
29/08/2025
দক্ষিণ ২৪ পরগনা জেলার নির্বাচিত কর্মীদের নিয়ে ""জেলা তরবিয়াতী ইজতেমা"" অনুষ্ঠিত হয়ে গেলঃ
গত ২৮শে আগস্ট ২০২৫, সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার ঠাকুরপুকুর মহেশতলা মোকামের (ব্লকের) অন্তর্গত কলাগাছিয়া নিমতলা মোড়ে ড্রিম গার্ডেন অডিটোরিয়ামে জামাআতে ইসলামী হিন্দের ""জেলা সাংগঠনিক তরবিয়াতী ইজতেমা"" অনুষ্টিত হয় আলহামদুলিল্লাহ।রাজ্য সম্পাদক জনাব মাওলানা তাহেরুল হক সাহেবের দারসে কুরআনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রারম্ভীক বক্তব্য পেশ করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা নাজিম জনাব সানোয়ার আলি পৈলান। ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্খিত মান এবং দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সাহাবা (রা:)দের ত্যাগ ও কুরবানী এবং আমাদের শিক্ষা - বিষয়ে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় সম্পাদক এবং প্রাক্তন আমীরে হালকা জনাব মাওলানা আব্দুর রফিক সাহেব। তিনি বলেন ইসলামী আন্দোলনের কর্মী সর্বদা আল্লাহর সন্তুষ্টি ও আখেরাত মুখী দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত রাখবে। বর্তমান আমীরে হালকা জনাব ডাঃ মসিহুর রহমান সাহেব মীকাতের পরিকল্পনার আলোকে বুনিয়াদি ও আবশ্যিক কাজ এবং সংগঠনের অভন্তরীণ পরিবেশ বিষয়ে গুরুত্ব পূর্ণ বক্তব্য পেশ করেন। সংগঠনের কর্মী মীকাতের পরিকল্পনা সামনে রেখে সংগঠনের কাজ ও দ্বীন প্রতিষ্ঠার কাজের আঞ্জাম দেবে এবং পারস্পরিক সম্পর্ক মজবুত করবে- বক্তব্যের মাঝে তিনি পেশ করেন।এছাড়াও বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক জনাব মাওলানা এ,এফ,এম, খালিদ সাহেব রাজ্যে সম্পাদক মন্ডলী অন্যতম সদস্য জনাব মাওলানা শামসুল আলম সাহেব জেলা নাজিমা আলোক লতা বিবি প্রমুখ। সমাজে জামাআতের প্রভাব বিস্তারের পথ ও পন্থা বিষয়ে এক সিম্পোজিয়াম-এ বক্তব্য পেশ করেন, জুলফিকার আলী হালদার, রাইহান ঘোরামি, রেহেনা খাতুন এবং জামাল উদ্দীন মল্লিক। পরিপূরক বক্তব্য পেশ করেন জেলার বিভাগীয় দায়িত্বশীল জনাব আবুল হাসান সাহেব। জেলার বিভিন্ন ব্লক ও মোকাম থেকে পুরুষ ও মহিলাসহ প্রায় তিন শতাধিক কারকুন ও বিভিন্ন পর্যায় দায়িত্বশিলদের নিয়ে ড্রিম গার্ডেন অডিটোরিয়ামে সুন্দর পরিবেশে এক মনোমুগ্ধকর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ। নাজিমে ইজতেমার দায়িত্ব পালন করেন জেলার বিভাগীয় দায়িত্বশীল জনাব নাসির উদ্দীন মোল্লা সাহেব। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ভাই সাবির আলী এবং ওবাইদুর রহমান। সবশেষে আমীরে হালকা জনাব ডাঃ মসিহুর রহমান সাহেবের যাদেরাহ ও দোওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ থাকে যে, এই প্রোগ্রামটি সফল করার জন্য জামাআত সমর্থক জনাব আওলাদ হোসেন এবং জনাব সাহাবুদ্দিন পৈলান পূর্বের ন্যায় এবারেও তাদের আন্তরিক সাহায্যের হাত বাড়িয়ে দেন। আল্লাহ যেন তাদেরকে উত্তম "জাজা" দান করেন।
আমিন।