30/09/2025
বাবা মেয়ের করুন কাহিনী........😪😪😪 # # #
😪😪😪😪😪😪......
বাবার অসুস্থ খবর শুনে বড় মেয়ে সুজাতা ছুটে যায় হসপিটালে। ডাক্তারের সঙ্গে কথা বলতে ।আমার বাবার কিডনি আমি দেবো। ডাক্তারবাবু আপনি তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন। তবে আমি কিডনি ডোনেট করছি এটা দয়া করে বলবেন না। বলবেন যে সরকারিভাবে আপনার কিডনির ব্যবস্থা করা হয়েছে ,,,,,,
বড় মেয়ে সুজাতার কাকুতি মিনতি তে ডাক্তার বাবুরা সময়মতো কয়েক ঘন্টা অস্ত্রপাচারের পর অপারেশন শেষ করেন।
কিন্তু রোগী জ্ঞান ফেরার পর বারবার একই কথাই বলছে ,আমার কিডনি কে দিয়েছে ।আমি তাকে দেখতে চাই । সবার চেষ্টা ব্যর্থ করেই রোগীকে ডোনারের সঙ্গে দেখা করানো হয়। ডোনার কে দেখে ছল ছলে চোখে রোগী বলে ওঠে, তুমি আমাকে কিডনি ডোনেট করেছ মা। তুমি না আমাদের মুখ দেখতে চাও না!
মেয়ে= না বাবা তোমাকে ভুল বোঝানো হয়েছে ।আমি এমন কথা কখনো বলতে পারি না। তোমার ছোট মেয়ে সুনিতা প্রেম করে বিয়ে করেছে বলে, আমি রাগ করিনি। আমার রাগ তোমার ছোট জামাইয়ের কর্ম নিয়ে। তাস খেলে, মদ খাই, গাজা খায়, বাজে ছেলের সঙ্গে ঘোরাফেরা করে। আর আমার বোনের থেকে পনেরো বছরের বড়। তাই আমি বলেছিলাম এটা কোন ভালোবাসা না। এটা ওর মাথা গোজার ঠাঁই। আমি চেয়েছিলাম ও নিজের বোঝা নিজে বইতে শিখলে তখন থেকে ভালো হয়ে যাবে।
কিন্তু তুমি কিনা তাদেরকে তোমার পরিবারের করে নিয়েছো। আর আমার উপর রাগ করে তুমি কিনা বলেছিলে, তোমার একটাই মেয়ে সুজাতা নামে তোমার কোন মেয়ে নেই। তাই আমি তোমার মেয়ে হতে চাই নি। কিন্তু তোমার অসুস্থর খবর শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি বাবা!
বাবা= দুঃখ প্রকাশ করে বলে আমি তোকে তাহলে এতটাই ভুল বুঝেছি মা? তুই আমাদের নিয়ে এত ভাবিস!আর আমি কিনা.... এই বলে বলে বাবার চোখে জল চলে আসে ।তোকে কষ্ট দিয়েছি অনেক কথা বলেছি। মা রে আজ যদি তোর কথা শুনতাম তাহলে আমার এই অবস্থা হতো না। আমাকে কেউ নাই করুক নিজেদের বোঝা নিজেরাই তো টানতো। যাই হোক মা তোকে আমি একটা কথা জিজ্ঞেস করি।
মেয়ে= হ্যাঁ বলোনা বাবা!
বাবা= তোর দুটো বাচ্চা, স্বামী আছে তাদের কথা না ভেবে আমার তো একটা কিডনি কিডনি দিয়ে দিলি ।উপরওয়ালা না করুক আজ যদি তোর পরিবারের কিছু হয় তখন কি করবি মা!
মেয়ে= মুচকি হাসি দিয়ে বলে আরেকটা কিডনি তো আছে, সেটাই দিয়ে দেব ।তোমাদের ভালো থাকাটাই তো আমার জীবন। তোমরা ভালো না থাকলে আমার এই জীবনটা দিয়ে আমি আমি কি করব বাবা!
বাবা= মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো আর বললো মারে তুই আমাদেরকে নিয়ে এত ভাবিস আর আমি কি না...........