03/08/2025
স্মরণ করুন: একসময় স্লোগান ছিল 'দেশ বিক্রি করে দিচ্ছে' বা 'বিদেশিদের হাতে তুলে দিচ্ছে স্বাধীনতা'!
আজ ক্ষমতার আসনে তারাই, যারা এই ভয় দেখাতেন।
কিন্তু তাদের 'সংস্কারের' নামে যা চলছে, তা কি সত্যিই উন্নয়ন?
নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক নতুন 'কর্পোরেট কলোনি' তৈরির নীলনকশা?
প্রশাসনের দুর্নীতি, সংখ্যালঘুদের নিরাপত্তা, বাকস্বাধীনতা - কোথায় উন্নতি?
গ্যাস, পানি, বিদ্যুৎ আজও সংকটে, ডলারের মূল্য আকাশচুম্বী।
ব্যাংকিং খাত লুঠেরাদের হাতে, শিল্পনীতি ও রপ্তানি বাজারে আসেনি পরিবর্তন।
বড় বড় ভাষণের আড়ালে চলছে চুক্তির গোপন আঁতাত।
৫ বিলিয়ন ডলারের ২৫টি বোয়িং বিমান কেনা হচ্ছে রিজার্ভ সংকটের সময়ে।
এগুলো কি মার্কিন বাজার রক্ষার অজুহাত, নাকি জাতীয় স্বার্থ বিসর্জন?
চায়না সামরিক পণ্য নিষিদ্ধ, আমেরিকান LNG কে একচেটিয়া অধিকার।
কাস্টমস ডেটা ও ব্যক্তিগত তথ্যে যুক্তরাষ্ট্রের নজরদারি - এ কেমন 'সংস্কার'?
একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব কি তবে কাগজের পাতায় সীমাবদ্ধ?
দেশ কোনো প্রজেক্ট নয়, যেখানে জনগণ শুধু ঋণের বোঝা টানবে!
বাংলাদেশ কি সত্যিই স্বাধীন, নাকি ডলারের বিনিময়ে বিক্রি হয়ে যাওয়া এক অঞ্চল? আপনার মতামত জানান।
যে দল গোপন চুক্তির বিরুদ্ধে কথা বলে ক্ষমতায় এলো, তারাই আজ জনগণের চোখে ধুলো দিয়ে ৫ বিলিয়ন ডলারের বোয়িং চুক্তি করছে...