Sujata paria

Sujata paria ami akjon housewife. video banate valobasi. amr bari west bengal.videote dance , blog,cook,etc video debo.sobai amr pase theko. nijer paye darano khub proyojon.

গল্প: সীমান্তের সেই রাতশারদীয়ার পূজোর রাত। চারিদিকে ঢাকের আওয়াজ, আলোর ঝলকানি, মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়। দেশের প্রতিটি ঘ...
16/09/2025

গল্প: সীমান্তের সেই রাত

শারদীয়ার পূজোর রাত। চারিদিকে ঢাকের আওয়াজ, আলোর ঝলকানি, মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়। দেশের প্রতিটি ঘরে উৎসবের আনন্দ, কিন্তু সীমান্তের অন্ধকারে এক সৈনিক দাঁড়িয়ে আছে একা।

সৈনিক অরিন্দমের চোখে ভেসে উঠছে গ্রামের মণ্ডপ, মায়ের শাড়ির আঁচল, স্ত্রীর সিঁদুর, আর ছোট্ট ছেলের হাত ধরে মেলা ঘুরে বেড়ানোর স্বপ্ন। কিন্তু তার হাতে এখন শুধু বন্দুক, আর চোখে সীমান্ত পাহারার দায়িত্ব।

দূরে চাঁদের আলোয় ঝলমল করছে কাঁটাতারের বেড়া। হাওয়ায় বাজছে ঢাকের মতোই তার বুকের ধ্বনি। সে জানে, পূজোয় মানুষ নির্ভয়ে আনন্দ করতে পারছে কেবল এজন্য যে সে আর তার সঙ্গীরা রাত জেগে পাহারা দিচ্ছে।
এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে মনে মনে প্রতিজ্ঞা করল—
"আমি যদি আজ ঘরে না ফিরতে পারি, তবুও আমার ঘর, আমার দেশ, আমার মানুষ যেন নিরাপদ থাকে। সেটাই আমার সবচেয়ে বড় পূজা।"

আর সেই রাতটিকে আকাশের চাঁদও যেন সাক্ষী হয়ে রইল—
একজন সৈনিকের নিঃশব্দ উৎসর্গের, যিনি নিজের আনন্দ বিসর্জন দিয়ে দেশের প্রতিটি ঘরে আনন্দ পৌঁছে দিলেন।

゚viralシfypシ゚viralシal 💔

Good afternoon
01/09/2025

Good afternoon

Birthday boy
01/09/2025

Birthday boy

আমি গর্বিত ,আমি এক পুত্র সন্তানের মা। ইদানিংকালে লক্ষ্য করে দেখেছি কন্যা সন্তানের মায়েরা কিংবা বাবারা তাদেরকে কেবলমাত্র...
27/08/2025

আমি গর্বিত ,আমি এক পুত্র সন্তানের মা। ইদানিংকালে লক্ষ্য করে দেখেছি কন্যা সন্তানের মায়েরা কিংবা বাবারা তাদেরকে কেবলমাত্র ভাগ্যবতী এবং ভাগ্যবান বলে মনে করেন। কন্যা সন্তান যদি লক্ষ্মী হয় তবে পুত্র সন্তানও কিন্তু নারায়ন।
বিভেদ করি না বলেও এটা কিন্তু একটা অনেক বড় বিভেদ সৃষ্টি করে।
অনেক ভাগ্য করলে কন্যা সন্তানের জন্ম হয় এই ধারণা আমার ঠিক বলে মনে হয় না।
আমার মতে সন্তান সুস্থ আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ।
প্রতিটি মা-বাবারই কাম্য একজন সুস্থ সন্তান। তা সে পুত্র হোক কিংবা কন্যা। দুজনকেই সমান চোখে দেখা উচিত।
কেবলমাত্র ভাগ্য ভালো হলে কন্যা সন্তান হয় এই কথা বলে আমার মনে হয় পুত্র সন্তানের মায়েদেরকে অনেকটাই কিন্তু ছোট করা হয়।
আজ যারা কন্যা পুত্র অর্থাৎ শিশু তারাই কিন্তু আগামী প্রজন্মের পুরুষ এবং নারী।
আর আমার মনে হয় প্রতিটা ক্ষেত্রে সে সামঞ্জস্যতা রক্ষা করাটাই শ্রেয়।
অযথা বিভেদ না করে সন্তানকে পরম আদরে লালন পালন করাটাই কিন্তু মা-বাবার কর্তব্য হওয়া উচিত।

Good evening
24/08/2025

Good evening

Good afternoon
22/08/2025

Good afternoon

Good morning
22/08/2025

Good morning

My hero
18/08/2025

My hero

Good morning
18/08/2025

Good morning

Good evening
17/08/2025

Good evening

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sujata paria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share