
27/04/2025
-: বিশেষ বিজ্ঞপ্তি :-
"এবং শব্দ প্রকাশনী" থেকে প্রকাশিতব্য 'শারদীয়া সংখ্যা'র জন্য লেখা জমা দেওয়ার আবেদন...
লেখার বিষয়বস্তু এবং নিয়মাবলী হবে নিম্নরূপ -
১. উপন্যাস : ৪০০০-৪৫০০ শব্দ
২. গল্প : ২৪০০-২৫০০ শব্দ
৩. ছোটগল্প : ১৫০০-১৬০০ শব্দ
৪. অনুগল্প : ৩০০-৪০০ শব্দ
৫. কবিতা/ছড়া : ২০-২২ লাইন
৬. রম্যরচনা : ৮০০-১০০০ শব্দ
👉 সামাজিক, ভৌতিক, প্রেম, অনুবাদ, রহস্য-রোমাঞ্চ, থ্রিলার, হাসির গল্প, ফিকশন, পৌরাণিক, ঐতিহাসিক, তথ্যমূলক এবং ভ্রমণ বিষয়ক লেখার পান্ডুলিপি আপনারা পাঠাতে পারেন।
👉 লেখা পাঠাতে হবে
[email protected] - এই ইমেল আইডিতে।
👉 ইমেল এর Subject -এ অবশ্যই "শারদীয়া ১৪৩২" লিখতে হবে ও আপনার লেখার বিষয় উল্লেখ করতে হবে। (যেমন: শারদীয়া ১৪৩২ - কবিতা)
👉 অতি অবশ্যই আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর পাঠাবেন।
👉 লেখা জমা দিতে হবে unicode-এ টাইপ করে, .dox ফাইল করে অথবা মেলবডিতে টাইপ করে। পিডিএফ বা হাতে লেখা কাহিনী স্ক্যান করে পাঠালে তা কোনমতেই গ্রাহ্য হবে না।
👉 একজন লেখক / লেখিকা একটি লেখাই পাঠাতে পারবেন। একাধিক লেখা পাঠালে সেক্ষেত্রে প্রথম লেখাটা গ্রহণ করা হবে।
👉 লেখা পাঠাবার সময়সীমা ৩০শে জুন, ২০২৫ রাত ১২টা পর্যন্ত।
👉 বিশেষভাবে উল্লেখ্য, কোনপ্রকার ফ্যান ফিকশন বা রাজনৈতিক লেখা গ্রাহ্য হবে না।
👉 সকল লেখক / লেখিকাবৃন্দকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে, আপনারা লেখা পাঠাবার আগে অনুগ্রহ করে সেটি একবার পড়ে নেবেন। যাতে বানান, যতি চিহ্ন বা বাক্যগঠনে ছোটোখাটো ভুলভ্রান্তি যতটা সম্ভব এড়ানো যায়।
👉 লেখক / লেখিকা সূচী যথাসময়ে পেজে প্রকাশিত হবে।
👉 কোন সৌজন্য শয়ারদীয়া সংখ্যা প্রদান করা হবে না। সেই ভাবেই লেখা পাঠাবেন।
আমরা আপনাদের লেখার জন্য অপেক্ষায় রইলাম।