Rong Route

Rong Route All Media Voice for Eco Sustainable Tourism.
* Printed Books & Magazine
* Digital/Audio Visual

মুর্শিদাবাদ জেলা বইমেলায় সমাদর পাচ্ছে রংরুট-এর নতুন প্রকাশিত 'মুর্শিদাবাদ সফর' বইটি। ৮৮ নং স্টলে এলে পাবেন আমাদের অন্যা...
08/01/2026

মুর্শিদাবাদ জেলা বইমেলায় সমাদর পাচ্ছে রংরুট-এর নতুন প্রকাশিত 'মুর্শিদাবাদ সফর' বইটি। ৮৮ নং স্টলে এলে পাবেন আমাদের অন্যান্য বইয়ের বেশ বড়সড় সম্ভার।

পাঠক লেখক শুভানুধ্যায়ীদের জন্য রইল নতুন বছরের শুভকামনা।Best wishes for our readers, writers & well wishers.
31/12/2025

পাঠক লেখক শুভানুধ্যায়ীদের জন্য রইল নতুন বছরের শুভকামনা।
Best wishes for our readers, writers & well wishers.

২০২৬ সালে রংরুট-এর প্রথম বই। প্রকাশিত হচ্ছে আসন্ন মুর্শিদাবাদ জেলা বইমেলা উপলক্ষে। মুর্শিদাবাদ বেড়ানোর সেরা সচিত্র গাইড...
30/12/2025

২০২৬ সালে রংরুট-এর প্রথম বই। প্রকাশিত হচ্ছে আসন্ন মুর্শিদাবাদ জেলা বইমেলা উপলক্ষে। মুর্শিদাবাদ বেড়ানোর সেরা সচিত্র গাইড। হ্যাঁ, বেশ কয়েক বছর পরে আবার আমাদের স্টল থাকছে এই বইমেলায়। মেলা চলবে ৫ থেকে ১১ জানুয়ারি অব্দি। সেই সঙ্গে থাকছে আমাদের অন্যান্য বইপত্রের সমারোহ।

21/12/2025

কোচবিহার বইমেলায় (১৮-২৪ ডিসেম্বর) রংরুট- এর বইপত্র পাবেন ৪২ নং স্টলে।
বিয়ন্ড হরাইজন পাবলিকেশন

05/12/2025

উত্তরবঙ্গ বইমেলায় (কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়ি ৫-১৪ ডিসেম্বর) আমাদের বইপত্র পাবেন বিয়ন্ড হরাইজন পাবলিকেশন-এর স্টলে।

04/12/2025
রংরুট-এর মাথায় জুড়ল আরেকটি পালক। বাংলায় এই প্রথম নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক নিয়ে প্রামাণ্য বই। লিখেছেন ১৬ জন প্রাণ...
25/11/2025

রংরুট-এর মাথায় জুড়ল আরেকটি পালক। বাংলায় এই প্রথম নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক নিয়ে প্রামাণ্য বই। লিখেছেন ১৬ জন প্রাণীবিদ-গবেষক মিলে। এই দুর্গম অরণ্যে বন দপ্তর আয়োজিত বিভিন্ন সময়ের পাঁচটি ক্যাম্পে অংশগ্রহণ করবার পর তাঁদের সংগৃহীত তথ্য ও ছবির নির্বাচিত অংশ নিয়ে প্রস্তুত হয়েছে এই বই। সেই সঙ্গে তাঁদের অভিযানের খুঁটিনাটি, অজস্র ছবি, স্কেচ ও নেওড়া ভ্যালি অরণ্যের অসাধারণ সব ল্যান্ডস্কেপ। আর্টপেপারে ছাপা, আগাগোড়া রঙিন এই স্কোয়ার কফিটেবিল বইটি প্রত্যেক অরণ্যপ্রেমী মানুষের অবশ্য সংগ্রহের।

বইটির মূল্য ৪৯৫ টাকা। অনলাইনে অর্ডার করে হাতে পেতে পারেন। লিংক https://dooarsbooks.com/neora-valley-national-park

কিংবা ফোনে অর্ডার করতে পারেন 6297731188 (কলকাতা), 8617068161(জলপাইগুড়ি)

রংরুট অনলাইন ম্যাগাজিন। নিচের লিংকে ক্লিক করে পড়ুন। প্রতিবেদক Satyam Bhattacharyay।। নিজের সাম্প্রতিক বেড়ানোর গল্প ছবি...
09/08/2025

রংরুট অনলাইন ম্যাগাজিন। নিচের লিংকে ক্লিক করে পড়ুন। প্রতিবেদক Satyam Bhattacharyay।। নিজের সাম্প্রতিক বেড়ানোর গল্প ছবি সহ পাঠান।

আড়মোড়া ভাঙতে গিয়ে ঘুমটা যখন ভেঙে গেল, বালিশের পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম ঘড়িতে সময় রাত তিনটে বেজে দশ মিনিট...

বাঘ প্রকৃতির নিয়ম অনুযায়ী একা একাই থাকে। তার তর্জনে গর্জনে বুক কাঁপে গোটা জঙ্গলের। সে যখন বেরোয় তখন সতর্ক হয়ে যায় ব...
29/07/2025

বাঘ প্রকৃতির নিয়ম অনুযায়ী একা একাই থাকে। তার তর্জনে গর্জনে বুক কাঁপে গোটা জঙ্গলের। সে যখন বেরোয় তখন সতর্ক হয়ে যায় বনের পশুপাখিরা, ত্রিসীমানায় কেউ থাকে না।

কিন্তু তার জীবনেও প্যার-মোহাব্বত আসে। বারবার আসে। সেসময় তার পছন্দের পার্টনারের সঙ্গে চলে রাগ-অনুরাগ। এবং সেটাও বাঘের নিজস্ব স্টাইলে।

এবারের বিশ্ব বাঘ দিবসে রংরুট থেকে প্রকাশিত হলো সেইরকম কয়েকটি বাছাই করা ছবি। যার থিম-- বাঘ মানেই একা নয়।

Title: Intimate Hour
Pic: Soumya Banerjee
Size: 24"x24"

এইরকম একটা ছবি আপনিও টাঙিয়ে রাখতে পারেন আপনার বাড়ির, ক্লাবের, স্কুলের বা দপ্তরের দেওয়ালে। চাইলে যোগাযোগ করতে পারেন [email protected]

অরণ্য সংরক্ষণের সবচেয়ে শক্তিশালী প্রতীক নিঃসন্দেহে ভারতের বাঘ।

বাঘ প্রকৃতির নিয়ম অনুযায়ী একা একাই থাকে। তার নিজস্ব এলাকা থাকে। কিন্তু জন্মের পর জীবনের প্রথম বছর দুয়েক সে থাকে তার ম...
29/07/2025

বাঘ প্রকৃতির নিয়ম অনুযায়ী একা একাই থাকে। তার নিজস্ব এলাকা থাকে। কিন্তু জন্মের পর জীবনের প্রথম বছর দুয়েক সে থাকে তার মায়ের তত্ত্বাবধানে। এসময় মায়ের কাছেই অন্যান্য ভাইবোনদের সঙ্গে তারও ট্রেনিং হয়। খাবার শিকার থেকে শুরু করে প্রকৃতির নানান বিরূপতার সঙ্গে লড়াই করার প্রশিক্ষণ মেলে এই সময়ই। এমনকী নিজেদের এলাকা মার্কিং করার শিক্ষাও মা-বাঘ তাদের দেয়।

এবারের বিশ্ব বাঘ দিবসে রংরুট থেকে প্রকাশিত হলো সেইরকম কয়েকটি বাছাই করা ছবি। যার থিম-- বাঘ মানেই একা নয়।

Title: Training Session
Pic: Suprim Sadhukhan
Size: 24"x24"

এইরকম একটা ছবি আপনিও টাঙিয়ে রাখতে পারেন আপনার বাড়ির, ক্লাবের, স্কুলের বা দপ্তরের দেওয়ালে। চাইলে যোগাযোগ করতে পারেন [email protected]

অরণ্য সংরক্ষণের সবচেয়ে শক্তিশালী প্রতীক নিঃসন্দেহে ভারতের বাঘ।

বাঘ প্রকৃতির নিয়ম অনুযায়ী একা একাই থাকে। তার নিজস্ব এলাকা থাকে। এলাকা দখলে রাখবার জন্য সে তার ভাই-বোন-বাপ-মা কাউকে রেয...
29/07/2025

বাঘ প্রকৃতির নিয়ম অনুযায়ী একা একাই থাকে। তার নিজস্ব এলাকা থাকে। এলাকা দখলে রাখবার জন্য সে তার ভাই-বোন-বাপ-মা কাউকে রেয়াত করে না। কিন্তু তার শৈশব-কৈশোর কাটে ভাইবোনদের সঙ্গে আনন্দেই।

এবারের বিশ্ব বাঘ দিবসে রংরুট থেকে প্রকাশিত হলো সেইরকম কয়েকটি বাছাই করা ছবি। যার থিম-- বাঘ মানেই একা নয়।

Title: Family Gossip Time
Pic: Niladri Kundu
Size: 24"x24"

এইরকম একটা ছবি আপনিও টাঙিয়ে রাখতে পারেন আপনার বাড়ির, ক্লাবের, স্কুলের বা দপ্তরের দেওয়ালে। চাইলে যোগাযোগ করতে পারেন [email protected]

অরণ্য সংরক্ষণের সবচেয়ে শক্তিশালী প্রতীক নিঃসন্দেহে ভারতের বাঘ।

বাঘ প্রকৃতির নিয়ম অনুযায়ী একা একাই থাকে। তার নিজস্ব এলাকা থাকে। এলাকা দখলে রাখবার জন্য সে তার ভাই-বোন-বাপ-মা কাউকে রেয...
29/07/2025

বাঘ প্রকৃতির নিয়ম অনুযায়ী একা একাই থাকে। তার নিজস্ব এলাকা থাকে। এলাকা দখলে রাখবার জন্য সে তার ভাই-বোন-বাপ-মা কাউকে রেয়াত করে না। কিন্তু তার শৈশব-কৈশোর কাটে ভাইবোনদের সঙ্গে আনন্দেই।

এবারের বিশ্ব বাঘ দিবসে রংরুট থেকে প্রকাশিত হলো সেইরকম কয়েকটি বাছাই করা ছবি। যার থিম-- বাঘ মানেই একা নয়।

Title: Brotherhood
Pic: Suddhasattwa Das
Size: 24"x24"

এইরকম একটা ছবি আপনিও টাঙিয়ে রাখতে পারেন আপনার বাড়ির, ক্লাবের, স্কুলের বা দপ্তরের দেওয়ালে। চাইলে যোগাযোগ করতে পারেন [email protected]

অরণ্য সংরক্ষণের সবচেয়ে শক্তিশালী প্রতীক নিঃসন্দেহে ভারতের বাঘ।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Rong Route posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rong Route:

Share