
28/06/2025
📌 মায়ের পেটে বোন হয়েছে বলে, ছেড়ে চলে গেছে বাবা ! দরিদ্র সংসারের অভাব মেটাতে, মাত্র ১২ বছর বয়সী ছোট্ট বিক্রম বেছে নিয়েছে, ট্রেনে হকারির পথ।
- মা হোটেলে কাজ করে। বোনটা সবে, স্কুলে ভর্তি হয়েছে। ভাড়া বাড়িতে থেকে দুই ভাই বোনের পড়াশোনা চালানো, মায়ের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তাই মায়ের পাশে খুঁটি হয়ে দাঁড়াতে, লোকাল ট্রেনে বাদাম বিক্রি করে পয়সা রোজগার করছে নাবালক বিক্রম।
- বয়সটা খুবই অল্প, মাত্র ১২ বছর। যে বয়সে আজকালকার দিনের ছেলেরা ভিডিও গেমে মত্ত, সেই বয়সে দাঁড়িয়ে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বাচ্চা ছেলেটি। সপ্তাহের মধ্যে তিন দিন ও পড়াশোনা করে, বাকি তিন দিন রেখেছে ওর ব্যবসার জন্য। স্বপ্ন রয়েছে চোখে, বোনকে পড়াশোনা শিখিয়ে মানুষ করবেই।
- সপ্তম শ্রেণীতে পড়ে বিক্রম। মাস গেলে টিউশনির খরচ ৫০০ টাকা।হোটেলে কাজ করে মা যতটুকু রোজগার করে, তা দিয়ে ছোট্ট সংসারে ঘর ভাড়া, খাবার জোগান দিতেই হিমসিম খায় মা। বাকি বোনের আর নিজের পড়াশোনার খরচ চালায় বিক্রম ট্রেনে হকারি করে।
- বিক্রমের এই জীবনের গল্প আমাদের চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়ে গেলো, মনের জোর আর ইচ্ছা শক্তি থাকলে কেউ তোমাকে থামিয়ে রাখতে পারবেনা। অনেক বড় হও ভাই, নিজের স্বপ্ন পূরণ কর। আমাদের পক্ষ থেকে, তোর জন্য রইল অনেক শুভকামনা।❤️🌷
সংগৃহীত 🌷