08/08/2025
Nabanna Abhijan: নবান্ন ও কালীঘাটে মিছিল বা অভিযান নয়ঃ পুলিশ
আরজি কর-কাণ্ডের এক বছর।বিভিন্ন এলাকায় নানান কর্মসূচী নেওয়া হয়েছে। এইবার কলকাতা এবং রাজ্য পুলিশ শুক্রবার এ কথা স্পষ্ট করে জানিয়ে দিল, শনিবার নবান্ন অভিযান বা কালীঘাট অভিযান করা যাবে না। পরিবর্তে বিক্ষোভ-প্রতিবাদের জন্য তারা দু’টি বিকল্প জায়গার কথাও বলেন। বিকল্প জায়গা হিসাবে একটি হল সাঁতরাগাছি বাসস্ট্যান্ড। আর অন্যটি হল রানি রাসমণি চত্বর বলে জানায় পুলিশ।এর নিয়ম না-মানলে এবং বিধিনিষেধ অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়ে দেন তাঁরা।
শনিবার আরজি কর-কাণ্ডের নির্যাতিতার মা-বাবা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। ওই কর্মসূচিকে সমর্থন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
(if it's a short video)