03/10/2025
2 রা অক্টোবর 2025: দক্ষিণ 24 পরগনা জেলার বজবজ মোকামের অন্তর্গত পাইক পাড়ায় মরহুম শাজাহান বাবুর কারখানার দ্বিতলে বজ বজ মো কাম ও বজবজ মেট্রো সিটির যৌথ উদ্যোগে আজ সারাদিনব্যাপী এক দাওয়াতী ইজতেমার আয়োজন করা হয় ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা নাজিম জনাব সানোয়ার আলী পৈলান সাহেব , কলকাতা মেট্রো সিটির নাজিম জনাব জুলফিকার আলী গাজী , দক্ষিণ ২৪ পরগনা জেলার দাওয়া বিভাগের দায়িত্বশীল জনাব আলতাব হোসেন লস্কর সাহেব, বজ বজ মোকাম ও মেট্রো সিটির নাজিম শেখ রাজিব আলী ও শেখ সাইফুদ্দিন সাহেব। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাক্তন জেলা নাজিম জনাব বদরুদ্দোজা সাহেব। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রায় তিন শতাধিক পুরুষ ও মহিলা ইজতেমায় উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানকে সর্বাত্মক সুন্দর করে তুলতে আপ্রাণ চেষ্টা চালায় শাকপুকুর খান পাড়া হালকার নাজিম জনাব শেখ মুস্তাকিম সাহেব, অন্যান্য কর্মী বৃন্দ দের মধ্যে রয়েছে জাহিরুল খান, আলিমুদ্দিন খান, মমিন উদ্দিন খান ,শেখ সাকির, শেখ সুলতান, জাহাঙ্গীর খান, শেখ শরিফুল ইসলাম শেখ মফিদুল ইসলাম ও স্থানীয় SIO কর্মীবৃন্দ।