JIH S24P Media

JIH S24P Media this is the islamic organizations

দক্ষিণ ২৪ পরগনা জেলার নির্বাচিত কর্মীদের নিয়ে ""জেলা তরবিয়াতী ইজতেমা"" অনুষ্ঠিত হয়ে গেলঃ           গত ২৮শে আগস্ট ২০২৫...
29/08/2025

দক্ষিণ ২৪ পরগনা জেলার নির্বাচিত কর্মীদের নিয়ে ""জেলা তরবিয়াতী ইজতেমা"" অনুষ্ঠিত হয়ে গেলঃ

গত ২৮শে আগস্ট ২০২৫, সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার ঠাকুরপুকুর মহেশতলা মোকামের (ব্লকের) অন্তর্গত কলাগাছিয়া নিমতলা মোড়ে ড্রিম গার্ডেন অডিটোরিয়ামে জামাআতে ইসলামী হিন্দের ""জেলা সাংগঠনিক তরবিয়াতী ইজতেমা"" অনুষ্টিত হয় আলহামদুলিল্লাহ।রাজ্য সম্পাদক জনাব মাওলানা তাহেরুল হক সাহেবের দারসে কুরআনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রারম্ভীক বক্তব্য পেশ করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা নাজিম জনাব সানোয়ার আলি পৈলান। ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্খিত মান এবং দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সাহাবা (রা:)দের ত্যাগ ও কুরবানী এবং আমাদের শিক্ষা - বিষয়ে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় সম্পাদক এবং প্রাক্তন আমীরে হালকা জনাব মাওলানা আব্দুর রফিক সাহেব। তিনি বলেন ইসলামী আন্দোলনের কর্মী সর্বদা আল্লাহর সন্তুষ্টি ও আখেরাত মুখী দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত রাখবে। বর্তমান আমীরে হালকা জনাব ডাঃ মসিহুর রহমান সাহেব মীকাতের পরিকল্পনার আলোকে বুনিয়াদি ও আবশ্যিক কাজ এবং সংগঠনের অভন্তরীণ পরিবেশ বিষয়ে গুরুত্ব পূর্ণ বক্তব্য পেশ করেন। সংগঠনের কর্মী মীকাতের পরিকল্পনা সামনে রেখে সংগঠনের কাজ ও দ্বীন প্রতিষ্ঠার কাজের আঞ্জাম দেবে এবং পারস্পরিক সম্পর্ক মজবুত করবে- বক্তব্যের মাঝে তিনি পেশ করেন।এছাড়াও বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক জনাব মাওলানা এ,এফ,এম, খালিদ সাহেব রাজ্যে সম্পাদক মন্ডলী অন্যতম সদস্য জনাব মাওলানা শামসুল আলম সাহেব জেলা নাজিমা আলোক লতা বিবি প্রমুখ। সমাজে জামাআতের প্রভাব বিস্তারের পথ ও পন্থা বিষয়ে এক সিম্পোজিয়াম-এ বক্তব্য পেশ করেন, জুলফিকার আলী হালদার, রাইহান ঘোরামি, রেহেনা খাতুন এবং জামাল উদ্দীন মল্লিক। পরিপূরক বক্তব্য পেশ করেন জেলার বিভাগীয় দায়িত্বশীল জনাব আবুল হাসান সাহেব। জেলার বিভিন্ন ব্লক ও মোকাম থেকে পুরুষ ও মহিলাসহ প্রায় তিন শতাধিক কারকুন ও বিভিন্ন পর্যায় দায়িত্বশিলদের নিয়ে ড্রিম গার্ডেন অডিটোরিয়ামে সুন্দর পরিবেশে এক মনোমুগ্ধকর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ। নাজিমে ইজতেমার দায়িত্ব পালন করেন জেলার বিভাগীয় দায়িত্বশীল জনাব নাসির উদ্দীন মোল্লা সাহেব। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ভাই সাবির আলী এবং ওবাইদুর রহমান। সবশেষে আমীরে হালকা জনাব ডাঃ মসিহুর রহমান সাহেবের যাদেরাহ ও দোওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ থাকে যে, এই প্রোগ্রামটি সফল করার জন্য জামাআত সমর্থক জনাব আওলাদ হোসেন এবং জনাব সাহাবুদ্দিন পৈলান পূর্বের ন্যায় এবারেও তাদের আন্তরিক সাহায্যের হাত বাড়িয়ে দেন। আল্লাহ যেন তাদেরকে উত্তম "জাজা" দান করেন।
আমিন।

28/08/2025
জামাআতে ইসলামী হিন্দ,দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা ব্লকের অন্তর্ভুক্ত শিরোকোল হালকার উদ্যোগে গত ৬ই আগষ্ট বুধবার সকাল ৯:৩০ ম...
07/08/2025

জামাআতে ইসলামী হিন্দ,দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা ব্লকের অন্তর্ভুক্ত শিরোকোল হালকার উদ্যোগে গত ৬ই আগষ্ট বুধবার সকাল ৯:৩০ মিনিট থেকে ২:০০ পর্যন্ত শিরোকোল জামে মাসজিদে "দাওয়াতী ইজতেমা" হয়ে গেল আলহামদুলিল্লাহ। জনাব মাওলানা এ. এফ. এম. খালিদ সাহেব দারসে কুর-আন দিয়ে ইজতেমার শুভ সূচনা হয়। এরপর একে একে বিষয় ভিত্তিক আলোচনা করেন প্রাক্তন আমীরে হালকা জানাব নূরুদ্দীন সাহেব, জেলা নাজিম জনাব সানোয়ার আলি পৈলান সাহেব, মগরাহাট মোকামের মোকামী আমীর জনাব ফরিদুল হক সাহেব,ফলতা ব্লকের প্রাক্তন ব্লক নাজিম জনাব ডাঃ ইসমাঈল সাহেব ও ফলতা ব্লকের ব্লক নাজিম জনাব মুহাম্মাদ নাজির আহমাদ সাহেব প্রমূখ। সবশেষে নূরুদ্দীন সাহেবের হেদায়েত ও দোয়ার মাধ্যমে ইজতেমা সমাপ্তি হয়।

জামাআতে ইসলামী হিন্দের দক্ষিণ ২৪ পরগনা জেলার ঠাকুরপুকুর মহেশতলা মোকামের (ব্লকের) অন্তর্গত কলাগাছিয়া নিমতলা মোড়ে ""ড্রি...
07/08/2025

জামাআতে ইসলামী হিন্দের দক্ষিণ ২৪ পরগনা জেলার ঠাকুরপুকুর মহেশতলা মোকামের (ব্লকের) অন্তর্গত কলাগাছিয়া নিমতলা মোড়ে ""ড্রিম গার্ডেন অডিটোরিয়াম হলে"" মোকামের নির্বাচিত পুরুষ ও মহিলা রুকন- কারকুনদের নিয়ে আজ ৭ই আগস্ট ২০২৫ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এক সাংগঠনিক তরবিয়াতী ইজতেমা অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ। জামাআতের রাজ্য সম্পাদক জনাব মাওলানা তাহেরুল হক সাহেব, প্রাক্তন আমীরে হালকা জনাব রহমত আলি খান সাহেব,জেলা নাজিম জনাব সানোয়ার আলি পৈলান, জেলার বিভাগীয় দায়িত্বশীল জনাব নাসির উদ্দিন মোল্লা,জেলা নাজিমা মুহতারামা আলোক লতা বিবি, মোকামী আমীর মহীম সাপুই,মোকামী নাজিমা তনুজা বিবি প্রমূখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

31/07/2025

Video related to Islamic knowledge and culture are downloaded ,Islamic discussion of different speakers and Bengali Islamic songeet area published on our IQR...

২৭শে জুলাই ২০২৫, বিকাল ৩. ৩০টা থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা, বজ বজ ২ ব্লকের অন্তর্গত বনগ্রাম মোকাম এ জামাত অধীনে নস্করপুর ম...
28/07/2025

২৭শে জুলাই ২০২৫, বিকাল ৩. ৩০টা থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা, বজ বজ ২ ব্লকের অন্তর্গত বনগ্রাম মোকাম এ জামাত অধীনে নস্করপুর মহিলা হালকায় মাটি হাতে হৃদয় ভারতের সাথে" CIO এর সারা দেশ জুড়ে প্রচার অভিযান উপলক্ষ্যে শিশুদের পথ মিছিল ও বৃক্ষ রোপন অনুষ্ঠান আয়োজন করা হয়। ৫০ জনের অধিক শিশুদের কে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রচারাভিযানের বিষয় বস্তু নিয়ে ৫০জন শিশু এবং ৩০ জন মহিলা শ্রোতাদের মধ্যে বক্তব্য পেশ করে জামাআতে ইসলামী হিন্দের বনগ্রাম মুকামের নাজিমা মাহতারমা নাফিসা বিবি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সামসুল আলম মুন্সী সাহেব ও আরো সংগঠনের বিশেষ দায়িত্বশীল ও কর্মী বৃন্দ। শেষে শিশুদের সঙ্গে নিয়ে বৃক্ষ রোপন করা হয়।।

২৭শে জুলাই ২০২৫, বিকাল ৩টা থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা, বজ বজ ২ ব্লকের অন্তর্গত বনগ্রাম মোকাম এ জামাত অধীনে হাসনেচা  হালকা...
27/07/2025

২৭শে জুলাই ২০২৫, বিকাল ৩টা থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা, বজ বজ ২ ব্লকের অন্তর্গত বনগ্রাম মোকাম এ জামাত অধীনে হাসনেচা হালকায়, নবরূপ সংঘ মাটি হাতে হৃদয় ভারতের সাথে" CIO এর সারা দেশ জুড়ে প্রচার অভিযান উপলক্ষ্যে শিশুদের সংস্কৃতি ও বৃক্ষ রোপন অনুষ্ঠান আয়োজন করা হয়। ৬০ জনের অধিক শিশুদের কে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা,আবৃতি, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্য পেশ করে বনগ্রাম মোকামের সম্পাদক জনাব মিজানুর রহমান। বৃক্ষ রোপনের গুরুত্ব বিষয়ে ৬০ জন শিশু এবং ১০ জন শ্রোতাদের মধ্যে বক্তব্য পেশ করে জামাআতে ইসলামী হিন্দের জেলা মিডিয়া ইনচার্জ জনাব জামাল উদ্দিন সাহেব। এছাড়া বক্তব্য পেশ করেন সফিউল ইসলাম সাহেব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মুস্তাক খান সাহেব, জনাব আরঙ্গজেব সাহেব,জনাব মিনহাজ ও আরো সংগঠনের বিশেষ দায়িত্বশীল ও কর্মী বৃন্দ। শিশু সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষঅঙ্কন প্রতিযোগিতার বিজয়ী দের পুরুস্কার বিতরণ করা হয়। সবশেষে শিশুদের সঙ্গে নিয়ে বৃক্ষ রোপন করা হয়। সমগ্র অনুষ্ঠান টি সঞ্চলনা ও পরিচালনা করেন রফিকুল সর্দার সাহেব।

২৬ শে জুলাই ২০২৫, বিকাল ৩টা থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা, বজ বজ ২ ব্লকের অন্তর্গত বনগ্রাম মোকাম এ জামাত অধীনে কুলপুকর  হালক...
26/07/2025

২৬ শে জুলাই ২০২৫, বিকাল ৩টা থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা, বজ বজ ২ ব্লকের অন্তর্গত বনগ্রাম মোকাম এ জামাত অধীনে কুলপুকর হালকায় মাটি হাতে হৃদয় ভারতের সাথে" CIO এর সারা দেশ জুড়ে প্রচার অভিযান উপলক্ষ্যে শিশুদের সংস্কৃতি ও বৃক্ষ রোপন অনুষ্ঠান আয়োজন করা হয়। ১০০ জনের অধিক শিশুদের কে নিয়ে পথ মিছিল আয়োজন করা হয়। এক শিশুর সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত মধ্যেমে অনুষ্ঠানের সূচনা হয়। শিশুদের মধ্যে বক্তব্য, কুইজ ও এক সুন্দর নাটক পরিবেশন করা হয়। উদ্বোধনী বক্তব্য পেশ করে বনগ্রাম মোকামের সম্পাদক জনাব মিজানুর রহমান। বৃক্ষ রোপনের গুরুত্ব ও ইসলাম, এই বিষয়ে ১০০ জন শিশু এবং ৪০জন মহিলা ও পুরুষের মধ্যে বক্তব্য পেশ করে জামাআতে ইসলামী হিন্দের জেলা নাজিম জনাব সানোয়ার আলী পৈলান সাহেব। এছাড়া বক্তব্য পেশ করেন জেলা নাজিমা মাহতারমা আলোক লতা বিবি সাহেবা এবং জেলা মিডিয়া ইনচার্জ জনাব ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন সাহেব। এছাড়া উপস্থিত ছিলেন জনাব আব্দুল লতিফ সাহেব, জনাব কুতুবুদ্দিন সাহেব,প্রাক্তন ব্লক নাজিমা রোশনারা বিবি, বিশেষ অতিথি ব্যাবসায়িক মিজানুর সাহেব ও আরো সংগঠনের বিশেষ দায়িত্বশীল ও কর্মী বৃন্দ। শিশু সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ বিজয়ী দের পুরুস্কার বিতরণ করা হয়। সবশেষে জেলা নাজিম সানোয়ার আলী পৈলান সাহেব শিশুদের সঙ্গে নিয়ে বৃক্ষ রোপন করেন। সমগ্র অনুষ্ঠান টি সঞ্চলনা ও পরিচালনা করেন কুলপুকুর হালকার নাজিম জনাব আলতাব হোসেন সাহেব। এই ধরণের অনুষ্ঠান ও সামাজিক বৃক্ষ রোপন অনুষ্ঠান টি এলাকার মানুষ জন সাদরে গ্রহন করেছে, তা লক্ষ করা গেছে।

Address

Birlapur, Budge Budge, South 24pgs
Kolkata
743318

Website

Alerts

Be the first to know and let us send you an email when JIH S24P Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share