Bindu Bisorgo Publishers

Bindu Bisorgo Publishers "বাংলা সাহিত্যের বিন্দু থেকে বিসর্গ জুড়ে,
বইওয়ালা হয়ে হেঁটে বেড়াই আমরা দুই ভবঘুরে।"

The stars are blotted out,The clouds are covering clouds.It is darkness vibrant, sonant.In the roaring, whirling windAre...
04/09/2025

The stars are blotted out,
The clouds are covering clouds.
It is darkness vibrant, sonant.
In the roaring, whirling wind
Are the souls of a million lunatics
Just loosed from the prison-house,
Wrenching trees by the roots,
Sweeping all from the path.
The sea has joined the fray,
And swirled up mountain-waves,
To reach the pitchy sky.
The flash of lurid light
Reveals on every side
A thousand, thousand shades
Of Death begrimed and black-
Scattering plagues and sorrows,
Dancing mad with joy,
Come, Mother, come!
For terror is Thy name,
Death is in thy breath,
And every shaking step
Destoys a world for e'er.
Thou Time, the All-destroyer!
Come, O Mother, come!
Who dares misery love,
And hug the form of Death,
Dance in destruction's dance
To him the Mother comes.

- Swami Vivekananda

Written in Kashmir, on a houseboat, on Dal Lake, after visiting the Kshir Bhavani Temple.

স্বামী বিবেকানন্দ তাঁর সঙ্গীত চর্চার মাঝে মাঝে কবিতা রচনা করেছিলেন, এ কথা সকলের জানা। কিন্তু কবিতার মধ্যে দিয়ে দার্শনিক বিবেকানন্দ-কে চেনার উপায় না খুঁজে চিঠিপত্র, বানী, প্রবন্ধের মধ্যে দিয়ে খোঁজা সহজ মনে হয়েছে পাঠকদের।

কিন্তু কবিতায় যে বিবেকানন্দ-কে উপলব্ধি করা যায় তিনি অন্যত্র অধরাই।

উপলব্ধি, আবেগ ও ছন্দের সংমিশ্রনে বিবেকানন্দের কবিতা বিবেকানন্দের যাপন আর পরিব্রাজক কে জানতে অপরিহার্য।

তাই বিন্দুবিসর্গ পাবলিশার্সের নিবেদন-

কবিতা সমগ্র(হার্ড বাইন্ডিং)
স্বামী বিবেকানন্দ
বিন্দুবিসর্গ পাবলিশার্স
মূল্য-২৫০/-

কলেজ স্ট্রিটে
বিন্দুবিসর্গ পাবলিশার্স
দেজ্
দে বুক স্টোর (দীপু)
আদি দে বুক স্টোর
শ্রীনাথ লাইব্রেরি

উত্তর পাড়া
আনন্দ লহরী বুক কাফে

শ্রীরামপুর
ভেস্ট পকেট

সোদপুর
পাপাঙ্গুলের ঘর

চু৺চুড়া
বিদ্যার্থী ভবন

বর্ধমান
বুড়ো রাজ
অরবিন্দ বুক স্টল

শান্তিনিকেতনে (বোলপুর)
রামকৃষ্ণ বুক স্টল

ঘরে বসে অনলাইনে
বইঘর ডট ইন

অথবা

আমরা থাকলাম পৌঁছে দিতে
8013655643/7686037907

না ট্য   ব না ম   থি য়ে টা রআমাদের থিয়েটারের ইতিহাসবেত্তারা এই কথাটি খুবই মুন্সিয়ানার সঙ্গে প্রতিষ্ঠা করতে পেরেছেন যে, ব...
02/09/2025

না ট্য ব না ম থি য়ে টা র

আমাদের থিয়েটারের ইতিহাসবেত্তারা এই কথাটি খুবই মুন্সিয়ানার সঙ্গে প্রতিষ্ঠা করতে পেরেছেন যে, বাংলা থিয়েটারের জন্ম খুব বেশি দিনের না। ১৭৯৫ খ্রিস্টাব্দে গেরাসিম লিয়েবেদেফ নামে একজন রুশদেশীয় মানুষের হাতে এর প্রতিষ্ঠা। তারপর কলকাতার ধনী বাবুদের হাতে তার উত্তরাধিকার এবং পথ চলা শুরু হয়ে অবশেষে ১৮৭২-এ ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার পাবলিকিকরণ। পাবলিক থিয়েটারের সেই চলার পথ খুব মসৃণ ছিল না বলেই বিশ শতকের চল্লিশের দশকে সমান্তরাল নাট্যধারা হিসেবে প্রথমে গণনাট্য এবং পরে সেটা ভেঙেই নবনাট্য তথা গ্রুপ থিয়েটারের জন্ম। আমাদের থিয়েটারের দুশো পঁচিশ বছরের সেই সমৃদ্ধ ইতিহাসে আশ্চর্যজনকভাবে ঠাঁই পায় না বাংলার নিজস্ব নাট্যধারা। প্রসেনিয়াম মঞ্চমায়ার জৌলুস তাতে নেই, সুতরাং ‘থিয়েটার’ পদবাচ্যই নয় সেটা। খুব সচেতনভাবেই বাংলার সেই নিজস্ব নাট্যধারাকে আমরা ননপ্রসেনিয়ম ক্যাটাগরি হিসেবে দেশজ-নাট্য বলে দাগিয়ে দিলাম। ফাত্‌রা লোকের যাত্রাপালা, লেটো, ঝুমুর, সঙ্‌নাচ, ছৌ, মনসার ভাসান, বনবিবি, গম্ভীরা, আলকাপ— অশিক্ষিত গ্রাম্য মানুষের এই সমস্ত নাচগানকে থিয়েটারের মতো উন্নততর শিল্পের সঙ্গে এক পঙ্‌ক্তিতে বসাতে বাবুদের আপত্তি ছিল বই-কি! তাই প্রসেনিয়ম থিয়েটার আর গ্রামীণ নাট্যধারা আজও দুই স্বতন্ত্র শিল্পমাধ্যম হিসেবে পরস্পর বাইনারিতেই দাঁড়িয়ে। ইতিহাসের এই পরিহাস এবং তার দায়ভার শুধু কি আমাদের নাগরিক থিয়েটারকর্মীদের? ইতিহাসবেত্তা ও থিয়েটার-গবেষকদের দায় নেই কি? হ্যাপেনিং থিয়েটার নিয়ে অভিষেক চ্যাটার্জীর একরত্তি বইখানির প্রস্তাবনা লিখতে গিয়ে এই প্রসঙ্গটি উত্থাপন করছি, কেননা আমাদের গ্রাম ও শহরের যা কিছু বিভাজন, তার পিছনে আছে মূলত শিক্ষিত নাগরিকের রাজনৈতিক ও সাংস্কৃতিক আত্মকেন্দ্রিকতা। এই আত্মঘাতী প্রবণতাই আমাদের সামগ্রিক নাট্যচেতনায় পৌঁছুতে দেয়নি, প্রসেনিয়ম থিয়েটারের সঙ্গে মিলতে দেয়নি গ্রামীণ নাট্যধারার স্বাস্থ্যবান সম্পদকে। গ্রামকে ব্রাত্য করে আমরা আসলে পঙ্গু করেছি আমাদের থিয়েটারকেই।

ই তি হা স ক থা ক ও

ইতিহাসের দিকে তাকালে বারে বারেই তার দৃষ্টান্ত দেখতে পাই। গত শতকের চল্লিশের বছরগুলিতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের করাল ছায়া আমাদের জনজীবনকে বিপর্যস্ত করে দিচ্ছে, ভারত-ছাড়ো আন্দোলনের ঢেউ যখন সারা বাংলাদেশ জুড়ে উত্তাল হয়ে উঠেছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস, যুদ্ধের বাজার, ব্ল্যাক আউট, ব্ল্যাক মার্কেটের পোড়া মাটির নীতি—সব মিলিয়ে ম্যানমেড দুর্ভিক্ষে যখন গ্রামবাংলা উঠে এসেছে কলকাতায়, ফুটপাতে মৃতদেহ ছিঁড়ে খাচ্ছে শেয়াল-কুকুরে—তখনই আসলে শিক্ষিত বামমনস্ক মধ্যবিত্ত বাঙালি প্রথম উপলব্ধি করেন, গ্রামকে দূরে ঠেলে আসলে আমরা শিকড়টাকেই ধ্বংস করেছি। সেই প্রেক্ষিত থেকেই তো বিষ্ণু দে লিখবেন ‘জল দাও আমার শিকড়ে’। সেই তাগিদ থেকেই তো সুভাষ মুখোপাধ্যায়ের কলকাতা ছেড়ে গ্রাম পরিক্রমা শুরু, ব্যঞ্জনহেড়িয়ার বস্তিতে গিয়ে জীবনবোধের নতুন শিক্ষালাভ! এই গ্রামকে আঁকড়ে ধরার, কৃষক শ্রমিকের কর্মক্ষম হাতে হাত রাখার তাগিদ থেকেই তো গণনাট্য নামক বিকল্প সমান্তরাল নাট্যধারার সূচনা—যার মূল প্রেরণাই ছিল মঞ্চমায়া ত্যাগ করে থিয়েটারকে নিয়ে যেতে হবে গ্রামের মানুষের কাছে। এই গণনাট্যের হাত ধরেই পূর্ণেন্দু পাল—পানু পাল—তৈরি করবেন অ্যাজিটপ্রপ-ধর্মী পথনাটক। গম্ভীরার মতো দেশজ নাট্যশিল্পের আঙ্গিককে মিশিয়ে দেবেন সেই পথ নাটকের সঙ্গে। শ্রীরঙ্গম থেকে বিতাড়িত শিশিরকুমার ভাদুড়ি উপলব্ধি করবেন—বিলিতি থিয়েটার থেকে শুরু না হয়ে, যদি যাত্রা থেকে আমাদের থিয়েটার শুরু হতো, তাহলে তা হয়ে উঠতে পারত আমজনতার, হয়ে উঠতে পারত প্রকৃত জাতীয় থিয়েটার।

উনিশশো সত্তরের বছরগুলিতে যখন গ্রুপ থিয়েটার হাজারো সমস্যায় ভুগছে। যখন আর্থিক সংকটের মুখোমুখি হয়ে ব্যবসায়িক নাট্যশালাগুলি প্রমোদের নয়া উপাদানের জন্য ক্যাবারে ড্যান্সার মিস্‌ শেফালির দ্বারস্থ হচ্ছেন। প্রেক্ষাগৃহের অভাব, কর্পোরেশন ট্যাক্স, ভালো দর্শকের অভাব, পুঁজির অভূতপূর্ব সংকট—ইত্যাদির মুখোমুখি হয়ে গ্রুপ থিয়েটার দলগুলি যখন আত্মরক্ষার্থে ব্যবসায়িক কলা-কৌশলে দর্শক টানতে ব্যস্ত, প্রতিবাদী চরিত্র থেকে সরে এসে আপসকামিতাই যখন অনিবার্য হয়ে উঠছে, তখন এই নাগরিক থিয়েটারের প্রসেনিয়মের জৌলুসকে বর্জন করে দেশজ নাট্যধারা থেকে রসদ খুঁজেছিলেন বাদল সরকার। দুই থিয়েটারের সিনথিসিস তৈরি করতে চেয়েই গড়ে তুলেছিলেন তাঁর বিখ্যাত থার্ড থিয়েটার। বাদল সরকারই সেই পথিকৃৎ যাঁর দেখানো পথে বেশ কিছু দল প্রসেনিয়ম ছেড়ে ভিন্ন পথের সন্ধানী হয়েছিলেন। কলকাতা থেকে দূরে—গ্রাম ও মফস্বলে—গ্রামীণ থিয়েটারের এক-একটা রূপ নিয়ে নিরন্তর পরীক্ষা করে যাচ্ছেন এখনও অনেক নাট্যপ্রেমী। তৈরি হয়েছে অনেকানেক নাট্যগ্রাম। কলকাতা তাকে হয়তো অস্বীকারই করতে চেয়েছে, স্বীকৃতি দিতে কুণ্ঠিত হয়েছে। কিংবা বিকল্প থিয়েটার-স্পেশ হিসেবে দু-চার দিনের ওয়ার্কশপ কাম প্রমোদ ট্যুরে গিয়ে কলকাতা যেন তাকে—গ্রাম বা মফস্বলকে ধন্য করে এসেছে।

আমাদের দেশজ নাট্যধারার সমৃদ্ধ অতীত--নাচ-গান-অভিনয়-অ্যাক্রোবেটস্‌-ক্যারিকেচার—অসম্ভব বৈচিত্র্যপূর্ণ সব মিউজিক্যাল টুলস্‌, প্রভূত-শক্তিশালী জনসংযোগের ক্ষমতা—এসব থেকেই তো পুনর্জন্ম হতে পারত আমাদের নাগরিক থিয়েটারের। ঠিক যেভাবে অভিনয়-নাচ-গান-চিত্রকলা-ভাস্কর্য-কবিতা-মডেলিং ইত্যাদি বিচিত্র পারফরমেটিভ উপাদান মিলে মিশে গত শতকের পাঁচের দশকে আমেরিকায় জন্ম নিচ্ছে হ্যাপেনিং থিয়েটার। যাকে বলা চলে থিয়েটারের মতো একটি সদাজ্যান্ত শিল্পমাধ্যমের প্রভূত সম্ভাবনার নব নব উদ্ভাবনার পথ আবিষ্কার। সেই পথ কাটা ও আবিষ্কারের নব নব সম্ভাবনা ঘটতে পারত আমাদের বাংলাতেই।

সম্ভাবনার সেই দৃষ্টান্তও তো ছিল আমাদের অতীতে, ঠিক যেভাবে গিরিশচন্দ্র ঘোষ লোকপুরাণ থেকে খুঁজে নিয়েছিলেন তাঁর থিয়েটারের পুনরুজ্জীবনের উপায়। যাত্রা ও পালাগানের আঙ্গিক—গান, কথকথা, কবিগান, পদ্যসংলাপ কিংবা বিবেকচরিত্র—এ সমস্তই তো তাঁর থিয়েটারকে লোকায়তিক চরিত্র দান করেছিল—যা তাঁকে সমকালে প্রকৃত জাতীয় নাট্যাচার্য হিসেবে সর্বজনপ্রিয় করে তুলেছিল। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন পর্যায়ের নাটকেও সেই দেশজ উপাদানের বিপুল সিনথিসিস যে ঘটেছিল, শঙ্খ ঘোষের রবীন্দ্রনাট্য-বিষয়ক আলোচনায় তার যথেষ্ট পরিচয় আছে। আজ যখন এই অতিমারীর করাল গ্রাসে আমাদের নাগরিক থিয়েটার-প্রেক্ষাগৃহগুলি তালাবন্ধ, যখন অস্তিত্ব রক্ষার একান্ত তাগিদেই থিয়েটার দলগুলি বাধ্য হচ্ছে শহরের প্রান্তে-প্রান্তরে—কৃষ্ণকক্ষে, নদীতীরে, পুরোনো বটের ছাওয়ায়, ধুলোমাখা ফাটলধরা মন্দির-চাতালে, গ্রামের আখড়ায়, বনবীথিকায়—স্পেশ খুঁজে নিতে। স্বাস্থ্যকর এই জার্নি যদি সত্যিই কোনোদিন দেশজ মনকে ছুঁতে পারে, যদি আপন করে শিখে নিতে পারে দেশজ আঙ্গিকের বিচিত্র কলাকৃৎ, তাহলেই হয়তো বাস্তবে রূপ নিতে পারত আলাদিনের সেই আশ্চর্য দৈত্য। এই আত্মাবিষ্কারের তাগিদেই—ফুটপাতে, শপিংমলে, আর্ট-গ্যালারিতে, বন্ধ কারখানার গেটে, রেলওয়ে প্ল্যাটফর্মে—তৈরি হতে পারত আমাদেরও নিজস্ব কোনো হ্যাপেনিং থিয়েটার।

-------------------------------------
উপরের অংশটি শ্রদ্ধেয় অধ্যাপক, নাট্য সমালোচক ও প্রাবন্ধিক শ্রীমলয় রক্ষিত কৃত ভূমিকা বা প্রস্তাবনা। বাংলা সাহিত্যে বিরল একটি গ্রন্থ। গ্রন্থের নাম - এবং হ্যাপেনিং থিয়েটার। সঙ্গে রইল হ্যাপেনিং-এর প্রাণপুরুষ অ্যালেন ক্যাপ্র সহ কিছু বিখ্যাত হ্যাপেনিং-এর চিত্র।

দেখে নেওয়া যাক বইটিতে কি কি স্থান পেয়েছে -

প্রস্তাবনা (অধ্যাপক মলয় রক্ষিত)
নিবেদন
কথারম্ভ
হ্যাপেনিং
পটভূমি
Avant-garde Movement
Experimental Theatre
French & Russian Avant-garde theatre
Theatre of the Absurd
Dadaism
Futurism
উৎস
যাত্রারম্ভ
শিল্পশৈলী ও দর্শন
Theatre of Cruelty
Panic Movement
Guerrilla Theatre
The Living Theatre
Fluxus
হ্যাপেনিং বনাম ফ্লুক্সাস
হ্যাপেনিং বনাম নাটক
Theatre of the Oppressed
অ্যালান ক্যাপ্র এবং হ্যাপেনিং
How To Make A Happening
হ্যাপেনিং-এর বিশ্বব্যাপী বিস্তার
বর্তমান সময়ে হ্যাপেনিং
কিছু বিখ্যাত হ্যাপেনিং
উল্লেখসূত্র এবং টীকা
ঋণস্বীকার ও কৃতজ্ঞতা

তৃতীয় মুদ্রণের আর মাত্র কয়েকটি কপি রয়েছে।

এবং হ্যাপেনিং থিয়েটার
অভিষেক চ্যাটার্জী
মূল্য - ২৫০ টাকা

সংগ্রহ করতে যোগাযোগ করুন

কলেজ স্ট্রিটে
বিন্দু বিসর্গ পাবলিশার্স
দে বুক স্টোর (দীপুদা)
দেজ পাবলিশিং
আদি দে বুক স্টোর
বুক ফ্রেন্ড
বিমলা বুক এজেন্সি
প্ল্যাটফর্ম
লালন

উত্তরপাড়া
আনন্দ লহরী বুক ক্যাফে

শ্রীরামপুর
ভেস্ট পকেট

হাজরা
প্রগ্রেসিভ পাবলিশার্স

সোদপুর
পাপাঙ্গুলের ঘর
গোমস বুক হাউস

চুঁচুড়া
বিদ্যার্থী ভবন

শান্তিনিকেতন (বোলপুর)
রামকৃষ্ণ বুক স্টল

ত্রিবেণী
গীতাঞ্জলি

নবদ্বীপ
সুজয়া প্রকাশনী

কল্যাণী
শম্ভু বুক স্টল

দমদম ক্যাণ্টনমেন্ট
বইঘর

বর্ধমান
বুড়োরাজ
অরবিন্দ

বাংলাদেশে
বাতিঘর
তক্ষশীলা
কথাপ্রকাশ
রকমারি
ইন্দো বাংলা

অনলাইনে
Boighar.in

এছাড়া আমরা আছি পৌঁছে দিতে
বিন্দু বিসর্গ পাবলিশার্স
২৭/৬, সূর্য সেন স্ট্রিট, কল - ০৯
8013655643 / 7686037907

"প্রথমে আশাহত হয়েছিনুভেবেছিনু সবে না এ বেদনা;তবু তো কোনোমতে সয়েছিনু,কী করে যে সে কথা শুধায়ো না।"হাইনরিখ হাইনের এই কবিতাট...
02/09/2025

"প্রথমে আশাহত হয়েছিনু
ভেবেছিনু সবে না এ বেদনা;
তবু তো কোনোমতে সয়েছিনু,
কী করে যে সে কথা শুধায়ো না।"

হাইনরিখ হাইনের এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে মূল জার্মান থেকে নয়। এক্ষেত্রে তিনি সহায়তা নিয়েছিলেন এডগার আলফ্রেড বাউরিং কৃত জার্মান থেকে ইংরাজী অনুবাদের।

রবীন্দ্রনাথ ঠাকুর কৃত হাইনের ৯টি কবিতার অনুবাদ এবং সুধীন্দ্রনাথ দত্ত কৃত ১৬টি কবিতার অনুবাদ নিয়ে সাজানো এই গ্রন্থ। যুক্ত হয়েছে মূল লেখাগুলির পরিচয়, বিশ্লেষণমূলক ভূমিকা এবং অবশ্যই রবীন্দ্রনাথ কৃত ৯টি কবিতার বাউরিং কৃত মূল ইংরাজী কবিতাগুলি।

গ্রন্থটির সম্পাদনা করেছেন প্রাক্তন অধ্যাপক ও প্রাবন্ধিক তরুণ মুখোপাধ্যায়। এই বছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি জার্মানী। তাই জার্মান কবির রচনা পরিবর্ধিত এবং পরিমার্জিত রূপ ধারণ করে আসতে চলেছে আগামী কলকাতা বইমেলায়।

হাইনের কবিতা (হার্ড বাউন্ড)
হাইনরিখ হাইন
ভাষান্তর - রবীন্দ্রনাথ ঠাকুর, সুধীন্দ্রনাথ দত্ত
সম্পাদনা - তরুণ মুখোপাধ্যায়
মূল্য - ১৫০ টাকা

সংগ্রহ করতে যোগাযোগ করুন
বিন্দু বিসর্গ পাবলিশার্স
২৭/৬, সূর্য সেন স্ট্রিট, কলি - ০৯
৮০১৩৬৫৫৬৪৩/ ৭৬৮৬০৩৭৯০৭

কলেজ স্ট্রিট
বিন্দু বিসর্গ পাবলিশার্স
দে'জ পাবলিশিং
দে বুক স্টোর (দীপুদা)
আদি দে বুক স্টোর
শ্রীনাথ লাইব্রেরি

উত্তর পাড়া
আনন্দ লহরী বুক কাফে

শ্রীরামপুর
ভেস্ট পকেট

সোদপুর
পাপাঙ্গুলের ঘর

চূঁচূড়া
বিদ্যার্থী ভবন

ত্রিবেণী
গীতাঞ্জলি

শান্তিনিকেতন (বোলপুর)
রামকৃষ্ণ বুক স্টল

বর্ধমান
বুড়ো রাজ
অরবিন্দ বুক স্টল

বাংলাদেশে
কথাপ্রকাশ
তক্ষশিলা

ঘরে বসে অনলাইনে
Boighar.in

অথবা
আমরা থাকলাম পৌঁছে দিতে সারা ভারতে
বিন্দু বিসর্গ পাবলিশার্স
৮০১৩৬৫৫৬৪৩/ ৭৬৮৬০৩৭৯০৭

জাপানী সংস্কৃতিতে ও পুরাণে রকমারি প্রেতের ছড়াছড়ি।এইসকল বৈচিত্র্যময় প্রেত সমারোহের অন্যতম হল রকুরকুবি। মূলত ইঁনি প্রেতিনী...
01/09/2025

জাপানী সংস্কৃতিতে ও পুরাণে রকমারি প্রেতের ছড়াছড়ি।

এইসকল বৈচিত্র্যময় প্রেত সমারোহের অন্যতম হল রকুরকুবি। মূলত ইঁনি প্রেতিনী। আক্ষরিক অর্থ অনুযায়ী দীর্ঘায়িত গ্রীবা। হ্যাঁ, এটাই এঁর বিশেষত্ব। সাধারণত জাপানী ঐতিহ্যবাহী কিমোনো পরিহিত হলেও ইঁনি ভয় দেখাতে বেশ ভালোইবাসেন। পা থেকে গলার আগে অবধি একদম সাধারণ মহিলা হলেও, গোলমেলে ব্যাপারটা ঠিক তার পরেই। এক অদ্ভুতুড়ে বিশাল গলার অধিকারিণী তিঁনি। সেটি বিশাল মানে বেশ বিশাল! তার ওপরে সজ্জিত থাকে সুন্দর মুখমণ্ডলটি। আরও অদ্ভুত ব্যাপার হল, মিথ অনুযায়ী নিশুতি রাতে সবাই ঘুমিয়ে পড়লে তাঁর দেহ বিশ্রাম নেয় বা ঘুমায় কিন্তু তাঁর মাথা সহ গলা দীর্ঘায়িত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। পশু শিকার করে বা চুরি করে প্রদীপের তেল পান করে!

অদ্ভুত শোনালেও তাই। আসলে বহু যুগ ধরে প্রচলিত ধারণার সময়কালে বিজলি বাতি আসেনি। ঘরে ঘরে প্রদীপই ব্যবহৃত হত।

এবার আসল চমক। একই প্রেতের প্রকারভেদ। হ্যাঁ, রকুরকুবিরও একটি প্রকারভেদ আছে। আর সেই অবতারটি হলেন নুকেকুবি। আক্ষরিক অর্থ দেহ থেকে বিচ্ছিন্ন গ্রীবা সহ মস্তক। পার্থক্যটি বোঝাই যাচ্ছে। এঁর গ্রীবা বিশাল নয়, বরং ধড় থেকে মুণ্ডটি বিচ্ছিন্ন। এনেকটা আমাদের 'রাহু'-র মতো ব্যাপার আরকি। রকুরকুবির মস্তক ছিন্ন রূপটির একইরকম দর্শন বা কর্মকান্ড, শুধু ফারাক ওই মাথায়। প্রেতিনীর আপগ্রেডেড ভারসন বলা যায়।

নিচের দুটি চিত্রে ভাগাভাগি করে দুই প্রেতিনীর প্রকারভেদ।

বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতিতে ছড়িয়ে আছে বিভিন্ন দেশব্যাপী এইরকম বহু বৈচিত্র্যময় প্রেত ও প্রেতিনীকথা। শুধু নিরস তথ্য নয়, সচিত্র। প্রায় তিন শতাধিক চিত্র ও ১০০ টীকা সম্বলিত বাংলা ভাষার একমাত্র বই 'পেতবত্থু এবং বৌদ্ধধর্মে প্রেত'। যাতে মূল 'পেতবত্থু' (মুখ্যত প্রেতবস্তু)-র অনুবাদ, সঙ্গে ১০০ সচিত্র টীকা। এছাড়া বৌদ্ধ সাহিত্যে প্রেতের উল্লেখ সম্বলিত অন্যান্য অংশের অনুবাদ। আর সাথে যুক্ত হয়েছে পৃথিবীব্যাপী বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মে প্রচলিত প্রেতের ধারণা, বর্ণনা, নরক, যমরাজ ও বিচারালয়, নরকের শাস্তি সহ আরও বহু বহু অজানা তথ্য।

পেতবত্থু এবং বৌদ্ধধর্মে প্রেত
অভিষেক চ্যাটার্জী
মূল্য ৫৯৯/-

বইটি সংগ্রহ করুন

কলেজ স্ট্রিটে
বিন্দু বিসর্গ পাবলিশার্স
দে বুক স্টোর (দীপুদা)
দেজ পাবলিশিং
আদি দে বুক স্টোর
শ্রীনাথ লাইব্রেরি
বুক ফ্রেন্ড
বিমলা বুক এজেন্সি
প্ল্যাটফর্ম
লালন

উত্তরপাড়া
আনন্দ লহরী বুক ক্যাফে

শ্রীরামপুর
ভেস্ট পকেট

হাজরা
প্রগ্রেসিভ পাবলিশার্স

সোদপুর
পাপাঙ্গুলের ঘর
গোমস বুক হাউস

চুঁচুড়া
বিদ্যার্থী ভবন

শান্তিনিকেতন (বোলপুর)
রামকৃষ্ণ বুক স্টল

ত্রিবেণী
গীতাঞ্জলি

নবদ্বীপ
সুজয়া প্রকাশনী

কল্যাণী
শম্ভু বুক স্টল

দমদম ক্যাণ্টনমেন্ট
বইঘর

বর্ধমান
বুড়োরাজ
অরবিন্দ

বাংলাদেশে
বাতিঘর
তক্ষশীলা
কথাপ্রকাশ
রকমারি
ইন্দো বাংলা

অনলাইনে
Boighar.in
deybooks.com
ketab-e.com

এছাড়া আমরা আছি পৌঁছে দিতে
বিন্দু বিসর্গ পাবলিশার্স
২৭/৬, সূর্য সেন স্ট্রিট, কল - ০৯
8013655643 / 7686037907

বইপাড়ায় দিকে দিকে পাওয়া যাচ্ছে অলৌকিকের আসর।নব মুদ্রণ আগামীকাল থেকে আবার পাওয়া যাবে।ভয় পাওয়ার শিহরণে সামিল হন।কলেজ স্ট্র...
31/08/2025

বইপাড়ায় দিকে দিকে পাওয়া যাচ্ছে অলৌকিকের আসর।
নব মুদ্রণ আগামীকাল থেকে আবার পাওয়া যাবে।
ভয় পাওয়ার শিহরণে সামিল হন।

কলেজ স্ট্রিটে পাওয়া যাচ্ছে
বিন্দু বিসর্গ পাবলিশার্স
দে বুক স্টোর (দীপুদা)
অভিযান বুক ক্যাফে
বুক ফ্রেন্ড
প্ল্যাটফর্ম
দেজ পাবলিশিং
শ্রীনাথ লাইব্রেরি
বিমলা বুক এজেন্সি
লালন
এছাড়াও অন্যত্র।

অলৌকিকের আসর পত্রিকা
উৎসব সংখ্যা, ১৪৩২
মূল্য - ৩২০/-

অলৌকিকের আসর পত্রিকাউৎসব সংখ্যা, ১৪৩২মূল্য - ৩২০ টাকাযে সকল পাঠক অনলাইনে অর্ডার করতে চান, তাঁরা নিচের দুটি লিঙ্কে গিয়ে অ...
31/08/2025

অলৌকিকের আসর পত্রিকা
উৎসব সংখ্যা, ১৪৩২
মূল্য - ৩২০ টাকা

যে সকল পাঠক অনলাইনে অর্ডার করতে চান, তাঁরা নিচের দুটি লিঙ্কে গিয়ে অর্ডার করতে পারেন পত্রিকা।

Boighar.in এর লিঙ্ক
https://boighar.in/product/aloukiker-asor-utsab-sankhya-1432/?srsltid=AfmBOoqg-W9kVFemGY55TPh8r8IqEBO3osMebySw8m5jKIUXSFP1izRr

papangulerghor.com এর লিঙ্ক
https://www.papangulerghor.com/product-page/aloukiker-asor-utsav-sangkhya-1432

ছুটির দিনে অর্ডার করে ফেলুন।

শান্তিনিকেতন ও রবীন্দ্র শিক্ষা ভাবনার উল্লেখযোগ্য দলিল এই বইটি। বইটির লেখক, উইলিয়ম পিয়ারসন কে ছিলেন ?যে কয়েকজন বিদেশী ভা...
31/08/2025

শান্তিনিকেতন ও রবীন্দ্র শিক্ষা ভাবনার উল্লেখযোগ্য দলিল এই বইটি।

বইটির লেখক,
উইলিয়ম পিয়ারসন কে ছিলেন ?

যে কয়েকজন বিদেশী ভারতবর্ষকে ভালোবেসে তার ভিতরে থাকা প্রচ্ছন্ন সম্ভাবনাকে উপলব্ধি করতে পেরেছিলেন উইলিয়ম পিয়ারসন হলেন তাদের একজন।

ব্রিটেনে জন্মগ্রহনকারী এক ব্যক্তি যিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক হয়ে ১৯০৭ সালে ভারতে চলে আসেন , তিনি ভবানীপুরের ‘লন্ডন মিশনারি কলেজ’ -এ উদ্ভিদবিদ্যার শিক্ষকতা করতেন । তিনি ১৯১১ সালে তার দেশে ফিরে যান ও তার জীবনে অদ্ভুত এক পরিবর্তন আসে , তাঁর বাড়িতেই তাঁর সাথে রবীন্দ্রনাথের দেখা হয় । অতঃপর তাঁর শিক্ষাদর্শন ও ভারত সম্পর্কিত ভাবনায় অভূতপূর্ব পরিবর্তন আসে । পরবর্তীতে মহাত্মা গান্ধীর সাথে তাঁর পরিচয় হয় আর তিনি তাঁর ভাবনা ও দর্শনের অনুসারী হয়ে যান।

রবীন্দ্রনাথের সাথে যোগাযোগ তাঁকে রবীন্দ্র শিক্ষাভাবনার অংশ করে তোলে এবং তিনি শিক্ষক রূপে শান্তিনিকেতনে যোগদান করেন । বেশ কিছু রবীন্দ্রসাহিত্যের ইংরেজি অনুবাদও তিনি করেছিলেন।

১৯১৬ সালে তিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব হয়ে যান । জাপান সহ রবীন্দ্রনাথের নানা বিদেশ ভ্রমনের সঙ্গীও ছিলেন তিনি।

১৯২৩ সালে একটি দূর্ঘটনাতে তিনি আহত হন ট্রেন থেকে পরে গিয়ে । তাকে হাসপাতালে ভর্তি করা হয় । শেষ মুহূর্তেও তিনি যা বলে যান তা সত্যিই একজন ভারতপ্রেমিকই বলতে পারেন , “ভারতবর্ষ-ই আমার একমাত্র ভালোবাসা”।

পিয়ারসন সাহেব “শান্তিনিকেতন-দ্যা বোলপুর স্কুল অব রবীন্দ্রনাথ টেগোর” নামক এক গ্রন্থ রচনা করেছিলেন।

রবীন্দ্রনাথের শান্তিনিকেতন
Santiniketan: The Bolpur School of Rabindranath Tagore
( হার্ড বাইন্ড)
উইলিয়াম পিয়ারসন
বিন্দুবিসর্গ পাবলিশার্স
মূল্য-১৬০/-

যোগাযোগ-
২৭/৬ সূর্য সেন স্ট্রিট কোলকাতা ৯
8013655643/7686037907

প্রাপ্তিস্থান

কলেজ স্ট্রিটে
বিন্দুবিসর্গ পাবলিশার্স
দেজ্
দে বুক স্টোর (দীপু)
আদি দে বুক স্টোর
শ্রীনাথ লাইব্রেরি

উত্তর পাড়া
আনন্দ লহরী বুক কাফে

শ্রীরামপুর
ভেস্ট পকেট

চু৺চুড়া
বিদ্যার্থী ভবন

বর্ধমান
বুড়ো রাজ
অরবিন্দ বুক স্টল

শান্তিনিকেতনে (বোলপুর)
রামকৃষ্ণ বুক স্টল

ঘরে বসে অনলাইনে
বইঘর ডট ইন

অথবা

আমরা থাকলাম পৌঁছে দিতে
8013655643/7686037907

আবার সে এসেছে ফিরে। স্টক এসে গেছে আবার।দুদিন পাঠক ও বিক্রেতা বন্ধুরা ফিরে গেছেন।চলে আসুন সোমবার থেকে।ধন্যবাদ প্রিন্টার ও...
30/08/2025

আবার সে এসেছে ফিরে।
স্টক এসে গেছে আবার।
দুদিন পাঠক ও বিক্রেতা বন্ধুরা ফিরে গেছেন।
চলে আসুন সোমবার থেকে।
ধন্যবাদ প্রিন্টার ও বাইন্ডার বন্ধুরা। দুদিনে যুদ্ধ তৎপরতায় বই হাতে তুলে দিয়েছেন 🙏🔥

অলৌকিকের আসর পত্রিকা
উৎসব সংখ্যা, ১৪৩২
মূল্য ৩২০ টাকা

Bindu Bisorgo Publishers

ক্ষণজন্মা বলেন্দ্রনাথ ঠাকুর ও তাঁর লেখা কোথাও যেন হারিয়ে গেছে। সম্ভাবনাময় ঠাকুর বাড়ির এই সন্তানটির ভাগ্য খুব একটা ভালো ছ...
30/08/2025

ক্ষণজন্মা বলেন্দ্রনাথ ঠাকুর ও তাঁর লেখা কোথাও যেন হারিয়ে গেছে। সম্ভাবনাময় ঠাকুর বাড়ির এই সন্তানটির ভাগ্য খুব একটা ভালো ছিল বলে মনে হয় না। জন্ম নেন পাগল পিতার সন্তান হয়ে। অতঃপর যদিও রবীন্দ্রনাথের সাহচর্য্য পান। একত্র ব্যবসাও শুরু করেন। কথাতেই রয়েছে অর্থ অনর্থের মূল।

যদিও বলেন্দ্রনাথের মৃত্যুর পরবর্তী ঘটনা গুলোতে মনে হয়না, কেবল অর্থ দুরত্বের কারন হয়েছিল রবীন্দ্রনাথের সাথে তাঁর স্নেহের ভ্রাতুস্পুত্রের। এর পিছনে পারিবারিক নানা সমস্যা ছিল, সেই দিকেই ঘটনা গুলো নির্দেশ করে।

বলেন্দ্রনাথের মৃত্যুকালে তাঁর স্ত্রী সাহানা দেবী ষোড়শী(ষোড়শ বর্ষের বালিকা)। তাঁর জীবন ও বলেন্দ্রনাথের মাতা প্রফুল্লময়ী দেবীর জীবন অতিষ্ঠ হয়ে ওঠে অদ্ভুতভাবে বলেন্দ্রের মৃত্যুর পর।

ঠাকুরবাড়ি থেকে তাদের মাসোহারা কমিয়ে দেওয়া হয় অস্বাভাবিক ভাবে। অন্যেরা যা মাসোহারা পেতেন এক এক জন তার প্রায় দশ ভাগের এক ভাগ পেত এই পরিবারটি একত্রে।

যাইহোক সেই পারিবারিক কেচ্ছা কিনবা তাঁদের জীবন কী কী ভাবে ঠাকুরবাড়ি বিদ্ধস্ত করেছিল তা আমাদের আলোচনার বিষয় নয়। বিষয় হল এই ক্ষণজন্মা প্রতিভাবান কবি-প্রাবন্ধিকের লেখাও হারিয়ে গেল তাঁর সাথেই।

সাহানা দেবীর একাধিকবার অনুরোধ সত্বেও বিশ্বভারতী কোনো আগ্রহ প্রকাশ করল না বলেন্দ্রনাথের লেখা ছাপতে। ফলত সাহিত্যিক বলেন্দ্রনাথকে আমরা অনেকটাই হারিয়ে ফেলেছি।

বিন্দুবিসর্গ পাবলিশার্স ফেরত আনতে চেষ্টা করে চলেছে সেই বিলুপ্তপ্রায় লেখার স্বর্ণখনি। আপনারা রয়েছেন বলেই আমাদের পারা গুলো এতখানি সার্থকতা পাচ্ছে। আশা করি এই ক্ষণজন্মা প্রতিভাবান সাহিত্যিকের “চিত্র ও কাব্য” বইটি পাঠকের সমাদর পাবে।

চিত্র ও কাব্য
বলেন্দ্রনাথ ঠাকুর
বিন্দুবিসর্গ পাবলিশার্স
মূল্য-২৫০/-

Bindu Bisorgo Publishers
বিন্দুবিসর্গ পাবলিশার্স
২৭/৬, সূর্য সেন স্ট্রিট, কোলকাতা ৯
যোগাযোগ-
8013655643/7686037907

কলেজ স্ট্রিটে
বিন্দু বিসর্গ পাবলিশার্স
দে'জ পাবলিশিং
দে বুক স্টোর (দীপুদা)
আদি দে বুক স্টোর
শ্রীনাথ লাইব্রেরি
প্ল্যাটফর্ম
লালন
বুকফ্রেন্ড
বিমলা বুক এজেন্সি

উত্তরপাড়া
আনন্দ লহরী বুক ক্যাফে

শ্রীরামপুর
ভেস্ট পকেট

সোদপুর
পাপাঙ্গুলের ঘর
গোমস বুক হাউস

চুঁচুড়া
বিদ্যার্থী ভবন

শান্তিনিকেতন (বোলপুর)
রামকৃষ্ণ বুক স্টল

ত্রিবেণী
গীতাঞ্জলি

নবদ্বীপ
সুজয়া প্রকাশনী

কল্যাণী
শম্ভু বুক স্টল

দমদম ক্যাণ্টনমেন্ট
বইঘর

বর্ধমান
বুড়ো রাজ
অরবিন্দ

এছাড়া অন্যত্র।

অনলাইনে
Boighar.in

বিন্দু বিসর্গ পাবলিশার্স
২৭/৬, সূর্য সেন স্ট্রিট, কলি - ০৯
8013655643 / 076860 37907

সব লোকে কয় লালন কী জাত সংসারেলালন বলে জাতের কী রূপদেখলাম না দুই নজরেলালন তাঁর গানের মধ্যে দিয়ে খুঁজে বেড়াতেন সৃষ্টিকর্তা...
29/08/2025

সব লোকে কয় লালন কী জাত সংসারে
লালন বলে জাতের কী রূপ
দেখলাম না দুই নজরে

লালন তাঁর গানের মধ্যে দিয়ে খুঁজে বেড়াতেন সৃষ্টিকর্তাকে, মনের মানুষকে। জাতধর্মের ভেদ ছেড়ে তিনি জীবন রহস্য ভেদের কান্ডারী। ঘর বাড়ি ছেড়ে বেছেছিলেন বাউল জীবন, ভিক্ষাবৃত্তি উপজীব্য। তাঁর গানের ছন্দে সাবলীলভাবে ঘুরে বেড়ায় দেহতত্ত্ব, আপ্ততত্ত্ব ও আধ্যাত্মিকতা। জীবনের গূঢ় রহস্য ব্যক্ত করতেন সহজ সরল ভাষায়, সুরের মায়াজালে।

বাঙলা সাহিত্যে সূফী ভজন, ইসলামি মারফতি-মুর্শিদী ও গজল গীতির তিনি উৎসমুখ। তাঁর গানে অনুপ্রাণিত বিশ্বকবি থেকে আনকোরা কবি বাউল। হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মিলনস্থলে তাঁর পরিচয়।

তাঁর বহু কাজ হারিয়ে গিয়েছে আবার অনেক কাজ নিয়ে সংশয় রয়েছে তা আদৌ তাঁর কিনা ! তাঁর ৮৫১ টি গানের সংরক্ষণ সম্ভব হয়েছে। আগামীর লোকসাহিত্য গবেষণা হয়ত নতুন দিশা দেবে ভবিষ্যতে।

লালন সাঁই-এর ৮৫১ টি গানের কথা দু’মলাটে।

লালন গীতি সমগ্র (হার্ড বাইন্ডিং, রয়েল সাইজ)
লালন সাঁই
বিন্দুবিসর্গ পাবলিশার্স
মূল্য-৫০০/-

যোগাযোগ
বিন্দু বিসর্গ পাবলিশার্স
২৭/৬, সূর্য সেন স্ট্রিট, কলি - ০৯
হোয়াটস্যাপ - 8013655643 / 7686037907

কলেজ স্ট্রিটে
বিন্দু বিসর্গ পাবলিশার্স
দেজ পাবলিশিং
দে বুক স্টোর (দীপু)
আদি দে বুক স্টোর
বুক ফ্রেন্ড
শ্রীনাথ লাইব্রেরি
প্ল্যাটফর্ম

উত্তর পাড়া
আনন্দ লহরী বুক কাফে

হাজরা
ফরোয়ার্ড পাবলিশার

শ্রীরামপুর
ভেস্ট পকেট

চুঁচুড়া
বিদ্যার্থী ভবন

ত্রিবেণী
গীতাঞ্জলি

শান্তিনিকেতন
রামকৃষ্ণ বুক স্টল

নবদ্বীপ
সুজয়া প্রকাশনী

কল্যাণী
শম্ভু বুক স্টল

বর্ধমান
বুড়ো রাজ
অরবিন্দ বুক স্টল

ঘরে বসে অনলাইনে
বইঘর ডট ইন
বইয়ের হাট
দে বুক স্টোর

বাংলাদেশে
কথাপ্রকাশ
তক্ষশীলা
বাতিঘর

অথবা আমরা থাকলাম পৌঁছে দিতে
Bindu Bisorgo Publishers
8013655643 / 7686037907

28/08/2025

প্রকাশের চারদিনেই পুনর্মুদ্রণে অলৌকিকের আসর পত্রিকা। অল্প কপি রয়েছে। ধন্যবাদ পাঠক 🙏🔥

 #অগাস্টঅলৌকিকঅফার #বিন্দুবিসর্গপাবলিশার্স #অলৌকিকসমগ্রসিরিজ  #৩০শতাংশছাড় পাঠকদের অনুরোধে অগাস্ট মাসের শেষ তিন দিনের জন...
28/08/2025

#অগাস্টঅলৌকিকঅফার
#বিন্দুবিসর্গপাবলিশার্স
#অলৌকিকসমগ্রসিরিজ
#৩০শতাংশছাড়

পাঠকদের অনুরোধে অগাস্ট মাসের শেষ তিন দিনের জন্য ফিরে এল অলৌকিকের অফার। শুধু অগাস্ট মাসটুকু।

বিন্দুবিসর্গ পাবলিশার্স প্রকাশিত ১০-জন ক্লাসিক লেখকের অলৌকিক সমগ্র।

সবকটিরই অলৌকিক পাঠকদের কাছে বিশেষ ভূমিকা রয়েছে। সেটেও সংগ্রহ করলে পাওয়া যাবে ৩০ শতাংশ ছাড়।

যেকোনো একটির ক্ষেত্রে ২০ শতাংশ ছাড়।

সংগ্রাহক পাঠকদের বই-এর তাককে শোভা দিতে প্রতিটি বইকে হার্ডবাইন্ডিং ও একই ধারার প্রচ্ছদ রাখা হয়েছে।

অলৌকিক সমগ্র
বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়
মূল্য-৪৫০/-

অলৌকিক সমগ্র
প্রমথ চৌধুরী
মূল্য-২০০/-

অলৌকিক সমগ্র
রাজশেখর বসু
মূল্য-২২০/-

অলৌকিক সমগ্র
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
মূল্য-১৫০/-

অলৌকিক সমগ্র
মনিলাল গঙ্গোপাধ্যায়
মূল্য-২৬০/-

অলৌকিক সমগ্র
কুলদারঞ্জন রায়
মূল্য-১৬০/-

অলৌকিক সমগ্র
সজনীকান্ত দাস
মূল্য-১৫০/-

অলৌকিক সমগ্র
দীনেন্দ্রকুমার রায়
মূল্য-২০০/-

অলৌকিক সমগ্র
সুনির্মল বসু
মূল্য-১৬০/-

অলৌকিক সমগ্র
ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়
মূল্য-১০০/-

সংগ্রহ করতে যোগাযোগ করুন
বিন্দুবিসর্গ পাবলিশার্স
২৭/৬,সূর্য সেন স্ট্রীট,কোলকাতা ৯
যোগাযোগ(হোয়াটস অ্যাপ/কল)
৮০১৩৬৫৫৬৪৩/৭৬৮৬০৩৭৯০৭

Address

27/6, Surya Sen Street
Kolkata
700009

Alerts

Be the first to know and let us send you an email when Bindu Bisorgo Publishers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bindu Bisorgo Publishers:

Share

Category