JIH S24P Media

JIH S24P Media this is the islamic organizations

22/10/2025
09/10/2025
2 রা অক্টোবর 2025: দক্ষিণ 24 পরগনা জেলার বজবজ মোকামের অন্তর্গত পাইক পাড়ায় মরহুম শাজাহান বাবুর কারখানার দ্বিতলে বজ বজ ম...
03/10/2025

2 রা অক্টোবর 2025: দক্ষিণ 24 পরগনা জেলার বজবজ মোকামের অন্তর্গত পাইক পাড়ায় মরহুম শাজাহান বাবুর কারখানার দ্বিতলে বজ বজ মো কাম ও বজবজ মেট্রো সিটির যৌথ উদ্যোগে আজ সারাদিনব্যাপী এক দাওয়াতী ইজতেমার আয়োজন করা হয় ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা নাজিম জনাব সানোয়ার আলী পৈলান সাহেব , কলকাতা মেট্রো সিটির নাজিম জনাব জুলফিকার আলী গাজী , দক্ষিণ ২৪ পরগনা জেলার দাওয়া বিভাগের দায়িত্বশীল জনাব আলতাব হোসেন লস্কর সাহেব, বজ বজ মোকাম ও মেট্রো সিটির নাজিম শেখ রাজিব আলী ও শেখ সাইফুদ্দিন সাহেব। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাক্তন জেলা নাজিম জনাব বদরুদ্দোজা সাহেব। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রায় তিন শতাধিক পুরুষ ও মহিলা ইজতেমায় উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানকে সর্বাত্মক সুন্দর করে তুলতে আপ্রাণ চেষ্টা চালায় শাকপুকুর খান পাড়া হালকার নাজিম জনাব শেখ মুস্তাকিম সাহেব, অন্যান্য কর্মী বৃন্দ দের মধ্যে রয়েছে জাহিরুল খান, আলিমুদ্দিন খান, মমিন উদ্দিন খান ,শেখ সাকির, শেখ সুলতান, জাহাঙ্গীর খান, শেখ শরিফুল ইসলাম শেখ মফিদুল ইসলাম ও স্থানীয় SIO কর্মীবৃন্দ।

বনগ্রাম মূকামের বিড়লাপুর বাস স্ট্যান্ড এর সম্প্রীতি স্টল এর কয়েকটি চিত্র।
01/10/2025

বনগ্রাম মূকামের বিড়লাপুর বাস স্ট্যান্ড এর সম্প্রীতি স্টল এর কয়েকটি চিত্র।

ঢোলা হাট মূকামের সম্প্রীতি স্টল এর কয়েকটি চিত্র।
01/10/2025

ঢোলা হাট মূকামের সম্প্রীতি স্টল এর কয়েকটি চিত্র।

ঠাকুর পুকুর মহেশতলা মূকামে সম্প্রীতি স্টল এর কয়েকটি চিত্র।
01/10/2025

ঠাকুর পুকুর মহেশতলা মূকামে সম্প্রীতি স্টল এর কয়েকটি চিত্র।

বজ বজ মুকাম এ সম্প্রীতি স্টল এর চিত্র।
01/10/2025

বজ বজ মুকাম এ সম্প্রীতি স্টল এর চিত্র।

ভাঙ্গর ব্লকে সম্প্রীতি স্টল এর চিত্র।
01/10/2025

ভাঙ্গর ব্লকে সম্প্রীতি স্টল এর চিত্র।

সম্প্রীতি স্টল ২০২৫
01/10/2025

সম্প্রীতি স্টল ২০২৫

01/10/2025

#সম্প্রীতি স্টল

১৯/০৯/২০২৫, শিবনগর : জি. আই. ও., পঃ বঙ্গ শাখা পরিচালিত প্রচারাভিযান "মানবিক মননে গড়ে তুলি সুস্থ সমাজ" এর অঙ্গ হিসাবে দঃ ...
22/09/2025

১৯/০৯/২০২৫, শিবনগর : জি. আই. ও., পঃ বঙ্গ শাখা পরিচালিত প্রচারাভিযান "মানবিক মননে গড়ে তুলি সুস্থ সমাজ" এর অঙ্গ হিসাবে দঃ ২৪ পরগণা জেলার ঢোলাহাট মোকামী জামাআতের অধীন শিবনগর কারকুন হালকার আয়োজনে শিবনগর মাদ্রাসা কক্ষে প্রায় ৫০ জন কর্মী দায়িত্বশীলার উপস্থিতে একটি মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওঃ তাহেরুল হক সাহেবের বোন ও বিশিষ্ট রুকনে জামাআত সাহিদা লস্কর সাহেবার সূরা মাউনের দারসের মাধ্যমে সভার কাজ শুরু হয়। প্রারম্ভিক বক্তব্য রাখেন জি. আই. ও. -র জেলা প্রতিনিধি (দায়িত্বশীলা) নায়িমা হুসাইনা। তিনি জি. আই. ও. -র লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন ও উপস্থিত নবাগতা বোনদের জি. আই. ও. -তে যোগদান করার আহ্বান জানান। সাথে সাথে চলতি প্রচারাভিযান বিষয়ে আলোচনা করেন। হালকা নাযিম আব্দুল ওয়াদুদ লস্কর সাহেব সংক্ষিপ্ত বক্তব্যে কুরআন হাদীস ইত্যাদি পড়াশোনা করে জ্ঞান অর্জন করার ও সেই মত আমল করার জন্য উৎসাহিত করেন। সমাপ্তি ভাষনে মোকামী আমীর আলতাফ হোসেন লস্কর সাহেব জি. আই. ও. -র কর্মধারা আলোচনা করে কেন ছাত্রীরা জি. আই. ও. -তে যোগদান করবেন তা বিশ্লেষণ করেন। বর্তমান সময়ে মানবিক মননে কিভাবে সুস্থ সমাজ গড়ে তোলা যায় সে বিষয়ে আলোকপাত করে সবাইকে জি. আই. ও. -র কাজে বেশি বেশি আত্মনিয়োগ করা, ছাত্রীদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়া, ইজতেমায় নিয়মিত উপস্থিত হয়ে জ্ঞান চর্চা করা ও সেইমত আমল করার উদাত্ত আহ্বান জানান। সব শেষে তাঁর দোওয়ার মাধ্যমে সভার কাজ শেষ হয়।

20/09/2025

Address

Birlapur, Budge Budge, South 24pgs
Kolkata
743318

Website

Alerts

Be the first to know and let us send you an email when JIH S24P Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share