চালাচ্ছে।

27/10/2025

SIR News: রাজ্যে মঙ্গল থেকে শুরু এসআইআর... | Lottery Sambad Official |

বিহারের পর এবার বাংলা-সহ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া শুরু। বঙ্গে কাল অর্থাৎ মঙ্গলবার ২৮ অক্টোবর থেকে শুরু এসআইআর। বাংলা সহ ১২ রাজ্যে সোমবার রাতেই ‘ফ্রিজ’ করা হচ্ছে ভোটার তালিকা! সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

27/10/2025

Shreyas Iyer injury ICU: হাসপাতালে চিকিৎসাধীন শ্রেয়স আইয়ার | Lottery Sambad Official |

সিডনিতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে আঘাত পান ক্রিকেটার শ্রেয়স আইয়ার। সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করানো হয়ে ভারতীয় এক দিনের দলের সহ-অধিনায়ককে। তারপর থেকে আইসিইউ-তেই রয়েছেন তিনি।
এক সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে,, “গত কয়েক দিন ধরে শ্রেয়স আইসিইউ-তেই রয়েছেন। রিপোর্টে দেখা গিয়েছে, শ্রেয়সের অভ্যন্তরীন রক্তক্ষরণ হচ্ছে। ফলে কোনো রকম ঝুঁকি নেওয়া হয়নি। আরও জানাগেছে, আপাতত শ্রেয়স আইসিইউ-তেই থাকবে। দুই থেকে সাত দিন পর্যন্ত ওকে পর্যবেক্ষণে রাখা হতে পারে বলে, জানিয়েছেন চিকিৎসকেরা। রক্তক্ষরণের ফলে কোনো মতেই যাতে সংক্রমণ না হয় সে দিকেও নজর রাখা হচ্ছে।

27/10/2025

Cyclone Mantha: ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে রাজ্যে আবারও বৃষ্টি | Lottery Sambad Official |

বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় মন্থা। এর প্রভাবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি ছিল, তা গত ছ’ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মন্থা।

27/10/2025

Weekly Horoscope: কার্তিকের এই সপ্তাহে কোন সংখ্যা আপনার শুভ জেনে নিন | Lottery Sambad Official

🔮 এই সপ্তাহের সমস্ত রাশির জন্য জেনে নিন আপনার ভাগ্যফল! 🌟সাপ্তাহিক ভাগ্যফল ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর 2025 পর্যন্ত, সমস্ত রাশির জন্য সঠিক জ্যোতিষশাস্ত্রের পূর্বাভাস। কর্মক্ষেত্র, প্রেম, স্বাস্থ্য, লটারি, এবং আর্থিক দিক থেকে কীভাবে কাটবে আপনার সপ্তাহ, দেখে নিন এই ভিডিওতে ।

#রাশিফল #সাপ্তাহিকরাশিফল #জ্যোতিষ

25/10/2025

Nabanna News: বাংলার হাসপাতাল গুলির নিরাপত্তা পর্যালোচনা... | Lottery Sambad Official |

সম্প্রতি রাজ্যের হাসপাতালগুলিতে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনায় খবর উঠে এসেছে। প্রশ্ন উঠেছে সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়েও। মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে মুখ্যমন্ত্রীকে ফোন করেন মুখ্যসচিব মনোজ পন্থ। ভারচুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

25/10/2025

শীতকালে সর্দি–কাশি থেকে মুক্তির ৭টি ঘরোয়া উপায় | Cough & Cold Home Remedies in Winter |

শীতকাল মানেই সর্দি, কাশি আর গলা ব্যথা!
কিন্তু চিন্তা কোরো না — প্রকৃতির মধ্যেই আছে এর দারুণ সব সমাধান।
এই ভিডিওতে জানো বসক পাতা, তুলসি পাতা, আদা, মধু, লেবু ও আরও প্রাকৃতিক উপাদান ব্যবহার করে
কীভাবে ঘরোয়া উপায়ে সর্দি–কাশি থেকে মুক্তি পেতে পারো।

🌿 ৭টি কার্যকর টিপস যা তুমি পাবে এই ভিডিওতে:
1️⃣ বসক পাতার কফ কমানোর গুণ
2️⃣ তুলসি পাতায় ইমিউনিটি বাড়ানোর উপায়
3️⃣ আদা ও মধুর প্রাকৃতিক সংমিশ্রণ
4️⃣ লেবুর ভিটামিন C এর শক্তি
5️⃣ বাষ্প নেওয়ার সহজ কৌশল
6️⃣ গরম স্যুপের উপকারিতা
7️⃣ বিশ্রাম ও গরম কাপড়ের গুরুত্ব

এই টিপসগুলো ১০০% প্রাকৃতিক ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন।
শরীরকে সুস্থ রাখো, শীতের আনন্দ উপভোগ করো! 💚

📌 ভিডিও ভালো লাগলে
👉 Like, Share & Subscribe করো আমাদের চ্যানেলটি
আর কমেন্টে জানাও তুমি কোন ঘরোয়া উপায়টা সবচেয়ে বেশি ব্যবহার করো।

#সর্দিকাশি #শীতকালীন_পরামর্শ #ঘরোয়া_উপায়

Address

Chandni Chowk
Kolkata
734014

Alerts

Be the first to know and let us send you an email when Lottery Sambad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lottery Sambad:

Share