14/07/2025
RG Kar Case Update: আর জি কর দুর্নীতি মামলার চার্জগঠন... | Lottery Sambad Official |
আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে দুর্নীতি মামলা। আলিপুরের সিবিআই আদালতে চার্জ গঠন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। দুর্নীতি দমন আইনের ৪২০, ৪০৯, ৪৬৭, ৪৬৮ এবং ৭ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। বিচারপ্রক্রিয়া শুরু হবে আগামী ২২ জুলাই। প্রথম সাক্ষী হিসেবে তলব করা হয়েছে দুর্নীতির অভিযোগকারী দেবল ঘোষকে।