Ebong Shabdo Prakashani

Ebong Shabdo Prakashani এবং শব্দ প্রকাশনী
লেখক নন, লেখার মান আমাদের গর্ব
(প্রকাশক ও পুস্তক বিক্রেতা)

মনের শব্দ যখন লেখনী মারফৎ কোনো সাদা কাগজে ফুটে ওঠে বা আজকালকার ডিজিটাল যুগে যখন কি-বোর্ডে অঙ্গুলিস্পর্শের মাধ্যমে পাঠযোগ্য হয়ে ওঠে, তখন জন্ম নেয় এক একটি কাহিনী, এক একটি কবিতা। যাকে আশ্রয় করে জড়িয়ে থাকে আবেগ এবং শব্দ।

আমাদের, অর্থাৎ এবং শব্দ প্রকাশনীর উদ্দেশ্যই হল মানুষের এই আবেগকে মলাটবন্দী করা। নতুন কলমকারদের আদর্শ মঞ্চ হিসাবে নিজেদেরকে গড়ে তোলা। আমরা অতীতকে পাথেয় করে আগামীর স্বপ্ন দেখি। সেখানে পাশে পেতে চাই আপনাদেরকেও।

-: বিশেষ বিজ্ঞপ্তি :-"এবং শব্দ প্রকাশনী" থেকে প্রকাশিতব্য 'শারদীয়া সংখ্যা'র জন্য লেখা জমা দেওয়ার আবেদন...লেখার বিষয়বস্তু...
27/04/2025

-: বিশেষ বিজ্ঞপ্তি :-

"এবং শব্দ প্রকাশনী" থেকে প্রকাশিতব্য 'শারদীয়া সংখ্যা'র জন্য লেখা জমা দেওয়ার আবেদন...

লেখার বিষয়বস্তু এবং নিয়মাবলী হবে নিম্নরূপ -
১. উপন্যাস : ৪০০০-৪৫০০ শব্দ
২. গল্প : ২৪০০-২৫০০ শব্দ
৩. ছোটগল্প : ১৫০০-১৬০০ শব্দ
৪. অনুগল্প : ৩০০-৪০০ শব্দ
৫. কবিতা/ছড়া : ২০-২২ লাইন
৬. রম্যরচনা : ৮০০-১০০০ শব্দ

👉 সামাজিক, ভৌতিক, প্রেম, অনুবাদ, রহস্য-রোমাঞ্চ, থ্রিলার, হাসির গল্প, ফিকশন, পৌরাণিক, ঐতিহাসিক, তথ্যমূলক এবং ভ্রমণ বিষয়ক লেখার পান্ডুলিপি আপনারা পাঠাতে পারেন।
👉 লেখা পাঠাতে হবে
[email protected] - এই ইমেল আইডিতে।
👉 ইমেল এর Subject -এ অবশ্যই "শারদীয়া ১৪৩২" লিখতে হবে ও আপনার লেখার বিষয় উল্লেখ করতে হবে। (যেমন: শারদীয়া ১৪৩২ - কবিতা)
👉 অতি অবশ্যই আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর পাঠাবেন।
👉 লেখা জমা দিতে হবে unicode-এ টাইপ করে, .dox ফাইল করে অথবা মেলবডিতে টাইপ করে। পিডিএফ বা হাতে লেখা কাহিনী স্ক্যান করে পাঠালে তা কোনমতেই গ্রাহ্য হবে না।
👉 একজন লেখক / লেখিকা একটি লেখাই পাঠাতে পারবেন। একাধিক লেখা পাঠালে সেক্ষেত্রে প্রথম লেখাটা গ্রহণ করা হবে।
👉 লেখা পাঠাবার সময়সীমা ৩০শে জুন, ২০২৫ রাত ১২টা পর্যন্ত।
👉 বিশেষভাবে উল্লেখ্য, কোনপ্রকার ফ্যান ফিকশন বা রাজনৈতিক লেখা গ্রাহ্য হবে না।
👉 সকল লেখক / লেখিকাবৃন্দকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে, আপনারা লেখা পাঠাবার আগে অনুগ্রহ করে সেটি একবার পড়ে নেবেন। যাতে বানান, যতি চিহ্ন বা বাক্যগঠনে ছোটোখাটো ভুলভ্রান্তি যতটা সম্ভব এড়ানো যায়।
👉 লেখক / লেখিকা সূচী যথাসময়ে পেজে প্রকাশিত হবে।
👉 কোন সৌজন্য শয়ারদীয়া সংখ্যা প্রদান করা হবে না। সেই ভাবেই লেখা পাঠাবেন।

আমরা আপনাদের লেখার জন্য অপেক্ষায় রইলাম।

সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা 🙏 Ebong Shabdo Prakashani
15/04/2025

সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা 🙏

Ebong Shabdo Prakashani

ক্যালেন্ডার ১৪৩২ এর প্রি-বুকিং # ক্যালেন্ডারে কি কি পাচ্ছেন?(১.) সম্পূর্ণ ক্যালেন্ডারটি ক্রাফ্ট পেপারে তৈরি করা হয়েছে। ...
23/03/2025

ক্যালেন্ডার ১৪৩২ এর প্রি-বুকিং
# ক্যালেন্ডারে কি কি পাচ্ছেন?

(১.) সম্পূর্ণ ক্যালেন্ডারটি ক্রাফ্ট পেপারে তৈরি করা হয়েছে। পুরো ক্যালেন্ডারটিতে তিনটি রঙের ব্যবহার হয়েছে কালো লাল এবং সাদা।
(২.) ক্যালেন্ডার থেকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটি তারিখ দেখার এবং আরেকটি অংশে কিছু পুরনো জিনিস যা কিছু আমরা হারিয়ে ফেলছি বা হয়তো কিছুদিন পর থেকে আর খুঁজে পাওয়া যাবে না তেমন কিছু জিনিসের মধ্যে থেকে ১২ টি জিনিস পছন্দ করা হয়েছে। সেই ১২টি বস্তুর লাইন আর্ট করা হয়েছে এবং সেই সম্পর্কে কিছু বিশেষ তথ্য দেওয়া রয়েছে।
(৩.) আমরা বাংলা ক্যালেন্ডারের গতানুগতিক ধারা ভেঙে নতুন করে, নতুন ভাবে আপনার টেবিলে আনার চেষ্টা করেছি। ক্যালেন্ডারের আকর্ষণীয়তার সঙ্গে তার সর্বাধিক মান সার্বিকভাবে বজায় রাখার চেষ্টা করেছি।
(৪.) ক্যালেন্ডারটি সম্পূর্ণ 'বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা' অনুযায়ী তৈরি করা হয়েছে।

এই সবকিছুর প্রথমে যেটা আসে তা হল এর মূল্য। এ বিষয়ে আমরা বিশেষভাবে নজর রেখেছি। এর গুণগতমান, আকর্ষণীয়তা বজায় রাখতে গিয়ে কোনভাবেই যেন সাধারণের ক্যালেন্ডার সাধারণের ধরা ছোঁয়ার বাইরে না বেরিয়ে যায়।

মূল্য: ২৯৮/- টাকা
অগ্রিম বুকিং: ১০০/- টাকা

ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা। আপনারা যদি নিজে এসে নিতে পারেন তাহলে ডেলিভারি চার্জের কোন প্রয়োজন নেই।
যেইসব ক্যালেন্ডার ডেলিভারি হবে কুরিয়ারে সে ক্ষেত্রে অতিরিক্ত সাতদিন সময় দেওয়া প্রয়োজন।
ধন্যবাদ, আরো কিছু জানার থাকলে সরাসরি যোগাযোগ করুন 7003860993

কোলকাতা অন্তর্জাতিক পুস্তক মেলার নতুন বইশ্রী গনেশ বাউল ঘোষ -এর বাউলগ্রন্থ "আজব ঘর" সম্পাদনায় গীতাঞ্জলি সেনসুমন্ত ভৌমিক  ...
07/02/2025

কোলকাতা অন্তর্জাতিক পুস্তক মেলার নতুন বই
শ্রী গনেশ বাউল ঘোষ -এর বাউলগ্রন্থ "আজব ঘর"
সম্পাদনায় গীতাঞ্জলি সেন

সুমন্ত ভৌমিক

আজ বিশিষ্ট বাচিকশিল্পী সতীনাথ মুখোপাধ্যায় এর হাতে বই তুলে দেওয়া হচ্ছে ঝুমঝুম ব্যানার্জী -র "রহস্যের অন্তরালে" ও অঞ্জনা ব...
05/02/2025

আজ বিশিষ্ট বাচিকশিল্পী সতীনাথ মুখোপাধ্যায় এর হাতে বই তুলে দেওয়া হচ্ছে ঝুমঝুম ব্যানার্জী -র "রহস্যের অন্তরালে" ও অঞ্জনা বসু -র "সাত সতেরো"
সুমন্ত ভৌমিক

04/02/2025

চন্দ্রিকা -র গল্পগ্রন্থ "অন্ত-অমিল" প্রকাশের কিছু মুহূর্ত..
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী অনিন্দ্য শহর, আলোকচিত্র শিল্পী অতনু পাল ও সঙ্গীতশিল্পী দীপ চ্যাটার্জী।

সুমন্ত ভৌমিক Chandrika Banerjee Dhar

আজ আনুষ্ঠানিক বই প্রকাশ হলো...  চন্দ্রিকা -র গল্পগ্রন্থ "অন্ত-অমিল"প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী অনিন্দ...
03/02/2025

আজ আনুষ্ঠানিক বই প্রকাশ হলো...
চন্দ্রিকা -র গল্পগ্রন্থ "অন্ত-অমিল"
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী অনিন্দ্য শহর, আলোকচিত্র শিল্পী অতনু পাল ও সঙ্গীতশিল্পী দীপ চ্যাটার্জী। এছাড়া ছিলেন সঙ্গীতজ্ঞ শঙ্কর ধর ও শুভায়ু ভট্টাচার্য্য, আবৃত্তিকার স্নেহা বন্দ্যোপাধ্যায়, কবি ফুল্লরা মুখোপাধ্যায়, ছড়াকার ভাগ্যধর বৈদ্য, প্রকাশক সুমন্ত ভৌমিক ও পিয়া ভৌমিক

সুমন্ত ভৌমিক Chandrika Banerjee Dhar

আজ এবং শব্দ প্রকাশনী দপ্তরে সরস্বতী পুজো সুসম্পর্ণ হলো... 🙏 সুমন্ত ভৌমিক
02/02/2025

আজ এবং শব্দ প্রকাশনী দপ্তরে সরস্বতী পুজো সুসম্পর্ণ হলো... 🙏

সুমন্ত ভৌমিক

02/02/2025

আজ বিকালে প্রকাশক সুমন্ত ভৌমিক থাকছেন 137 নম্বর স্টলে (2 নম্বর গেটের কাছে)। সাথে থাকছেন অঞ্জনা বসু, ফুল্লরা মুখোপাধ্যায়, ঝুমঝুম ব্যানার্জী, ভাগ্যধর বৈদ্য ও কুনাল মোদক সহ আর অনেকে।
আপনারাও আসুন দেখা হবে। আড্ডা হবে।

কোলকাতা অন্তর্জাতিক পুস্তক মেলার নতুন বইঅঞ্জনা বসু -এর গ্রন্থ "সাত সতেরো" সুমন্ত ভৌমিক
01/02/2025

কোলকাতা অন্তর্জাতিক পুস্তক মেলার নতুন বই
অঞ্জনা বসু -এর গ্রন্থ "সাত সতেরো"

সুমন্ত ভৌমিক

এবং শব্দ প্রকাশনী থেকে সদ্য প্রকাশিত চন্দ্রিকা -র গল্পগ্রন্থ অন্ত-অমিল হাতে নিয়ে দেখছেন সুবোধ বাবু। সাথে লেখিকা ও পাঠক। ...
30/01/2025

এবং শব্দ প্রকাশনী থেকে সদ্য প্রকাশিত চন্দ্রিকা -র গল্পগ্রন্থ অন্ত-অমিল হাতে নিয়ে দেখছেন সুবোধ বাবু। সাথে লেখিকা ও পাঠক।

Ebong Shabdo Prakashani Chandrika Banerjee Dhar সুমন্ত ভৌমিক

Address

36 New Monikhali Khalpar Road (North), Maheshtala
Kolkata
700141

Alerts

Be the first to know and let us send you an email when Ebong Shabdo Prakashani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category